নবম শ্রেণি
বাংলা
প্রথম পরীক্ষার প্রস্তুতির জন্য
ক্লাস টেস্ট
মডেল অ্যাক্টিবিটি - ৫
১। সঠিক উত্তরটি নির্বাচন করো :
১.১ "করি-কর সমান বরিষে জলধারা।" - 'করি-কর' শব্দটির অর্থ কী?
(ক) যা করা যায়
(খ) মানুষের হাত
(গ) সূর্যের কিরণ
(ঘ) হাতির শুঁড়
উত্তরঃ (ঘ) হাতির শুঁড়
১.২ 'স্কোয়ার মেজারের অঙ্ক' - বলতে বোঝায় -
(ক) জ্যামিতির অঙ্ক
(খ) ত্রিকোণমিতির অঙ্গক
(গ) পরিমিতির অঙ্ক
(ঘ) বীজগণিতের অঙ্গ
উত্তরঃ (গ) পরিমিতির অঙ্ক
১.৩ 'ধীবর-বৃত্তান্ত' নাটকটিতে জানুক হলো -
(ক) প্রথম রক্ষী
(খ) দ্বিতীয় রক্ষী
(গ) কোতোয়াল
(ঘ) সেনাপতি
উত্তরঃ (খ) দ্বিতীয় রক্ষী
১.৪ প্রোফেসর শঙ্কু মঙ্গলগ্রহে পদার্পণ করলেন -
(ক) ২৩ জানুয়ারি
(খ) ২৪ জানুয়ারি
(গ) ২৫ জানুয়ারি
(ঘ) ২৬ জানুয়ারি
উত্তরঃ (গ) ২৫ জানুয়ারি
১.৫ অতসী > তিসি - এখানে ধ্বনি পরিবর্তনের যে রীতি অনুসৃত হয়েছে, তা হল -
(ক) স্বরাগম
(খ) স্বরলোপ
(গ) অপিনিহিতি
(ঘ) স্বরভক্তি
উত্তরঃ (খ) স্বরলোপ
১.৬ যে স্বরধ্বনি উচ্চারণকালে অপেক্ষাকৃত কম সময় লাগে -
(ক) হ্রস্ব স্বরধ্বনি
(খ) দীর্ঘ স্বরধ্বনি
(গ) নিহিত স্বরধ্বনি
(ঘ) মৌলিক স্বরধ্বনি
উত্তরঃ (ক) হ্রস্ব স্বরধ্বনি
১.৭ 'পতঙ্গ' শব্দটি সন্ধি বিচ্ছেস করলে পাই -
(ক) পত+অঙ্গ
(খ) পতৎ+অঙ্গ
(গ) পতা+অঙ্গ
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ (খ) পতৎ+অঙ্গ
২। কম-বেশি ১৫টি শব্দে নীচের সাতটি প্রশ্নের উত্তর দাওঃ
২.১ "ধূলে আচ্ছাদিত হইল যা ছিল হরিত।" - বলতে কবি কী বুঝিয়েছেন?
উত্তরঃ ধূলি ঝড়ে চারিদিকে সমস্ত সবুজ গাছপালা আচ্ছাদিত হয়ে গেছে।
২.২ "সত্যি, ভাগ্য যেন চাকার মতো ঘোরে" - কে একথা বলেছে?
উত্তরঃ মহম্মদ শার বাড়িতে ইলিয়াসের অসহায়তা দেখে জনৈক অতিথি একথা বলেছিল।
২.৩ "এ যে শূল থেকে নামিয়ে একেবারে হাতির পিঠে চড়িয়ে দেওয়া হলো" - হাতির পিঠে চড়ানো বলতে কী বোঝনো হয়েছে?
উত্তরঃ আংটি চুরির সন্দেহে জেলেকে শূলে চড়ানোর সম্ভাবনা ছিল, কিন্তু তার পরিবর্তে রাজা তাকে পুরস্কার দিলেন।
২.৪ প্রহ্লাদ কতদিন প্রোফেসর শঙ্কুর কাছে কাজ করছে?
উত্তরঃ দীর্ঘ ২৭ বছর
২.৫ স্বতোনাসিক্যীভবন কাকে বলে? উদাহরণ দাও।
উত্তরঃ নাসিক্য ধ্বনির প্রভাব ছাড়া স্বরধ্বনি আনুনাসিক হয়ে গেলে তাকে স্বতোনাসিক্যীভবন বলে। যেমন - ঝাটা > ঝাঁটা
২.৬ ধ্বনি ও বর্ণের মধ্যে একটি পার্থক্য উল্লেখ করো।
উত্তরঃ ধ্বনি কেবল মুখে উচ্চারন করা যায় কিন্তু বর্ণ লিখেও প্রকাশ করা যায়।
২.৭ অঘোষ ব্যঞ্জন কাকে বলে উদাহরণ দাও।
উত্তরঃ যে ব্যঞ্জনধ্বনিগুলির উচ্চারণ গাম্ভীর্যহীনভাবে হয় তাদেরকে অঘোষ ব্যঞ্জন বলে। যেমন - 'প', 'ফ'।
২.৮ সমীভবন-কে আর কী নামে ডাকা হয়? একটি উদাহরণ দাও।
উত্তরঃ সমীভবনের আরেক নাম সমীকরণ। যেমন - পদ্ম>পদ্দ
খুব ভালো
উত্তরমুছুন