নবম শ্রেণি
বাংলা
প্রথম পরীক্ষার প্রস্তুতির জন্য
ক্লাস টেস্ট
মডেল অ্যাক্টিবিটি - ৪
১। সঠিক উত্তরটি নির্বাচন করো :
১.১ "অম্বিকামঙ্গল গান শ্রীকবিকঙ্কণ" - 'অম্বিকামঙ্গল' রচিত হয়েছিল -
(ক) পঞ্চদশ
(খ) ষোড়শ
(গ) সপ্তদশ
(ঘ) অষ্টাদশ শতাব্দীতে
উত্তরঃ (গ) সপ্তদশ
১.২ ইলিয়াসের ভালো ঘোড়াগুলি চুরি করেছিল -
(ক) কিরবিজরা
(খ) খিজির
(গ) কিবলিসরা
(ঘ) হার্মাদরা
উত্তরঃ (ক) কিরবিজরা
১.৩ ধীবরের বাস ছিল -
(ক) শচীতীর্থে
(খ) ব্রহ্মাবতারে
(গ) দশাবতারে
(ঘ) শক্রাবতারে
উত্তরঃ (ঘ) শক্রাবতারে
১.৪ "তিন্তিড়ি! তিন্তিড়ি!" বলে ডাকছিল -
(ক) বিধুশেখর
(খ) প্রহ্লাদ
(গ) মঙ্গলগ্রহের জন্তু
(ঘ) নিউটন
উত্তরঃ (গ) মঙ্গলগ্রহের জন্তু
১.৫ য, র, ল, ব এই ধ্বনিগুলিকে বলে -
(ক) শিসধ্বনি
(খ) ঘৃষ্টধ্বনি
(গ) উষ্ণধ্বনি
(ঘ) অন্তঃস্থ ধ্বনি
উত্তরঃ (ঘ) অন্তঃস্থ ধ্বনি
১.৬ একটি বিবৃত স্বরধ্বনি হল -
(ক) অ
(খ) আ
(গ) ই
(ঘ) উ
উত্তরঃ (খ) আ
১.৭ বাবু > বাপু - এ ক্ষেত্রে ধ্বনি পরিবর্তনের যে নিয়ম কার্যকরী হয়েছে তা হল -
(ক) সমীভবন
(খ) বিষমীভবন
(গ) ঘোষীভবন
(ঘ) অঘোষীভবন
উত্তরঃ (খ) বিষমীভবন
২। কম-বেশি ১৫টি শব্দে নীচের সাতটি প্রশ্নের উত্তর দাওঃ
২.১ "সাধারাত মিছে দাঁড় টানি" - কবি কেন মিছে দাঁড় টানেন?
উত্তরঃ "নোঙর" কবিতায় কবি সামাজিক বন্ধন ও কর্তব্যের বন্ধনে আবদ্ধ জীবন থেকে মুক্তি পেতে চান। কিন্তু বাস্তবে সেই মুক্তি আসে না, তাই দাঁড় টানাকে মিছে বলা হয়েছে।
২.২ 'দাম' গল্পে পত্রিকা কর্তৃপক্ষ কোন্ বিষয়ে গল্প লেখার অনুরোধ করেছিলেন?
উত্তরঃ সুকুমারের ছোটবেলার একটি ঘটনা নিয়ে গল্প লেখার অনুরোধ করেছিলেন।
২.৩ "আপনি মহারাজের একটা সেবা করলেন বলতে হয়।" - কে, কাকে একথা বলেছে?
উত্তরঃ রক্ষী সূচক রাজ্য শ্যালককে একথা বলেছিলেন।
২.৪ প্রোফেসর শঙ্কুর ডায়েরিটি বিশেষত্ব কী ছিল?
উত্তরঃ সেটাকে টানলে ছেঁড়ে না, আগুনে পড়ালে পড়ে না, আর তাতে লেখা কালির রং পরিবর্তন।
২.৫ শঙ্কু কোন্ কোন্ জিনিসের মিশণে রকেট-এর খোলস তৈরি করেছিলেন?
উত্তরঃ ব্যাঙের ছাতা, সাপের খোলস, কচ্ছপের ডিমের খোলা আর একুইয়স্ ভেলোসিলিকা মিশিয়ে প্রোফেসর শঙ্কু তাঁর রকেটের খোলস তৈরি করেছিলেন।
২.৬ স্বরভক্তির আরেক নাম বিপ্রকর্ষ কেন?
উত্তরঃ স্বরভক্তি প্রক্রিয়ায় মুক্ত ব্যঞ্জনের মাঝে একটি স্বরধ্বনি এসে ব্যঞ্জনধ্বনি দুটিকে দূরে ঠেলে দেয়, তাই এর আরেক নাম বিপ্রকর্ষ।
২.৭ প্লুতস্বর কাকে বলে?
উত্তরঃ কান্নার সময়, গান গাইতে গেলে বা কাউকে আহ্বন করতে গেলে একটি স্বরধ্বনিকে কখনো কখনো টেনে উচ্চারণ করা হয়, এই স্বরধ্বনিকে প্লুতস্বর বলে। যেমন - রাখালে রে -এ-এ-এ-এ-এ।
২.৮ 'সেই সঙ্গে সদুপদেশও একটু বর্ষণ করেছিলুম।' - নির্দেশ করা পদটির সন্ধি বিচ্ছেদ করো।
উত্তরঃ সৎ+উপদেশ
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ