Current Affairs/ কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর/ সম্প্রীতিক ঘটনা/ 11-04-2022/ Daily Current Affairs Today
Type Here to Get Search Results !

Current Affairs/ কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর/ সম্প্রীতিক ঘটনা/ 11-04-2022/ Daily Current Affairs Today

Current Affairs / কারেন্ট অ্যাফেয়ার্স mcq প্রশ্ন উত্তর 

Daily Current Affairs Today


প্রশ্নঃ Covishield এবং Covaxin-এর দাম প্রাইভেট হাসপাতালের জন্য ডোজ প্রতি কত রুপি কমানো হয়েছে? -

(ক) ১৫৫

(খ) ২০০

(গ) ২২৫

(ঘ) ২৫০

উত্তরঃ (গ) ২২৫


প্রশ্নঃ ভারতের কৃষি-রপ্তানি 2021-2022 সালের জন্য কত ডলার অতিক্রম করেছে?

(ক) ১০ বিলিয়ন

(খ) ৩০ বিলিয়ন

(গ) ৪০ বিলিয়ন

(ঘ) ৫০ বিলিয়ন

উত্তরঃ (ঘ) ৫০ বিলিয়ন


প্রশ্নঃ ভেঙ্কাইয়া নাইডু কত জন শিল্পীদের একাডেমি পুরস্কার প্রদান করেন?

(ক) ৬৬

(খ) ২৯

(গ) ৩৮

(ঘ) ৫৪

উত্তরঃ (ক) ৬৬


প্রশ্নঃ নিচের কোনটি গুজরাটের উমিয়া মাতা মন্দিরের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে সম্বোধন করবে? -

(ক) আমিত শাহ

(খ) নরেন্দ্র মোদি

(গ) রাজনাথ সিং

(ঘ) পিয়ুশ গোয়েল

উত্তরঃ (খ) নরেন্দ্র মোদি


প্রশ্নঃ জি কিষাণ রেড্ডি কততম জাতীয় শিল্প প্রদর্শনী এবং এসএনএ পুরস্কারপ্রাপ্ত পারফরম্যান্স ফেস্টিভ্যাল উদ্বোধন করেন?

(ক) ৬০তম

(খ) ৬১তম

(গ) ৬২তম

(ঘ) ৬৬তম

উত্তরঃ (গ) ৬২তম


প্রশ্নঃ সম্প্রতি কোন দেশ গ্লাসগোতে প্রথম মহিলা ডাবলস এবং মিক্সড ডাবলস শিরোপা জিতেছে? -

(ক) ফ্রান্স

(খ) ভারত

(গ) জাপান

(ঘ) ইরান

উত্তরঃ (খ) ভারত


প্রশ্নঃ জাপান এবং কোন দেশ প্রতিরক্ষা সম্পর্ককে শক্তিশালী করতে নিরাপত্তা চুক্তি চায়? -

(ক) ইন্দোনেশিয়া

(খ) দক্ষিণ কোরিয়া

(গ) কলম্বিয়া

(ঘ) ফিলিপিন্স

উত্তরঃ (ঘ) ফিলিপিন্স


প্রশ্নঃ সম্প্রতি কোন দেশ BRICS পেমেন্ট সিস্টেমকে একীভূত করার আহ্বান জানিয়েছে? -

(ক) চিন

(খ) জাপান

(গ) ভারত

(ঘ) রাশিয়া

উত্তরঃ (ঘ) রাশিয়া


প্রশ্নঃ সম্প্রতি কোন দেশের প্রেসিডেন্ট ওব্রাডর প্রথম ধরনের রিকল রেফারেন্ডামের আহ্বান জানিয়েছেন? -

(ক) ব্রাজিল

(খ) মেক্সিকো

(গ) আমেরিকা

(ঘ) চিন

উত্তরঃ (খ) মেক্সিকো


প্রশ্নঃ এবছর কতজন হজযাত্রীকে হজ করতে দেবে সৌদি আরব? -

(ক) দশ লাখ

(খ) কুড়ি লাখ

(গ) ত্রিরিশ লাখ

(ঘ) চল্লিশ লাখ

উত্তরঃ (ক) দশ লাখ


                                      

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close