WB Class 11
Sanskrit
Question Paper
2022
১. সঠিক উত্তরটি নির্বাচন করো :
১)'পঞ্চতন্ত্র'এর রচয়িতা কে?
ক) নারায়ণ শর্মা
খ) হরি শর্মা
গ) রাকেশ শর্মা
ঘ) বিষ্ণু শর্মা
উত্তর: বিষ্ণু শর্মা
২) ব্রহ্মরাক্ষস এর নাম কি ছিল?
ক) সত্যবচন
খ) শুষ্ককপোল
গ) ক্রূরকর্মা
ঘ) গোপাল
উত্তর: সত্যবচন
৩) যজমান ব্রাহ্মণ কে কি দান করেছিলেন?
ক) দুটি ছাগল
খ) দুটি বাছুর
গ) দুইটি বলদ
ঘ) দুটি গাভী
উত্তর: দুটি বাছুর
৪) চোর ও ব্রহ্মরাক্ষসের কথোপকথনের সময় ব্রাহ্মণ কি অবস্থায় ছিলেন?
ক) জাগ্রত
খ) ঘুমন্ত
গ) চলমান
ঘ) দৌড়ানো
উত্তর: ঘুমন্ত
৫)'মেঘদূতম্' কাব্য টি কোন ছন্দে রচিত?
ক) অমিত্রাক্ষর
খ) মান্দাক্রান্তা
গ) আর্যা
ঘ)স্রগ্ধরা
উত্তর:মান্দাক্রান্তা
৬) যক্ষ পত্নী কোথায় থাকেন?
ক) রামগিরি
খ) অমরাবতী
গ) আলকাপুরি
ঘ) মাল্যবান
উত্তর: অলকাপুরী
৭) যক্ষ কোন ফুল দিয়ে মেঘকে অভ্যর্থনা জানিয়ে ছিল?
ক) দ্রোণকুসুম
খ) কুটজকুসুম
গ) কুন্দকুসুম
ঘ) নবমল্লিকা
উত্তর:কুটজকুসুম
৮) যক্ষ কাকে দূত করেছিল?
ক) পক্ষী
খ) গজ
গ) মেঘ
ঘ) বায়ু
উত্তর: মেঘ
৯) শ্রীরামকৃষ্ণের আরাধ্য দেবী কে?
ক) ভৈরবী
খ) ভবতারিণী
গ) ভুবনেশ্বরী
ঘ) সরস্বতী
উত্তর: ভবতারিণী
১০) শূন্যস্থান পূরণ করো ঃ "গুরুদেবস্য _______ মহিমা!"
ক) অনির্বচনা
খ) অনির্বচনিয়া
গ) অনির্বচনীয়ম্
ঘ) অনির্বচনীয়ো
উত্তরঃ ঘ) অনির্বচনীয়ো
১১) শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথ এর কাছে কোন গান শুনতে চেয়েছিলেন?
ক) ব্রাহ্ম সংগীত
খ) রবীন্দ্র সংগীত
গ) শ্যামা সংগীত
ঘ) পদাবলী
উত্তর: শ্যামা সংগীত
১২) শ্রীরামকৃষ্ণের শরীর থেকে নির্গত হয়
ক) সুগন্ধ
খ) অমৃত
গ) সূর্য রশ্মি
ঘ) জ্যোতি ধারা
উত্তর: জ্যোতির ধারা
১৩) মহাভারতের কয়টি পর্ব?
ক) 7
খ) 13
গ) 4
ঘ) 18
উত্তর: 18
১৪) রামায়নে মোট কটি কান্ড?
ক) 4
খ) 7
গ) 12
ঘ) 11
উত্তর: 7
১৫) হিতোপদেশ রচয়িতা কে?
ক) বিষ্ণু শর্মা
খ) নারায়ণ শর্মা
গ) কালিদাস
ঘ) দণ্ডী
উত্তর: নায়ন শর্মা
২. প্রতিটি পূর্ণ বাক্যে সংক্ষিপ্ত উত্তর দাও:
গদ্যাংশ
(যে কোন তিনটি)
১) ব্রাহ্মণ কেন ঘুম থেকে জেগে উঠলো?
উত্তর:
২) ব্রহ্মরাক্ষস কি চেয়েছিলেন?
উত্তর:
৩) চোরের কি ইচ্ছা ছিল?
উত্তর:
৪) ব্রহ্মরাক্ষস এর ভোজন এর সময় কখন? সেকা কে খাবে বলে নিশ্চিত করেছিল?
উত্তর:
৫) ব্রহ্মরাক্ষসের চেহারা কেমন ছিল?
উত্তর:
পদ্যাংশ
(যে কোন তিনটি)
৬) মেঘের বংশের নাম কি ছিল?
উত্তর:
৭) মেঘদূতম্ কে রচনা করেন?
উত্তর: কালিদাস
৮) যক্ষ কে কেন নির্বাসিত করা হয়েছিল?
উত্তর:
৯) যোগ্য কে কোথায় নির্বাসিত করা হয়েছিল?
উত্তর: রামগিরি পর্বত
১০) 'ব্যজহার' - শব্দের অর্থ কী?
উত্তর:
নাট্যাংশ
(যে কোন তিনটি)
১১) নরেন্দ্রনাথ কোথায় প্রথম শ্রীরামকৃষ্ণের দর্শন পেয়েছিলেন?
উত্তর:
১২)'ভারতবিবেকম'এর প্রথম দৃশ্যের সময় নির্দেশ করো।
উত্তর:
১৩) নরেন্দ্রনাথ এর বংশ পরিচয় কি?
উত্তর:
১৪) 'হৃহয়ং মম নিরন্তরং ক্লিশ্নাতি' - কে বলেছেন?
উত্তর:
সাহিত্যেতিহাস
(যেকোনো দুটি)
১৫) মহাভারতের অপর নাম কি?
উত্তর:
১৬) রামায়ণের রচিয়তা কে?
উত্তর:
১৭ মহাভারতের রচয়িতা কে?
উত্তর:
৩. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও:
১) 'ব্রাহ্মণচৌরপিশাচকথা'-এর সারাংশ লেখ।
২) চোর ও রাক্ষসের কথোপকথন সংক্ষেপে লেখ।
৪. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও:
১) তোমার পাঠ্য অংশ অবলম্বনে মেঘদূত বিষয়বস্তু বর্ণনা করো।
২) মেঘদূতের যেকোনো একটি শ্লোক ব্যাখ্যা করো।
৫. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও:
১) রামকৃষ্ণ নরেন্দ্রনাথ এর সাক্ষাৎকার এর বর্ণনা দাও।
২) পাঠ্যাংশের অন্তর্ভুক্ত যেকোনো একটি গানের বিষয়বস্তু বর্ণনা করো।
৬. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও:
১) ভারতীয় সমাজ ও সাহিত্যে মহাভারতের প্রভাব আলোচনা করো।
২) সংস্কৃত সাহিত্যে পঞ্চতন্ত্রের স্থান আলোচনা করো।
ধন্যবাদ আপনার এই সাহায্য করার জন্য।
উত্তরমুছুনThank you
উত্তরমুছুনThank you
উত্তরমুছুন