Current Affairs / কারেন্ট অ্যাফেয়ার্স mcq প্রশ্ন উত্তর
প্রশ্নঃ সম্প্রতি এশিয়ার সবচেয়ে বড় খাদ্য মেলায় কতজন রপ্তানিকারক অ্যাপেডা প্যাভিলিয়নে অংশ নিচ্ছেন?
(ক) ১০
(খ) ৩০
(গ) ৫০
(ঘ) ৮০
উত্তরঃ (ঘ) ৮০
প্রশ্নঃ আইএন্ডবি মন্ত্রক কতগুলি ইউটিউব নিউজ চ্যানেল ব্লক করেছে?
(ক) ১০
(খ) ১৮
(গ) ১৩
(ঘ) ১৬
উত্তরঃ (ঘ) ১৬
প্রশ্নঃ সম্প্রতি 44 বিলিয়ন চুক্তিতে টুইটার কে অধিগ্রহণ করেছে?
(ক) এলন মাস্ক
(খ) মার্ক জুকারবার্গ
(গ) জেব বেজোজ
(ঘ) ডোনাল্ড ট্র্যাম
উত্তরঃ (ক) এলন মাস্ক
প্রশ্নঃ 24 তম গ্রীষ্মকালীন বধির অলিম্পিক কত তারিখ থেকে ব্রাজিলের ক্যাক্সিয়াস ডু সুলে অনুষ্ঠিত হবে?
(ক) ১ম মে থেকে ১৫থ মে
(খ) ২য় মে থেকে ১৬থ মে
(গ) ৩য় মে থেকে ১৭থ মে
(ঘ) ৪র্থ মে থেকে ১৮থ মে
উত্তরঃ (ক) ১ম মে থেকে ১৫থ মে
প্রশ্নঃ সম্প্রতি কোন দেশে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি 119 বছর বয়সে মারা যান?
(ক) চিন
(খ) জাপান
(গ) আমেরিকা
(ঘ) ইন্দোনেশিয়া
উত্তরঃ (খ) জাপান
প্রশ্নঃ মোদী সরকারের কততম উদযাপন করছেন বিজেপি নেতারা?
(ক) ৫ বছর
(খ) ৮ বছর
(গ) ৯ বছর
(ঘ) ৭ বছর
উত্তরঃ (খ) ৮ বছর
প্রশ্নঃ নিচের কোনটি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের সাথে আলোচনা করে?
(ক) রাজনাথ সিং
(খ) আমিত শাহ
(গ) নরেন্দ্র মোদি
(ঘ) এস জয়শঙ্কর
উত্তরঃ (গ) নরেন্দ্র মোদি
প্রশ্নঃ সম্প্রতি কোন দেশ ইউক্রেনে আরও অস্ত্র পাঠানোর বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে?
(ক) চিন
(খ) পাকিস্থান
(গ) রাশিয়া
(ঘ) ইংল্যান্ড
উত্তরঃ (গ) রাশিয়া
প্রশ্নঃ সম্প্রতি কোন দেশ সৌদি আরবের সাথে পঞ্চম দফা আলোচনার বিষয়টি নিশ্চিত করেছে?
(ক) ইরাক
(খ) তুর্কী
(গ) ইরান
(ঘ) কাতার
উত্তরঃ (গ) ইরান
প্রশ্নঃ কোন দেশের পররাষ্ট্র দপ্তর পাকিস্তানী প্রতিষ্ঠানে নিজেদের নাম নথিভুক্ত করার বিরুদ্ধে তার ছাত্রদের প্রতি ভারতের পরামর্শের নিন্দা করে?
(ক) চিন
(খ) ইরান
(গ) পাকিস্থান
(ঘ) শ্রীলঙ্কা
উত্তরঃ (গ) পাকিস্থান
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ