WB Class 11
Political Science
Question Paper
2022
WBCHSE
১. বিকল্প প্রশ্ন গুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নাও:
১. "রাষ্ট্রবিজ্ঞান হল একটি প্রগতিশীল বিজ্ঞান"বলেছেন-
ক) গ্রীন
খ) ব্রাইস
গ) সিলি
ঘ) গেটেল
উত্তর: ব্রাইস
২)"এই গ্রামার অফ পলিটিক্স" গ্রন্থটির লেখক
ক) বার্কার
খ) ল্যাস্কি
গ) হবহাউস
ঘ) গ্রীন
উত্তর: বার্কার
৩) আধুনিক রাষ্ট্রচিন্তার জনক কাকে বলা হয়?
ক) অ্যাকুইনাস
খ) ম্যাকিয়াভেলি
গ) হবস
ঘ) লক
উত্তর: ম্যাকিয়াভেলি
৪) প্যারিসে কোন সালে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল?
ক)১৯৪৬
খ)১৯৪৮
গ)১৯৫০
ঘ)১৯৬০
উত্তর:১৯৪৮
৫)"রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়ে"বলেছেন
ক) গেটেল
খ) গার্নার
গ) সিলি
ঘ) ব্রাইস
উত্তর: গার্নার
৬) রাষ্ট্রবিজ্ঞানের জনক হলেন
ক) অ্যারিস্টটল
খ) গার্নার
গ) গ্রীন
ঘ) এঙ্গেলস
উত্তর: অ্যারিস্টটল
৭)"এক জাতি; এক রাষ্ট্র"-এর স্লোগানই হল
ক) রাষ্ট্র প্রতিষ্ঠার মৌলিক নীতি
খ) আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠার মৌলিক নীতি
গ) জাতীয় জনসমাজ গঠনের মৌলিক নীতি
ঘ) জাতি গঠনের মৌলিক নীতি
উত্তর: আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠার মৌলিক নীতি
৮) রাজনৈতিক চেতনা সম্পন্ন জনসমাজকে বলে
ক) জাতি
খ) জাতীয় জনসমাজ
গ) প্রতিষ্ঠান
ঘ) রাষ্ট্র
উত্তর: জাতীয় জনসমাজ
৯)"জাতীয়তাবাদের পথ ধরেই আন্তর্জাতিকতায় পৌঁছানো যায়।" এ কথা বলেছেন
ক) জিমার্ন
খ) রাসেল
গ) উইলসন
ঘ) লেলিন
উত্তর: জিমার্ন
১০) জাতীয় জনসমাজের ধারণাটি প্রধানত
ক) রাজনৈতিক
খ) সামাজিক
গ) অর্থনৈতিক
ঘ) আধ্যাত্মিক
উত্তর: রাজনৈতিক
১১)'নেশন' শব্দটি এসেছে ল্যাটিন_____শব্দ থেকে
ক)Natio
খ)Nato
গ)Nat
ঘ)National
উত্তর:Natio
১২) ভারতের গণপরিষদের খসড়া কমিটির সভাপতি ছিলেন
ক) ডঃ বি. আর. আম্বেদকর
খ) পন্ডিত জওহরলাল নেহেরু
গ) সরদার বল্লভ ভাই প্যাটেল
ঘ) ডঃ রাজেন্দ্রপ্রসাদ
উত্তর:ডঃ বি. আর. আম্বেদকর
১৩. রবীন্দ্রনাথ ঠাকুর সমর্থন করেছিলেন
ক) উগ্র জাতীয়তাবাদকে
খ) ফ্যাসিবাদকে
গ) নাৎসিবাদ কে
ঘ) আন্তর্জাতিকতাবাদকে
উত্তর: আন্তর্জাতিকতাবাদকে
১৪) ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় 'ধর্মনিরপেক্ষ' শব্দটি যুক্ত হয়েছিল
ক)৩৪ তম সংশোধনে
খ)৪০ তম সংশোধনে
গ)৪২ তম সংশোধনে
ঘ)৫৪ তম সংশোধনে
উত্তর: ৪২ তম সংশোধনে
১৫) মন্ত্রিসভা পরিচালিত সরকারের ক্যাবিনেট দায়িত্বশীল থাকে
ক) উচ্চকক্ষের কাছে
খ) নিম্নকক্ষের কাছে
গ) বিচার বিভাগের কাছে
ঘ) রাষ্ট্রপতির কাছে
উত্তর: নিম্নকক্ষের কাছে
১৬) এককেন্দ্রিক সরকার আছে
ক) যুক্তরাজ্যে
খ) ভারতে
গ) আমেরিকায়
ঘ) এদের কোনোটিই নয়
উত্তর: এদের কোনোটিই নয়
১৭. আইন ও শাসন বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক দেখা যায়____ব্যবস্থায়।
ক) এককেন্দ্রিক
খ) যুক্তরাষ্ট্রীয়
গ) রাষ্ট্রপতি শাসিত
ঘ) সংসদীয়
উত্তর: সংসদীয়
১৮) মার্কিন শাসন ব্যবস্থা
ক) এককেন্দ্রিক
খ) যুক্তরাষ্ট্রীয়
গ) আধা যুক্তরাষ্ট্র
ঘ) এদের কোনোটিই নয়
উত্তর: যুক্তরাষ্ট্রীয়
১৯) স্বাধীনতার অন্যতম একটি রক্ষাকবচ হল
ক) সমাজ
খ) সংগঠন
গ) রাষ্ট্রসংঘ
ঘ) স্বাধীন ও নিরপেক্ষ বিচারালয়
উত্তর: স্বাধীন ও নিরপেক্ষ বিচারালয়
২০) গণতন্ত্র সম্বন্ধে প্রথম ধারণার সৃষ্টি হয় প্রাচীন
ক) জার্মানিতে
খ) ইংল্যান্ডে
গ) গ্রিসে
ঘ) ভারতে
উত্তর: গ্রিসে
২১) ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য সংযোজিত হয়_____সংবিধান সংশোধনের দ্বারা।
ক)২৫ তম
খ)৪২ তম
গ)৪৪ তম
ঘ)৪৬ তম
উত্তর:৪২ তম
২২) ভারতীয় সংবিধানে নির্দেশমূলক নীতি সমূহ গৃহীত হয়েছে____এর সংবিধান কে অনুসরণ করে।
ক) কানাডা
খ) ব্রিটেন
গ) মার্কিন যুক্তরাষ্ট্র
ঘ) আয়ারল্যান্ড
উত্তর: আয়ারল্যান্ড
২৩. আইনের দৃষ্টিতে সমতা ও আইন কর্তৃক সমভাবে সংরক্ষিত হওয়ার অধিকার সম্পর্কে ভারতের সংবিধানের যে ধারায় আলোচনা করা হয়েছে তা হলো
ক) 14
খ) 15
গ) 16
ঘ) 17
উত্তর: 14
২৪) ভারতের সংবিধানের যে অংশে মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে সেটি হল
ক) তৃতীয়
খ) চতুর্থ
গ) পঞ্চম
ঘ) ষষ্ঠ
উত্তর: তৃতীয়
২. নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়)
১. রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা প্রদান করেছেন এমন দুজন রাজনৈতিক চিন্তাবিদের নাম লেখ।
২. কার মতানুসারে রাজনীতি হল প্রভাব ও প্রভাবশালী সংক্রাস্ত আলোচনা?
অথবা, রাষ্ট্রবিজ্ঞান পাঠের দুটি পরস্পরবিরোধী দৃষ্টিভঙ্গির নাম লেখ।
৩. রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার বিরোধী দুজন প্রবক্তার নাম লেখ।
৪. কার মতে রাজনীতি একটি সার্বিক কার্যকলাপ?
অথবা, 'পলিটিক্স' কথাটি কোন গ্রিক শব্দ থেকে এসেছে?
৫. রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক আলোচনার একটি সীমাবদ্ধতা উল্লেখ কর।
অথবা, রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার সমর্থনে একটি যুক্তি দেখাও।
৬.'রাষ্ট্র' শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
৭.'সিভিটাস' কি?
অথবা, 'লেভিয়াথান' গ্রন্থের লেখক এর নাম লেখ।
৮. রাষ্ট্রের সর্বপেক্ষা গ্রহণযোগ্য সংজ্ঞা কে প্রদান করেছেন?
৯.'দ্য প্রিন্স'গ্রন্থটি লেখক কে?
অথবা, 'সোশ্যাল কন্ট্রাক্ট' গ্রন্থের রচয়িতার নাম লেখ।
১০. জাতীয়তাবাদের পক্ষে একটি যুক্তি দাও।
১১.'বিকৃত' জাতীয়তাবাদ বলতে কী বোঝো?
১২. জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে একটি যুক্তি দাও।
অথবা, জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার এর বিপক্ষে একটি যুক্তি দাও।
১৩.'ন্যাশনালিজম' গ্রন্থের লেখক এর নাম লেখ।
১৪. আন্তর্জাতিকতাবাদ বলতে কী বোঝো?
১৫. গণপরিষদ কর্তৃক ভারতের সংবিধান কবে গৃহীত হয়েছিল?
অথবা, ভারতের সংবিধান কবে কার্যকর হয়?
১৬.'সাম্য' বলতে কী বোঝায়?
অথবা, পরোক্ষ গণতন্ত্র বলতে কী বোঝো?
৩. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়)
১. রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য গুলি বিশ্লেষণ করো।
অথবা, রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে বিবর্তনবাদী তত্ত্বটি আলোচনা করো।
২. আইনের প্রমুখ উৎস গুলি সংক্ষেপে আলোচনা করো।
অথবা, গণতন্ত্র কাকে বলে? গণতন্ত্রের সুবিধা ও অসুবিধা গুলি ব্যাখ্যা করো।
৩. লিখিত ও অলিখিত সংবিধানের প্রধান পার্থক্য গুলি আলোচনা করো। সুপরিবর্তনীয় সংবিধানের গুন গুলি উল্লেখ করো।
অথবা, ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্য গুলি বর্ণনা দাও।
৪. যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে কি বোঝো? এর মূল বৈশিষ্ট্য গুলি আলোচনা করো।
অথবা, ভারতের সংসদীয় ব্যবস্থার প্রকৃতি ব্যাখ্যা করো।
৫. ভারতের সংবিধানে উল্লেখিত শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক অধিকার টি আলোচনা করো।
অথবা, রাষ্ট্রীয় নির্দেশমূলক নীতির গুরুত্ব বা তাৎপর্য ব্যাখ্যা করো।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ