LightBlog
Higher Secondary Sanskrit Question Paper 2022 WBCHSE
Type Here to Get Search Results !

Higher Secondary Sanskrit Question Paper 2022 WBCHSE

Higher Secondary

Sanskrit

Question Paper

2022

Higher Secondary Sanskrit Question Paper 2022 WBCHSE


Part - B


1. ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো ঃ

গদ্যাংশ

(১) বনগতাগুহার রচয়িতা হলেন -

(ক) কৃষ্ণ মোদক

(খ) গোবিন্দ মোদক

(গ) গোবিন্দকৃষ্ণ মদক

(ঘ) কৃষ্ণগোবিন্দ মোদকে

উত্তরঃ (গ) গোবিন্দকৃষ্ণ মদক


(২) মহার্ঘ শব্দটির অর্থ 

(ক) অঞ্জলি

(খ) বহুমূল্য

(গ) মহাপুরুষ

(ঘ) বস্ত্র

উত্তরঃ (খ) বহুমূল্য


(৩) অলিপর্বার ভাইয়ের নাম

(ক) কশ্যপ

(খ) কাশ্যপ

(গ) কালিদাস

(ঘ) বসন্ত

উত্তরঃ (খ) কাশ্যপ


(৪) স্কন্দরাজা রচিত গ্রন্থ

(ক) অর্থশাস্ত্র

(খ) কামশাস্ত্র

(গ) নীতিশাস্ত্র

(ঘ) চৌর্যশাস্ত্র

উত্তরঃ (ঘ) চৌর্যশাস্ত্র


পদ্যাংশ


(৫) গঙ্গার পুত্র হলেন

(ক) ভগীরথ

(খ) ভীষ্ম

(গ) ভীম

(ঘ) ভরত

উত্তরঃ (খ) ভীষ্ম


(৬) কর্মযোগ ভগবদ্‌গীতার কোন অধ্যায়ে আছে?

(ক) অষ্টাদশ

(খ) দ্বিতীয়

(গ) চতুর্থ

(ঘ) তৃতীয়

উত্তরঃ (ঘ) তৃতীয়


(৭) গঙ্গাস্তোত্রম্‌-এর রচয়িতা

(ক) জয়দেব

(খ) সায়নাচার্য

(গ) কালিদাস

(ঘ) শঙ্করাচার্য

উত্তরঃ (ঘ) শঙ্করাচার্য


(৮) কৃষ্ণ কাকে উপদেশ দিয়েছেন?

(ক) সঞ্জয়কে

(খ) কর্ণকে

(গ) বিদুরকে

(ঘ) অর্জুনকে

উত্তরঃ (ঘ) অর্জুনকে


নাট্যাংশ


(৯) 'যথাজ্ঞাপয়তি দেব!' - বক্তা কে?

(ক) মকরন্দ

(খ) প্রমোদ

(গ) ইন্দুশর্মা

(ঘ) বসন্ত

উত্তরঃ (খ) প্রমোদ


(১০) কনকলেখা হলেন

(ক) ইন্দ্রবর্মার প্রেমিকা

(খ) ইন্দুশর্মার প্রেমিকা

(গ) বসন্তর প্রেমিকা

(ঘ) মকরন্দর প্রেমিকা

উত্তরঃ (ক) ইন্দ্রবর্মার প্রেমিকা


(১১) কৌমুদীর পিতার নাম

(ক) ইন্দ্রবর্মা

(খ) মকরন্দ

(গ) বসন্ত

(ঘ) ইন্দুশর্মা

উত্তরঃ (ঘ) ইন্দুশর্মা


(১২) কৌমুদীর পছন্দের পাত্র হলেন

(ক) উদয়ন

(খ) দুষ্মন্ত

(গ) বসন্ত

(ঘ) মকরন্দ

উত্তরঃ (গ) বসন্ত


সাহিত্যেতিহাস


(১৩) 'বরাহমিহির' রচিত গ্রন্থটির নাম

(ক) আর্যসিদ্ধান্ত

(খ) বৃহৎসংহিতা

(গ) ব্রহ্মস্ফুটসিদ্ধান্ত

(ঘ) দশগীতিকাসূত্র

উত্তরঃ (খ) বৃহৎসংহিতা


(১৪) অভিজ্ঞানশকুন্তলম-এর রচয়িতা

(ক) অশ্বঘোষ

(খ) ভাস

(গ) শূদ্রক

(ঘ) কালিদাস

উত্তরঃ (ঘ) কালিদাস


(১৫) বিশাখদত্ত রচিত নাটক

(ক) মৃচ্ছকটিকম

(খ) মুদ্রারাক্ষসঃ

(গ) চারুদত্ত

(ঘ) মালবিকাগ্নিমিত্রম

উত্তরঃ (খ) মুদ্রারাক্ষসঃ


2. পূর্ণবাক্যে উত্তর দাও ঃ


পদ্যাংশ

(যে কোনো তিনটি)


(১) কশ্যপ কীভাবে ধনী হয়েছিল?

উত্তরঃ কশ্যপ এক মহাধনবান ব্যক্তির কন্যাকে বিবাহ করেছিল। বিবাহের ফলে খুব দ্রুত কশ্যপ নগরের শ্রেষ্ঠ বণিকদের মত বিত্তশালী হয়েছিল।


(২) বনগতাগুহা পাঠ্যাংশের উৎসগ্রন্থের নাম কী?

উত্তরঃ এটি অনুবাদ সাহিত্যের অন্তর্গত গোবিন্দ কৃষ্ণ মোদক অনুদিত গ্রন্থের নাম - "চোরচত্বরিংশী কথা"। মূল উৎস সহস্র এক আরব্য রজনী গল্প সংকলনের আলিবাবা ও চল্লিশ চোর।


(৩) অলিপর্বা কোন্‌ নগরে বাস করত?

উত্তরঃ পুরা কালে পারস্য নগরীতে বাস করত।


(৪) কতজন চোর বনে গিয়েছিল?

উত্তরঃ চল্লিশ জন


পদ্যাংশ

(যে কোনো তিনটি)

(৫) গঙ্গাজলের মহিমা কোথায় কীর্তিত?

উত্তরঃ 


(৬) গঙ্গাকে ভাগীরথী বলা হয় কেন?

উত্তরঃ সগর বংশের বংশধর রাজা দিলীপের পুত্র ভগীরথ গঙ্গাকে স্বর্গ থেকে মর্ত্যে আনেন। এই জন্য ভগীরথের সঙ্গে সম্বদ্ধযুক্ত হওয়ায় গঙ্গাকে ভাগীরথী বলা হয়।


(৭) কর্মেন্দ্রিয় কয়টি ও কি কি?

উত্তরঃ পাঁচটি হস্ত, পাদ, বাক, পায়ু, উপস্থ।


(৮) মুনিবরকন্যে - কাকে সম্বোধন করা হয়েছে?

উত্তরঃ গঙ্গা


নাট্যাংশ

(যে কোনো তিনটি)

(৯) রাজার বিবাহের আর কতদিন দেরি?

উত্তরঃ চার দিন


(১০) কুহূঃ পদের অর্থ কী?

উত্তরঃ অমাবস্যা


(১১) বাসন্তিকস্বপ্নম-এর মূল ইংরেজি নাটকটির নাম লেখ।

উত্তরঃ A Midsummer Nights Dream


(১২) ইন্দ্রবর্মা কে?

উত্তরঃ বৈবস্বত নগরের রাজা ও সাসন্তিকস্বপ্নম নাটকের মূল চরিত্র কনকলেখার প্রেমিকা।


সাহিত্যেতিহাস

(যে কোনো দুটি)


(১৩) ভারতীয় শল্যচিকিৎসা বিষয়ক একটি গ্রন্থের নাম লেখ।

উত্তরঃ সুশ্রুত সঙ্ঘিতা


(১৪) মৃচ্ছটিকম্‌-এর রচয়িতার নাম লেখ।

উত্তরঃ শূদ্রক


(১৫) জয়দেব রচিত গীতিকাব্যটির নাম কী?

উত্তরঃ গীতগোবিন্দ


Part - A


1. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাওঃ


গদ্যাংশ

(যে কোনো একটি)


(১) বনগতাগুহা অবলম্বনে অলিপর্বার চরিত্র বিশ্লেষণ করো।

(২) বনগতাগুহা অবলম্বনে বনের মধ্যে চোরেদের কার্যকলাপ সংক্ষেপে বর্ণনা করো।


পদ্যাংশ

(যে কোনো একটি)


(৩) পাঠ্যাংশ অবলম্বনে গঙ্গার মাহাত্ম্য বর্ণনা করো।

(৪) মিথ্যাচারঃ কাকে বলা হয়? গীতার কর্মযোগ পাঠ্যাংশ অনুসারে লেখো।


নাট্যাংশ

(যে কোনো একটি)


(৫) বাসন্তিকস্বপ্নম অনুসারে কৌমুদীর চরিত্র বর্ণনা করো।

(৬) বিজয়তাম অস্মাকম অবনিপঃ - উক্তিটি কার? অবনিপঃ কে? বক্তা তাঁর কাছে কে এসেছিলেন?


সাহিত্যেতিহাস

(যে কোনো একটি)


(৭) মহাকবি কালিদাস রচিত মেঘদূতম বিষয়ে সংক্ষেপে আলোচনা করো।

(৮) চরকসঙ্ঘিতা বিষয়ে সংক্ষেপে লেখো।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close