LightBlog
Current Affairs/ কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর/ সম্প্রীতিক ঘটনা/ 26-04-2022/ Daily Current Affairs Today
Type Here to Get Search Results !

Current Affairs/ কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর/ সম্প্রীতিক ঘটনা/ 26-04-2022/ Daily Current Affairs Today

Current Affairs / কারেন্ট অ্যাফেয়ার্স mcq প্রশ্ন উত্তর

Daily Current Affairs Today


প্রশ্নঃ রাইসিনা সংলাপের কততম সংস্করণ উদ্বোধন করবেন এমপি মোদি?

(ক) ৪র্থ

(খ) ৫ম

(গ) ৮ম

(ঘ) ৭ম

উত্তরঃ (ঘ) ৭ম


প্রশ্নঃ কোন কেন্দ্রীয় মন্ত্রী 4 দিনের নৌসেনা কমান্ডার সম্মেলনে ভাষণ দেবেন?

(ক) রাজনাথ সিং

(খ) এস জয়শঙ্কর

(গ) আমিত শাহ

(ঘ) 'ক' এবং 'খ' উভয়ই

উত্তরঃ (ঘ) 'ক' এবং 'খ' উভয়ই


প্রশ্নঃ 'কিষাণ ভাগিদারি, প্রথমিকতা হামার' প্রচারাভিযান চালু করবে কোন ইউনোইন মন্ত্রণালয়?

(ক) Foreign Ministry

(খ) Finance Ministry

(গ) Agriculture Ministry

(ঘ) Textile Ministry

উত্তরঃ (গ) Agriculture Ministry


প্রশ্নঃ সম্প্রতি কোন দেশে একটি অবৈধ তেল শোধনাগারে বিস্ফোরণে অন্তত 80 জন মারা গেছে?

(ক) লিবিয়া

(খ) সুদান

(গ) নাইজেরিয়া

(ঘ) মিশর

উত্তরঃ (গ) নাইজেরিয়া


প্রশ্নঃ এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে নিচের কোনটি রৌপ্য পদক জিতেছে?

(ক) রাবি কুমার দহিয়া

(খ) যোগেশ্বর দত্ত

(গ) দীপক পুনিয়া

(ঘ) সুশীল কুমার

উত্তরঃ (গ) দীপক পুনিয়া


প্রশ্নঃ কিংবদন্তি ওড়িয়া লেখক বিনাপানি মোহান্তি সম্প্রতি কত বছর বয়সে মারা যান?

(ক) ৫২ বছর 

(খ) ৬৭ বছর

(গ) ৭৯ বছর

(ঘ) ৮৫ বছর

উত্তরঃ (ঘ) ৮৫ বছর


প্রশ্নঃ নিতিন গড়করি মহারাষ্ট্রে কত মূল্যের সাতটি জাতীয় মহাসড়ক প্রকল্পের উদ্বোধন করেছেন?

(ক) ১৮০০ কোটি

(খ) ৪৩০০ কোটি

(গ) ৫৫০০ কোটি

(ঘ) ৭৯০০ কোটি

উত্তরঃ (গ) ৫৫০০ কোটি


প্রশ্নঃ প্রবীণ কংগ্রেস নেতা কে শঙ্করনারায়ণ কত বছর বয়সে মারা গেছেন?

(ক) ৬৭ বছর

(খ) ৭১ বছর

(গ) ৮৯ বছর

(ঘ) ৯৫ বছর

উত্তরঃ (গ) ৮৯ বছর


প্রশ্নঃ ফ্রান্সের ইমানুয়েল ম্যাক্রন কততম মেয়াদে জয়ী?

(ক) দ্বিতীয়ত

(খ) তৃতীয়ত

(গ) চতুর্থত

(ঘ) পঞ্চমত

উত্তরঃ (ক) দ্বিতীয়ত


প্রশ্নঃ কোভিডের পর কোন দেশে প্রথম রিও ডি জেনিরো কার্নিভাল অনুষ্ঠিত হয়?

(ক) কানাডা

(খ) আরজেন্টিনা

(গ) ব্রাজিল

(ঘ) চিলি

উত্তরঃ (গ) ব্রাজিল

                                   

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close