LightBlog
WB Class 11 Education Question Paper 2022 WBCHSE
Type Here to Get Search Results !

WB Class 11 Education Question Paper 2022 WBCHSE

WB Class 11

Education

Question Paper

2022

WB Class 11 Education Question Paper 2022


Part - A


1. নিম্নলিখিত বহুবিকল্পভিত্তিক প্রশ্নগুলি থেকে সঠিক বিকল্পটি নির্বাচন করে লেখো ঃ


(১) 'Educatum' শব্দটির অর্থ হলো

(ক) লালান-পালন করা

(খ) পরিচর্যা করা

(গ) শিক্ষাদান করা

(ঘ) নির্দেশনা দান

উত্তরঃ (গ) শিক্ষাদান করা

 

(২) শিক্ষাক্ষেত্রে শিক্ষকের ভূমিকা হলো

(ক) দাতার

(খ) গ্রহীতার

(গ) সহাতকের

(ঘ) শ্রোতার

উত্তরঃ (গ) সহাতকের


(৩) নিম্নলিখিত কোন্‌টি সমাজের ক্ষুদ্র সংস্করণ?

(ক) পরিবার

(খ) বিদ্যালয়

(গ) গ্রন্থগার

(ঘ) ক্লাব

উত্তরঃ (খ) বিদ্যালয়


(৪) আলোচনা ও বিতর্ক যে ধরনের সহপাঠক্রমিক কার্যাবলি হিসেবে বিবেচিত, তা হলো

(ক) আত্মপ্রকাশমূলক

(খ) শরীরর্চ্চামূলক

(গ) সৃজনমূলক

(ঘ) সামাজিক

উত্তরঃ (গ) সৃজনমূলক


(৫) বিবেকানন্দের মতে শিক্ষা হলো

(ক) মানুষের আধ্যাত্মিক বিকাশ

(খ) মানুষের অন্তর্নিহিত বিকাশ

(গ) মানুষের সর্বাঙ্গীন বিকাশের পথ

(ঘ) মানুষের মনে আনন্দ জাগ্রত করা

উত্তরঃ (খ) মানুষের অন্তর্নিহিত বিকাশ


(৬) Education কথাটির অর্থ হলো

(ক) বিকাশ

(খ) বৃদ্ধি

(গ) সঞ্চালন

(ঘ) ব্যক্তির অন্তর্নিহিত সত্তার পূর্ণ বিকাশ

উত্তরঃ (ঘ) ব্যক্তির অন্তর্নিহিত সত্তার পূর্ণ বিকাশ


(৭) Environment কথাটি যে শব্দ থেকে উদ্ভব, তা হল

(ক) Environ

(খ) Envirance

(গ) Envirment

(ঘ) Envaron

উত্তরঃ (ক) Environ


(৮) পাঠক্রম যত অর্থপূর্ণ হবে __________ পক্ষে তা গ্রহণ করা সহজ হবে।

(ক) শিক্ষার্থীর

(খ) শিক্ষকের

(গ) অভিভাবকের

(ঘ) সমাজের

উত্তরঃ (ক) শিক্ষার্থীর


(৯) আধুনিক পাঠক্রম __________ নির্ভর।

(ক) পাঠ্যক্রম

(খ) শিক্ষার্থী

(গ) বিদ্যালয়

(ঘ) শিক্ষক

উত্তরঃ


2. নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) ঃ

(১) ব্যাপক অর্থে শিক্ষার একটি বৈশিষ্ট্য লেখো।

(২) সহপাঠ্যক্রমিক কার্যাবলিকে কয় ভাগে ভাগ করা হয়?

অথবা

সহপাঠ্যক্রমিক কার্যাবলির যে কোনো একটি শিক্ষামূলক উপযোগিতা উল্লেখ করো।

(৩) আধুনিক পাঠক্রমের দুটি নীতি উল্লেখ করো।

(৪) সংকীর্ণ অর্থ ও ব্যাপক অর্থে শিক্ষার মধ্যে একটি পার্থক্য লেখো।

(৫) পরিবেশ বলতে কী বোঝো?

অথবা

শিক্ষকের একটি ভূমিকা উল্লেখ করো।


3. নিম্নলিখিত (যে কোনো দুটি প্রশ্নের) উত্তর দাও (বিকল্প প্রশ্নটি লক্ষণীয়) ঃ


(ক) সহপাঠক্রমিক কার্যাবলি কী বোঝো? সহপাঠক্রমিক কার্যাবলির চারটি উপযোগিতা লেখো।

(২) শিক্ষার লক্ষ্যের প্রয়োজনীয়তা কী? "শিক্ষা হল একটি জীবনব্যাপী প্রক্রিয়া" - বিষয়টি সংক্ষেপে আলোচনা করো।


(৩) শিক্ষা ও পরিবেশের মধ্যে সম্পর্ক নির্ণয় করো।

অথবা

পাঠক্রমের সংজ্ঞা দাও। আদর্শ পাঠক্রমের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। (যে কোনো চারটি)


4. নিম্নলিখিত বহুবিকল্পভিত্তিক প্রশ্নগুলি থেকে সঠিক বিকল্পটি নির্বাচন করে লেখোঃ


(১) আধুনিক মনোবিজ্ঞানের মূলবিষয়বস্তু হলো

(ক) আত্মা

(খ) মন

(গ) আচরণ

(ঘ) চেতনা

উত্তরঃ (গ) আচরণ


(২) কিন্ডারগার্টেনের প্রবর্তক হলেন

(ক) মন্তেসরি

(খ) ফ্রয়েবেল

(গ) মাদাম কুরি

(ঘ) ডিউই

উত্তরঃ (খ) ফ্রয়েবেল


(৩) জীবন বিকাশের যে স্তরটিকে 'ঝড় ঝঞ্ঝার কাল' বলা হয় তা হলো

(ক) শৈশব 

(খ) বালা

(গ) কৈশোর

(ঘ) প্রাপ্তবয়স্ক

উত্তরঃ (গ) কৈশোর


(৪) শিক্ষাবিজ্ঞান হলো মনোবিজ্ঞানের _________ শাখা।

(ক) তাত্ত্বিক

(খ) দার্শনিক

(গ) প্রয়োগমূলক

(ঘ) সামাজিক

উত্তরঃ (গ) প্রয়োগমূলক


(৫) মনোবিদ আর্নেস্ট জোনস জীবনবিকাশের কতগুলি স্তরের উল্লেখ করেছেন?

(ক) দুটি

(খ) চারটি

(গ) দশটি

(ঘ) বারোটি

উত্তরঃ (খ) চারটি


(৬) ০ থেকে ৫ বছেরর মধ্যবর্তী সময়কালকে বলে

(ক) শৈশব

(খ) বালা

(গ) কৈশোর

(ঘ) প্রাপ্তবয়স্ক

উত্তরঃ (ক) শৈশব


(৭) শিশুর ব্যক্তিত্ব বিকাশে সেটা সাহায্য করে তা হল

(ক) বিতর্ক সভা

(খ) খেলাধূলা

(গ) বয়ষ্ক শিক্ষা

(ঘ) অঙ্কন

উত্তরঃ (ক) বিতর্ক সভা


(৮) শিক্ষাক্ষেত্রে ডাইড্যাকটিক অ্যাপারেটাসের স্রষ্টা হলেন

(ক) ফ্রয়েবেল

(খ) মন্তেসরি

(গ) হার্বাট স্পেনসার

(ঘ) ডিউই

উত্তরঃ (খ) মন্তেসরি


(৯) নীচের কোন্‌টি শিক্ষা মনোবিজ্ঞানের বিষয় নয়?

(ক) জীবনবিকাশের স্তর

(খ) সৃজনশীলতা

(গ) শিক্ষানির্দেশনা

(ঘ) শিক্ষা পরিকল্পনা

উত্তরঃ (খ) সৃজনশীলতা


5. নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলির লক্ষণীয়) ঃ


(ক) বালাকালের একটি সামাজিক চাহিদা লেখো।

অথবা

কোন বয়স কালকে Gang Age বলা হয়?


(খ) নার্সারি বিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন?

(গ) কিন্ডারগার্টেনের 'চারাগাছ' ও 'মালি' কারা?

অথবা

শিক্ষা মনোবিজ্ঞানের উদ্দেশ্য কি?


(ঘ) কৈশোরের একটি মানসিক চাহিদা লেখো।

(ঙ) 'Psychology' কথাটির বুৎপত্তিগত অর্থ কি?


6. নিম্নলিখিত (যে কোনো দুটি প্রশ্নের) উত্তর দাও (বিকল্প প্রশ্নটি লক্ষণীয়) ঃ


(ক) শৈশব বলতে কী বোঝো? শৈশবের বিকাশমূলক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।

অথবা

বালাকাল বলতে কী বোঝো? বালাকালের বিকাশগত বৈশিষ্ট্যগুলি লেখো।


(খ) শিক্ষার সঙ্গে মনোবিজ্ঞানের কী সম্পর্ক? মনোবিজ্ঞান ও শিক্ষা মনোবিজ্ঞানের মধ্যে পার্থক্য নিরূপণ করো।


(গ) প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রমের রূপরেখা দাও।


Group - C


7. নিম্নলিখিত বহুবিকল্পভিত্তিক প্রশ্নগুলি থেকে সঠিক বিকল্পটি নির্বাচন করে লেখো ঃ


(১) প্রাচীন ভারতে কোন স্থানটি ব্রাহ্মণশিক্ষার কেন্দ্র হিসাবে প্রসিদ্ধি লাভ করেছিল?

(ক) নালন্দা

(খ) অযোধ্যা

(গ) তক্ষশিলা

(ঘ) জৌনপুর

উত্তরঃ (ক) নালন্দা


(২) প্ররজ্যা অনুষ্ঠানটি পালিত হতো

(ক) বৈদিক শিক্ষাব্যবস্থায়

(খ) বৌদ্ধ শিক্ষাব্যবস্থায়

(গ) ইসলামিক শিক্ষাব্যবস্থায়

(ঘ) ভারতে ব্রিটিশ শিক্ষাব্যবস্থা

উত্তরঃ (খ) বৌদ্ধ শিক্ষাব্যবস্থায়


(৩) নঈ তালিম শিক্ষার প্রবর্তক হলেন

(ক) রামমোহন

(খ) গান্ধিজি

(গ) বিদ্যাসাগর

(ঘ) রবীন্দ্রনাথ

উত্তরঃ (খ) গান্ধিজি


(৪) সার্জেন্ট পরিকল্পনা গঠিত হয়েছিল

(ক) ১৯৩৪ সালে

(খ) ১৯২৪ সালে

(গ) ১৯৫৪ সালে

(ঘ) ১৯৪৪ সালে

উত্তরঃ (ঘ) ১৯৪৪ সালে


(৫) 'সোমপ্রকাশ' নামক পত্রিকাটি প্রকাশ করেছিলেন

(ক) বিবেকানন্দ

(খ) রামমোহন

(গ) বিদ্যাসাগর

(ঘ) গান্ধিজি

উত্তরঃ (গ) বিদ্যাসাগর


(৬) Grant in aid প্রথা চালুর সুপারিশ করা হয়

(ক) হান্টার কমিশনে

(খ) উড-এর ডেসপ্যাচে

(গ) স্যাডলার কমিশনে

(ঘ) সার্জেন্ট পরিকল্পনায়

উত্তরঃ (খ) উড-এর ডেসপ্যাচে


8. নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) ঃ


(ক) বিদ্যাসাগর রচিত কোনো দুটি শিক্ষামূলক গ্রন্থের নাম লেখো।

(খ) রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

অথবা

CABE কার সভাপতিত্বে গড়ে উঠেছিল?

(গ) UGC -এর পুরো নাম কি?

(ঘ) সমাবর্তন কী?

অথবা

ব্রাহ্মণা ও বৌদ্ধ শিক্ষাব্যবস্থার মধ্যে কোন শিক্ষাব্যবস্থা গনতান্ত্রিক ছিল?

(ঙ) কত খ্রীস্টাব্দে কলকাতায় হিন্দু স্কুল স্থাপিত হয়?

(চ) হান্টার কমিশনে B কোর্স বলতে কি বোঝো?


9. নিম্নলিখিত যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও (বিকল্প প্রশ্নটি লক্ষণীয়) ঃ


(১) ১৯৫৪ সালে উডের ডেসপ্যাচের সুপারিশগুলি লেখো।

(২) প্রাথমিক শিক্ষা ও স্ত্রী শিক্ষা প্রসারে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো।

অথবা

রবীন্দ্রনাথের শিক্ষার লক্ষ্য ও পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close