Current Affairs / কারেন্ট অ্যাফেয়ার্স mcq প্রশ্ন উত্তর
প্রশ্নঃ কোন কেন্দ্রীয় মন্ত্রী DefConnect 2.0 উদ্বোধন করবেন?
(ক) নিতিন গটকরি
(খ) ধর্মেন্দ্র প্রধান
(গ) অর্জুন মুন্ডা
(ঘ) রাজনাথ সিং
উত্তরঃ (ঘ) রাজনাথ সিং
প্রশ্নঃ সম্প্রতি কোন দেশে চারটি বিস্ফোরণে ডজন ডজন মানুষ নিহত ও আহত হয়েছে?
(ক) পাকিস্থান
(খ) ইরান
(গ) আমেরিকা
(ঘ) আফগানিস্থান
উত্তরঃ (ঘ) আফগানিস্থান
প্রশ্নঃ সম্প্রতি কোন খেলোয়াড় আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন?
(ক) Steve Smith
(খ) Kieron Pollard
(গ) Quinton de cock
(ঘ) James Anderson
উত্তরঃ (খ) Kieron Pollard
প্রশ্নঃ কত তারিখে জম্মুর সাম্বা জেলায় যাবেন প্রধানমন্ত্রী মোদি?
(ক) ২৪শে এপ্রিল
(খ) ২৬শে এপ্রিল
(গ) ২৩শে এপ্রিল
(ঘ) ২৮শে এপ্রিল
উত্তরঃ (ক) ২৪শে এপ্রিল
প্রশ্নঃ মুম্বাই কত তারিখকে ভারতের প্রথম আন্তর্জাতিক ক্রুজ সম্মেলন আয়োজন করবে?
(ক) ১২-১৩ই মে
(খ) ১৩-১৪ই মে
(গ) ১৪-১৫ই মে
(ঘ) ১৫-১৬ই মে
উত্তরঃ (গ) ১৪-১৫ই মে
প্রশ্নঃ অমিত শাহ কততম অল ইন্ডিয়া পুলিশ সায়েন্স কংগ্রেসের উদ্বোধন করবেন?
(ক) ৪৬তম
(খ) ৪৮তম
(গ) ৪৩তম
(ঘ) ৪৯তম
উত্তরঃ (খ) ৪৮তম
প্রশ্নঃ সম্প্রতি কোন টেনিস খেলোয়াড় বেলগ্রেড সেমিফাইনালে পৌঁছানোর জন্য সেট ডাউন থেকে ক্যারিয়ারের 130তম জয়ের রেকর্ড করেছেন?
(ক) Roger Federer
(খ) Daniil Medvedev
(গ) Rafael Nadal
(ঘ) Novak Djokovic
উত্তরঃ (ঘ) Novak Djokovic
প্রশ্নঃ CBIT-এর প্রতিষ্ঠাতা সচিব মালাকোন্ডা রেড্ডি কত বছর বয়সে মারা গেছেন?
(ক) ৭১
(খ) ৮২
(গ) ৬৮
(ঘ) ৯০
উত্তরঃ (ঘ) ৯০
প্রশ্নঃ সম্প্রতি কোন দেশ মার্কিন কংগ্রেস মহিলা ইলহান ওমরের পোকে সফরের নিন্দা করেছে?
(ক) পাকিস্থান
(খ) ভারত
(গ) চিন
(ঘ) নেপাল
উত্তরঃ (খ) ভারত
প্রশ্নঃ নয়াদিল্লিতে কোন দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসবেন প্রধানমন্ত্রী মোদি?
(ক) কানাডা
(খ) ইংল্যান্ড
(গ) নেপাল
(ঘ) জাপান
উত্তরঃ (খ) ইংল্যান্ড
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ