HS Geography Question Paper 2022 WBCHSE
Type Here to Get Search Results !

HS Geography Question Paper 2022 WBCHSE

Higher Secondary

Geography

Question Paper

2022

WBCHSE


Part - A


1. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) ঃ


(ক) কার্স্ট ভূমিরূপের পরিপূর্ণ বিকাশের জন্য প্রয়োজনীয় শর্তাবলী সংক্ষেপে আলোচনা করো। 'নগ্নীভবন' বলতে কী বোঝায়? 'অন্ধ উপত্যকা' ও 'শুষ্ক উপত্যকা'র সংজ্ঞা দাও।

অথবা

মৃত্তিকা সংরক্ষণের বিভিন্ন পদ্ধতিগুলি সংক্ষেপে আলোচনা করো। 'এলুভিয়েশন' বলতে কী বোঝায়?


(খ) জীববৈচিত্র্যের 'জিনগত বৈচিত্র্য' ও প্রজাতিগত বৈচিত্র্য' সম্বন্ধে সংক্ষিপ্ত টীকা লেখো। সংক্ষেপে জীববৈচিত্র্যের গুরুত্ব উল্লেখ করো।

অথবা

উপযুক্ত চিত্রসহ নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত'-এর জীবনচক্র ব্যাখ্যা করো। 'শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা' বলতে কী বোঝায়?


(গ) ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল উৎপাদনে বিখ্যাত কেন? নিবিড় জীবিকাসত্তাভিত্তিক কৃষির ক্ষেত্রে মাথাপিছু উৎপাদন কম কেন? 'শস্যাবর্তন'-এর দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ করো।

অথবা

ভারতীয় কৃষিতে সবুজ বিপ্লবের তিনটি কুফল আলোচনা করো। ইক্ষু উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ সম্পর্কে সংক্ষেপে লেখো।


(ঘ) ভারতের পূর্ব-মধ্যাঞ্চলে লৌহ-ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি ব্যাখ্যা করো। কার্পাস-বয়ন শিল্পকে 'শিকড়-আলগা শিল্প' বলে কেন?

অথবা

ব্রাজিলে রবার শিল্প গড়ে ওঠার সমস্যাগুলি আলোচনা করো। ভারতে 'তৈরী-পোশাক শিল্প' উন্নতিলাভ করেছে কেন? 'দ্রব্য সূচক' কী?


(ঙ) 'জনাকীর্ণতা' ও 'জনস্বল্পতা'র সংজ্ঞা দাও। ভারতের নগরায়ণের সমস্যাগুলি সংক্ষেপে আলোচনা করো।

অথবা

'জনঘনত্ব' ও 'মানুষ-জমি অনুপাত'-এর মধ্যে পার্থক্য নিরূপণ করো। 'বয়ঃলিঙ্গ অনুপাত'-এর গুরুত্ব উল্লেখ করো। কর্মধারার ভিত্তিতে ভারতের উদাহরণসহ যে কোনো তিন ধরনের শহরের নাম উল্লেখ করো।


Part - B


1. প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে ডানদিকে নীচে প্রদত্ত বাক্সে লেখো ঃ


(১) ভারতের একটি উল্লেখযোগ্য কার্স্ট অঞ্চল হল

(ক) কাশ্মীর উপত্যকা

(খ) বোরা গুহা

(গ) ব্লু পার্বত্য অঞ্চল

(ঘ) অজন্তা গুহা

উত্তরঃ (খ) বোরা গুহা


(২) ভৌত জলস্তরের নিচে অবস্থিত যে জলবাহী স্তর থেকে সব ঋতুতেই জল পাওয়া যায়, তাকে বলে 

(ক) ভাদোস স্তর

(খ) সাময়িক সম্পৃক্ত স্তর

(গ) কৈশিক স্তর

(ঘ) স্থায়ী সম্পৃক্ত স্তর

উত্তরঃ (ঘ) স্থায়ী সম্পৃক্ত স্তর


(৩) অগ্ন্যুৎপাতের সময় ম্যাগমার সঙ্গে যে উত্তপ্ত জল বেরিয়ে আসে, তাকে বলে

(ক) সহকাত জল

(খ) উৎসান্দ জল

(গ) ভাদোস জল

(ঘ) আবহিক জল

উত্তরঃ (খ) উৎসান্দ জল


(৪) অগ্ন্যুৎপাতজাত পদার্থ দ্বারা গঠিত মৃত্তিকা হল

(ক) অক্সিসল

(খ) আল্টিসল

(গ) অ্যালফিসল

(ঘ) অ্যান্ডিসল

উত্তরঃ (ঘ) অ্যান্ডিসল


(৫) আন্তঃআঞ্চলিক মাটির একটি উদাহরণ হল

(ক) রেনজিনা

(খ) লোয়েস

(গ) কঙ্গালসার মাটি

(ঘ) পলিমাটি

উত্তরঃ (ক) রেনজিনা


(৬) প্রশমিত মাটির pH-এর মান হল

(ক) 6.0

(খ) 6.5

(গ) 7.0

(ঘ) 7.5

উত্তরঃ  (গ) 7.0


(৭) মৌসুমী বায়ু হল এক প্রকারের

(ক) স্থানীয় বায়ু

(খ) সাময়িক বায়ু

(গ) নিয়ত বায়ু

(ঘ) অনিয়মিত বায়ু

উত্তরঃ (খ) সাময়িক বায়ু


(৮) একটি মুক্ত ভাসমান জলজ উদ্ভিদের নাম হল

(ক) হোগলা

(খ) পদ্ম

(গ) শালুক

(ঘ) কচুরীপানা

উত্তরঃ (ঘ) কচুরীপানা


(৯) নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের একটি বৈশিষ্ট্য হল

(ক) শুষ্ক গ্রীষ্মকাল এবং আর্দ্র শীতকাল

(খ) বার্ষিক উষ্ণতার প্রসর বেশী

(গ) শীতকালে তুষারপাত হয়

(ঘ) অপরাহ্নে পরিচলন বৃষ্টিপাত হয়

উত্তরঃ (ঘ) অপরাহ্নে পরিচলন বৃষ্টিপাত হয়


(১০) বায়ুমন্ডলীয় গোলোযোগ যে স্তরে দেখা যায়, তার নাম

(ক) ট্রপোস্ফিয়ার

(খ) স্ট্র্যাটোস্ফিয়ার

(গ) মেসোস্ফিয়ার

(ঘ) আয়নোস্ফিয়ার

উত্তরঃ (ক) ট্রপোস্ফিয়ার


(১১) সর্বাধিক জীববৈচিত্র্যযুক্ত অঞ্চল হল

(ক) নাতিশীতোষ্ণ অঞ্চল

(খ) নিরক্ষীয় অঞ্চল

(গ) সাভানা অঞ্চল

(ঘ) মরু অঞ্চল

উত্তরঃ (খ) নিরক্ষীয় অঞ্চল


(১২) 'জীবজৈচিত্র্য' শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন

(ক) ওয়ালটার রোজেন

(খ) নরম্যান মায়ারস

(গ) চার্লস ডারউইন

(ঘ) রবার্ট হুক

উত্তরঃ (ক) ওয়ালটার রোজেন


(১৩) পোমামকালচারের সাথে যুক্ত নয় এমন শস্য হল

(ক) কলা ও পেয়ারা

(খ) আপেল ও আঙুর

(গ) লাউ ও কুমড়ো

(ঘ) পেঁপে ও লাজুবাদাম

উত্তরঃ (গ) লাউ ও কুমড়ো


(১৪) ভারতের 'শ্বেত বিপ্লব'-এর জনক হলেন

(ক) নরম্যান বোরলগ

(খ) রোনালশ রস

(গ) এম আস স্বামীনাথন

(ঘ) ডঃ ভার্গিস কুরিয়েন

উত্তরঃ (ঘ) ডঃ ভার্গিস কুরিয়েন


(১৫) চীনের যে প্রদেশটি 'চীনের ধানের আধার' নামে পরিচিত, তা হল

(ক) জেচুয়ান

(খ) ইউনান

(গ) হুনান

(ঘ) হুবেই

উত্তরঃ (গ) হুনান


(১৬) কষ্টিক সোডা ও সোডা অ্যাশ কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়

(ক) পাট শিল্পে

(খ) কার্পাস-বয়ন শিল্পে

(গ) কাগজ শিল্পে

(ঘ) লৌহ-ইস্পাত শিল্পে

উত্তরঃ (গ) কাগজ শিল্পে


(১৭) ভারতের প্রথম পাটকল স্থাপিত হয়

(ক) রিষড়ায়

(খ) ব্যান্ডেলে

(গ) শ্রীরামপুরে 

(ঘ) টিটাগড়ে

উত্তরঃ (ক) রিষড়ায়


(১৮) 'শিল্প স্থানিকতার ন্যুনতম ব্যয় তত্ত্ব-টির প্রবর্তক হলেন

(ক) অগাস্ট লশ

(খ) আলফ্রেড ওয়েবার

(গ) জর্জ রেনার

(ঘ) ই ডব্লিউ জিমারম্যান

উত্তরঃ (খ) আলফ্রেড ওয়েবার


(১৯) প্রায় যোগাযোগহীন বিচ্ছিন্ন ও ক্ষুদ্র গ্রামীণ বসতিকে বলে

(ক) হ্যামলেট

(খ) গ্রাম

(গ) মৌজা

(ঘ) শহর

উত্তরঃ (ক) হ্যামলেট


(২০) একটি পুষ্করিনীকে কেন্দ্র করে যে বসতি গড়ে ওঠে, তা হল

(ক) শুষ্ক-বিন্দু বসতি

(খ) আর্দ্র-বিন্দু বসিত

(গ) রৈখিক বসতি

(ঘ) বর্গাকার বসতি

উত্তরঃ (খ) আর্দ্র-বিন্দু বসিত


(২১) ভারতের নিম্নলিখিত কোন্‌ শহরগুলি 'সোনালী চতুর্ভুজ' দ্বারা যুক্ত?

(ক) দিল্লী-মুম্বাই-কলকাতা-বেঙ্গালুরু

(খ) দিল্লী-মুম্বাই-হায়দ্রাবাদ-কলকাতা

(গ) দিল্লী-মুম্বাই-চেন্নাই-কলকাতা

(ঘ) পোরবন্দর-দিল্লী-কলকাতা-চেন্নাই

উত্তরঃ (গ) দিল্লী-মুম্বাই-চেন্নাই-কলকাতা


2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) ঃ


(১) 'আরোহণ প্রক্রিয়া' বলতে কী বোঝায়?

অথবা

হামস কী?


(২) গীজার কী?

অথবা

পর্যায়ন-এর সংজ্ঞা দাও।


(৩) সোলাম বলতে কী বোঝায়?

অথবা

ল্যাটারাইজেশান বলতে কী বোঝায়?


(৪) রেগোলিথ কী?

অথবা

শল্কমোচন বলতে কী বোঝায়?


(৫) ঘূর্ণবাতের চক্ষু কাকে বলে?

অথবা

মৌসুমী বিস্ফোরণ বলতে কী বোঝায়?


(৬) ITCZ কী?

অথবা

জিওস্ট্রাফিক বায়ু কাকে বলে?


(৭) বিশ্ব উষ্ণায়ণের দুটি প্রভাব উল্লেখ করো।

অথবা

আলোকপ্রেমী ও আলোকবিদ্বেষী উদ্ভিদের একটি করে উদাহরণ দাও।


(৮) ভারতের জীববৈচিত্র্যের উষ্মা অঞ্চলের  দুটি উদাহরণ দাও।

অথবা

অন্তঃক্ষেত্রীয় সংরক্ষণ কী বোঝায়?


(৯) জীববৈচিত্র্য বিনাশের দুটি কারণ উল্লেখ করো।

অথবা

জীববৈচিত্র্য-এর সংজ্ঞা দাও।


(১০) ট্রাক ফার্মিং বলতে কী বোঝায়?

অথবা

ছেদন ও দহন কৃষি বলতে কী বোঝায়?


(১১) শস্য সমন্বয়-এর সংজ্ঞা দাও।


(১২) অনুসারী শিল্প কাকে বলে?

 অথিবা

ব্রেক অফ বাল্ক পয়েন্ট কাকে বলে?


(১৩) শুন্য জনসংখ্যা বৃদ্ধি বলতে কী বোঝায়?

অথবা

অভ্যন্তরীণ পরিব্রাজনের দুটি কারণ উল্লেখ করো।


(১৪) মেগাসিটি কী?

অথবা

ভারতের উদাহরনসহ একটি দ্বৈত-নগর বা যমজ-নগর -এর সংজ্ঞা দাও।


একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close