LightBlog
WB Class 11 Geography Question paper 2022 WBCHSE
Type Here to Get Search Results !

WB Class 11 Geography Question paper 2022 WBCHSE

WB Class 11

Geography

Question Paper

2022

WBCHSE

WB Class 11 Geography Question paper 2022


Group - A

1. সঠিক উত্তরটি বেছে নাও (সকল প্রশ্ন আবশ্যিক) ঃ


(১) মৃত্তিকা বিজ্ঞানের একটি শাখার নাম হলো

(ক) পেডোলজি

(খ) জিওমরফোলজি

(গ) ক্লাইমেটোলজি

(ঘ) হাইড্রোলজি

উত্তরঃ (ক) পেডোলজি


(২) গ্রহ কণিকা মতবাদের প্রবক্তা হলেন

(ক) কান্ট

(খ) চেম্বারলিন ও মৃলটন

(গ) জীনস ও জেফরীজ

(ঘ) ল্যাপলাস

উত্তরঃ (খ) চেম্বারলিন ও মৃলটন


(৩) মধ্য আটলান্টিক শৈলশিরা সৃষ্টি হয়েছে

(ক) পাতের অভিসারী চলনের ফলে

(খ) প্রতিসারী চলনের ফলে

(গ) গিরিজনি আলোড়নের ফলে

(ঘ) মহীভাবক আলোড়নের ফলে

উত্তরঃ (খ) প্রতিসারী চলনের ফলে


(৪) নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির ঘনত্ব সর্বাধিক?

(ক) সিয়াল

(খ) সিমা

(গ) গুরুমন্ডল

(ঘ) কেন্দ্রমন্ডল

উত্তরঃ (ঘ) কেন্দ্রমন্ডল


(৫) ওয়েগনার বর্ণিত প্যানজিয়ার উত্তর অংশের নাম

(ক) স্কোশিয়া

(খ) আনাতোলিয়া

(গ) লরেসিয়া

(ঘ) ওকিনাওয়া

উত্তরঃ (গ) লরেসিয়া


(৬) ব্যাকটেরিয়া এক প্রকার

(ক) প্রাথমিক খাদক

(খ) গৌণখাদক

(গ) প্রগৌণ খাদক

(ঘ) বিয়োজক

উত্তরঃ (ঘ) বিয়োজক


(৭) বাস্তুবিদ্যা শব্দটি প্রবর্তন করেন

(ক) লিন্ডেম্যান

(খ) ট্যান্সলে

(গ) হেকেল

(ঘ) ওডাম

উত্তরঃ (গ) হেকেল


(৮) একটি পুষ্টিস্তর থেপে অপর পুষ্টিস্তরে শক্তি স্থানান্তরের পরিমাণ

(ক) ৯০%

(খ) ৫০%

(গ) ২০%

(ঘ) ১০%

উত্তরঃ (ঘ) ১০%


(৯) ভূগোলে স্থান শব্দটি প্রথম ব্যবহার করেন

(ক) জিমারম্যান

(খ) জেমস হাটন

(গ) ফ্রেডরিক স্কিফার

(ঘ) এমরিস জোন্স

উত্তরঃ (ঘ) এমরিস জোন্স


(১০) নিম্নলিখিত জীবগুলির মধ্যে কোন্‌টি প্রথম শ্রেণির খাদক?

(ক) ব্যাঙ

(খ) সাপ

(গ) খরগোশ

(ঘ) বাঘ

উত্তরঃ (ক) ব্যাঙ


(১১) জলবায়ুভেদে উদ্ভিদ ও প্রাণির বাস্তুতান্ত্রিক বিন্যাসকে বলা হয়

(ক) হ্যাবিটেট

(খ) সাকসেশন

(গ) বায়োম

(ঘ) জীবভর

উত্তরঃ (গ) বায়োম


(১২) একটি গচ্ছিত (অ-পুনর্নবীকরণযোগ্য) সম্পদের উদাহরণ হলো

(ক) সূর্যালোক

(খ) বায়ু

(গ) কাঠ

(ঘ) কয়লা

উত্তরঃ (ঘ) কয়লা


(১৩) সুচালো ক্ষুদ্র পত্রযুক্ত গাছ দেখা যায় __________ অরণ্যে।

(ক) সরলবর্গীয়

(খ) ক্রান্তীয় পর্ণমোচী

(গ) নিরক্ষীয় চিরহরিৎ

(ঘ) নাতিশীতোষ্ণ পর্ণপোচী

উত্তরঃ (ক) সরলবর্গীয়


(১৪) গভীর ও লোনাজলের বাস্তুতন্ত্রকে বলা হয়

(ক) পিলেজিক বাস্তুতন্ত্র

(খ) বেনথিক বাস্তুতন্ত্র

(গ) নেরোটিক বাস্তুতন্ত্র

(ঘ) লেনটিক বাস্তুতন্ত্র

উত্তরঃ (খ) বেনথিক বাস্তুতন্ত্র


(১৫) জরায়ুজ অঙ্কুরোদগম দেখা যায়

(ক) ম্যানগ্র্যোভ অরণ্যে

(খ) তৈগা বনভূমিতে

(গ) নিরক্ষীয় চিরসবুজ অরণ্যে

(ঘ) ক্যাকটাসে

উত্তরঃ (ক) ম্যানগ্র্যোভ অরণ্যে


(১৬) অ্যানাড্রোমাস মাছ

(ক) সবসময় সমুদ্রে থাকে

(খ) সবসময় নদীতে থাকে

(গ) ডিম পাড়ার সময় নদী থেকে সমুদ্রে আসে

(ঘ) ডিম পাড়ার সময় সমুদ্র থেকে নদীতে আসে

উত্তরঃ (ঘ) ডিম পাড়ার সময় সমুদ্র থেকে নদীতে আসে


(১৭) আসোয়ান বাঁধ রয়েছে

(ক) নীলনদে

(খ) ব্রহ্মপুত্র নদে

(গ) মিসিসিপি নদীতে

(ঘ) ইরাবতী নদীতে

উত্তরঃ (ক) নীলনদে


(১৮) ভারতে নলকূপ পদ্ধতিতে সেচকার্য হয়

(ক) ১৫% জমিতে

(খ) ৪৪% জমিতে

(গ) ৩৫% জমিতে

(ঘ) ৬৬% জমিতে

উত্তরঃ (ঘ) ৬৬% জমিতে


(১৯) তাম্র উত্তোলনে শ্রেষ্ঠ দেশ

(ক) চিলি

(খ) পেরু

(গ) চিন

(ঘ) ভারত

উত্তরঃ (ক) চিলি


(২০) গুজরাটের লাম্বা _________ -এর জন্য বিখ্যাত।

(ক) জলবিদ্যুৎ কেন্দ্র

(খ) বায়ুশক্তি কেন্দ্র

(গ) ভূ-তাপীয় শক্তি কেন্দ্র

(ঘ) তাপবিদ্যুৎ কেন্দ্র

উত্তরঃ (খ) বায়ুশক্তি কেন্দ্র


(২১) অস্ট্রেলিয়ার ভূমিভাগের অধিকাংশই হলো

(ক) বনভূমি

(খ) তৃণগুল্মভূমি

(গ) ঊষর ভূমি

(ঘ) কৃষিভূমি

উত্তরঃ (ঘ) কৃষিভূমি


2. নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) ঃ


(১) পৃথিবীর মানচিত্র প্রথম কে অঙ্কন করেন?

(২) পৃথিবীর সৃষ্টির সর্বাধুনিক তত্ত্ব কোনটি?

অথবা

জনবসতি ভূগোল কাকে বলে?


(৩) ম্যাগমা ও লাভার মধ্যে মূল পার্থক্য লেখো।

অথবা

ভূ-ত্বক ও কেন্দ্রমন্ডলের মধ্যের বিযুক্তির নাম কি?


(৪) খাদ্যশৃঙ্খল ভূগোলের কোন্‌ শাখার আলোচনার বিষয়?

অথবা

প্যানজিয়া কি?


(৫) ইকোটোন কি?

অথবা

ইকোক্লাইন কাকে বলে?


(৬) বাস্তুতান্ত্রিক ভারসাম্য কাকে বলে?

(৭) আংশিক বিয়োজিত জৈব পদার্থকে যেসব ছোট প্রাণী খাদ্য গ্রহণ করে তাদেরকে কি বলে?

অথবা

নিরপেক্ষ উপাদান কাকে বলে?

(৮) সুস্থায়ী উন্নতি বা sustainanle development কাকে বলে?

অথবা

পরিবেশ বান্ধব সম্পদ কি?

(৯) ভূ-মধ্যসাগরীয় অরণ্যের অক্ষাংশগত বিস্তৃতি লেখো।

(১০) পশ্চিমবঙ্গের দুটি মৎস্যবন্দরের নাম লেখো।

অথবা

একটি উদাহরণ সহ ডেমার্সাল মাছের সংজ্ঞা দাও।

(১১) মেরিনো মেষ পালনের জন্য কোন তৃণভূমি বিখ্যাত?

অথবা

ইউক্রেনের অধিকাংশ জমি কি উদ্দেশ্যে ব্যবহৃত হয়?

(১২) নিত্যবহ খাল কাকে বলে?

(১৩) জলসেচের সংজ্ঞা দাও।

অথবা

পৃথিবীর কোন দেশে সর্বাধিক জলবিদ্যুৎ উৎপাদন হয়?

(১৪) সর্বোৎকৃষ্ট অভ্র আকরের নাম কি?


Group - C


3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) ঃ


(১) চিত্রসহ পৃথিবীর ভূ-অভ্যন্তর ভাগের গঠন বর্ণনা করো। সমস্থিতির সংজ্ঞা দাও।

অথবা

পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত কান্টের নীহারিকা মতবাদ সংক্ষেপে লেখো। ভূগোলের পরিধি বলতে কি বোঝো?


(২) পাতসংস্থান তত্ত্ব অনুসারে পাত সঞ্চালনের দুটি কারণ ব্যাখ্যা করো। ওয়েগনারের মহীসঞ্চারণ মতবাদের সমাচোলনাগুলি উল্লেখ করো।

অথবা

সমুদ্রবক্ষ বিস্তারের স্বপক্ষে দুটি যুক্তি বর্ণনা করো। সিয়াল ও সিমার মধ্যে পার্থক্য লেখো। প্যানথালাসা কি?


(৩) খাদ্যশৃঙ্খল ও খাদ্যজালের মধ্যে তিনটি পার্থক্য লেখো। উৎপাদক ও খাদকের মধ্যে পার্থক্য লেখো।

অথবা

বাস্তুতন্ত্র রক্ষার বিয়োজকের ভূমিকা আলোচনা করো। খাদ্য পিরামিড কাকে বলে? NPP কি?


(৪) নিরক্ষীয় চিরহরিৎ অরণ্য কাকে বলে? নিরক্ষীয় চিরহরিৎ অরণ্য অঞ্চল কাষ্ঠ শিল্পে অনুন্নত কেন?

অথবা

নাতিশীতোষ্ণ মন্ডলে মৎসক্ষেত্রগুলি গড়ে ওঠার কারণ লেখো। প্রচলিত ও অপ্রচলিত শক্তির মধ্যে দুটি পার্থক্য লেখো।


(৭) মানচিত্রে স্থান চিহ্নিতকরণ আবশ্যিক ।

(ক) প্রদত্ত পৃথিবীর রেখা-মানচিত্রে নিম্নলিখিতগুলি চিহ্নিত করো ও তাদের নাম লেখোঃ

     (অ) দক্ষিণ আমেরিকার নিরক্ষীয় বৃষ্টি অরণ্য

     (আ) উত্তর-পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় মৎস্যক্ষেত্র

(খ) ভারতের খনিজ তেল উত্তোলক অঞ্চলের বিবরণ দাও।

অথবা

নেদারল্যান্ডের ভূমি ব্যবহার বর্ণনা করো।


একটি মন্তব্য পোস্ট করুন

4 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close