WB Class 11
Economics
Question Paper
2022
GROUP - A
1. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও ঃ
১) উৎপাদনের উপকরনগুলিকে কয়টি ভাগে ভাগ করা হয়?
(ক) তিনটি
(খ) চারটি
(গ) পাঁচটি
(ঘ) আটটি
উত্তরঃ (ক) তিনটি
২) কোন্ অর্থব্যবস্থায় অর্থনীতিতে সরকারি হস্তক্ষেপ সবচাইতে কম হয়?
(ক) মিশ্র অর্থব্যবস্থা
(খ) বাজার অর্থব্যবস্থা
(গ) পরিকল্পিত অর্থব্যবস্থা
(ঘ) কোণোটিই নয়
উত্তরঃ(খ) বাজার অর্থব্যবস্থা
৩) 'উপযোগ' কি ধরণের ধারণা?
(ক) সামাজিক
(খ) বাণিজ্যিক
(গ)মানসিক
(ঘ) বস্তুগত
উত্তরঃ (খ) বাণিজ্যিক
৪) 'সরকারী' দ্রব্যের একটি উদাহরণ হলো
(ক) সরকারি বাস
(খ) সরকারি ট্রাম
(গ) প্রতিরক্ষা পরিসেবা
(ঘ) সরকারি ট্রেন
উত্তরঃ (গ) প্রতিরক্ষা পরিসেবা
৫) কোনো অর্থব্যবস্থায় শিক্ষিত এবং প্রশিক্ষণ প্রাপ্ত শ্রমিকগোষ্ঠীকে বলা হয়
(ক) শিক্ষা মূলধন
(খ) বস্তুগত মূল্ধন
(গ) মানব মূল্ধন
(ঘ) মূল্ধন
উত্তরঃ (ক) শিক্ষা মূলধন
৬) 'আয়' কি ধরনের ধারনা?
(ক) মজুদ
(খ) প্রবাহ
(গ) মানসিক
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ (খ) প্রবাহ
৭) নীচের কোনটি বাণিজ্য চক্রের নিম্নতম পর্যায় 'মন্দা'-এর বৈশিষ্ট্য নয়?
(ক) অত্যন্ত কম আয়স্তর
(খ) বিনিয়োগ হারে বৃদ্ধি
(গ) সামগ্রিক চাহিদার পরিমাণ খুব কম
(ঘ) বিপুল কর্মহীনতা
উত্তরঃ (খ) বিনিয়োগ হারে বৃদ্ধি
৮) ভারতীয় জীবন বিমা নিগম কি ধনের প্রতিষ্ঠান?
(ক) ব্যাংকিং প্রতিষ্ঠান
(খ) অব্যাংকিং আর্থিক মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান
(গ) উন্নয়ন ব্যাংক
(ঘ) গ্রামীণ ব্যাংক
উত্তরঃ(খ) অব্যাংকিং আর্থিক মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান
৯) গবেষণার জন্য ভারত সরকার প্রকাশিত 'Economic Survey' থেকে প্রাপ্ত তথ্যকে কি বলা হয়?
(ক)গৌণ রাশিতথ্য
(খ)প্রাথমিক রাশিতথ্য
(গ) কাঁচা রাশিতথ্য
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ (খ)প্রাথমিক রাশিতথ্য
১০) ভারতবর্ষে উদার শিল্পনীতি গ্রহণ করা হয় কোন সালে?
(ক) ১৯৫৬ সালে
(খ) ১৯৯১ সালে
(গ) ১৯৪৮সালে
(ঘ) ১৯৭৭ সালে
উত্তরঃ (খ) ১৯৯১ সালে
2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) ঃ
১) সত্য বা মিথ্যা লেখো ঃ
উৎপাদন সম্ভাবনা রেখা সাধারণত ক্রমবর্ধমান সুযোগ ব্যয় নির্দেশ করে।
উত্তরঃ মিথ্যা
অথবা
উৎপাদন সম্ভাবনা রেখার উপর অবস্থিত কোনো বিন্দুতেই একমাত্র দক্ষতার সঙ্গে উৎপাদন সম্ভব।
উত্তরঃ মিথ্যা
২) শূন্যস্থান পূরণ করো ঃ
প্রত্যেক সমাজ __________ টি মূল অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হয়।
উত্তরঃ তিনটি
অথবা
ভারতবর্ষের অর্থনীতির ক্ষেত্রে আমরা __________ অর্থব্যবস্থার প্রয়োগ দেখি।
উত্তরঃ মিশ্র
৩) সত্য বা মিথ্যা লেখো ঃ
বাজার চাহিদা রেখা ব্যক্তিগত চাহিদা রেখাগুলির উল্লম্ব যোগফল।
উত্তরঃ সত্য
৪) শূন্যস্থান পূরণ করো ঃ
বাজার ব্যর্থতার একটি কারণ হলে উৎপাদনের __________।
উত্তরঃ তথ্যের সম্ভার
(৫) সত্য বা মিথ্যা লেখো ঃ
বাজার মূল্যে স্থূল অভ্যন্তরীণ উৎপাদন - বাজার মূল্যে নীট অভ্যন্তরীণ উৎপাদন = মোট ভর্তুকি।
উত্তরঃ সত্য
অথবা
উৎপাদন মূল্যে স্থূল অভ্যন্তরীণ উৎপাদন = বাজার মূল্যে স্থূল উৎপাদন - পরোক্ষ কর + ভর্তুকি।
উত্তরঃ সত্য
(৬) শূন্যস্থান পূরণ করো ঃ
ভারতবর্ষে ঃ M₂ = M₁ + _________
উত্তরঃ
অথবা
__________ ঋণ অর্থ সৃষ্টিতে সক্ষম।
উত্তরঃ
(৭) সত্য বা মিথ্যা লেখো ঃ
আন্তর্জাতিক বাণিজ্যের ভিত্তি হিসাবে "তুলনামূলক ব্যয় সুবিধা" তত্ত্বটির প্রবক্তা ডেভিড রিকার্ডো।
উত্তরঃ মিথ্যা
অথবা
আমদানি শুল্কের প্রবর্তন আন্তজার্তিক বাণিজ্য প্রসারে সহায়ক।
উত্তরঃ মিথ্যা
(৮) সত্য বা মিথ্যা লেখো ঃ
দন্ড বা স্তম্ভ চিত্রের আয়তাকার দন্ডগুলির প্রস্থ অসমান হয়।
উত্তরঃ মিথ্যা
অথবা
পাই চিত্রের ক্ষেত্রে রাশিতথ্যের শতকরা 1 ভাগ, কেন্দ্রে 3.8⁰ কোণ উৎপন্ন করে।
উত্তরঃ মিথ্যা
(৯) শূন্যস্থান পূরণ করো ঃ
1 থেকে 8 অবধি সকল সংখ্যাগুলির মধ্যমা হবে ___________।
উত্তরঃ
অথবা
5 জন ব্যক্তির দৈনিক ভোগব্যয় 80 টাকা, 75 টাকা, 125 টাকা, 80 টাকা এবং 95 টাকা হলে সংখ্যাগুরু মান হবে _________।
উত্তরঃ
(১০) সত্য বা মিথ্যা লেখো ঃ
ভারতবর্ষর দ্বিতীয় ঘোষিত হয় ১৯৫৬ সালে।
উত্তরঃ সত্য
অথবা
ভারতে অর্থনৈতিক সংস্কার কর্মসূচীর মূল উদ্দেশ্য ছিল সরকারি ক্ষেত্রের সম্প্রসারণ,
উত্তরঃ সত্য
গ্রুপ - সি
3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দ্বা (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) ঃ
১) "অদৃশ্য হাত" বলতে কি বোঝায়?
অথবা
পরিকল্পিত অর্থনীতির ক্ষেত্রে "প্রশাসিত দাম" বলতে কি বোঝায়?
২) অর্থনীতিতে "উপযোগ" বলতে কি বোঝায়?
অথবা
অর্থনীতিতে "চাহিদা" বলতে কি বোঝায়?
৩) কোনোও দেশের "অর্থনৈতিক সম্প্রসারণ" বলতে কি বোঝায়?
অথবা
"চুঁইয়ে পড়া" তত্ত্বটি কি?
৪) কোনো দেশে সামগ্রিক চাহিদার মূল উপাদানগুলি কি কি?
অথবা
'বাণিজ্য চক্র' কাকে বলে?
(৫) বাণিজ্যিক ব্যাংক এবং অব্যাংক আর্থিক মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলির মধ্যে দুটি পার্থক্য উল্লেখ করো।
অথবা
বাণিজ্যিক ব্যাংক এবং কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে দুটি পার্থক্য উল্লেখ করো।
(৬) (x-1), x এবং (x+1) এই রাশিগুলির গাণিতিক গড়ের মান 8 হলে x-এর মান নির্ণয় করো।
অথবা
কোনো বিভাজনের কেন্দ্রীয় প্রবণতা বলতে কি বোঝায়?
(৭) জাতীয় আয়ের ক্ষেত্রগত বন্টন বলতে কি বোঝায়?
(৮) জনঘনত্ব বলতে কি বোঝায়?
অথবা
ভারতবর্ষে মৃত্যুহার কমে আসার দুটি কারণ উল্লেখ করো।
(৯) খাদ্যশষ্যের বিক্রয় যোগ্য উদ্বৃত কাকে বলে?
অথবা
অপারেশন বর্গা কি?
(১০) মূল শিল্প কাকে বলে? একটি উদাহরণ দাও।
গ্রুপ -ডি
4. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) ঃ
(১) সঠিক চিত্র ব্যবহার করে মার্শাল-এর ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগিতার বিধিটি আলোচনা করো।
অথবা
দেখাও কিভাবে বাজারের মোট চাহিদা ও মোট জোগানের ঘাত প্রতিঘাত মাধ্যমে একটি দ্রব্যের ভারসাম্য দাম নির্ধারিত হয়।
(২) সূচক সংখ্যা গঠনের সমস্যাগুলি আলোচনা করো।
অথবা
বেকারত্ব বা কর্মহীনতা বলতে কি বোঝায়? বিভিন্ন প্রকার কর্মহীনতাগুলি আলোচনা করো।
(৩) প্রাথমিক রাশিতথ্য এবং গৌণ রাশিরথ্যের মধ্যে উপযুক্ত উদাহরণ সহযোগে পার্থক্য দেখাও।
অথবা
কোনো রাশিমালার কেন্দ্রীয় প্রবণতা পরিমাপক হিসাবে মধ্যমা ব্যবহারের সুবিধা এবং অসুবিধাগুলি আলোচনা করো।
(৪) দুটি দেশের মধ্যে বাণিজ্যের ভিত্তি হিসাবে অ্যাডাম স্মিথের চরম সুবিধা-এর তত্ত্বটি আলোচনা করো।
(৫) পরিকল্পনাকালে ভারতবর্ষের জীবিকা কাঠামোতে কি ধরনের পরিবর্তন ঘটেছে তা আলোচনা করো।
অথবা
পশ্চিমবঙ্গে গত পাঁচ দশকে জনসংখ্যাগত বৈশিষ্ট্যের পরিবর্তনের প্রবণতাটি সংক্ষেপে আলোচনা করো।
(৬) ভারতবর্ষের শিল্পায়নে রাষ্ট্রীয় উদ্যোগের ভূমিকাটি সংক্ষেপে আলোচনা করো।
অথবা
ভারতবর্ষে ক্ষুদ্রায়তন শিল্পের সমস্যাগুলি আলোচনা করো।
গ্রুপ - ঈ
5. নিম্নলিখিত প্রশ্নটির উত্তর দাও (বিকল্প প্রশ্নটি লক্ষণীয়) ঃ
ভারতীয় অর্থনীতিতে সবুজ বিপ্লবের প্রকৃতি ও ফলাফল বিশদভাবে আলোচনা করো।
অথবা
ভারতবর্ষে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্পটির (MGNREGA) সম্পর্কে আলোচনা করো।
Valo
উত্তরমুছুন