Current Affairs / কারেন্ট অ্যাফেয়ার্স mcq প্রশ্ন উত্তর
প্রশ্নঃ কোন সংস্থার রিপোর্ট অনুসারে 2011-2019 সালে ভারতে চরম দারিদ্র্য 12.3 শতাংশ পয়েন্ট কমেছে? -
(ক) সংযুক্ত রাষ্ট্র
(খ) বিশ্ব স্বাস্থ্য সমস্থান
(গ) বিশ্ব ব্যাংক
(ঘ) রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া
উত্তরঃ (গ) বিশ্ব ব্যাংক
প্রশ্নঃ কোন কেন্দ্রীয় মন্ত্রী আইএমএফ এবং বিশ্বব্যাংকের বসন্ত বৈঠকে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রে সরকারী সফরে যাবেন?
(ক) নিতিন গডকরী
(খ) আর্জুন মুন্ডা
(গ) নির্মলা সীতারমন
(ঘ) রাজনাথ সিং
উত্তরঃ (গ) নির্মলা সীতারমন
প্রশ্নঃ উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র, পারমাণবিক উত্তেজনা নিয়ে আলোচনার জন্য সিউলে কোন দেশের রাষ্ট্রদূত?
(ক) চিন
(খ) রাশিয়া
(গ) ইংল্যান্ড
(ঘ) আমেরিকা
উত্তরঃ (ঘ) আমেরিকা
প্রশ্নঃ কোন দেশ G7 দেশগুলির কাছে 50 বিলিয়ন মার্কিন ডলার আর্থিক সহায়তা চেয়েছে?
(ক) ইউক্রেন
(খ) চিন
(গ) রাশিয়া
(ঘ) ফ্রান্স
উত্তরঃ (ক) ইউক্রেন
প্রশ্নঃ কিংবদন্তি সঙ্গীতজ্ঞ প্রফুল্ল কর কত বছর বয়সে মারা গেছেন?
(ক) ৮৩ বছর
(খ) ৯২ বছর
(গ) ৬৮ বছর
(ঘ) ৭৯ বছর
উত্তরঃ (ক) ৮৩ বছর
প্রশ্নঃ তামিলনাড়ুর টেবিল প্লেয়ার বিশ্ব দীনদয়ালান দুর্ঘটনায় মারা গেলেন, তার বয়স কত ছিল?
(ক) ২২ বছর
(খ) ১৬ বছর
(গ) ১৮ বছর
(ঘ) ২৪ বছর
উত্তরঃ (গ) ১৮ বছর
প্রশ্নঃ কত দিনের জন্য সেনা কমান্ডার সম্মেলন শুরু হয়?
(ক) দুই
(খ) তিন
(গ) চার
(ঘ) পাঁচ
উত্তরঃ (ঘ) পাঁচ
প্রশ্নঃ মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ জগন্নাথ 8 দিনের ভারত সফরে নীচের কোথায় আসছেন?
(ক) চেন্নাই
(খ) দিল্লি
(গ) মুম্বাই
(ঘ) কলকাতা
উত্তরঃ (গ) মুম্বাই
প্রশ্নঃ সম্প্রতি কোন রাজ্যে 517 টি কোভিড কেস রিপোর্ট করা হয়েছে?
(ক) মুম্বাই
(খ) দিল্লি
(গ) পুনে
(ঘ) হাইদ্রাবাদ
উত্তরঃ (খ) দিল্লি
প্রশ্নঃ সাম্প্রতিক একটি রিপোর্ট অনুযায়ী কোন দেশের নৌবাহিনীর জাহাজগুলি ভারতীয় শিপইয়ার্ডে মেরামত করা হবে?
(ক) জাপান
(খ) আস্ট্রেলিয়া
(গ) আমেরিকা
(ঘ) মায়ানমার
উত্তরঃ (গ) আমেরিকা
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ