মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৪ - চতুর্থ অধ্যায় – বর্জ্য ব্যবস্থাপনা
Type Here to Get Search Results !

মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৪ - চতুর্থ অধ্যায় – বর্জ্য ব্যবস্থাপনা

বর্জ্য ব্যবস্থাপনা

চতুর্থ অধ্যায়

মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৪ - চতুর্থ অধ্যায় – বর্জ্য ব্যবস্থাপনা

বিভাগ 'ক' 

১) বিকল্প গুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখঃ- 

১.১) জলকে জীবানুমুক্ত করার জন্য ব্যবহার করা হয় -

(ক) চুন 

(খ) অক্সিজেন  

(গ) কার্বন ডাই অক্সাইড 

(ঘ) ওজোন

উত্তরঃ (ঘ) ওজোন

১.২) সর্বাধিক বিষাক্ত বর্জ্য উৎপন্ন হয় -

(ক) তেজস্ক্রিয় বর্জ্য থেকে 

(খ) জৈব বর্জ্য থেকে 

(গ) ফ্লাই অ্যাশ থেকে 

(ঘ) জলবিদ্যুৎ কেন্দ্র থেকে

উত্তরঃ (ক) তেজস্ক্রিয় বর্জ্য থেকে

১.৩) একটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্য হল -

(ক) সবজির খোসা 

(খ) injection syringe 

(গ) খাবারের প্যাকেট 

(ঘ) সাবান ধোয়া জল

উত্তরঃ (খ) injection syringe

১.৪) বর্জ্যের চাপ সবচেয়ে বেশি -

(ক) কলকাতায় 

(খ) মুম্বাইয়ে 

(গ) দিল্লিতে 

(ঘ) চেন্নাইতে

উত্তরঃ (ক) কলকাতায়

১.৫) কাগজ তৈরি করতে কাঠের ব্যবহারের ভালো বিকল্প -

(ক) পুরনো কাপড় 

(খ) গাছের পাতা 

(গ) আখের ছিবড়ে 

(ঘ) নতুন গাছ

উত্তরঃ (গ) আখের ছিবড়ে


বিভাগ 'খ' 

২) ২.১) নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে 'শু' এবং অশুদ্ধ হলে পাশে 'অ' লেখঃ- 

২.১.১) বর্জ্য বস্তুর ঠিকমতো ব্যবস্থাপনা করতে না পারলে এটি পরিবেশের খুব ক্ষতি করে।

উত্তরঃ শু

২.১.২) বর্জ্য পদার্থ থেকে বর্তমানে শক্তি উৎপন্ন করা হয়।

উত্তরঃ শু

২.১.৩) গঙ্গা নদী পৃথিবীর পাঁচটি দূষিত নদীর মধ্যে একটি।

উত্তরঃ শু

২.২) উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করঃ- 

২.২.১) পারমানবিক শক্তি কেন্দ্র থেকে__________ বর্জ্য পদার্থ পাওয়া যায়।

উত্তরঃ radio active 

২.২.২) বায়ু দূষণ নিয়ন্ত্রণ করতে___________ প্রযুক্তি ব্যবহার করা হয়। 

উত্তরঃ স্ক্রাবার

২.২.৩) ঘড়ি শিল্প থেকে_______ বর্জ্য  নির্গত হয়। 

উত্তরঃ তেজস্ক্রিয়

২.৩) একটি বা দুটি শব্দে উত্তর দাওঃ- 

২.৩.১) একটি জৈব ভঙ্গুর বর্জ্যের নাম লেখ। 

উত্তরঃ ডাবের খোলা

২.৩.২) কয়লা থেকে নির্গত হয় এমন একটি তেজস্ক্রিয় বর্জ্যের নাম লেখ। 

উত্তরঃ ইউরেনিয়াম

২.৩.৩) গ্যাসীয়  বর্জ্যের পরিমাণ বৃদ্ধি তে জলবায়ু কি পরিবর্তন ঘটেছে। 

উত্তরঃ বিশ্ব উষ্ণায়ন

২.৪) বাম দিকের সাথে ডানদিকের গুলি মিলিয়ে লেখঃ- 

       বাম দিক                        ডান দিক

২.৪.১) জৈব ভঙ্গুর বর্জ্য          (ক) ঘড়ি শিল্প

২.৪.২) তেজস্ক্রিয় বর্জ্য           (খ) টেস্টটিউব

২.৪.৩) চিকিৎসাসংক্রান্ত বর্জ্য   (গ) সেপটিক ট্যাঙ্কের জল

২.৪.৪) তরল বর্জ্য               (ঘ) পুরোনো খবরের কাগজ

উত্তরঃ ২.৪.১) জৈব ভঙ্গুর বর্জ্য - (ঘ) পুরোনো খবরের কাগজ ২.৪.২) তেজস্ক্রিয় বর্জ্য - (ক) ঘড়ি শিল্প ২.৪.৩) চিকিৎসাসংক্রান্ত বর্জ্য - (খ) টেস্টটিউব ২.৪.৪) তরল বর্জ্য - (গ) সেপটিক ট্যাঙ্কের জল


বিভাগ 'গ' 

৩) নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাওঃ- 

প্রশ্নঃ বর্জ্য কাকে বলে?

উত্তরঃ ব্যবহারের অযোগ্য, পরিত্যক্ত, কঠিন–তরল–গ্যাসীয় অবস্থায় প্রকৃতিতে পড়ে থাকা বস্তু যা পরিবেশদূষণের অন্যতম কারণ তাকে বলে বর্জ্য। যেমন - ভাঙা প্লাস্টিক, ছেঁড়া কাগজ, নোংরা জল ইত্যাদি।

প্রশ্নঃ তরল বর্জ্য কাকে বলে?

উত্তরঃ প্রকৃতিতে দূষণ সৃষ্টিকারী তরল অব্যবহৃত যৌগ যখন অপরিশোধিত অবস্থায় পরিবেশের ক্ষতি করে, তখন তাকে তরল বর্জ্য বলে। যেমন - গৃহস্থালি, কলকারখানার ব্যবহৃত দুষিত জল, কাপড় কাচা, বাসন মাজার দূষিত জল ইত্যাদি।

প্রশ্নঃ E- বর্জ্য বা বৈদ্যুতিন বর্জ্য কাকে বলে?

উত্তরঃ বর্তমানে বিশ্বে নানান ইলেকট্রনিকস দ্রব্য ব্যবহৃত হয়। এই দ্রব্যগুলির অব্যবহৃত বাতিল অংশের মধ্যে পরিবেশ দূষণকারী পদার্থ থাকে। এই জাতীয় বর্জ্যকে E waste বলে। যেমন - সার্কিট বোর্ড, টিভি বা কম্পিউটার মনিটর, কম্পিউটারের ব্যাটারি ইত্যাদি।

প্রশ্নঃ বর্জ্য ব্যবস্থাপনা কাকে বলে?

উত্তরঃ বর্জ্য পদার্থগুলিকে সম্পূর্ণরূপে নিঃশেষ করে দেওয়া বা পুনর্ব্যবহারের যোগ্য করে তোলার ব্যবস্থাকেই বিজ্ঞানের ভাষায় বলা হয় বর্জ্য ব্যবস্থাপনা।

প্রশ্নঃ ইউট্রিফিকেশন কী?

উত্তরঃ জলাশয়ের পুষ্টি মৌল বৃদ্ধির প্রক্রিয়াকে বলে ইউট্রিফিকেশন। জলাশয়ে জলদূষণের ফলে জলের নাইট্রেট ও ফসফেটের পরিমাণ বাড়ে। পুষ্টি মৌলের প্রাচুর্যে জলে ভাসমান কচুরিপানা, শৈবাল, অ্যালগি জাতীয় প্রাণীর পরিমাণ বাড়ে। ফলে জলের নীচে প্রাণীদের বৃদ্ধি ও বিকাশ ব্যাহত হয়, একে বলে ইউট্রিফিকেশন।

প্রশ্নঃ বর্জ্য ব্যবস্থাপনায় ভরাটকরণ বলতে কী বোঝ?

উত্তরঃ ফাঁকা জমি বা জমিতে গর্ত খুঁড়ে বর্জ্য পদার্থ ভরাট করাকে বর্জ্য ভরাটকরণ বলে। এতে বর্জ্য পদার্থ ধীরে ধীরে বিশ্লেষিত হয়ে মাটির সঙ্গে মিশে যায়।

প্রশ্নঃ বর্জ্যের পুনর্ব্যবহার কাকে বলে?

উত্তরঃ কিছু কিছু বর্জ্য পদার্থ আছে যেগুলি পুনরায় ব্যবহার করা যায়, তাকে বর্জ্যের পুনর্ব্যবহার বলে। যেমন - খবরের কাগজ, পুরোনো শিশি, বোতল ইত্যাদি। এতে অর্থের সাশ্রয় হয় এবং সম্পদ বাঁচে।


বিভাগ 'ঘ' 

৪) সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাওঃ- 

প্রশ্নঃ চিকিৎসা সংক্রান্ত বর্জ্য কীভাবে সৃষ্টি হয়?

উত্তরঃ হাসপাতাল, নার্সিংহোম বা বিভিন্ন প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি থেকে যে বর্জ্য নির্গত হয়, তাকে চিকিৎসা সংক্রান্ত বর্জ্য বলে। চিকিৎসাক্ষেত্রে ব্যবহৃত ছুঁচ, সিরিঞ্জ, ছুরি, কাঁচি, ব্লেড, স্যালাই, গজ, বোতল, তুলো, ব্যান্ডেজ, মানব অঙ্গের ব্যবচ্ছিন্ন অংশ, চিকিৎসায় ব্যবহৃত বিভিন্ন ওষুধ, ওষুধের প্যাকেট, প্যাথোলজির রক্ত, মল, মুত্র ইত্যাদি হল চিকিৎসা সংক্রান্ত বর্জ্যের উদাহরণ। 

প্রশ্নঃ বর্জ্য প্রক্রিয়াকরণে 3R- এর ভূমিকা উল্লেখ করো।

উত্তরঃ বর্জ্য প্রক্রিয়াকরণের পদ্ধতি হল 3R অর্থাৎ Reduce, Reuse & Recycle-কে একত্রে বলে 3R।

(ক) Reduce বা বর্জ্যের পরিমাণ হ্রাসঃ আমাদের দৈনন্দিন জীবনের অদরকারি পদার্থ যত কমানো সম্ভব হবে, বর্জ্যের পরিমাণও তত কমবে। অর্থাৎ দ্রব্য ব্যবহারে আমাদের মিতব্যয়ী হাত হবে, অপ্রয়োজনীয় জিনিসই পরিবেশ বর্জ্যের পরিমাণ বাড়ায়।

(খ) Reuse বা পুনর্ব্যবহারঃ পরিবেশের কিছু কিছু উপাদান পুনর্ব্যবহারযোগ্য। যেমন - ধাতব বস্তু, কাগজ, যন্ত্রাংশ প্রভৃতি। এগুলি একবার ব্যবহারের পর পুনরায় ব্যবহার করা হয়। দ্রব্যের পুনর্ব্যবহার সম্পদের সঞ্চয় বাড়ায়, তাই অপুনর্ভব সম্পদগুলিকে সাশ্রয় করা ও পুনর্ব্যবহার খুব জরুরি।

(গ) Recycle বা পুনর্নবীকরণঃ পুনর্নবীকরণ বলতে বোঝায় বিশেষ বৈজ্ঞানিক পদ্ধতিতে কোনো ব্যবহৃত দ্রব্যের পুনরায় ব্যবহারপযোগ্য সম্পদে পরিণত করে পরিবেশে ফিরিয়ে দেওয়া। যেমন - কাচ, ধাতু, প্লাস্টিক, কাগজ, ছেড়াঁ কাপড় থেকে পুনরায় অনুরূপ দ্রব্য উৎপাদন সম্ভব।

প্রশ্নঃ বর্জ্যের পুনর্নবীকরণ বলতে কী বোঝ?

উত্তরঃ বর্জ্য পদার্থগুলিকে বিজ্ঞানসম্মত উপায়ে সম্পূর্ণ নিঃশেষ করা অথবা পুনরায় ব্যবহারযোগ্য উপাদানে পরিণত করার ব্যবস্থা বা পদ্ধতিকে বলে বর্জ্য ব্যবস্থাপনা। 

যেমন - (১) বর্জ্যের পরিমাণগত হ্রাস (২) পুনর্ব্যবহার (৩) পুনর্নবীকরণ; এই ত্রিমূখী কর্মসূচিকে সংক্ষেপে বলে 3R – Reduce, Reuse, Recycling।

প্রশ্নঃ কম্পোস্টিং ( Composting ) বলতে কী বোঝ? 

উত্তরঃ জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থগুলি জীবাণুর দ্বারা বিয়োজিত হয়ে হিউমাসে পরিণত হলে, তাকে বলে কম্পোস্টিং পদ্ধতি। বর্জ্য জীবাণুর দ্বারা বিয়োজিত হয়ে এই প্রক্রিয়ায় হিউমাসে পরিণত হয়। কম্পোস্টিং মূলত দুই প্রকার -

(ক) সবাত কম্পোস্টিংঃ বায়ুর উপস্থিতিতে জীবাণুর জৈব বিশ্লেষণ ঘটানোর পদ্ধতিকে বলে সবাত কম্পোস্টিং। 

(খ) অবাত কম্পোস্টিংঃ বায়ুর অনুপস্থিতিতে জীবাণুর জৈব বিশ্লেষণ ঘটানোর পদ্ধতির নাম অবাত কম্পোস্টিং।

প্রশ্নঃ গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলি কী কী?

উত্তরঃ বর্জ্য ব্যবস্থাপনার একটি বিশেষ বিজ্ঞাননির্ভর প্রক্রিয়ার নাম স্কাবার। এই পদ্ধতিতে শিল্প থেকে নির্গত দূষিত বায়বীয় পদার্থ ও গ্যাসীয় উপাদানের অপসারণ ঘটিয়ে বায়ুকে বিশুদ্ধ করা হয়। 

পদ্ধতিঃ স্ক্রাবিং পদ্ধতি দুই প্রকার। যথা - 

(ক) শুষ্ক স্ক্রাবারঃ এই পদ্ধতির মাধ্যমে দুষিত নির্গত ধোঁয়াকে অম্লমুক্ত করা হয় । 

(খ) আর্দ্র স্ক্রাবারঃ এই পদ্ধতি প্রয়োগে দূষণকারী গ্যাস, দূষণকণা অপসারণ করা হয়। সাধারণত ক্ষেত্রে দ্রবণের মাধ্যমে গ্যাসীয় দূষিত পদার্থকে স্কাবার দ্বারা অপসারণ হয়। দ্রবণে গ্যাসের দ্রাব্যতার ওপর এই পদ্ধতির কার্যকারিতা করে।

প্রশ্নঃ বর্জ্য ভরাটকরণ পদ্ধতি কী?

উত্তরঃ কোনো নীচু স্থানে কঠিন বর্জ্য ব্যবস্থাপনার ও বিশেষ পদ্ধতি হল বর্জ্য ভরাটকরণ। 

পদ্ধতিঃ জনবসতি, শিল্পাঞ্চল বা বাণিজ্যকেন্দ্র থেকে দূরে কোনে উন্মুক্ত খোলা জায়গাকে, খুব গভীরভাবে খনন করে মাটির নীচে বর্জ্য চাপা দেওয়া হয়। সাধারণত বর্জ্য ২ মিটার উঁচু স্তরে বিছিয়ে দেওয়া হয় ও তার ওপর ২০-২৫ সেমি মাটির স্তর চাপা দেওয়া হয়। মাটির মধ্যে থাকা জীবাণু বর্জ্যের ভৌত রাসায়নিক পরিবর্তন ঘটায়। দীর্ঘদিন চাপা পড়া অবস্থায় থেকে ওই জৈব ভঙ্গুর বর্জ মাটিতে মিশে যায়। 

সতর্কীকরণঃ তবে এক্ষেত্রে কতকগুলি সতর্কীকরণ নেওয়া আবশ্যিক। যথা - 

(১) ল্যান্ডফিলিং–এর নির্বাচিত স্থান শহরাঞ্চল থেকে দূরে হতে হবে।

(২) জায়গাটির আয়তন বেশি হতে হবে। 

(৩) স্থানটিতে জনবসতি থাকবে না; কারণ বর্জ্যের দূষণ মানবশরীরের পক্ষে ক্ষতিকর ।

জমি ভরাটকরণের সুবিধাঃ জমি ভরাটকরণের প্রধান প্রধান সুবিধাগুলি হল -

(১) বায়ুদূষণ তথা পরিবেশ দূষণের পরিমাণ কমে যায়।

(২) ল্যান্ডফিলিং–এর ফলে যে গ্যাস নির্গত হয়, তা বিভিন্ন কাজে ব্যবহার করা হয়।

(৩) বর্জ্য পদার্থ আবৃত অবস্থায় থাকে বলে মাছি, মশা, ইঁদুর, কীটপতঙ্গ বাসা বাঁধতে পারে না। 

জমি ভরাটকরণের অসুবিধাঃ জমে থাকা বর্জ্য পদার্থ থেকে নির্গত জল চুঁইয়ে ভৌম জলস্তরে মিশে যায়।

প্রশ্নঃ কঠিন, তরল ও গ্যাসীয় বর্জ্যের ব্যবস্থাপনার পদ্ধতিগুলি আলোচনা করো। 

উত্তরঃ (১) বর্জ্য পৃথক্করণঃ কোনো স্থানে যখন বর্জ্য পদার্থ জমা হয়, তখন সেখানে নানান ধরনের বর্জ্য পদার্থ একত্রিত হয়ে থাকে। সেগুলিকে আলাদা না করলে বর্জ্য ব্যবস্থাপনা করা সম্ভব হয় না। এই পদ্ধতিটিকেই বলা হয় বর্জ্য পৃথক্করণ। এই পদ্ধতিটি পৃথিবীর উন্নত দেশ, যেমন - মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান প্রভৃতি স্থানে যন্ত্রের মাধ্যমে করা হলেও ভারতবর্ষে মূলত মানুষের দ্বারাই করা হয়ে থাকে। 

(২) জমি ভরাটকরণঃ এই পদ্ধতিতে বৃহদায়তন ফাঁকা জমিকে খুব গভীর ভাবে খনন করা হয়। কঠিন জৈব বর্জ্যা পদার্থগুলিকে এর মধ্যে ফেলে ভরাট করা হয় এবং সবশেষে, পুনরায় মাটি চাপা দিয়ে দেওয়া হয়। সেগুলি মাটির তলায় চাপা পড়ে থাকাকালীন চাপে ও তাপে খুব সহজেই মাটি হয়ে যায়। 

(৩) কম্পোস্টিংঃ গ্রামাঞ্চলে বাড়ির মধ্যেই খালি জায়গায় কিছুটা জমি খনন করে তাতে গৃহস্থালির দৈনিক উৎপন্ন বর্জ্য ফেলা হয়। কিছুদিন পর বর্জ্যা দ্বারা ওই জায়গা ভরতি হয়ে গেলে মাটি চাপা দিয়ে অপর কোনো স্থান পুনরায় খনন করে। বর্জ্যা নিক্ষেপ করা হয়। কম্পোস্টিং পদ্ধতিটি খানিকটা ভরাটকরণ পদ্ধতির মতো। এই পদ্ধতিতেও একটি গর্তকে কিছু পরিমাণ জৈব বর্জ্য, যেমন - পশুপাখির মৃতদেহ, গৃহস্থালি ও বাজারের নানান আনাজের খোসা ও পচা। শাকসবজি, মলমূত্র প্রভৃতি দ্বারা ভরাট করা হয় ও মাটি দিয়ে এই গর্তের মুখ বন্ধ করে দেওয়া হয়। কিছুদিন পরে দেখা যায় যে ওই জৈবাংশগুলি বিয়োজিত হয়ে জৈব সার গঠন করেছে, যার পুষ্টিমাত্রা খুব বেশি।

প্রশ্নঃ বর্জ্য প্রক্রিয়াকরণে শিক্ষার্থীর ভূমিকা উল্লেখ করো।

উত্তরঃ পরিবেশকে বর্জ্য মুক্ত করতে শিক্ষার্থীকেই প্রাথমিকভাবে দায়িত্ব পালন করতে হবে। শিশুমনে পরিবেশ সচেতনতা যত বাড়বে, পৃথিবী ও পরিবেশ ততই বাসযোগ্য ভূমিতে পরিণত হবে। বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীরা যেসব উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারে সেগুলি হল –

(১) জৈব ভঙ্গুর, জৈব অভঙ্গুর, বিষাক্ত, বিষহীন বর্জ্য সম্পর্কে প্রাথমিকভাবে জ্ঞান অর্জন করতে হবে। চেষ্টা করতে হবে জৈব অভঙ্গুর ও বিষাক্ত বর্জ্যগুলির ব্যবহার হ্রাস করা। যেমন – Use & Throw পেনের পরিবর্তে কালির পেন ব্যবহারের অভ্যাস গড়ে তোলা।

(২) পরিবেশ পরিচ্ছন্নতায় রোগমুক্তি ঘটে। এই বিষয়ে বিদ্যালয় সচেতনতার দৃষ্টি দেখালে, বাড়ির চারপাশে বর্জ্য নিক্ষেপে নির্দিষ্ট ডাস্টবিন ব্যবহার করার গুরুত্ব বাড়বে। 

(৩) অপ্রয়োজনীয় উদ্বৃত্ত জিনিসই বর্জ্যের পরিমাণ বাড়ায়। তাই পরিমিত ও প্রয়োজনীয় জিনিসই কেনার নিয়ম শিক্ষার্থীকে গড়ে তুলতে হবে।

Madhyamik Geography Suggestion 2024

     মাধ্যমিক ইতিহাস সাজেশন 2024. Geography Suggestion 2024 Madhyamik. Class 10 geography suggestion 2024. Madhyamik Suggestion 2024 Bengali. 2024 Madhyamik Suggestion Life Science. Madhyamik Suggestion 2024 PDF. মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন 2024. মাধ্যমিক ইতিহাস সাজেশন 2024. মাধ্যমিক সাজেশন 2024 pdf. Madhyamik Geography Notes PDF. সংলাপ সাজেশন. Wbbse class 10 geography chapter 5 question answer in bengali. উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন 2024. Class 10 geography suggestion 2024. ভূগোল সাজেশন 2024.


West Bengal Madhyamik Geography Suggestion 2024 Download

     WBBSE Madhyamik Geography short question suggestion 2024. পশ্চিমবঙ্গ মাধ্যমিক  ভূগোল পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন উত্তর ও শেষ মুহূর্তের সাজেশন ডাউনলোড. Madhyamik Geography Suggestion 2024  download. Madhyamik Question Paper Geography. মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন. WB Madhyamik 2024 Geography suggestion and important questions. Madhyamik Suggestion 2024 pdf.


মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৪ চতুর্থ অধ্যায় বর্জ্য ব্যবস্থাপনা

     দশম শ্রেণীর ভূগোল প্রথম অধ্যায় pdf. Class 10 Geography chapter 4 question answer in bengali. exam geography . Class 10 bengali geography. exam history. ভূগোল class 10 chapter 1. Class 10 bhugol question bangla. Class 10 bhugol Question.


মাধ্যমিক ভূগোল সাজেশন 2024 pdf

     উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন 2024. মাধ্যমিক সাজেশন 2024. সংলাপ সাজেশন. মাধ্যমিক ইতিহাস সাজেশন 2024. মাধ্যমিক ইতিহাস সাজেশন 2024 pdf. মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন 2024 pdf download. ইতিহাস সাজেশন 2024 মাধ্যমিক. মাধ্যমিক ভূগোল সাজেশন 2024 PDF. উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন 2024. মাধ্যমিক সাজেশন 2024. মাধ্যমিক সাজেশন 2024 pdf. মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন 2024. মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন 2024 pdf download. মাধ্যমিক ভূগোল প্রশ্ন উত্তর. মাধ্যমিক ইতিহাস সাজেশন 2024.


Madhyamik Suggestion 2024 Geography

     West Bengal Madhyamik 2024 Geography Suggestion Download in Bengali version. WBBSE Madhyamik Geography suggestion 2024 pdf version as per New syllabus. মাধ্যমিক ২০২৪ ভূগোল সাজেশন. Get the complete Madhyamik Geography Suggestion 2024 with approx 90% Common in Examination. WBBSE Class 10th Geography exam notes and Important questions. Madhyamik 2024 Geography Suggestion pdf download. Madhyamik Scientific Suggestion in New Syllabus.


চতুর্থ অধ্যায় বর্জ্য ব্যবস্থাপনা

     ফ্লাই অ্যাশ কি ধরনের বর্জ্য. বর্জ্য ব্যবস্থাপনা দশম শ্রেণী. গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায় গুলি কি কি. বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা. বর্জ্য ব্যবস্থাপনার সীমাবদ্ধতা. একটি সংক্রামক বর্জ্য হল. কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কাকে বলে. স্যানিটারি ল্যান্ডফিল কাকে বলে.


মাধ্যমিক ভূগোল প্রশ্ন উত্তর 2024

     ক্লাস 10 ভূগোল প্রশ্ন উত্তর. মাধ্যমিক ভূগোল সাজেশন 2024 PDF. দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর pdf. দশম শ্রেণীর ভূগোল দ্বিতীয় অধ্যায় প্রশ্ন উত্তর. দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর 2024. মাধ্যমিক ভূগোল pdf. মাধ্যমিক সাজেশন 2024. মাধ্যমিক ভূগোল বায়ুমণ্ডল. মাধ্যমিক ভূগোল প্রশ্ন 2024. ক্লাস 10 ভূগোল প্রশ্ন উত্তর. ভূগোল mcq প্রশ্ন উত্তর 2024. মাধ্যমিক ভূগোল সাজেশন 2024 PDF. দশম শ্রেণীর ভূগোল দ্বিতীয় অধ্যায় প্রশ্ন উত্তর. মাধ্যমিক ভূগোল প্রশ্ন 2024 pdf. বারিমন্ডল প্রশ্ন উত্তর. দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর pdf.


Madhyamik Geography Notes PDF

     মাধ্যমিক ভূগোল প্রশ্ন উত্তর. মাধ্যমিক ভূগোল সাজেশন 2024 PDF. Geography suggestion 2024 hs. Wbbse class 10 geography chapter 5 question answer in bengali. মাধ্যমিক সাজেশন 2024 pdf. Madhyamik Geography Suggestion 2024 PDF free download. WBBSE Class 10 Geography Chapter 5 question Answer in English. WBBSE Class 10 Geography Chapter 1 question Answer in English.


মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৪ চতুর্থ অধ্যায়

      মাধ্যমিক ভূগোল সাজেশন 2024 PDF. মাধ্যমিক ভূগোল প্রশ্ন উত্তর. মাধ্যমিক সাজেশন 2024. মাধ্যমিক ভূগোল pdf. Class 10 Geography chapter 1 question answer in bengali. উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন 2024. Class 10 Geography chapter 4 question answer in bengali. মাধ্যমিক ভূগোল প্রশ্ন 2024 pdf. দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর pdf. বারিমন্ডল প্রশ্ন উত্তর. দশম শ্রেণীর ভূগোল প্রথম অধ্যায় pdf.

মাধ্যমিক বাংলা সাজেশন

মাধ্যমিক অংক সাজেশন

মাধ্যমিক ইংরেজি সাজেশন

মাধ্যমিক ইতিহাস সাজেশন

মাধ্যমিক ভূগোল সাজেশন

মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন

মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close