LightBlog
WB Class 11 Bengali Question Paper 2022 WBCHSE With Answer
Type Here to Get Search Results !

WB Class 11 Bengali Question Paper 2022 WBCHSE With Answer

West Bengal Class 11 Bengali Question Paper 2022 With Answer


১। ঠিক উত্তরটি নির্বাচন করোঃ


১.১ '...তাকে ঠেকানো হয় মুশকিল।' - কাকে ঠেকানো মুশকিল?

(ক) পুলিশকে

(খ) দলের বিশ্বাসঘাতক সদস্যকে

(গ) সৌখির একগুঁইয়েমিকে

(ঘ) দারিদ্যকে

উত্তরঃ (খ) দলের বিশ্বাসঘাতক সদস্যকে


১.২ ভুতুড়ে জেলখানার দারোগা ছিল -

(ক) ভুতুড়ে রায়ত

(খ) ভূতের নায়েব

(গ) ভূতের জমিদার

(ঘ) ভূতের গোমস্তা

উত্তরঃ (খ) ভূতের নায়েব


১.৩ মহানগরী থেকে তেলেনাপোতার দূরত্ব কত?

(ক) মাত্র দশ মাইল

(খ) মাত্র কুড়ি মাইল

(গ) মাত্র ত্রিশ মাইল

(ঘ) মাত্র পাঁচিশ মাইল

উত্তরঃ (গ) মাত্র ত্রিশ মাইল


১.৪ "গন্ধগোকুল কিংবা শিয়ালটিয়াল হবে বোধ হয়।" - গন্ধগোকুল হল -

(ক) নেকড়ে বাঘ

(খ) চিতা বাঘ

(গ) খট্টাশ জাতীয় প্রাণী

(ঘ) রামছাগল

উত্তরঃ (গ) খট্টাশ জাতীয় প্রাণী


১.৫ 'সনাতন ঘুম' বলতে রবীন্দ্রনাথ কি বুঝিয়েছেন?

(ক) আদিমকালের ঘুম

(খ) অন্ধকার ঘুম

(গ) ভাত ঘুম

(ঘ) চিরকালের ঘুম

উত্তরঃ (ক) আদিমকালের ঘুম


১.৬ গ্যালিলিওর ছোটো ভাই মাইকেল এঞ্জেলো যে রাজ দরবারে কলাবিদ হিসাবে প্রতিষ্ঠিত হলেন, সেটি অবস্থিত -

(ক) ফ্লোরেন্সে

(খ) পোল্যান্ডে

(গ) ভেনিসে

(ঘ) তাসকানিতে

উত্তরঃ (খ) পোল্যান্ডে


১.৭ জনার পুত্রের নাম কি?

(ক) কর্ণ

(খ) প্রবীর

(গ) অভিমন্যু

(ঘ) অশ্বন্থামা

উত্তরঃ (খ) প্রবীর


১.৮ 'পড়শী যদি আমায় ছুঁত' - পড়শী ছুঁলে কী হবে?

(ক) যম-যাতনা দূর হবে

(খ) সুবুদ্ধির বিকাশ হবে

(গ) সমাজ সচেতনতা বাড়বে

(ঘ) ভালোবাসা বোধ জাগবে

উত্তরঃ (ক) যম-যাতনা দূর হবে


১.৯ জয় গোস্বামীর একটি বিখ্যাত কাব্য -

(ক) কথোপকথন

(খ) যারা বৃষ্টিতে ভিজেছিল

(গ) যেতে পারি কিন্তু কেন যাব

(ঘ) বনলতা সেন

উত্তরঃ (খ) যারা বৃষ্টিতে ভিজেছিল


১.১০ 'চন্ডালের পদধূলি ব্রাহ্মণের ভালে?' চন্ডাল ও ব্রাহ্মণ কারা?

(ক) অর্জুন ও কৃষ্ণ

(খ) কৃষ্ণ ও ব্যাস

(গ) ব্যাস ও বিধুর

(ঘ) অর্জুন ও নীলাধ্বজ

উত্তরঃ (ঘ) অর্জুন ও নীলাধ্বজ


১.১১ প্রজাদের মধ্যে কোনো লোক ভূতের কানমলা খায়, - কারণ -

(ক) তারা অন্যায় করে

(খ) তারা কর্তার ক্ষমতাকে মানে না

(গ) তারা বিদ্রোহ করে

(ঘ) তারা নিজে ভাবতে যায়

উত্তরঃ (ঘ) তারা নিজে ভাবতে যায়


১.১২ মালাধর বসু অনুদিত গ্রন্থের নাম -

(ক) শ্রীকৃষ্ণকীর্তন

(খ) শ্রীকৃষ্ণসন্দর্ভ

(গ) শ্রীকৃষ্ণবিজয়

(ঘ) শ্রীকৃষ্ণমঙ্গল

উত্তরঃ (গ) শ্রীকৃষ্ণবিজয়


১.১৩ চন্ডীমঙ্গলের একজন কবির নাম -

(ক) ঘনরাম চক্রবর্তী

(খ) রূপরাম চক্রবর্তী

(গ) রামপ্রসাদ সেন

(ঘ) দ্বিজমাধব

উত্তরঃ (ঘ) দ্বিজমাধব


১.১৪ বাংলা সাহিত্যের ইতিহাসে ত্রয়োদশ-চতুর্দশ শতাব্দীকে বলা হয় 

(ক) অন্ধকার যুগ

(খ) সুবর্ণ যুগ

(গ) গৌরবময় যুগ

(ঘ) সৃষ্টিশীল যুগ

উত্তরঃ (ক) অন্ধকার যুগ


১.১৫ প্রাচীন ভারতীয় আর্যভাষার নমুনা হলো -

(ক) ঋকবেদ

(খ) সামবেদ

(গ) সংহিতা

(ঘ) উপনিষদ

উত্তরঃ (ক) ঋকবেদ


১.১৬ ভারতে প্রচলিত দ্রাবিড় ভাষাবংশের একটি ভাষা -

(ক) সাঁওতালি

(খ) তেলুগু

(গ) নাগা

(ঘ) ওড়িয়া

উত্তরঃ (খ) তেলুগু


১.১৭ সিন্ধু সভ্যতার প্রাপ্ত লিপি কোন্‌টি?

(ক) চিত্রলিপি

(খ) ধ্বনিলিপি

(গ) ভাবলিপি

(ঘ) গ্রন্থলিপি

উত্তরঃ (গ) ভাবলিপি


১.১৮ শর বা কাঠ লেখা হত যে লিপি, তা হল -

(ক) চিত্রপ্রতীক লিপি

(খ) চিনীয় লিপি

(গ) বাণমুখ লিপি

(ঘ) স্বরলিপি

উত্তরঃ (গ) বাণমুখ লিপি


২। অনধিক কুড়িটি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও :


২.১ "দেশের লোক ভারি নিশ্চিত হল" - নিশ্চিত হওয়ার কারণ কী?

উত্তরঃ কর্তা বলেছিল যে ভূত হয়ে তাদের ঘাড়ে চেপে থাকবে।


২.২ "তখন তো মাথা হেঁট হয়নি তার" - কোন্‌ সময়ের কথা বলা হয়েছে?

উত্তরঃ সৌখির বাবা যখন ডাকাতি করত সেই সময়ের কথা।


২.৩ "নিবাইতে এ শোকাগ্নি" - কার, কীসের শোক?

উত্তরঃ প্রবীর, প্রবীর হত্যায়।


২.৪ ODBL গ্রন্থের প্রণেতা কে?

উত্তরঃ সুনীতি কুমার চট্টোপাধ্যায়


২.৫ গ্যালিলিও নিজের দূরবীন দিয়ে কী কী আবিষ্কার করেন?

উত্তরঃ শনির বলয়, বৃহস্পতির উপগ্রহ।


২.৬ 'নুন' কবিতায় আমরা কারা?

উত্তরঃ সাধারণ শ্রমজীবি মানুষ


২.৭ শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের শেষ খন্ডের নাম কী?

উত্তরঃ রাধা বিরহ


২.৮ চিত্রলিপি কী?

উত্তরঃ কয়েকটি রেখার সাহায্যে কোন বস্তু, বিষয় বা ঘটনার রূপকে প্রকাশ করা হয় যে লিপি পদ্ধতির মাধ্যমে তাকে চিত্রলিপি বলে।


২.৯ 'এসপেরান্তো'-র উদ্ভাবক কে?

উত্তরঃ এল এন জামেশক


২.১০ নব্যভারতীয় আর্যভাষার বিস্তারকাল লেখো।

উত্তরঃ ৯০০ খ্রিঃ থেকে বর্তমান কাল পর্যন্ত।


২.১১ অবর্গীভূত বা শ্রেণিবদ্ধ ভাষা কাকে বলে?

উত্তরঃ পৃথিবীর যেসব ভাষায় এমন কোন ভাষাতত্ত্ববিদ প্রমাণ বা সূত্র পাওয়া যায়নি, যার মাধ্যমে তাকে অন্য একাধিক ভাষার সংযোগে একই বংশজাত অর্থাৎ কোন একটি নির্দিষ্ট ভাষাবর্গের অন্তর্ভুক্ত বলে ধরা যায় তাকে অবর্গীভূত বা শ্রেণিবদ্ধ ভাষা বলে।


২.১২ পাণিনি রচিত ব্যাকরণ বইটির নাম কি?

উত্তরঃ অষাধ্যয়ী


অথবা,


ঝাড়খন্ডী উপভাষা কোন্‌ কোন্‌ অঞ্চলে প্রচলিত?

উত্তরঃ পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close