Higher Secondary Bengali Question Paper 2022 With Answer
১। ঠিক বিকল্পটি নির্বাচন করো (যে কোনো আঠারোটি প্রশ্নের উত্তর দাও) :
১.১ "সবাই আবিষ্কার করল" -
(ক) ভারতবর্ষ
(খ) বটতলায় বুড়ির অসাড় দেহ
(গ) শকুনের ঝাঁক
(ঘ) পড়ে থাকা পুঁটলি
উত্তরঃ (খ) বটতলায় বুড়ির অসাড় দেহ
১.২ গোবর গুহের নাম কোন্ খেলার -
(ক) কুস্তি
(খ) ব্রতচারী
(গ) তিরন্দাজি
(ঘ) কবাডি
উত্তরঃ (ক) কুস্তি
১.৩ বিভাজ্য ধ্বনির অপর নাম -
(ক) যুক্তধ্বনি
(খ) পার্শ্বিক ধ্বনি
(গ) খন্ড ধ্বনি
(ঘ) তাড়িত ধ্বনি
উত্তরঃ (গ) খন্ড ধ্বনি
১.৪ 'ডাওর' কথাটির অর্থ -
(ক) ভদ্রলোক
(খ) ছোটোলোক
(গ) শহরের লোক
(ঘ) গ্রামের লোক
উত্তরঃ (খ) ছোটোলোক
১.৫ 'ভাত' গল্পে বুড়ো কর্তার যা রোগ হয়েছিল -
(ক) যক্ষ্মা
(খ) ম্যালেরিয়া
(গ) টাইফয়েড
(ঘ) ক্যান্সার
উত্তরঃ (ঘ) ক্যান্সার
১.৬ বড়ো বাড়ির হোম-যজ্ঞি করতে এসেছিল -
(ক) ভেদজ্ঞ পন্ডিত
(খ) শাস্ত্রের ব্রাহ্মণ
(গ) কুল-পুরোহিত
(ঘ) তান্ত্রিক
উত্তরঃ (ঘ) তান্ত্রিক
১.৭ বাংলায় বিজ্ঞান রচনায় পথিকৃৎ পত্রিকা হল -
(ক) সমাচার দর্পণ
(খ) তত্ত্ববোধিনী পত্রিকা
(গ) দিগ্দর্শন
(ঘ) প্রাকৃতিক বিজ্ঞান
উত্তরঃ (গ) দিগ্দর্শন
১.৮ যে অব্যয় শব্দের শুরুতে বসে তার অর্থ পরিবর্তন করে তাকে বলা হয় -
(ক) বিভক্তি
(খ) উপসর্গ
(গ) প্রত্যয়
(ঘ) অনুসর্গ
উত্তরঃ (খ) উপসর্গ
১.৯ "তুলসী লাহিড়ির 'পথিক' নাটক থেকে বলি - (ফিল্মি ঢঙে) 'আমি তো চললাম..." - বক্তা কে? -
(ক) বৌদি
(খ) শম্ভু
(গ) অমর
(ঘ) সার্জেন্ট
উত্তরঃ (খ) শম্ভু
১.১০ অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত ছবি -
(ক) টুয়েলভ ইংক স্কেচেস
(খ) হলকর্ষণ
(গ) শ্বেত অভিসারিকা
(ঘ) উন্ডস
উত্তরঃ (গ) শ্বেত অভিসারিকা
১.১১ "শাহজাদি! সম্রাটনন্দিনী!মৃত্যু ভয় দেখাও কাহারে" - কোন্ নাটকের অংশ? -
(ক) সাজাহান
(খ) মেবার পতন
(গ) রিজিয়া
(ঘ) চন্দ্রগুপ্ত
উত্তরঃ (গ) রিজিয়া
১.১২ রামব্রীজকে রজনীবাবু কত টাকা বক্শিশ দিয়েছিলেন? -
(ক) এক টাকা
(খ) তিন টাকা
(গ) চার টাকা
(ঘ) দুই টাকা
উত্তরঃ (খ) তিন টাকা
১.১৩ 'পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন' কবিতাটি বাংলায় অনুবাদ করেছেন -
(ক) অনিন্দ্য সৌরভ
(খ) মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
(গ) শঙ্খ ঘোষ
(ঘ) উৎপলকুমার বসু
উত্তরঃ (গ) শঙ্খ ঘোষ
১.১৪ 'কাল্পনিক যুদ্ধ'-এর মৃত্যুকে নাট্যকার বলেছেন -
(ক) ইসথেটিক মরা
(খ) অস্বাভাবিক মরা
(গ) খুব রোমান্টিক
(ঘ) অদ্ভুত মরা
উত্তরঃ (ক) ইসথেটিক মরা
১.১৫ "উঃ কী শীত - সব আছে শুধু..." - কী নেই? -
(ক) মানুষ নেই
(খ) আলো নেই
(গ) লোকজন নেই
(ঘ) শীতের পোষাক নেই
উত্তরঃ (ক) মানুষ নেই
১.১৬ "স্টেশনমাস্টারের কাছে আবেদন জানানো হল।" - কীসের আবেদন জানানো হল? -
(ক) ট্রেনটাকে চালানোর
(খ) ট্রেনটাকে থামানোর
(গ) নতুন ট্রেনের ব্যবস্থা করার
(ঘ) ট্রেনটাকে বাতিল করার
উত্তরঃ (খ) ট্রেনটাকে থামানোর
১.১৭ "এ গল্প গ্রামে সবাই শুনেছে" - গল্পটা হল -
(ক) বাসিনীর মনিব বাড়িতে হেলাঢেলা ভাত
(খ) বাসিনীর মানিব খুব ভালো লোক
(গ) বাসিনীর মনিব সতীশবাবুর আত্মীয়
(ঘ) বাসিনীর মনিব বাড়িতে লোকের মেলা
উত্তরঃ (ক) বাসিনীর মনিব বাড়িতে হেলাঢেলা ভাত
১.১৮ "হেড পন্ডিত ইস্কুলে আমাকে প্রমোশন দেননি।" - কারণ -
(ক) সংস্কৃতে বারো পেয়েছিলাম
(খ) সংস্কৃতে ফেল করেছিলাম
(গ) সংস্কৃতে দশ পেয়েছিলাম
(ঘ) সংস্কৃতে তেরো পেয়েছিলাম
উত্তরঃ (ঘ) সংস্কৃতে তেরো পেয়েছিলাম
১.১৯ চাষাভুষো মানুষ চায়ের দোকানে আড্ডা দিতে-দিতে প্রতীক্ষা করছিল -
(ক) গরম চায়ের
(খ) রোদ ঝলমল একটা দিনের
(গ) নীল উর্দিপরা চৌকিদারের
(ঘ) শহরে যাওয়ার বাসের
উত্তরঃ (খ) রোদ ঝলমল একটা দিনের
১.২০ কী উচ্ছবকে বড়ো উতলা করে?
(ক) বাদার চালের গন্ধ
(খ) যজ্ঞ শেষে ভাত পাবার আশা
(গ) বউ-ছেলেমেয়ের কথা
(ঘ) ফুটন্ত ভাতের গন্ধ
উত্তরঃ (ঘ) ফুটন্ত ভাতের গন্ধ
১.২১ "নিহত ভাইয়ের শবদেহ দেখে / না-ই যদি হয়" -
(ক) রোষ
(খ) ক্ষোভ
(গ) রাগ
(ঘ) ক্রোধ
উত্তরঃ (ঘ) ক্রোধ
১.২২ থুত্থুরে ভিখিরি বুড়ির গায়ে জড়ানো -
(ক) চিটচিতে তুলোর কম্বল
(খ) ছেঁড়া কাপড়
(গ) নোংরা চাদর
(ঘ) দামী শাল
উত্তরঃ (ক) চিটচিতে তুলোর কম্বল
১.২৩ "রক্তের অক্ষরে দেখিলাম" - কী দেখলেন?
(ক) আপনার স্বপ্ন
(খ) আপনার জগৎ
(গ) আপনার বেদনা
(ঘ) আপনার রূপ
উত্তরঃ (ঘ) আপনার রূপ
১.২৪ "মেঘমদির মহুয়ার দেশ" আছে -
(ক) খুব, খুব কাছে
(খ) অনেক, অনেক দূরে
(গ) নিবিড় অরণ্যে
(ঘ) প্রান্তরের শেষে
উত্তরঃ (খ) অনেক, অনেক দূরে
২। অনধিক ২০টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও (যে কোনো বারোটি প্রশ্নের উত্তর দাও) :
২.১ অবিভাজ্য ধ্বনি কাকে বলে? -
উত্তরঃ বিভাজ্য ধ্বনিকে মুখের কথার ধ্বনি প্রবাহ থেকে কৃত্রিকভাবে হলেও খন্ড খন্ড করা যায়, কিন্তু কিছু ধ্বনিকে কৃত্রিমভাবেও খন্ড খন্ড করা যায় না একে অবিভাজ্য ধ্বনি বলে।
২.২ "একজন ঠান্ডা মাথায় বলল" - কী বলেছিল?
উত্তরঃ বলেছিল যে "তুমি কোথা থেকে এসেছ"।
২.৩ সমাজ ভাষা বিজ্ঞানের সংজ্ঞা দাও।
উত্তরঃ ভাষা কীভাবে সমাজে কাজ করে এবং সমাজ কীভাবে ভাষার প্রভাব বিস্তার করে, ভাষা বিজ্ঞানের যে শাখাটি এই নিয়ে চর্চা করে তাকেই আমরা সমাজ ভাষা বিজ্ঞান বলি।
২.৪ সংক্ষেপিত পদ বা ক্লিপিংস কী?
উত্তরঃ এক বিশেষ পদ্ধতি যাতে শব্দের আকারের পরিবর্তন করা হয় এবং কিছু ব্যাকরণগত কোন পরিবর্তন হয় না।
২.৫ Dictionary শব্দটি কবে কোথায় পাওয়া যায়?
উত্তরঃ ১৯৩৮ সালে থমাস এলিয়টের ল্যাটিন ইংরেজি অভিধানে।
২.৬ "তারা থাকত কোন্ বাসায়?" - কাদের কথা বলা হয়েছে?
উত্তরঃ লিসা শহর যারা জানিয়েছিল।
২.৭ "এমনি এলাম - একেবারে এমনি নয়..." - কে, কোথায় এসেছিলেন?
উত্তরঃ শম্ভু মিত্র, অমর গাঙ্গুলির বাড়ি।
২.৮ "তমে ঘোড়া নেইকরি চঞ্চল খবর নেই আসিবি" - এই নির্দেশ কে, কাকে দিয়েছিল বলে 'বিভাব' নাটকে উল্লেখ করা হয়েছে?
উত্তরঃ উড়ে দেশের যাত্রায় রাজা দূতকে বলেছিলেন।
২.৯ "আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন" - কবি জীবনকে 'দুঃখের তপস্যা' মনে করেছেন কেন?
উত্তরঃ কবি সারাজীবন দুঃখে কাটিয়েছন এবং দুঃখকে আপন মনে করেছেন।
২.১০ "ঘুমহীন তাদের চোখে হানা দেয়" - কাদের চোখে কী হানা দেয়?
উত্তরঃ কয়লা খনিতে কাজ করা শ্রমিকদের।
২.১১ বর্ধমানে কোন্ গান বেআইনি?
উত্তরঃ
২.১২ প্রত্যয় কাকে বলে? -
উত্তরঃ প্রত্যয় হল ধ্বনি বা ধ্বনি সমষ্টি যা পদ বা ধাতুর সাথে যুক্ত হয়ে নতুন পদ গঠন করে।
২.১৩ "ওই পাঁচ ভাগে ভাত হয়" - পাঁচ ভাগ বলতে কী বোঝানো হয়েছে?
উত্তরঃ (১) ঝিঙ্গেশাল (২) রামশাল (৩) কনকপাণি (৪) সোজাসাপটা (৫) পদ্মজালি
২.১৪ শ্বাসাঘাত কাকে বলে?
উত্তরঃ একাধিক দলযুক্ত শব্দের কোন একটি দলকে সবচেয়ে বেশি জোর দিয়ে উচ্চারন করার পদ্ধতি।
২.১৫ স্যার উইলিয়াম জোন্স সংস্কৃত ভাষায় সঙ্গে যে সব ভাষায় প্রচুর মিল খুঁজে পেয়েছিলেন, তার মধ্যে দুটি ভাষার নাম লেখো।
উত্তরঃ সংস্কৃত, গ্রীক, ল্যাটিন
২.১৬ "রজনীবাবু ভয়ে চিৎকার করে পিছিয়ে যান।" - কাকে, কী অবস্থায় দেখে রজনীবাবু ভয় পেয়েছিলেন?
উত্তরঃ কালীনাথ সেনকে, পড়নে গাড়ো কালো চাঁদোর ও এলোমেলো চুলে দেখে ভয় পেয়েছিল।
২.১৭ 'তাতে বয়েসটা ঠিক বোঝা যায় না' - কার বয়সে কেন বোঝা যায় না?
উত্তরঃ রজনীবাবুর কারণ নিজের সাজসজ্জ্বা ও ইয়ার্কি করার ভঙ্গির জন্য।
২.১৮ 'আমি কৌতুহলী হয়ে উঠি' - কী বিষয়ে বক্তা কৌতুহলী হয়ে ওঠেন?
উত্তরঃ নানকের মর্দানার তেষ্টা মেটাবার গল্প
২.১৯ "চন্নুরী রে! তুইও খা" - কোন্ গল্পের অংশ? 'চন্নুরী'র পরিচয় দাও।
উত্তরঃ ভাত গল্পে। উৎসব নাইয়ার মেয়ে।
২.২০ "সেটাই সবাইকে অবাক করেছিল।" - সবাই অবাক হয়েছিল কেন?
উত্তরঃ ফাপিতে বুড়ি কিভাবে বেঁচেছিল।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ