Current gk today / current affairs 2022 / General Knowledge in Bengali / gradeup current affairs
প্রশ্নঃ পাকস্থলী গ্যাস্ট্রিক যে উৎসেচক এর সৃষ্টি করে তা হল -
(ক) ইনসুলিন
(খ) টায়ালিন
(গ) পিপসিন
(ঘ) ট্রিপসিন
উত্তরঃ (গ) পিপসিন
প্রশ্নঃ কলকাতা হাইকোর্ট কবে প্রতিষ্ঠিত হয়?
(ক) 1861
(খ) 1862
(গ) 1863
(ঘ) 1866
উত্তরঃ (খ) 1862
প্রশ্নঃ নিম্নলিখিত কোন্টি থেকে ইন্ডিয়া নামের উৎপত্তি ঘটেছে? -
(ক) গঙ্গা নদী
(খ) ভাগীরথী নদী
(গ) সিন্ধু নদী
(ঘ) ব্রহ্মপুত্র নদী
উত্তরঃ (গ) সিন্ধু নদী
প্রশ্নঃ কলিঙ্গ পুরস্কার কোন বিষয়ে দেওয়া হয়? -
(ক) চিত্র
(খ) খেলাধুলা
(গ) সাহিত্য
(ঘ) বিজ্ঞান
উত্তরঃ (ঘ) বিজ্ঞান
প্রশ্নঃ চৌসার যুদ্ধ কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়? -
(ক) ১৫৩৮ খ্রিস্টাব্দে
(খ) ১৫৩৯ খ্রিস্টাব্দে
(গ) ১৫৪০ খ্রিস্টাব্দে
(ঘ) ১৫৪১ খ্রিস্টাব্দে
উত্তরঃ (খ) ১৫৩৯ খ্রিস্টাব্দে
প্রশ্নঃ কোন্ উপকূলের জলাভূমি ব্যাক ওয়াটার্স নামে পরিচিত? -
(ক) উত্তর সরকার উপকূল
(খ) ওড়িশা উপকূল
(গ) করমন্ডল উপকূল
(ঘ) কেরালা উপকূল
উত্তরঃ (গ) করমন্ডল উপকূল
প্রশ্নঃ বংলার রূপকার কাকে বলা হয়? -
(ক) সুকুমার রায়
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) বিধান চন্দ্র রায়
(ঘ) নজরুল ইসলাম
উত্তরঃ (গ) বিধান চন্দ্র রায়
প্রশ্নঃ টেনিদার চরিত্রের স্রষ্টা কে? -
(ক) রাজশেখর বসু
(খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
(গ) প্রেমেন্দ্র মিত্র
(ঘ) নারায়ণ গঙ্গোপাধ্যায়
উত্তরঃ (ঘ) নারায়ণ গঙ্গোপাধ্যায়
প্রশ্নঃ ত্রিশক্তি সংগ্রাম কাদের মধ্যে সংঘটিত হয়েছিল? -
(ক) পলাব, সেন ও প্রতিহার
(খ) পাল, চোল ও প্রতিহার
(গ) পল্লব, চোল ও প্রতিহার
(ঘ) পাল, প্রতিহার ও রাষ্ট্রকূটদের মধ্যে
উত্তরঃ (ঘ) পাল, প্রতিহার ও রাষ্ট্রকূটদের মধ্যে
প্রশ্নঃ ভারতের জাতীয় সংগীত কে রচনা করেন? -
(ক) দেবেন্দ্রনাথ ঠাকুর
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) কাজী নজরুল ইসলাম
(ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ