LightBlog
Higher Secondary Political Science Question Paper 2022 WBCHSE
Type Here to Get Search Results !

Higher Secondary Political Science Question Paper 2022 WBCHSE

Higher Secondary

Political Science

Question Paper

2022

WBCHSE  

Higher Secondary Political Science Question Paper 2022 WBCHSE


১.'জাতীয় মূল্যবোধ এর সমষ্টি হল জাতীয় স্বার্থ'এ কথা বলেছেন

ক) হ্যান্স জে. মরগেনথাউ

খ) যোশেফ ফ্রাঙ্কেল

গ) অ্যানাল বল

ঘ) মর্টন কাপলান

উত্তর: যোশেফ ফ্রাঙ্কেল

অথবা,

'পলিটিক্স এমন নেশনস'বইটি কার লেখা?

ক) কে.জে .হলস্টি

খ) কুইন্সি রাইট

গ) হফম্যান

ঘ) হ্যান্স জে. মর্গেনথাউ

উত্তর: হ্যান্স জে. মর্গেনথাউ


২. ওয়েস্ট ফারিয়া শান্তি চুক্তি সম্পাদিত হয়___সালে

ক)১৬৪৮

খ)১৬৫৮

গ)১৬৬৮

ঘ)১৬৭৮

উত্তর: ১৬৪৮


৩.'হিন্দ স্বরাজ'বইটির লেখক

ক) জওহরলাল নেহেরু

খ) ইন্দিরা গান্ধী

গ) এম.কে. গান্ধী

ঘ) সুকর্ণ

উত্তর: এম.কে. গান্ধী


৪. বৈপরীত্যের ঐক্য ও সংঘাতের তত্ত্বটির সঙ্গে সম্পর্কিত

ক) মার্কসবাদ

খ) উদারনীতিবাদ

গ) ভাববাদ

ঘ) গান্ধীবাদ

উত্তর: মার্কস বাদ


৫.'স্পিরিট অফ দি লজ'গ্রন্থ প্রকাশিত হয়

ক) 1748 সালে

খ) 1749 সালে

গ) 1750 সালে

ঘ) 1789 সালে

উত্তর:1748 সালে

অথবা,

মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম হল

ক) জনপ্রতিনিধি সভা

খ) লোকসভা

গ) জাতীয় গণ কংগ্রেস

ঘ) সিনেট

উত্তর: জনপ্রতিনিধি সভা


৬. দ্বিকক্ষ বাদের সমর্থক হলেন

ক) জে.এস. মিল

খ) হেগেল

গ) বার্কার

ঘ) ফাইনার

উত্তর: জে.এস. মিল


৭. উত্তরাধিকার সূত্রে মনোনীত শাসক দেখা যায়

ক) পাকিস্তানে

খ) বাংলাদেশ

গ) গ্রেট ব্রিটেনে

ঘ) ভারতে

উত্তর: গ্রেট ব্রিটেনে


৮. "পার্লামেন্ট একটি ক্রিড়নক মাত্র"-এ কথা কে বলেছেন?

ক) মার্কিন রাষ্ট্রপতি উইলসন

খ) ম্যাডিসন

গ) মুসোলিনী

ঘ) ব্লাকস্টোন

উত্তর: মুসোলিনি


৯. ভারতের প্রথম রাষ্ট্রপতি হলেন

ক) ডঃ রাজেন্দ্র প্রসাদ

খ) ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণাণ

গ) কে.আর. নারায়ণন

ঘ) প্রণব মুখার্জি

উত্তর: ডঃ রাজেন্দ্র প্রসাদ


১০. কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতা হলেন

ক) উপরাষ্ট্রপতি

খ) প্রধানমন্ত্রী

গ) রাষ্ট্রপতি

ঘ) স্পিকার

উত্তর: প্রধানমন্ত্রী


১১. রাজ্য সভায় সভাপতিত্ব করেন

ক) রাষ্ট্রপতি

খ) উপরাষ্ট্রপতি

গ) স্পিকার

ঘ) প্রধানমন্ত্রী

উত্তর: উপরাষ্ট্রপতি


১২. ভারতীয় সংবিধানে 'স্বেচ্ছাধীন ক্ষমতা'প্রদান করা হয়েছে

ক) রাষ্ট্রপতি কে

খ) রাজ্যপাল কে

গ) প্রধানমন্ত্রী কে

ঘ) মুখ্যমন্ত্রী কে

উত্তর: রাজ্যপাল কে


অথবা,

রাষ্ট্রপতির পদ প্রার্থীর ন্যূনতম বয়স হতে হবে

ক) 35 বছর

খ) 30 বছর

গ) 37 বছর

ঘ) 42 বছর

উত্তর: 35 বছর


১৩. ভারতের অর্থবিষয়ক ক্ষেত্রে কার প্রধান্য প্রতিষ্ঠিত হয়েছে?

ক) লোকসভার

খ) রাজ্যসভার

গ) রাজ্যসভা ও লোকসভার

ঘ) বিধানসভার

উত্তর: লোকসভার


১৪. রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা হল

ক) 270

খ) 250

গ) 260

ঘ) 290

উত্তর: 250

অথবা,

রাজ্যসভার সদস্যদের মেয়াদ কাল হলো

ক) পাঁচ বছর

খ) ছয় বছর

গ) সাত বছর

ঘ) চার বছর

উত্তর: ছয় বছর


১৫. পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন

ক) প্রধানমন্ত্রী

খ) উপরাষ্ট্রপতি

গ) স্পিকার

ঘ) রাজ্যপাল

উত্তর: স্পিকার


১৬. পশ্চিমবঙ্গ বিধানসভায় নির্বাচিত মোট সদস্য সংখ্যা হল

ক) 294

খ) 180

গ) 160

ঘ) 295

উত্তর: 294


১৭. বিচার বিভাগীয় পর্যালোচনা অধিকার আছে

ক) সুপ্রিম কোর্টের

খ) হাইকোর্টের

গ) কনজিউমার কোর্টের

ঘ) সাবঅর্ডিনেট কোর্টের

উত্তর:সুপ্রিম কোর্টের

অথবা,

ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয়

ক) 1945 সালে

খ) 1986 সালে

গ) 1987 সালের

ঘ) 1988 সালে

উত্তর:1986 সালে


১৮. হাই কোর্টের বিচারপতিগণ কত বয়স পর্যন্ত পদে আসীন থাকতে পারেন?

ক) 60 বছর

খ) 62 বছর

গ) 64 বছর

ঘ) 65 বছর

উত্তর: 62 বছর


১৯. কতজন বিচারপতিকে নিয়ে ভারতের সুপ্রিম কোর্ট গঠিত?

ক) 31 জন

খ) 26 জন

গ) 37 জন

ঘ) 38 জন

উত্তর: 31 জন


২০.লোক আদালত গঠিত হয়

ক) 1985 সালে

খ) 1986 সালে

গ) 1984 সালে

ঘ)1988 সালে

উত্তর:1985 সালে


২১. কত সালে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত আইন প্রণীত হয়?

ক) 1972

খ)1973

গ)1971

ঘ)1974

উত্তর: 1973

অথবা,

তপশিলি জাতি, তপশিলী উপজাতি মহিলাদের জন্য 73 তম সংবিধান সংশোধনের মাধ্যমে আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে

ক) 1992 সালে

খ)1993 সালে

গ)1994 সালে

ঘ)1995 সালে

উত্তর:1992 সালে


২২. প্রতিটি গ্রাম পঞ্চায়েতের সাধারণ মেয়াদ

ক) পাঁচ বছর

খ) ছয় বছর

গ) সাত বছর

ঘ) চার বছর

উত্তর: পাঁচ বছর

২৩. পঞ্চায়েত সমিতির সভা কে পরিচালনা করেন?

ক) প্রধান

খ) সভাপতি

গ) সভাধিপতি

ঘ) বি.ডি.ও

উত্তর: সভাপতি


২৪. ছোট শহরগুলি স্বায়ত্তশাসন পরিচালিত হয়

ক) গ্রাম পঞ্চায়েত দ্বারা

খ) পৌরসভার দ্বারা

গ) রাজ্য সরকারের দ্বারা

ঘ) বড় কমিটির দ্বারা

উত্তর: পৌরসভার দ্বারা


২. নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়)


১.'Twenty years crisis'বইটি কে লিখেছেন?

অথবা, ক্ষমতার যেকোনো দুটি উপাদান চিহ্নিত করো।

২. প্রাথমিক প্রকৃতির জাতীয় স্বার্থ কাকে বলে?

৩. রাষ্ট্রকে 'আত্মাহীন যন্ত্র'বলে কে ব্যাখ্যা করেছেন?

৪. উদারনীতিবাদের জনক হিসেবে কাকে অভিহিত করা হয়?

অথবা, উৎপাদন শক্তির দুটি উদাহরণ দাও।

৫. নামসর্বস্ব শাসক ও প্রকৃত শাসক এর মধ্যে পার্থক্য কি?

৬. আমলাতন্ত্রের যেকোনো দুটি কার্যাবলী চিহ্নিত করো।

৭. দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে একটি যুক্তি দাও।

অথবা, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির বিপক্ষে একটি যুক্তি দাও।

৮. ব্রিটেনের আইনসভার উচ্চকক্ষের নাম কী?

অথবা, বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার যেকোনো দুটি পদ্ধতি উল্লেখ করো।

৯. ভারতীয় সংবিধানের 356 ধারায় কি বলা হয়?

অথবা, ভারতের অ্যাটর্নি জেনারেলকে কে নিযুক্ত করেন?

১০ কেন্দ্রীয় মন্ত্রিসভার যেকোনো একটি কার্য চিহ্নিত করো।

১১. লোকসভার গঠন কি?

অথবা, জিরো আওয়ার কাকে বলে?

১২. রাজ্যসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স কত হতে হয়?


১৩. বন্দী প্রত্যক্ষীকরণ কি?

১৪. ভারতীয় বিচারব্যবস্থার যেকোনো একটি বৈশিষ্ট্য উল্লেখ করো।

অথবা, ভারতের সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে যে প্রতিটি অঙ্গ রাজ্যের একটি করে হাইকোর্ট থাকবে?

১৫. গ্রাম সংসদ কি?

অথবা, পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর এর নাম কি?

১৬. পৌরসভার যেকোনো দুটি বাধ্যতামূলক কাজ উল্লেখ করো।


৩. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়)

১. আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও। আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারা সংক্ষেপে আলোচনা করো।

অথবা, বিশ্বায়ন কাকে বলে? বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো।

২. মার্কাস এর রাজ্য সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো।

অথবা, গান্ধীজীর সত্যাগ্রহ সম্পর্কিত ধারাটির উপর একটি টীকা লেখ।

৩. ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী বিশ্লেষণ করো।

অথবা, ভারতের যেকোনো একটি অঙ্গ রাজ্যের রাজ্যপালের ক্ষমতা পদমর্যাদা আলোচনা করো।

৪. লোকসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী ব্যাখ্যা করো।

অথবা, ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষের সম্পর্ক আলোচনা করো।

৫. ভারতের কোন রাজ্যের হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো।

অথবা, ভারতের লোক আদালতের গঠন ও কার্যাবলী এর উপর একটি টীকা লেখ। 

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close