মাত্র ১৫০ বহুবিকল্পভিতিক প্রশ্ন উত্তরসহ পড়লেই কমন ১৫০% উচ্চমাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২২ এম সি কিউ
Type Here to Get Search Results !

মাত্র ১৫০ বহুবিকল্পভিতিক প্রশ্ন উত্তরসহ পড়লেই কমন ১৫০% উচ্চমাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২২ এম সি কিউ

HS History Suggestion 2022 MCQ with Answer WBCHSE 

HS History Suggestion 2022 MCQ with Answer


২। প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি সনাক্তকরণ করো:


(১) প্রমিথিউস চরিত্রটি হল -

(ক) রামায়ণ মহাকাব্যের কিংবদন্তি চরিত্র

(খ) মহাভারতের কিংবদন্তি চরিত্র

(গ) গ্রিসের কিংবদন্তি চরিত্র

(ঘ) রোমের কিংবদন্তি চরিত্র

উত্তরঃ (গ) গ্রিসের কিংবদন্তি চরিত্র


(২) "ইতিহাসের পাঠ শুরু করার আগে ঐতিহাসিককে জানো" - এই কথাটি বলেছেন -

(ক) র‍্যাঙ্কে

(খ) ই এইচ কার

(গ) এস সি হিল

(ঘ) রবার্ট ওর্ম

উত্তরঃ (খ) ই এইচ কার


(৩) আধুনিক ইতিহাসচর্চার জনক ছিলেন -

(ক) হেরোডোটাস

(খ) থুকিডিডিস 

(গ) ইবন খালদুন

(ঘ) সেন্ট আগাস্টিন

উত্তরঃ (গ) ইবন খালদুন


(৪) টয় মিউজিয়াম হল এক ধরনের -

(ক) স্থানীয় জাদুঘর

(খ) বিশেষ জাদুঘর

(গ) ব্যক্তিগত জাদুঘর

(ঘ) নেট জাদুঘর

উত্তরঃ (খ) বিশেষ জাদুঘর


(৫) মুর্শিদকুলি খাঁ ছিলেন বিশ্বস্ত অনুচর -

(ক) বাবরের

(খ) ঔরঙ্গজেবের 

(গ) আকবরের 

(ঘ) শাহজাহানের

উত্তরঃ (খ) ঔরঙ্গজেবের


(৬) আই-লা-স্যাপেলের সন্ধি হয়েছিল -

(ক) ১৭৪৫ খ্রীঃ

(খ) ১৭৪৬ খ্রীঃ

(গ) ১৮৪৮ খ্রীঃ

(ঘ) ১৮৪৮ খ্রীঃ

উত্তরঃ (গ) ১৮৪৮ খ্রীঃ


(৭) 'Lays of Ancient Rome' গ্রন্থটির লেখক হলেন -

(ক) জেমস মিল

(খ) ব্যাবিংটন মেকলে

(গ) স্টুয়ার্ট মিল

(ঘ) রামমোহন রায়

উত্তরঃ (খ) ব্যাবিংটন মেকলে


(৮) ফোর্ট ইউলিয়াম কলেক প্রতিষ্ঠা করেন -

(ক) উইলিয়াম জোন্স

(খ) জোনাথন ডানকান

(গ) লর্ড ওয়েলেসলি

(ঘ) জেমস মিল

উত্তরঃ (গ) লর্ড ওয়েলেসলি


(৯) সতীদাহ প্রথার বিরুদ্ধে জনমত গঠনের জন্য রামমোহন রায় যে পত্রিকা প্রকাশ করেছিলেন তার নাম হল -

(ক) দিগদর্শন

(খ) সম্বাদ কৌমুদী

(গ) সমাচার দর্পন

(ঘ) বামাবোধিনী

উত্তরঃ (খ) সম্বাদ কৌমুদী


(১০) বাল্যবিবাহ, বহুবিবাহ নিষিদ্ধ হয় এবং বিধবা বিবাহ, অসবর্ণ বিবাহ আইন সিদ্ধ হয় যে আইনের মাধ্যমে সেই আইনটি হল -

(ক) সপ্তম আইন

(খ) তিন আইন

(গ) বিধবা বিবাহ আইন

(ঘ) অষ্টম আইন

উত্তরঃ (খ) তিন আইন


(১১) 'শিব জ্ঞানে জীব সেবা' এই কথাটি বলেছেন -

(ক) শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব

(খ) স্বামী বিবেকানন্দ

(গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

(ঘ) শ্রীচৈতন্য দেব

উত্তরঃ (ক) শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব


(১২) জ্যোতিবা ফুলে 'সত্যশোধক সমাজ' প্রতিষ্ঠা করেন -

(ক) ১৭৭৩ খ্রীঃ

(খ) ১৮৭৩ খ্রীঃ

(গ) ১৮৭২ খ্রীঃ

(ঘ) ১৮৮২ খ্রীঃ

উত্তরঃ (খ) ১৮৭৩ খ্রীঃ


(১৩) ব্রিটিশ সরকার ১৯২৯ খ্রীঃ 'হুইটলি কমিশন' গঠন করেছিল -

(ক) কৃষকদের অবস্থার উন্নতির জন্য

(খ) শ্রমিকদের স্বার্থে

(গ) সাধারণ মানুষের স্বার্থে

(ঘ) দলিত সম্প্রদায়ের স্বার্থে

উত্তরঃ (খ) শ্রমিকদের স্বার্থে


(১৪) সংস্কার প্রবর্তনে চিন সম্রাটের নিকট আবেদন জানায় -

(ক) কাং-ইউ-ওয়ে

(খ) কোয়াং সু

(গ) সাইউয়ান পেই

(ঘ) চেন-তু-শিউ

উত্তরঃ (ক) কাং-ইউ-ওয়ে


(১৫) স্তম্ভ 'ক' র সাথে 'খ' স্তম্ভ ভারসাম্য বিধান করো ঃ

‘ক’ স্তম্ভ

‘খ’ স্তম্ভ

(i) টিপু সুলতান

অমৃতসরের সন্ধি

(ii) রণজিৎ সিং

শ্রীরঙ্গপত্তমের সন্ধি

(iii) মিরকাশিম

(c) বক্সারের যুদ্ধ

(iv)  লর্ড ডালহৌসি

(d) চিলিয়ানওয়ালার যুদ্ধ

উত্তরঃ

বিকল্পগুলি হল ঃ

(ক) i - a, ii - b, iii - c, iv - d

(খ) i - b, ii - d, iii - a, iv - c

(গ) i - a, ii - d, iv - b

(ঘ) i - b, ii - a, iii - c, iv - d

উত্তরঃ (ঘ) i - b, ii - a, iii - c, iv - d


(১৬) মিরাট ষড়যন্ত্র মামলার কী উদ্দেশ্য ছিল? -

(ক) কমিউনিস্টদের ধ্বংস করা

(খ) জাতীয়তাবাদী আন্দোলনকে দুর্বল করা

(গ) সাম্প্রদায়িক ধ্বংস করা

(ঘ) দলিতদের উৎসাহিত করা

উত্তরঃ (ক) কমিউনিস্টদের ধ্বংস করা


(১৭) আলিগড়ে 'অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ' কখন প্রতিষ্ঠিত হয়? -

(ক) ১৮৭৪ খ্রীঃ

(খ) ১৮৭৫ খ্রীঃ

(গ) ১৮৭৭ খ্রীঃ

(ঘ) ১৭৭৫ খ্রীঃ

উত্তরঃ উপরের কোনোটিই নয় ( ১৮৭৬ খ্রীঃ)


(১৮) সারা ভারত মুসলিম লিগের প্রথম সভাপতি কে ছিলেন? -

(ক) মহম্মদ আলি জিন্না

(খ) আগা খাঁ

(গ) মহম্মদ আলি

(ঘ) মৌলানা সৌকত আলি

উত্তরঃ (ক) মহম্মদ আলি জিন্না


(১৯) 'স্বত্ত্ব বিলোপ নীতি' প্রবর্তন করেন -

(ক) লর্ড ডালহৌসি

(খ) লর্ড ওয়েলেসলি

(গ) রবার্ট ক্লাইভ

(ঘ) ওয়ারেন হেস্টিংস

উত্তরঃ (ক) লর্ড ডালহৌসি


(২০) ১৯৩৫ খ্রীঃ ভারত শাসন আইন অনুসারে ভারতে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় -

(ক) ১৯৩৭ খ্রীঃ

(খ) ১৯৩৬ খ্রীঃ

(গ) ১৯৩৮ খ্রীঃ

(ঘ) ১৯৩৯ খ্রীঃ

উত্তরঃ (ক) ১৯৩৭ খ্রীঃ


(২১) গান্ধীজি ১৯৪২ খ্রীঃ ২৬ এপ্রিল ভারত ছাড়ো পরিকল্পনা পেশ করেন যে পত্রিকায় -

(ক) ইয়ং ইন্ডিয়া

(খ) অমৃতবাজার

(গ) হরিজন

(ঘ) যুগান্তর

উত্তরঃ (গ) হরিজন


(২২) সুভাষ চন্দ্র বসু ১৯৪৩ খ্রীঃ ২১ অক্টোবর 'আজাদ হিন্দ সরকার' নামে স্বাধীন ভারত সরকার প্রতিষ্ঠা করেন -

(ক) থাইল্যান্ডে

(খ) সিঙ্গাপুর

(গ) কোহিমা

(ঘ) বার্মা

উত্তরঃ (খ) সিঙ্গাপুর


(২৩) ভারতের সংবিধান রচনার জন্য ১৯৪৬ খ্রীঃ গণপরিষদ গঠিত হয় কোন পরিকল্পনা অনুসারে -

(ক) ওয়াভেল

(খ) মন্ত্রীমিশন

(গ) ক্রিপস মিশন

(ঘ) মাউন্ট ব্যাটেন প্রস্তাব

উত্তরঃ (খ) মন্ত্রীমিশন


(২৪) স্বাধীন ইন্দোনেশিয়ায় প্রথম রাষ্ট্রপ্রধান নির্বাচিত হন -

(ক) জাহরির

(খ) ডঃ মহম্মদ হাত্তা

(গ) ডঃ সুকর্ণ

(ঘ) বারট্রান্ড রাসেল

উত্তরঃ (গ) ডঃ সুকর্ণ


(১) ইতিহাস তত্ত্বের জনক ছিলেন -

(ক) হেরোডোটাস

(খ) আমির খসরু

(গ) থুকিডিডিস

(ঘ) ইবন খালদুন

উত্তরঃ (গ) থুকিডিডিস


(২) পুরাণ বিষয়ক বিদ্যাকে কী বলা হয়? -

(ক) মিথোলজি

(খ) সাইকোলজি

(গ) জুলজি

(ঘ) ফিজিওলজি

উত্তরঃ (ক) মিথোলজি


(৩) স্তম্ভ-১ এর সাথে স্তম্ভ-২ মেলাও ঃ

স্তম্ভ-১

স্তম্ভ-২

(১) উত্তমাশা অন্তরীপ

(ক) ফার্দিনান্দ

(২) কালিকট বন্দর

(খ) ভাস্কোদাগামা

(৩) আমেরিকা

(গ) বার্থলোমিউ দিয়াজ

(৪) ফিলিপিন্স দ্বীপপুঞ্জ

(ঘ) কলম্বাস

উত্তরঃ

স্তম্ভ-১

স্তম্ভ-২

(১) উত্তমাশা অন্তরীপ

(গ) বার্থলোমিউ দিয়াজ

(২) কালিকট বন্দর

(খ) ভাস্কোদাগামা

(৩) আমেরিকা

(ঘ) কলম্বাস

(৪) ফিলিপিন্স দ্বীপপুঞ্জ

(ক) ফার্দিনান্দ

বিকল্প সমূহ ঃ

(ক) (১) - (গ), (২) - (খ), (৩) - (ঘ), (৪) - (ক) 

(খ) (১) (গ), (২) - (ক), (৩) - (খ), (৪) - (ঘ)

(গ) (১) - (গ), (২) - (ঘ), (৩) - (ক), (৪) - (খ)

(ঘ) (১) - (ক), (২) - (খ), (৩) - (গ), (৪) - (ঘ) 

উত্তরঃ (ক) (১) - (গ), (২) - (খ), (৩) - (ঘ), (৪) - (ক) 


(৪) 'নিউ ওয়ার্ল্ড' বা 'নতুন বিশ্ব' বলা হয় -

(ক) রাশিয়াকে

(খ) জাপানকে

(গ) জার্মানিকে

(ঘ) আমেরিকাকে

উত্তরঃ (ঘ) আমেরিকাকে


(৫) আলজেরিয়া কোন্‌ দেশের উপনিবেশ ছিল? -

(ক) ইংল্যান্ড

(খ) জার্মানি

(গ) ফ্রান্স

(ঘ) স্পেন

উত্তরঃ (গ) ফ্রান্স


(৬) ভারতে রায়ওয়ারি বন্দোবস্ত চালু হয় -

(ক) ১৮২০ খ্রীঃ

(খ) ১৮২২ খ্রীঃ

(গ) ১৮৯৩ খ্রীঃ

(ঘ) ১৭৯৩ খ্রীঃ

উত্তরঃ (ক) ১৮২০ খ্রীঃ


(৭) শিমনোসিকির চুক্তি স্বাক্ষর করে -

(ক) চিন ও জাপান

(খ) চিন ও জার্মানি

(গ) চিন ও রাশিয়া

(ঘ) চিন ও ব্রিটেন

উত্তরঃ (ক) চিন ও জাপান


(৮) "The History of British India" গ্রন্থটির লেখক -

(ক) মেকলে

(খ) বেন্টিঙ্ক

(গ) জেরেমি বেন্থাম

(ঘ) জেমস মিল

উত্তরঃ (ঘ) জেমস মিল


(৯) 'সত্যশোধক সমাজ' প্রতিষ্ঠা করেন -

(ক) শ্রীনারায়ণ গুরু

(খ) বীরসালিঙ্গম

(গ) জ্যোতিরাও ফুলে

(ঘ) দয়ানন্দ সরস্বতী

উত্তরঃ (ঘ) দয়ানন্দ সরস্বতী


(১০) বিধবা বিবাহ আইন পাশ হয় -

(ক) ১৮৫৬ খ্রীঃ

(খ) ১৭২৯ খ্রীঃ

(গ) ১৮৯৯ খ্রীঃ

(ঘ) ১৮৭১ খ্রীঃ

উত্তরঃ (ক) ১৮৫৬ খ্রীঃ


(১১) AITUC-র প্রথম সভাপতি ছিলেন -

(ক) লালা হরদয়াল

(খ) লালা লাজপত রায়

(গ) এম এন রায়

(ঘ) কল্পনা দত্ত

উত্তরঃ (খ) লালা লাজপত রায়


(১২) কোল বিদ্রোহের নেতৃত্ব দেন -

(ক) বুদ্ধ ভগত

(খ) বীরসা মুন্ডা

(গ) সিধু

(ঘ) দুর্জন সিং

উত্তরঃ (ক) বুদ্ধ ভগত


(১৩) রাওলাট কমিশনের অপর নাম হলো -

(ক) সিডিশন কমিশন

(খ) সাইমন কমিশন

(গ) অ্যাকওয়ার্থ কমিশন

(ঘ) হুইটলি কমিশন

উত্তরঃ (ক) সিডিশন কমিশন


(১৪) ভাইকম সত্যাগ্রহ শুরু হয় -

(ক) উত্তর ভারতে

(খ) দক্ষিণ ভারতে

(গ) পূর্ব ভারতে

(ঘ) পশ্চিম ভারতে

উত্তরঃ (খ) দক্ষিণ ভারতে


(১৫) পঞ্চাশের মন্বন্তরের সময় বাংলার বড়োলাট ছিলেন -

(ক) লর্ড ওয়াভেল

(খ) লর্ড চেমস ফোর্ড

(গ) লর্ড আরইউন

(ঘ) লর্ড রিপন

উত্তরঃ (ক) লর্ড ওয়াভেল


(১৬) 'Divide and Rule' ব্রিটিশ সরকার চালু করে -

(অ) সাম্রাজ্য রক্ষার জন্য

(আ) ভারতীয়দের উন্নয়নের জন্য

(ই) জাতীয়তাবাদকে দুর্বল করার জন্য

(ঈ) মুসলিমদের তোষণ করার জন্য

বিকল্প উত্তরঃ 

(ক) অ, ই, ঈ ঠিক

(খ) অ, আ, ঈ ঠিক

(গ) অ, আ, ই ঠিক আর ঈ ভুল

(ঘ) অ, ই, ঈ ঠিক আর আ ভুল

উত্তরঃ (ঘ) অ, ই, ঈ ঠিক আর আ ভুল


(১৭) পুনা চুক্তি স্বাক্ষরিত হয় -

(ক) ১৯৩২ খ্রীঃ

(খ) ১৯৩১ খ্রীঃ

(গ) ১৯২৯ খ্রীঃ

(ঘ) ১৯৪২ খ্রীঃ

উত্তরঃ (ক) ১৯৩২ খ্রীঃ


(১৮) প্রথম বাংলা সংবাদপত্র হলো -

(ক) সমাচারদর্পণ

(খ) দিগ্‌দর্শন

(গ) হিন্দু পেট্রিয়ট

(ঘ) বন্দেমাতরম্‌

উত্তরঃ (ক) সমাচারদর্পণ


(১৯) পিটের ভারত শাসন আইন পাশ হয় -

(ক) ১৭৭২ খ্রীঃ

(খ) ১৭৮২ খ্রীঃ

(গ) ১৭৮৪ খ্রীঃ

(ঘ) ১৭৯৪ খ্রীঃ

উত্তরঃ (গ) ১৭৮৪ খ্রীঃ


(২০) চিনে পর্তুগিজদের বাণিজ্য ঘাঁটি ছিল -

(ক) ক্যান্টন

(খ) সাংহাই

(গ) ম্যাকাও

(ঘ) সানটুং

উত্তরঃ (গ) ম্যাকাও


(২১) "Wealth of Nation" গ্রন্থটির লেখক -

(ক) অ্যাডাম স্মিথ

(খ) হিল

(গ) কোল রের্ত

(ঘ) অমর্ত সেন

উত্তরঃ (ক) অ্যাডাম স্মিথ


(২২) আফ্রিকাতে কারা প্রথম উপনিবেশ স্থাপন করে? -

(ক) ইংরেজরা

(খ) ফরাসিরা

(গ) পোর্তুগিজরা

(ঘ) ওলন্দাজরা

উত্তরঃ (খ) ফরাসিরা


(২৩) জালিনওয়ালাবাগ অবস্থিত -

(ক) মিরাটে

(খ) অমৃতসরে

(গ) লাহোরে

(ঘ) দিল্লীতে

উত্তরঃ (খ) অমৃতসরে


(২৪) ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন কোন্‌টি? -

(ক) মাদ্রাজ লেবার ইউনিয়ন

(খ) AITUC

(গ) CITU

(ঘ) এ গুলির কোন্‌টি নয়

উত্তরঃ (ক) মাদ্রাজ লেবার ইউনিয়ন


(২৫) ইতিহাস তত্ত্বের জনক হলেন -

(ক) হেরোডোটাস

(খ) আমির খসরু

(গ) থুকিডিডিস

(ঘ) ইবন খালদুল

উত্তরঃ (গ) থুকিডিডিস


(২৬) ইতিহাস হলো বর্তমান ও অতীতের মধ্যে অন্তহীন সংলাপ - উক্তিটির প্রবক্তা -

(ক) জ্যাকব গ্রিন্স

(খ) লর্ড রেগনান

(গ) ই এইচ কার

(ঘ) পল থমসন

উত্তরঃ (গ) ই এইচ কার


(২৭) 'Myth' শব্দটি এসেছে 'Muthos' নামে -

(ক) রোমান শব্দ থেক

(খ) গ্রীক

(গ) ইংরাজী

(ঘ) ফরাস শব্দ থেকে

উত্তরঃ (খ) গ্রীক


(২৮) 'History of British India' গ্রন্থটির লেখক -

(ক) জেমস মিল

(খ) হবসবম

(গ) থুকিডিডিস

(ঘ) ফ্রেডারিক র‍্যাঙ্কে

উত্তরঃ (ক) জেমস মিল


(২৯) ভাস্কো-দা-গামা ভারতের _______ বন্দরে পৌঁছান -

(ক) গোয়া

(খ) কালিকট

(গ) কলিকাতা

(ঘ) সুরাট

উত্তরঃ (খ) কালিকট


(৩০) পন্ডিচেরি ছিল _________ দের প্রধান ঘাঁটি। -

(ক) ইংরেজ

(খ) পর্তুগীজ

(গ) ফরাসি

(ঘ) ওলন্দাজ

উত্তরঃ (গ) ফরাসি


(৩১) ভারতীয় সিভিল সার্ভিসের উদ্যোক্তা ছিলেন -

(ক) লর্ড ডালহৌসি

(খ) লর্ড কর্ণওয়ালিস

(গ) লর্ড রিপন

(ঘ) লর্ড ওয়ারেন হেস্টিংস

উত্তরঃ (খ) লর্ড কর্ণওয়ালিস


(৩২) ভারতীয় ব্রিটিশ শাসনের 'ইস্পাত কাঠামো' বলা হত -

(ক) সামরিক বিভাগকে

(খ) পুলিশ বিভাগকে

(গ) অর্থ বিভাগকে

(ঘ) আমলাতন্ত্রকে

উত্তরঃ (ঘ) আমলাতন্ত্রকে


(৩৩) প্রথম বাংলা সংবাদপত্র হলো -

(ক) সমাচারদর্পণ

(খ) সোমপ্রকাশ

(গ) হিন্দু প্যাট্রিয়ট

(ঘ) বন্দেমাতরম

উত্তরঃ (ক) সমাচারদর্পণ


(৩৪) 'তুহুফাৎ-উল-মুয়াহি-দিন' এর প্রণেতা -

(ক) স্যার সৈয়দ আহম্মদ খান

(খ) রাজা রামমোহন রায়

(গ) বীরসালিঙ্গম পান্তুলু

(ঘ) গোবিন্দ রানাডে

উত্তরঃ (খ) রাজা রামমোহন রায়


(৩৫) 'Metropolitan Institution' এর বর্তমান নাম -

(ক) বিদ্যাসাগর কলেজ

(খ) সেন্ট জেভিয়ার্স কলেজ

(গ) বেথুন কলেজ

(ঘ) বঙ্গবাসি কলেজ

উত্তরঃ (ক) বিদ্যাসাগর কলেজ


(৩৬) কার নেতৃত্বে 'ভাইকম সত্যাগ্রহ' শুরু হয় -

(ক) শ্রীনারায়ণ গুরুর

(খ) গোবিন্দ রানাডের

(গ) আত্মারাম পান্ডুরঙ্গের

(ঘ) জ্যোতিবা ফুলের

উত্তরঃ (ক) শ্রীনারায়ণ গুরুর


(৩৭) চুঁইয়েপড়া নীতির প্রবক্তা -

(ক) মেকলে

(খ) রামমোহন রায়

(গ) লর্ড উইলিয়াম

(ঘ) ডেভিড হেয়ার

উত্তরঃ (ক) মেকলে


(৩৮) 'পুনা সর্বাজনিক সভা' গঠিত হয় -

(ক) ১৮৭৫ খ্রীঃ

(খ) ১৮৮০ খ্রীঃ

(গ) ১৮৯০ খ্রীঃ

(ঘ) ১৮৯২ খ্রীঃ

উত্তরঃ উপরের কোনোটিই নয় (১৮৭০ খ্রীঃ)


(৩৯) ভাইসরয়ের কার্যবির্বাহী পরিষদের প্রথম ভারতীয় সদস্য ছিলেন -

(ক) সত্যেন্দ্র প্রসন্ন সিংহ

(খ) গুরুদাস ব্যানার্জী

(গ) সত্যেন্দ্রনাথ ঠাকুর

(ঘ) উমেশচন্দ্র ব্যানার্জী

উত্তরঃ (ক) সত্যেন্দ্র প্রসন্ন সিংহ


(৪০) ১৯৩২ খ্রীঃ -এ 'সাম্প্রদায়িক বাঁটোয়ারা' নীতি ঘোষণা করেন -

(ক) মন্টেগু

(খ) ওয়েলিংটন

(গ) ক্লিমেন্ট এটলি

(ঘ) রামসে ম্যাকডোনাল্ড

উত্তরঃ (ঘ) রামসে ম্যাকডোনাল্ড


(৪১) 'হরিজন' পত্রিকা প্রকাশ করেন -

(ক) গান্ধীজী

(খ) নেহরু

(গ) বল্লভাই প্যাটেল

(ঘ) বি আর আম্বেদকর

উত্তরঃ (ক) গান্ধীজী


(৪২) রাওলাট কমিশনের অপর নাম হল -

(ক) সিডিসন কমিশন

(খ) সাইমন কমিশন

(গ) অ্যাকওয়ার্থ কমিশন

(ঘ) হুইটলি কমিশন

উত্তরঃ (ক) সিডিসন কমিশন


(৪৩) 'ক্রীপস প্রস্তাবটি ছিল একটি ভেঙে পড়া ব্যাঙ্কের উপর ফেল পড়া এক চেক কাটার শামিল'। এই উক্তিটি করেন -

(ক) গান্ধীজী

(খ) নেতাজী

(গ) স্বামীজী

(ঘ) জওহরলাল নেহরু

উত্তরঃ (ক) গান্ধীজী


(৪৪) 'রাশিদ আলি দিবস' পালিত হয় -

(ক) ২ জানুয়ারী

(খ) ১২ ফেব্রুয়ারী

(গ) ১৬ মার্চ

(ঘ) ২২ মে

উত্তরঃ (খ) ১২ ফেব্রুয়ারী


(৪৫) 'দেশ ভাগ হল এক দৈব দুর্বিপাকে' উক্তিটি করেন -

(ক) আবুল কালাম আজাদ

(খ) মহাত্মা গান্ধী

(গ) জহরলাল নেহরু

(ঘ) বল্লভাই প্যাটেল

উত্তরঃ (ক) আবুল কালাম আজাদ


(৪৬) 'এশিয়াবাসীদের জন্য এশিয়া' শ্লোগান তুলেছিলেন -

(ক) ভারত

(খ) চীন

(গ) ফ্রান্স

(ঘ) জাপান

উত্তরঃ (ঘ) জাপান


(৪৭) ইতিহাস তত্ত্বের জনক ছিলেন -

(ক) হেরোডোটাস

(খ) আমির খসরু

(গ) থুকিডিডিস

(ঘ) ইবন খালদুন

উত্তরঃ (গ) থুকিডিডিস


(৪৮) পুরান বিষয়ক বিদ্যাকে কী বলা হয়? -

(ক) মিথোলজি

(খ) সাইকোলজি

(গ) জুলজি

(ঘ) ফিজিওলজি

উত্তরঃ (ক) মিথোলজি


(৪৯) "Early History of India" গ্রন্থটির রচয়িতা -

(ক) জনস্টুয়ার্ট মিল

(খ) জেমস প্রিন্সেপ

(গ) কোলব্রুক

(ঘ) ভিনসেন্ট স্মিথ

উত্তরঃ (ঘ) ভিনসেন্ট স্মিথ


(৫০) ইন্ডিয়ান মিউজিয়াম কবে প্রতিষ্ঠিত হয় -

(ক) ১৮১৪ খ্রীঃ

(খ) ১৮১৫ খ্রীঃ

(গ) ১৮১৬ খ্রীঃ

(ঘ) ১৮১৭ খ্রীঃ

উত্তরঃ (ক) ১৮১৪ খ্রীঃ


(৫১) স্তম্ভ ১-এর সাথে স্তম্ভ-২ মেলাও ঃ

স্তম্ভ-১                                       স্তম্ভ -২

১) চিরস্থায়ী বন্দোবস্ত      (অ) দক্ষিণ ও পশ্চিম ভারত

২) ভাইয়াচারি                 (আ) গাঙ্গেয় উপত্যকা

৩) মহলওয়ারি                (ই) পাঞ্জাব

৪) রায়তওয়ারি               (ঈ) বাংলা

বিকল্প সমূহ ঃ

(ক) ১-অ, ২-আ, ৩-ই, ৪-ঈ

(খ) ১-ঈ, ২-ই, ৩-আ, ৪-অ

(গ) ১-অ, ২-ই, ৩-ঈ, ৪-অ

(ঘ) ১-ই, ২-ঈ, ৩-অ, ৪-আ

উত্তরঃ (খ) ১-ঈ, ২-ই, ৩-আ, ৪-অ


(৫২) ভারতে রায়তওয়ারি বন্দোবস্ত চালু হয় -

(ক) ১৮২০ খ্রীঃ

(খ) ১৮২২ খ্রীঃ

(গ) ১৮৯৩ খ্রীঃ

(ঘ) ১৭৯৩ খ্রীঃ

উত্তরঃ (ক) ১৮২০ খ্রীঃ


(৫৩) শিমনোসিকির চুক্তি স্বাক্ষর করে -

(ক) চিন ও জাপান

(খ) চিন ও জার্মানি

(গ) চিন ও রাশিয়া

(ঘ) চিন ও বৃটেন

উত্তরঃ (ক) চিন ও জাপান


(৫৪) "The History of British India" গ্রন্থটির লেখক -

(ক) মেকলে

(খ) বেন্টিক

(গ) জেরেমি বেন্থাম

(ঘ) জেমস মিল

উত্তরঃ (ঘ) জেমস মিল


(৫৫) চিনে পোর্তুগিজদের বাণিজ্য ঘাঁটি ছিল -

(ক) ক্যান্টন 

(খ) সাংহাই

(গ) ম্যাকাও

(ঘ) সানটুং

উত্তরঃ (গ) ম্যাকাও


(৫৬) 'সত্যশোধক সমাজ' প্রতিষ্ঠা করেন -

(ক) শ্রীনারায়ন গুরু

(খ) বীরসালিঙ্গম

(গ) জ্যোতিরাও ফুলে

(ঘ) দয়ানন্দ সরস্বতী

উত্তরঃ (গ) জ্যোতিরাও ফুলে


(৫৭) বিধবা বিবাহ আইন পাশ হয় -

(ক) ১৮৫৬ খ্রীঃ

(খ) ১৭২৯ খ্রীঃ

(গ) ১৮৯৯ খ্রীঃ

(ঘ) ১৮৭১ খ্রীঃ

উত্তরঃ (ক) ১৮৫৬ খ্রীঃ


(৫৮) AITUC - এর প্রথম সভাপতি ছিলেন -

(ক) লালা হরদয়াল

(খ) লালা লাজপাত রায়

(গ) এম এন রায়

(ঘ) কল্পনা দত্ত

উত্তরঃ (খ) লালা লাজপাত রায়


(৫৯) প্রথম বাংলা সংবাদপত্র হল -

(ক) সমাচারদর্পন

(খ) দিগ্‌দর্শন

(গ) হিন্দু পেট্রিয়ট

(ঘ) বন্দেমাতরম

উত্তরঃ (ক) সমাচারদর্পন


(৬০) নববিধান ঘোষণা করেন -

(ক) কেশবচন্দ্র সেন

(খ) রামমোহন রায়

(গ) দেবেন্দ্রনাথ ঠাকুর

(ঘ) শিবনাথ শাস্ত্রী

উত্তরঃ (ক) কেশবচন্দ্র সেন


(৬১) "Divide and Rule Policy" ব্রিটিশ সরকার চালু করে -

(অ) সাম্রাজ্য রক্ষার জন্য

(আ) ভারতীয়দের উন্নয়নের জন্য

(ই) জাতীয়তাবাদকে দুর্বল করার জন্য

(ঈ) মুসলিমদের তোষণ করার জন্য

বিকল্প সমহ ঃ (ক) আ,ই,ঈ ঠিক অ ভুল

(খ) অ,আ,ঈ ঠিক ই ভুল

(গ) অ,আ,ই ঠিক ঈ ভুল

(ঘ) অ,ই,ঈ ঠিক আ ভুল

উত্তরঃ (ঘ) অ,ই,ঈ ঠিক আ ভুল


(৬২) পুনা চুক্তি স্বাক্ষরিত হয় -

(ক) ১৯৩২ খ্রীঃ

(খ) ১৯৩১ খ্রীঃ

(গ) ১৯২৯ খ্রীঃ

(ঘ) ১৯৪২ খ্রীঃ

উত্তরঃ (ক) ১৯৩২ খ্রীঃ


(৬৩) জালিয়ানওয়ালাবাগ অবস্থিত -

(ক) মিরাটে

(খ) অমৃতসরে

(গ) লাহোরে

(ঘ) দিল্লীতে

উত্তরঃ (খ) অমৃতসরে


(৬৪) রাওলাট কমিশনের অপর নাম -

(ক) সিডনি কমিশন

(খ) চার্চিল কমিশন

(গ) লিটন কমিশন

(ঘ) সিডিশন কমিশন

উত্তরঃ (ঘ) সিডিশন কমিশন


(৬৫) ভাইকম সত্যগ্রহ শুরু হয় -

(ক) উত্তর ভারতে

(খ) দক্ষিন ভারতে

(গ) পূর্ব ভারতে

(ঘ) পশ্চিম ভারতে

উত্তরঃ (খ) দক্ষিন ভারতে


(৬৬) ভারত ছাড়ো আন্দোলনে ধ্বনি ওঠে -

(ক) জয়হিন্দ

(খ) দিল্লী চলো

(গ) Do or Die

(ঘ) ইনক্লাব জিন্দাবাদ

উত্তরঃ (গ) Do or Die


(৬৭) পার্ল হারবারে মার্কিন নৌঘাঁটি ধ্বংস করে কোন দেশ? -

(ক) জার্মানি

(খ) ইটালি

(গ) রাশিয়া

(ঘ) জাপান

উত্তরঃ (ঘ) জাপান


(৬৮) ভারতের স্বাধীনতা আইন কোথায় পাশ হয়? -

(ক) ভারতে

(খ) পাকিস্তানে

(গ) বাংলাদেশে

(ঘ) ব্রিটেনে

উত্তরঃ (ক) ভারতে


(৬৯) আজাদ হিন্দ বাহিনী মণিপুরের কোন শহরটি দখল করে -

(ক) আইজল

(খ) কোহিমা

(গ) ডিমাপুর

(ঘ) চট্টগ্রাম

উত্তরঃ (খ) কোহিমা


(৭০) ক্রিপস মিশনের প্রস্তাবগুলি কে দুর্ভাগ্য জনক বলেন? -

(ক) সুভাষচন্দ্র বসু

(খ) গান্ধিজী

(গ) জওহরলাল নেহরু

(ঘ) আম্বেদকর

উত্তরঃ (গ) জওহরলাল নেহরু


(৭১) ট্রয়ের যুদ্ধের ঘটনাটি আছে -

(ক) রামায়ণ ও মহাভারত

(খ) জেন্দ আবেস্তাতে

(গ) গীতার একটি অংশে

(ঘ) ইলিয়াড ও ওডিসিতে

উত্তরঃ (ঘ) ইলিয়াড ও ওডিসিতে


(৭২) 'ইতিহাস মালা' গ্রন্থের রচনা করেন -

(ক) কে এল পাসকর

(খ) শোভনা দেবী

(গ) উইলিয়াম কেরি

(ঘ) ম্যাককুলেচ

উত্তরঃ (গ) উইলিয়াম কেরি


(৭৩) লুভর মিউজিয়াম কোথায় অবস্থিত? -

(ক) ফ্লোরেন্স

(খ) প্যারিস

(গ) লন্ডন

(ঘ) ব্রাসেলস

উত্তরঃ (খ) প্যারিস


(৭৪) গ্রিক শব্দ 'Historia' কথার অর্থ হল -

(ক) পর্যবেক্ষক

(খ) গবেষণা

(গ) অতীত চর্চা

(ঘ) অনুসন্ধান

উত্তরঃ (ঘ) অনুসন্ধান


(৭৫) ফারুক শিয়ারের ফরমান জারি হয়েছিল -

(ক) ১৭২৭ খ্রিস্টাব্দে

(খ) ১৭১৭ খ্রিস্টাব্দে

(গ) ১৭৩৯ খ্রিস্টাব্দে

(ঘ) ১৭৩৭ খ্রিস্টাব্দে

উত্তরঃ (খ) ১৭১৭ খ্রিস্টাব্দে


(৭৬) বিদারার যুদ্ধে ক্লাইভ পরাজিত করেন -

(ক) ফরাসিদের

(খ) ওলন্দাজদের

(গ) পর্তুগিজদের

(ঘ) জাপানিদের

উত্তরঃ (খ) ওলন্দাজদের


(৭৭) নানকিং এর সন্ধি স্বাক্ষরিত হয়েছিল -

(ক) ১৮৪২ খ্রিস্টাব্দে

(খ) ১৮৩৮ খ্রিস্টাব্দে

(গ) ১৮৪০ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮৫৮ খ্রিস্টাব্দে

উত্তরঃ (ক) ১৮৪২ খ্রিস্টাব্দে


(৭৮) কলকাতা এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন -

(ক) উইলিয়াম জোন্স

(খ) জোনাথন ডানকান

(গ) ওয়ারেন হেস্টিংস

(ঘ) লর্ড ওয়েলেসলি

উত্তরঃ (ক) উইলিয়াম জোন্স


(৭৯) ডেভিড হেয়ার প্রতিষ্ঠিত 'পটলডাঙা অ্যাকাডেমি' -এর বর্তমান নাম হল -

(ক) প্রেসিডেন্সি ইউনিভার্সিটি

(খ) স্কটিশচার্চ কলেজ

(গ) হেয়ার স্কুল

(ঘ) সেন্ট জেভিয়ার কলেজ

উত্তরঃ (গ) হেয়ার স্কুল


(৮০) 'চুইয়ে পড়া নীতি'র প্রবর্তক হলেন -

(ক) মেকলে

(খ) লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক

(গ) কোলব্রুক

(ঘ) উইলসন

উত্তরঃ (ক) মেকলে


(৮১) কেশবচন্দ্র সেনকে 'ব্রহ্মানন্দ' উপাধিতে ভূষিত করেন -

(ক) দ্বারকানাথ ঠাকুর

(খ) রাজা রামমোহন রায়

(গ) দেবেন্দ্রনাথ ঠাকুর

(ঘ) শিবনাথ শাস্ত্রী

উত্তরঃ (গ) দেবেন্দ্রনাথ ঠাকুর


(৮২) 'হিন্দু পাইওনিয়ার' পত্রিকাটি প্রকাশ করেন -

(ক) নব্যবঙ্গ

(খ) প্রার্থনা সমাজ

(গ) আর্য সমাজ

(ঘ) ব্রাহ্ম সমাজ

উত্তরঃ (ক) নব্যবঙ্গ


(৮৩) ভাইকম এর 'মন্দির প্রবেশ' আন্দোলনের নেতৃত্ব কে দেন? -

(ক) ডঃ আম্বেদকর

(খ) এ কে গোপালন

(গ) জ্যোতিরাও ফুলে

(ঘ) কেশব মেনন

উত্তরঃ (ঘ) কেশব মেনন


(৮৪) 'দক্ষিণা বিদ্যাসাগর' কাকে বলা হত -

(ক) বীরসালিঙ্গম পানতলু

(খ) শ্রী নারায়ণ গুরু

(গ) বিজুনাথ ফেডারাম

(ঘ) উন্নতা লক্ষীনারায়ণ

উত্তরঃ (ক) বীরসালিঙ্গম পানতলু


(৮৫) 'শতদিবসের সংস্কার' অনুষ্ঠিত হয় -

(ক) ১৮৬৫ খ্রীঃ

(খ) ১৮৮৭ খ্রীঃ

(গ) ১৮৯০ খ্রীঃ

(ঘ) ১৮৯৮ খ্রীঃ

উত্তরঃ (ঘ) ১৮৯৮ খ্রীঃ


(৮৬) ভারতের প্রথম ভাইসরয় ছিলেন -

(ক) লর্ড ক্যনিং

(খ) লর্ড রিপন

(গ) লর্ড ডালহৌসি

(ঘ) লর্ড ওয়েলেসলি

উত্তরঃ (ক) লর্ড ক্যনিং


(৮৭) মন্ট ফোর্ড শাসন সংস্কার আইনকে 'দাসত্বের পরিকল্পনা' বলে অভিহিত করেন -

(ক) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

(খ) অ্যানি বেসান্ত

(গ) মহাত্মা গান্ধী

(ঘ) মহম্মদ আলি জিন্নাহ

উত্তরঃ (খ) অ্যানি বেসান্ত


(৮৮) 'ইন্ডিয়ান মুসলমান' গ্রন্থের রচয়িতা -

(ক) উইলিয়াম হান্টার

(খ) সিএফ অ্যান্ড্রুজ

(গ) লেস্টার হাচিনসন

(ঘ) ল্যান্সট হেয়ার

উত্তরঃ (ক) উইলিয়াম হান্টার


(৮৯) বাংলার মন্বন্তরের প্রেক্ষাপটে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাসটি হল -

(ক) অশনি সংকেত

(খ) আরণ্যক

(গ) গোরা

(ঘ) দেবযান

উত্তরঃ (ক) অশনি সংকেত


(৯০) জার্মানি পোল্যান্ড আক্রমণ করে -

(ক) ১৯৪০ খ্রীঃ

(খ) ১৯৩৯ খ্রীঃ

(গ) ১৯৪১ খ্রীঃ

(ঘ) ১৯৩৮ খ্রীঃ

উত্তরঃ (খ) ১৯৩৯ খ্রীঃ


(৯১) দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন -

(ক) ক্লিমেন্ট অ্যাটলি

(খ) হিটলার

(গ) লর্ড লিটন

(ঘ) চার্চিল

উত্তরঃ (ঘ) চার্চিল


(৯২) তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন -

(ক) অজয় মুখোপাধ্যায়

(খ) সুশীল ধাড়া

(গ) সতীশচন্দ্র সামন্ত

(ঘ) যোগেশ চ্যাটার্জী

উত্তরঃ (গ) সতীশচন্দ্র সামন্ত


(৯৩) রোম-বার্লিন-টোকিও অক্ষচুক্তি স্বাক্ষরিত হয়েছিল -

(ক) ১৯৩৯ খ্রীঃ

(খ) ১৯৩৭ খ্রীঃ

(গ) ১৯৩১ খ্রীঃ

(ঘ) ১৯৪০ খ্রীঃ

উত্তরঃ (ঘ) ১৯৪০ খ্রীঃ


(৯৪) দিয়েন বিয়েন ফুর যুদ্ধে জয়ী হয়েছিল -

(ক) মার্কিন যুক্তরাষ্ট্র

(খ) ফ্রান্স

(গ) ভিয়েতনাম

(ঘ) কম্বোডিয়া

উত্তরঃ (গ) ভিয়েতনাম


(৯৫) ঠাকুমার ঝুলি বইটির রচয়িতা -

(ক) অবনীন্দ্রনাথ ঠাকুর

(খ) দক্ষিণারঞ্জন মিত্র

(গ) সুকুমার রায়

(ঘ) লীলা মজুমদার

উত্তরঃ (ঘ) লীলা মজুমদার


(৯৬) হাজারীদুয়ারী একটি -

(ক) বিশ্বকোষ জাদুঘর

(খ) শিল্প জাদুঘর

(গ) প্রত্নতাত্ত্বিক জাদুঘর

(ঘ) ঐতিহাসিক জাদুঘর

উত্তরঃ (ঘ) ঐতিহাসিক জাদুঘর


(৯৭) ব্রিটিশ ভারতের কোন প্রতিষ্ঠান সর্বপ্রথম ইতিহাস গবেষণা শুরু করে? -

(ক) এশিয়াটিক সোসাইটি

(খ) কলকাতা বিশ্ববিদ্যালয়

(গ) স্কুল বুক সোসাইটি

(ঘ) কলকাতা মাদ্রাসা

উত্তরঃ (গ) স্কুল বুক সোসাইটি


(৯৮) বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক হলেন -

(ক) ইবনে খালদুন

(খ) হেরোডোটাস

(গ) উইলিয়াম জোনস

(ঘ) থুকিডিডিস

উত্তরঃ (ঘ) থুকিডিডিস


(৯৯) অমৃতসরের সন্ধি (১৮০৯ খ্রীঃ) স্বাক্ষরকারী দুটি পক্ষ হল -

(ক) ইংরেজি ও মহীশূর

(খ) ইংরেজি ও শিখ

(গ) ইংরেজ ও মারাঠা

(ঘ) ইংরেজ ও নেপাল

উত্তরঃ (খ) ইংরেজি ও শিখ


(১০০) যে ঘটনার ফলে বাংলায় দ্বৈতশাসন শুরু হয়েছিল, তা হল -

(ক) ফারুকশিয়রের ফরমান

(খ) দেওয়ানী লাভ

(গ) রেগুলেটিং অ্যাক্ট

(ঘ) পিটের ভারত শাসন আইন

উত্তরঃ (খ) দেওয়ানী লাভ


(১০১) স্তম্ভ-১ এর সাথে স্তম্ভ-২ মেলাও ঃ

স্তম্ভ - ১

(1) কোম্পানীর দেওয়ানী লাভ

(2) ছিয়াত্তরের মন্বন্তর

(3) রেলপথের প্রতিষ্ঠা

(4) মেকলে মিনিট

স্তম্ভ - ২

(a) ১৮৫৩

(b) ১৮৩৫

(c) ১৭৭০

(d) ১৭৬৫

বিকল্প সমূহ ঃ

(ক) 1-b, 2-a, 3-c, 4-d

(খ) 1-a, 2-d, 3-a, 4-b

(গ) 1-c, 2-b, 3-d, 4-a

(ঘ) 1-d, 2-c, 3-a, 4-b

উত্তরঃ (ঘ) 1-d, 2-c, 3-a, 4-b


(১০২) আদি ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেন -

(ক) দেবেন্দ্রনাথ ঠাকুর

(খ) কেশবচন্দ্র সেন

(গ) শিবনাথ শাস্ত্রী

(ঘ) রাজা রামমোহন রায়

উত্তরঃ (ঘ) রাজা রামমোহন রায়


(১০৩) মানুষ তৈরীর ধর্মের কথা কে প্রচার করেন? -

(ক) দয়ানন্দ সরস্বতী

(খ) স্বামী বিবেকানন্দ

(গ) শ্রীরামকৃষ্ণদেব

(ঘ) শ্রীনারায়ণ গুরু

উত্তরঃ (খ) স্বামী বিবেকানন্দ


(১০৪) 'দক্ষিণের বিদ্যাসাগর' নামে পরিচিত -

(ক) মহাদেব গোবিন্দ রানাডে

(খ) বীরসালিঙ্গম পান্তলু

(গ) শ্রী নারায়ন গুরু

(ঘ) জ্যোতিবা ফুলে

উত্তরঃ (খ) বীরসালিঙ্গম পান্তলু


(১০৫) অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশনের মুখপাত্র ছিল -

(ক) এথেনিয়াম

(খ) পার্থেনন

(গ) ক্যালাইডোস্কোপ

(ঘ) হেসপেরাস

উত্তরঃ (ক) এথেনিয়াম


(১০৬) সতীদাহ প্রথাবিরোধী আইন পাশ করেন -

(ক) লর্ড ডালহৌসী

(খ) লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক

(গ) লর্ড ওয়েলসলী

(ঘ) লর্ড কর্ণওয়ালিশ

উত্তরঃ (খ) লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক


(১০৭) ভারতের প্রথম ট্রেড উইলিয়ন হল -

(ক) ইন্ডিয়ান ট্রেড উইনিয়ন ফেডারেশন 

(খ) নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস

(গ) গিরনি কামগার ইউনিয়ন

(ঘ) মাদ্রাস লেবার ইউনিয়ন

উত্তরঃ (ঘ) মাদ্রাস লেবার ইউনিয়ন


(১০৮) একজন প্রাচ্যবাদী হলেন -

(ক) টমাস ব্যাবিংটন মেলকে

(খ) এইচ টি প্রিন্সেপ

(গ) আলেকজান্ডার

(ঘ) জেমস কোলভিন

উত্তরঃ (খ) এইচ টি প্রিন্সেপ


(১০৯) কোন আইনবলে ব্রিটিশশাসিত ভারতবর্ষে প্রথম দ্বি-কক্ষবিশিষ্ট্য কেন্দ্রীয় আইনসভা গঠিত হয়? -

(ক) ১৯০৯ খ্রীষ্টাব্দের মর্লে-মিন্টো সংস্কার আইন

(খ) রাওলাট আইন

(গ) ১৯১৯ খ্রীষ্টাব্দের মন্টেগু-চেমসফোর্ড সংস্কার আইন

(ঘ) ১৯৩৫ খ্রীষ্টাব্দের ভারত শাসন আইন

উত্তরঃ (গ) ১৯১৯ খ্রীষ্টাব্দের মন্টেগু-চেমসফোর্ড সংস্কার আইন


(১১০) সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করেন -

(ক) র‍্যামসে ম্যাকডোনাল্ড

(খ) উইনস্টন চার্চিল

(গ) নেভিল চেম্বারলেম

(ঘ) ক্লিমেন্ট এটলী

উত্তরঃ (ক) র‍্যামসে ম্যাকডোনাল্ড


(১১১) বড়লাট ওয়েলেসলী প্রবর্তন করেন -

(ক) স্বত্ববিলোপ নীতি

(খ) চিরস্থায়ী বন্দোবস্ত

(গ) অধিনতামূলক মিত্রতা নীতি

(ঘ) সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি

উত্তরঃ (গ) অধিনতামূলক মিত্রতা নীতি


(১১২) ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষে সবচেয়ে বড় দেশীয় রাজ্য ছিল -

(ক) কাশ্মীর

(খ) মহীশূর

(গ) বরোদা

(ঘ) হায়দ্রাবাদ

উত্তরঃ (ঘ) হায়দ্রাবাদ


(১১৩) মুসলীম লীগ (১৯০৬ খ্রীঃ) প্রতিষ্ঠা করেন -

(ক) চৌধুরী রহমত আলী

(খ) সৈয়দ আহমেদ

(গ) মহম্মদ আলী জিন্নাহ

(ঘ) নবাব সলিমুল্লাহ

উত্তরঃ (গ) মহম্মদ আলী জিন্নাহ


(১১৪) স্তম্ভ-১ এর সাথে স্তম্ভ-২ মেলাও ঃ

স্তম্ভ-১

(1) আগস্ট প্রস্তাব

(2) হরিজন

(3) ভারত রক্ষা আইনে গ্রেপ্তার

(4) নৌবিদ্রোহ

স্তম্ভ-২

(a) নেতাজী

(b) লিনলিথগো প্রস্তাব

(c) তলোয়ার জাহাজ

(d) গান্ধীজী

বিকল্প সমূহ ঃ

(ক) 1-b, 2-d, 3-a, 4-c

(খ) 1-c, 2-b, 3-d, 4-a

(গ) 1-a, 2-c, 3-b, 4-d

(ঘ) 1-d, 2-a, 3-c, 4-b

উত্তরঃ (ক) 1-b, 2-d, 3-a, 4-c


(১১৫) রোম-বার্লিন-টোকিও অক্ষচুক্তি স্বাক্ষরিত হয় -

(ক) ১৯৩৭ খ্রীঃ

(খ) ১৯৩৯ খ্রীঃ

(গ) ১৯৪০ খ্রীঃ

(ঘ) ১৯৪১ খ্রীঃ

উত্তরঃ (গ) ১৯৪০ খ্রীঃ


(১১৬) জাতীয়তাবাদী নেতা মহম্মদ হাত্তা কোন দেশের মানুষ ছিলেন? -

(ক) ভিয়েতনাম

(খ) জাপান

(গ) চীন

(ঘ) ইন্দোনেশিয়া

উত্তরঃ (ঘ) ইন্দোনেশিয়া


(১১৭) তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন -

(ক) সতীশচন্দ্র সামন্ত

(খ) সুশীল ধাড়া

(গ) মাতঙ্গিনী হাজরা

(ঘ) অজয় মুখোপাধ্যায়

উত্তরঃ (ক) সতীশচন্দ্র সামন্ত


(১১৮) আজাদ হিন্দুস্থান বেতার কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছিল -

(ক) জাপানে

(খ) সিঙ্গাপুরে

(গ) জার্মানিতে

(ঘ) ভারতবর্ষে

উত্তরঃ (গ) জার্মানিতে


(১১৯) ইতিহাসের জনক বলা হয় -

(ক) রমেশচন্দ্র মজুমদার

(খ) যদুনাথ সরকার

(গ) হেরোডোটাস

(ঘ) ভিনসেন্ট স্মিথ কে

উত্তরঃ (গ) হেরোডোটাস


(১২০) ইতিহাসমালা রচনা করেন -

(ক) উইলিয়াম কেরি

(খ) মার্শম্যান

(গ) ডড ওয়েল

(ঘ) রামরাম বসু

উত্তরঃ (ক) উইলিয়াম কেরি


(১২১) লুভর মিউজিয়ামটি রয়েছে -

(ক) ইংল্যান্ড

(খ) ফ্রান্স

(গ) স্পেন

(ঘ) ইটালীতে

উত্তরঃ (খ) ফ্রান্স


(১২২) মুর্শিদাবাদ জেলার হাজার দুয়ারী হলো একটি -

(ক) ঐতিহাসিক গৃহ জাদুঘর

(খ) প্রত্নতাত্ত্বিক জাদুঘর

(গ) সামরিক জাদুঘর

(ঘ) বিশ্বকোষ জাদুঘর

উত্তরঃ (ক) ঐতিহাসিক গৃহ জাদুঘর


(১২৩) পিটের ভারত শাসন আইন পাশ হয় -

(ক) ১৭৭৩

(খ) ১৭৭৪ 

(গ) ১৭৮৪ 

(ঘ) ১৯৯৩ 

উত্তরঃ (গ) ১৭৮৪ 


(১২৪) শ্রীরঙ্গপত্তমের সন্ধি স্বাক্ষরিক হয় -

(ক) মারাঠা ও ইংরেজদের মধ্যে

(খ) হায়দার আলি ও ইংরেজদের মধ্যে

(গ) টিপু সুলতান ও ইংরেজদের মধ্যে

(ঘ) রঞ্জিৎ সিংহ ও ইংরেজেদের মধ্যে

উত্তরঃ (গ) টিপু সুলতান ও ইংরেজদের মধ্যে


(১২৫) নান কিং এর সন্ধি সম্পাদিত হয় -

(ক) ১৮৩৮

(খ) ১৮৪০

(গ) ১৮৪২

(ঘ) ১৮৪৪

উত্তরঃ (গ) ১৮৪২


(১২৬) ভারতে শিক্ষাখাতে প্রতিবছর এক লক্ষ টাকা ব্যয় করার কথা ঘোষণা করা হয় -

(ক) ১৮১৩-র চার্টার অ্যাক্ট

(খ) ১৮৩৩-র চার্টার অ্যাক্ট

(গ) ১৮৫৮-র ভারত শাসন আইন

(ঘ) ১৯০৯ সংস্কার আইন

উত্তরঃ (ক) ১৮১৩-র চার্টার অ্যাক্ট


(১২৭) স্তম্ভ-১ এর সাথে স্তম্ভ-২ মেলাও ঃ

স্তম্ভ - ১

(1) স্কুল বুক সোসাইটি

(2) অ্যাকডেমিক অ্যাসোসিয়েশন

(3) জেনারেল অ্যাসেম্বলীজ ইনস্টিটিউশান

(4) মেট্রোপলিটন ইনস্টিটিউট

স্তম্ভ - ২

(a) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

(b) ডেভিড হেয়ার

(c) ডিরোজিও

(d) আলেকজান্ডার ডাক

বিকল্প সমূহ ঃ

(ক) 1-c, 2-b, 3-d, 4-a

(খ) 1-a, 2-b, 3-b, 4-c

(গ) 1-b, 2-c, 3-d, 4-a

(ঘ) 1-d, 2-b, 3-c, 4-a

উত্তরঃ (গ) 1-b, 2-c, 3-d, 4-a


(১২৮) এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন -

(ক) লর্ড ওয়েলেসলী

(খ) লর্ড বেন্টিঙ্ক

(গ) ডিরোজিও

(ঘ) উইলিয়াম জোন্স

উত্তরঃ (ঘ) উইলিয়াম জোন্স


(১২৯) প্রাচ্যবাদী (Orientalist) গোষ্ঠীভূত ছিলেন -

(ক) এইচ টি প্রিন্সেস

(খ) আলেকজান্ডার ডাফ

(গ) কলভিন

(ঘ) মেকলে

উত্তরঃ (ক) এইচ টি প্রিন্সেস


(১৩০) বেদান্ত কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন -

(ক) রাজা রামমোহন রায়

(খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

(গ) ডেভিড হেয়ার

(ঘ) উইলিয়াম কেরী

উত্তরঃ (গ) ডেভিড হেয়ার


(১৩১) তিন আইন কবে পাশ হয় -

(ক) ১৮৬৫

(খ) ১৮৬৭

(গ) ১৮৭২

(ঘ) ১৮৯১

উত্তরঃ (গ) ১৮৭২


(১৩২) 'গুলামগিরি' গ্রন্থটির রচয়িতা হলেন -

(ক) দয়ানন্দ সরস্বতী

(খ) জ্যোতিবা ফুলে

(গ) শ্রীনারায়ণ গুরু

(ঘ) বীরসালিঙ্গম

উত্তরঃ (খ) জ্যোতিবা ফুলে


(১৩৩) অধীনতামূলক মিত্রতা নীতি প্রথম গ্রহণ করেন -

(ক) হায়দ্রাবাদের নিজাম

(খ) টিপু সুলতান

(গ) রাণী লক্ষীনাঈ

(ঘ) অ্যযাধ্যার নবাব

উত্তরঃ (ক) হায়দ্রাবাদের নিজাম


(১৩৪) মর্লেমিন্টো সংস্কার আইন অনুযায়ীগঠিত বড়লাটের কেন্দ্রীয় কার্যনির্বাহক পরিষদে প্রথম ভারতীয় সদস্য ছিলেন -

(ক) সত্যেন্দ্রনাথ ঠাকুর

(খ) সত্যেন্দ্রনাথ সিংহ

(গ) কিশোরীলাল গোস্বামী

(ঘ) সুরেন্দ্রনাথ ব্যানার্জী

উত্তরঃ (খ) সত্যেন্দ্রনাথ সিংহ


(১৩৫) স্তম্ভ-১ এর সাথে স্তম্ভ-২ মেলাও ঃ

স্তম্ভ - ১

(1) সাম্প্রদায়িক বাঁটোয়ারা

(2) রাওলাট আইন

(3) মর্লেমিন্টো সংস্কার আইন

(4) লক্ষৌ চুক্তি

স্তম্ভ - ২

(a) ১৯০৯

(b) ১৯১৬

(c) ১৯১৯

(d) ১৯৩২

বিকল্প সমূহ ঃ

(ক) 1-a, 2-b, 3-c, 4-d

(খ) 1-d, 2-c, 3-a, 4-b

(গ) 1-c, 2-d, 3-b, 4-a

(ঘ) 1-b, 2-a, 3-c, 4-d

উত্তরঃ (ঘ) 1-b, 2-a, 3-c, 4-d


(১৩৬) ভাইকম সত্যাগ্রহের সঙ্গে জরিত ছিলেন -

(ক) বি আর আম্বেদকর

(খ) কেশব মেনন

(গ) জ্যোতিবা ফুলে

(ঘ) দয়ানন্দ সরস্বতী

উত্তরঃ (খ) কেশব মেনন


(১৩৭) ভারতের প্রথম পাটকল ১৮৫৫ তে স্থাপিত হয় -

(ক) রাণীগঞ্জ

(খ) আসানসোল

(গ) দুর্গাপুর

(ঘ) রিষড়াতে

উত্তরঃ (ঘ) রিষড়াতে


(১৩৮) তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন -

(ক) অজয় মুখোপাধ্যায়

(খ) সতীশচন্দ্র সামন্ত

(গ) মাতঙ্গিনী হাজরা

(ঘ) মাস্টারদা সূর্যসেন

উত্তরঃ (খ) সতীশচন্দ্র সামন্ত


(১৩৯) কোন জাহাজে প্রথম নৌবিদ্রোহ হয় -

(ক) তলোয়ার

(খ) দ্য প্রিন্স

(গ) কামাগাতামারু

(ঘ) এম ভি আকবর

উত্তরঃ (ক) তলোয়ার


(১৪০) গণপরিষদের প্রথম অধিবেশন বসে -

(ক) ১৯৫০, ২৬ জানুয়ারী

(খ) ১৯৪৯, ২৬ নভেম্বর

(গ) ১৮৪৬, ৯ ডিসেম্বর

(ঘ) ১৯৪৭, ২০ ফেব্রুয়ারী

উত্তরঃ ১৯৪৬, ৯ ডিসেম্বর


(১৪১) স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি ছিলেন -

(ক) ডঃ মহম্মদ হাডা

(খ) ডঃ সুকর্ণ

(গ) জেনারেল সুহার্তো

(ঘ) অঙ সান সু কি

উত্তরঃ (খ) ডঃ সুকর্ণ


(১৪২) গিয়েন বিয়েন ফুয়ের যুদ্ধে পরাজিত হয় -

(ক) ফ্রান্স

(খ) ইংল্যান্ড

(গ) স্পেন

(ঘ) পর্তুগাল

উত্তরঃ (ক) ফ্রান্স


(১৪৩) 'রূপকথা বা কল্পকাহিনীর দেশ' বলা হয় -

(ক) ভারতবর্ষকে

(খ) কোরিয়াকে

(গ) চিনকে

(ঘ) জাপানকে

উত্তরঃ (গ) চিনকে


(১৪৪) ফ্রান্সের লোক ইতিহাসে চারণ কবিদের বলা হয় -

(ক) মিনেসিংগার

(খ) সুইট সিংগার

(গ) ট্রুবেইদার

(ঘ) ইলুমিনেটর

উত্তরঃ (গ) ট্রুবেইদার


(১৪৫) 'ইতিহাস হল বর্তমান ও অতীতের মধ্যে অন্তহীন সংলাপ' - উক্তিটি করেন -

(ক) ই এইচ কার

(খ) থুকিডিডিস

(গ) আয়েষা জালাল

(ঘ) যদুনাথ সরকার

উত্তরঃ (খ) থুকিডিডিস


(১৪৬) সালারজাং মিউজিয়াম অবস্থিত -

(ক) কলকাতায়

(খ) মুম্বাইতে

(গ) চেন্নাইতে

(ঘ) হায়দারাবাদে

উত্তরঃ (ঘ) হায়দারাবাদে


(১৪৭) মোট কয়টি চার্টার অ্যাক্ট বা সনদ আইন পাশ হয় -

(ক) ৪টি

(খ) ৬টি

(গ) ৮টি

(ঘ) ১০টি

উত্তরঃ (ক) ৪টি


(১৪৮) কোহং হল একটি -

(ক) সামাজিক সংগঠন

(খ) বাণিজ্যিক সংগঠন

(গ) রাজনৈতিক সংগঠন

(ঘ) সাংস্কৃতিক সংগঠন

উত্তরঃ (খ) বাণিজ্যিক সংগঠন


(১৪৯) ওয়ালচাঁদ হীরাচাঁদ যুক্ত ছিলেন _________ শিল্পের সঙ্গে। -

(ক) জাহাজ নির্মান

(খ) চা 

(গ) লৌহ ইস্পাত

(ঘ) বস্ত্র

উত্তরঃ (ক) জাহাজ নির্মান


(১৫০) ভারতবর্ষে শিক্ষার ইতিহাসে ১৮১৩ সালটি গুরুত্বপূর্ণ কারণ -

(ক) শিক্ষাখাতে কোম্পানী ১ লক্ষ টাকা ব্যায়ের কথা বলে

(খ) শিক্ষাখাতে কোম্পানী ৬০ হাজার টাকা ব্যয়ের কথা বলে

(গ) শিক্ষাখাতে ৩০ হাজার টাকা ব্যয়ের কথা বলে

(ঘ) কোনটিই নয়

উত্তরঃ (ক) শিক্ষাখাতে কোম্পানী ১ লক্ষ টাকা ব্যায়ের কথা বলে

একটি মন্তব্য পোস্ট করুন

3 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close