WB Class 11 History Suggestion 2022 WBCHSE
(3) নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাওঃ
- চারটি নদীকেন্দ্রিক সভ্যতার নাম লেখ। এই সভ্যতাগুলি নদীর তীরে গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো।
- মধ্য প্রস্তর যুগের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।
- হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা বর্ণনা দাও। এই সভ্যতার পতন কেন হয়?
- নব্য প্রস্তর যুগের গুরুত্ব কী? এই যুগের মানুষের জীবনযাত্রার পরিচয় দাও।
- প্রাচীন মিশরীয় সভ্যতার শিল্প সংস্কৃতির মূল্যায়ন করো।
- কিভাবে বিবর্তনের মধ্য দিয়ে আদিম মানুষ শিকারী খাদ্য সংগ্রহ থেকে স্থায়ী বসবাসকারীতে পরিনত হয়?
- সাম্রাজ্য বলতে কী বোঝো? মৌর্য ও ম্যাসিডোনিয়া সাম্রাজ্য তুলনামূলক আলোচনা করো।
- রোমান সাম্রাজ্য ও গুপ্ত সাম্রাজ্যের তুলনামূলক আলোচনা করো।
- পলিসের বৈশিষ্ট্য ও পতনের কারণ আলোচনা করো।
- পারস্যের ক্ষত্রপ ও চীনের ম্যান্ডারিন ব্যবস্থার বিবরণ দাও।
- ইক্তা ব্যবস্থা কী? এই ব্যবস্থার বিবর্তন আলোচনা করো। দিল্লি সুলতানি রাষ্ট্রের প্রকৃতি কেমন ছিল?
- কৌটিল্যের অর্থশাস্ত্রের রাষ্ট্রনীতি সম্পর্কে যে আলোচনা রয়েছে তা ব্যাখ্যা করো।
- মোঘল আমলের মনসবদারি ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। ভারতে মোঘল শাসন ব্যবস্থার মনসবদারি প্রথার গুরুত্ব কী ছিল?
- 'সামন্ততন্ত্র' বলতে কি বোঝ? ভারতের সামন্তপ্রথার বৈশিষ্ট্য উল্লেখ করো।
- ম্যানর ব্যবস্থা বলতে কী বোঝো? সামন্ততান্ত্রিক অর্থনীতিতে ম্যানর প্রথার প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো।
- মধ্যযুগের ইউরোপে গিল্ড প্রতিষ্ঠার কারণ আলোচনা করো।
- রাজপুত জাতির উৎপত্তি এবং ভারতীয় জাতীয় জীবন তাদের অবদান কথা উল্লেখ করো।
- প্রাচীন ভারতে নারী শিক্ষার বর্ণনা দাও।
- প্রাচীন মিশরের রানী নেফারতিতি ও ক্লিওপেট্রার কার্যাবলীর পরিচয় দাও।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ