Current gk today / current affairs 2022 / General Knowledge in Bengali / gradeup current affairs
প্রশ্নঃ “হিন্দু ভিউ অফ লাইফ”কার লেখা?
(ক) জহরলাল নেহেরু
(খ) ড: এস. রাধাকৃষ্ণন
(গ) আব্দুল কালামআজাদ
(ঘ) অরবিন্দ ঘোষ
উত্তরঃ (ঘ) অরবিন্দ ঘোষ
প্রশ্নঃ "ভূগোল' শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন -
(ক) এরাটসথেনিস
(খ) গ্যালিলিও
(গ) হেরোডোটাস
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (ক) এরাটসথেনিস
প্রশ্নঃ নিচের রাজ্যে যোগ জলপ্রপাত আছে?
(ক) অন্ধ্রপ্রদেশ
(খ) কেরালা
(গ) কর্ণাটক
(ঘ) তামিলনাড়ু
উত্তরঃ (গ) কর্ণাটক
প্রশ্নঃ ইংল্যান্ডের মুদ্রার নাম কি?
(ক) সেকেল
(খ) পাউন্ড
(গ) ডলার
(ঘ) ইউরো
উত্তরঃ (খ) পাউন্ড
প্রশ্নঃ আশিয়ান (ASEAN) – এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
(ক) দিল্লি
(খ) জাকার্তা
(গ) ঢাকা
(ঘ) বেজিং
উত্তরঃ (খ) জাকার্তা
প্রশ্নঃ “ইম্পারফেক্ট" কার আত্মজীবনী?
(ক) কপিল দেব
(খ) সঞ্জয় মঞ্জরেকর
(গ) রবি শাস্ত্রী
(ঘ) সচিন টেন্ডুলকার
উত্তরঃ (খ) সঞ্জয় মঞ্জরেকর
প্রশ্নঃ মাজুলি দ্বীপ কোন রাজ্যে অবস্থিত?
(ক) উড়িষ্যা
(খ) কেরল
(গ) গোয়া
(ঘ) অসম
উত্তরঃ (ঘ) অসম
প্রশ্নঃ তামিলনাড়ুর নতুন রাজ্যপাল এখন কে?
(ক) জানকি বল্লভ পট্টনায়েক
(খ) বনোয়ারীলাল পুরোহিত
(গ) জগদীশ মুখী
(ঘ) কেশরীনাথ ত্রিপাঠি
উত্তরঃ (খ) বনোয়ারীলাল পুরোহিত
প্রশ্নঃ বিপ্লব দেব কোন রাজ্যের মুখ্যমন্ত্রী?
(ক) অসম
(খ) উড়িষ্যা
(গ) ঝাড়খন্ড
(ঘ) ত্রিপুরা
উত্তরঃ (ঘ) ত্রিপুরা
প্রশ্নঃ বিশ্বে সবচেয়ে বড় হ্রদ কোনটি?
(ক) সুপিরিয়র হ্রদ
(খ) ভিক্টরিয়া হ্রদ
(গ) টাঙ্গানিকা হ্রদ
(ঘ) ক্যাস্পিয়ান হ্রদ
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ