Current gk today / current affairs 2022 / General Knowledge in Bengali / gradeup current affairs
প্রশ্নঃ মৌমাছি কার ছদ্মনাম? -
(ক) বিমল ঘোষ
(খ) বিমল মুখোপাধ্যায়
(গ) বিমল সরকার
(ঘ) বিমল রায়
উত্তরঃ (ক) বিমল ঘোষ
প্রশ্নঃ সালাল জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর উপর নির্মিত?
(ক) চেনাব
(খ) ঝিলাম
(গ) শতদ্রু
(ঘ) বিপাশা
উত্তরঃ (ক) চেনাব
প্রশ্নঃ ত্রাসের নদী কোন নদীকে বলে?
(ক) ময়ূরাক্ষী
(খ) জলঢাকা
(গ) তিস্তা
(ঘ) রায়ঢাক
উত্তরঃ (গ) তিস্তা
প্রশ্নঃ জেমু হিমবাহ থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে?
(ক) কালিন্দী
(খ) রায়ঢাক
(গ) তিস্তা
(ঘ) জলঢাকা
উত্তরঃ (গ) তিস্তা
প্রশ্নঃ পোলা নবখাই উৎসব কোন রাজ্যের উৎসব?
(ক) ছত্তিশগড়
(খ) হিমাচলপ্রদেশ
(গ) উত্তরপ্রদেশ
(ঘ) মধ্যপ্রদেশ
উত্তরঃ (ক) ছত্তিশগড়
প্রশ্নঃ রোটাংগিরিপথ থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে?
(ক) ভাইগাই
(খ) ঝিলাম
(গ) শতদ্রু
(ঘ) বিপাশা
উত্তরঃ (ঘ) বিপাশা
প্রশ্নঃ কার্বনেট যৌগগুলির মধ্যে কোনটি সবচেয়ে বেশি তড়িৎ সুপরিবাহী? -
(ক) চারকোল
(খ) কয়লা
(গ) হিরে
(ঘ) গ্রাফাইট
উত্তরঃ (ঘ) গ্রাফাইট
প্রশ্নঃ বার্নিশের প্রধান উপাদান হলো -
(ক) রেজিন
(খ) ইথেন
(গ) ইথিলিন
(ঘ) পিগমেন্ট
উত্তরঃ (ক) রেজিন
প্রশ্নঃ "সাদা পতাকা" শব্দটি কোন্ অর্থে ব্যবহৃত হয়? -
(ক) শান্তির প্রতীক
(খ) যুদ্ধবিরতির প্রতীক
(গ) যুদ্ধ জয়ের প্রতীক
(ঘ) অশান্তির প্রতীক
উত্তরঃ (ক) শান্তির প্রতীক
প্রশ্নঃ জি এস টি চালু হয় প্রথম কোন্ দেশে? -
(ক) আমেরিকা
(খ) ফ্রান্স
(গ) জাপান
(ঘ) ইতালি
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ