Current Affairs / কারেন্ট অ্যাফেয়ার্স mcq প্রশ্ন উত্তর
প্রশ্নঃ প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা কত বছর পূর্ণ করেছে? -
(ক) পাঁচ বছর
(খ) সাত বছর
(গ) নয় বছর
(ঘ) এগারো বছর
উত্তরঃ (খ) সাত বছর
প্রশ্নঃ সম্প্রতি কোন কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন "হিন্দি ইংরেজির বিকল্প হওয়া উচিত", স্থানীয় ভাষার নয়? -
(ক) রাজনাথ সিং
(খ) পিয়ুশ গোয়েল
(গ) নির্মলা সিতারামন
(ঘ) আমিত শাহ
উত্তরঃ (ঘ) আমিত শাহ
প্রশ্নঃ মাদ্রাজ হাইকোর্ট মেডিকেল কোর্সে সরকারি স্কুলের ছাত্রদের জন্য তামিলনাড়ুর __________ সংরক্ষণকে সমর্থন করে? -
(ক) ৭.৫%
(খ) ৪.১%
(গ) ৮.৯%
(ঘ) ৫.৩%
উত্তরঃ (ক) ৭.৫%
প্রশ্নঃ সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী নতুন মন্ত্রী আনতে তার মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন? -
(ক) মহারাষ্ট্র
(খ) তামিলনাড়ু
(গ) অন্ধ্রপ্রদেশ
(ঘ) উড়িষ্যা
উত্তরঃ (গ) অন্ধ্রপ্রদেশ
প্রশ্নঃ সরকার কত ব্যারেল সমষ্টিগত তেল স্টক ছেড়ে দিতে IEA এর পদক্ষেপকে স্বাগত জানায়? -
(ক) ১২০ মিলিয়ন
(খ) ১৮০ মিলিয়ন
(গ) ১৫০ মিলিয়ন
(ঘ) ১০০ মিলিয়ন
উত্তরঃ (ক) ১২০ মিলিয়ন
প্রশ্নঃ জাতিসংঘ সাধারণ পরিষদ কোন দেশকে তার মানবাধিকার কাউন্সিল থেকে স্থগিত করার পক্ষে ভোট দেয়? -
(ক) চিন
(খ) ভারত
(গ) রাশিয়া
(ঘ) আমেরিকা
উত্তরঃ (গ) রাশিয়া
প্রশ্নঃ কোন মহাকাশ সংস্থা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে প্রথম বেসরকারী মহাকাশচারী মিশনকে স্বাগত জানায়? -
(ক) ISRO
(খ) ROSCOSMOS
(গ) NASA
(ঘ) JAXA
উত্তরঃ (গ) NASA
প্রশ্নঃ এলিভেশন ক্যাপিটাল উত্থাপন করে কত মিলিয়ন যা ভারতের বৃহত্তম তহবিল? -
(ক) ৫৮০ মিলিয়ন
(খ) ৪৯০ মিলিয়ন
(গ) ৭৩০ মিলিয়ন
(ঘ) ৬৭০ মিলিয়ন
উত্তরঃ (ঘ) ৬৭০ মিলিয়ন
প্রশ্নঃ এয়ার আরাবিয়া আবুধাবি ভারতের কোন শহরে নতুন রুট চালু করেছে? -
(ক) কলকাতা
(খ) মুম্বাই
(গ) জয়পুর
(ঘ) পুনে
উত্তরঃ (গ) জয়পুর
প্রশ্নঃ কোন দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় চার রুশ কূটনীতিককে বহিষ্কার করবে? -
(ক) ইউক্রেন
(খ) আমেরিকা
(গ) অস্ট্রিয়া
(ঘ) ফ্রান্স
উত্তরঃ (গ) অস্ট্রিয়া
প্রশ্নঃ সম্প্রতি "সেনা আয়ুধ কোরের ২৪৭তম স্থাপনা দিবস" কবে পালন করা হল? -
(ক) ৬ই এপ্রিল
(খ) ৭ই এপ্রিল
(গ) ৮ই এপ্রিল
(ঘ) ৫ই এপ্রিল
উত্তরঃ (গ) ৮ই এপ্রিল
প্রশ্নঃ সম্প্রতি উত্তর প্রদেশে সংভল আর কোন্ জেলায় মেডিকেল কলেজের স্থাপনা করার জন্য চুক্তি করল? -
(ক) বলিয়া
(খ) সোনভন্দ্র
(গ) মহারজগংজ
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (গ) মহারজগংজ
প্রশ্নঃ সম্প্রতি কোন্ রাজ্য দুগ্ধ শিল্পের জন্য সহকারী ব্যাংক হিসাবে স্থাপনা করা হল? -
(ক) মহারাষ্ট্র
(খ) কর্ণাটক
(গ) পাঞ্জাব
(ঘ) উপরের কোনোটিই নয়
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ