Current gk today / current affairs 2022 / General Knowledge in Bengali / gradeup current affairs
প্রশ্নঃ প্রেইরি অঞ্চল কোন মহাদেশে অবস্থিত?
(ক) উত্তর আমেরিকা
(খ) দক্ষিণ আমেরিকা
(গ) আফ্রিকা
(ঘ) অস্ট্রেলিয়া
উত্তরঃ (ক) উত্তর আমেরিকা
প্রশ্নঃ ডন সোসাইটি কে প্রতিষ্ঠা করেন?
(ক) অশ্বিনী কুমার দত্ত
(খ) সতীশ চন্দ্র মুখ্যোপাধ্যায়
(গ) রাধাকান্ত দেব
(ঘ) ডিরোজিও
উত্তরঃ (খ) সতীশ চন্দ্র মুখ্যোপাধ্যায়
প্রশ্নঃ নিখিল ভারত ট্রেড ইউনিয়ন ( AITUC ) কবে গঠিত হয়?
(ক) ১৯৩০ সালে
(খ) ১৯২৫ সালে
(গ) ১৯২০ সালে
(ঘ) ১৯৩৫ সালে
উত্তরঃ (গ) ১৯২০ সালে
প্রশ্নঃ ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত?
(ক) ব্রিটেন
(খ) মার্কিন যুক্তরাষ্ট্র
(গ) অস্ট্রেলিয়া
(ঘ) জাপান
উত্তরঃ (খ) মার্কিন যুক্তরাষ্ট্র
প্রশ্নঃ রসায়ন বিদ্যার জনক কে?
(ক) জেমস ওয়াট
(খ) রবার্ট বয়েল
(গ) প্রিস্টলে
(ঘ) এরিস্টটল
উত্তরঃ (খ) রবার্ট বয়েল
প্রশ্নঃ বাস্তুতন্ত্রের প্রবক্তা কে?
(ক) হেকেল
(খ) ওডাম
(গ) ট্যানসেল
(ঘ) ডারউইন
উত্তরঃ (ক) হেকেল
প্রশ্নঃ ভোটদানের অধিকার সংবিধায়নের কোন ধারায় আছে?
(ক) ৩২৬ ধারা
(খ) ৩২৪(২) ধারা
(গ) ৩২৫ ধারা
(ঘ) ৩১৭ ধারা
উত্তরঃ (ক) ৩২৬ ধারা
প্রশ্নঃ "টাইটানিক ছবিটির পরিচালক কে ছিলেন? -
(ক) স্টিভেন স্পিলবার্গ
(খ) ওয়াল্ট ডিসনি
(গ) ইসমাইল মার্চেন্ট
(ঘ) জেমস ক্যামেরুন
উত্তরঃ (ঘ) জেমস ক্যামেরুন
প্রশ্নঃ “প্রার্থনা সমাজ” কে প্রতিষ্ঠা করেন?
(ক) রাজা রামমোহন রায়
(খ) দয়ানন্দ সরস্বতী
(গ) আত্মারাম পান্ডুরঙ্গ
(ঘ) তুলসী রাম
উত্তরঃ (গ) আত্মারাম পান্ডুরঙ্গ
প্রশ্নঃ "ঘনাদা” চরিত্রের স্রষ্টা কে?
(ক) প্রেমেন্দ্র মিত্র
(খ) সত্যজিৎ রায়
(গ) সতীনাথ ভাদুড়ী
(ঘ) শিবরাম চক্রবর্তী
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ