Current Affairs / কারেন্ট অ্যাফেয়ার্স mcq প্রশ্ন উত্তর
প্রশ্নঃ সম্প্রতি কোন দেশে RuPay চালু হয়েছে? -
(ক) নেপাল
(খ) ইউক্রেন
(গ) শ্রীলঙ্কা
(ঘ) বাংলাদেশ
উত্তরঃ (ক) নেপাল
প্রশ্নঃ জম্মু ও কাশ্মীর সরকার শ্রীনগরের ডাল লেকের মধ্যে কতগুলি পর্যটন গ্রাম গড়ে তুলবে?
(ক) নয়টি
(খ) আটটি
(গ) চারটি
(ঘ) পাঁচটি
উত্তরঃ (ঘ) পাঁচটি
প্রশ্নঃ জুনিয়র স্কিলস 2021 কত জন বিজেতার অভিনন্দনের সাথে উচ্চ নোটে শেষ হয়?
(ক) ২০জন
(খ) ৪০জন
(গ) ৬০জন
(ঘ) ৫০জন
উত্তরঃ (গ) ৬০জন
প্রশ্নঃ সম্প্রতি কোন দেশ দেশব্যাপী সামাজিক মিডিয়া ব্ল্যাকআউট আরোপ করে?
(ক) ইউক্রেন
(খ) শ্রীলঙ্কা
(গ) পাকিস্থান
(ঘ) নেপাল
উত্তরঃ (খ) শ্রীলঙ্কা
প্রশ্নঃ কেজরিওয়াল আম আদমি পার্টির প্রচার কন্ রাজ্যে শুরু করলেন?
(ক) মহারাষ্ট্র
(খ) হরিয়ানা
(গ) গুজরাত
(ঘ) রাজস্থান
উত্তরঃ (গ) গুজরাত
প্রশ্নঃ সম্প্রতি কোন দেশ শ্রীলঙ্কায় চাল, ডিজেল সরবরাহ করে?
(ক) ভারত
(খ) আমেরিকা
(গ) ইন্দোনেশিয়া
(ঘ) চিন
উত্তরঃ (ক) ভারত
প্রশ্নঃ নিচের কে অভিজাত $100 বিলিয়ন ক্লাবে যোগ দেয়?
(ক) জেফ ব্যাজোজ
(খ) এলোন মাস্ক
(গ) মুকেশ আম্বানি
(ঘ) গৌতম আডানি
উত্তরঃ (ঘ) গৌতম আডানি
প্রশ্নঃ সম্প্রতি কোন দেশ মাথাপিছু প্রকৃত জিডিপিতে জাপানকে ছাড়িয়ে গেছে?
(ক) দক্ষিণ কোরিয়া
(খ) অস্ট্রেলিয়া
(গ) ফ্রান্স
(ঘ) ভারত
উত্তরঃ (ক) দক্ষিণ কোরিয়া
প্রশ্নঃ সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী কোন দেশকে আবার হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা করা যেতে পারে?
(ক) নেদারল্যান্ড
(খ) নেপাল
(গ) ভুটান
(ঘ) মায়ানমার
উত্তরঃ (খ) নেপাল
প্রশ্নঃ সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ইয়াদাদ্রিতে শ্রী লক্ষ্মী নরসিংহ স্বামী মন্দির উদ্বোধন করেছেন?
(ক) কর্ণাটক
(খ) তেলঙ্গনা
(গ) তামিলনাড়ু
(ঘ) কেরালা
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ