LightBlog
Current Affairs/ কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর/ সম্প্রীতিক ঘটনা/ 08-04-2022/ Daily Current Affairs Today
Type Here to Get Search Results !

Current Affairs/ কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর/ সম্প্রীতিক ঘটনা/ 08-04-2022/ Daily Current Affairs Today

Current Affairs / কারেন্ট অ্যাফেয়ার্স mcq প্রশ্ন উত্তর

Daily Current Affairs Today


প্রশ্নঃ কোন কেন্দ্রীয় মন্ত্রী দুর্যোগ প্রতিক্রিয়া 2022 এর জন্য সক্ষমতা বৃদ্ধিতে NDRF বার্ষিক সম্মেলনের উদ্বোধন করবেন?

(ক) জিতেন্দ্র সিং

(খ) আমিত শাহ

(গ) নির্মলা সিতারামন

(ঘ) রাজনাথ সিং

উত্তরঃ (খ) আমিত শাহ


প্রশ্নঃ সম্প্রতী যে রাজ্যের মুখ্যমন্ত্রী CUET 'প্রত্যাবর্তনশীল' বলে অভিহিত করেছেন, প্রধানমন্ত্রী মোদিকে অবিলম্বে প্রস্তাব প্রত্যাহার করার আহ্বান জানিয়েছেন?

(ক) কেরালা

(খ) উড়িষ্যা

(গ) মহারাষ্ট্র

(ঘ) তামিল নাড়ু

উত্তরঃ (ঘ) তামিল নাড়ু


প্রশ্নঃ জেপি নাড্ডা 'বিজেপিকে জানুন' ইভেন্টের সূচনায় কতগুলি দেশের রাষ্ট্রদূতদের সাথে মতবিনিময় করেছেন?

(ক) ১০টি

(খ) ১৩টি

(গ) ১২টি

(ঘ) ১৪টি

উত্তরঃ (খ) ১৩টি


প্রশ্নঃ যুক্তরাষ্ট্রের 100 মিলিয়ন ডলার সামরিক সহায়তা ঘোষণা করেছে কোন দেশের জন্য?

(ক) সুদান

(খ) ইউক্রেন

(গ) পাকিস্থান

(ঘ) শ্রীলঙ্কা

উত্তরঃ (খ) ইউক্রেন


প্রশ্নঃ সম্প্রতি কোন সংস্থা বলেছে যে এশিয়ার অর্থনীতি আগামী মাসগুলিতে মন্থর হবে?

(ক) International Monetary Fund

(খ) Asian Development Bank

(গ) United Nations

(ঘ) World Bank

উত্তরঃ (ঘ) World Bank


প্রশ্নঃ সরকার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়টি নতুন সাইটে অনুমোদন দিয়েছে?

(ক) ৩টি

(খ) ৫টি

(গ) ৮টি

(ঘ) ৭টি

উত্তরঃ (খ) ৫টি


প্রশ্নঃ সম্প্রতি কোন সংস্থা ভারতের প্রধানমন্ত্রী গরীব কল্যাণ আন্না যোজনা কর্মসূচির প্রশংসা করেছে?

(ক) World Bank

(খ) UNISEF

(গ) ADB

(ঘ) IMF

উত্তরঃ (ঘ) IMF


প্রশ্নঃ সম্প্রতি কোন দেশ বলেছে যে রাশিয়ার সাথে জোটবদ্ধ হলে ভারতকে গুরুত্বপূর্ণ মূল্যের সম্মুখীন হতে হবে?

(ক) ফ্রান্স

(খ) চিন

(গ) আমেরিকা

(গ) জাপান

উত্তরঃ (গ) আমেরিকা


প্রশ্নঃ কোন দেশ প্রথমবারের মতো অস্ত্রযুক্ত ড্রোন পাবে?

(ক) ফ্রান্স

(খ) তুর্কী

(গ) অস্ট্রেলিয়া

(ঘ) জার্মানি

উত্তরঃ (ঘ) জার্মানি


প্রশ্নঃ সম্প্রতি লাদাখের কাছে ভারতের গ্রিড থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য কোন দেশের হ্যাকারদের সন্দেহ করা হবে?

(ক) পাকিস্থান

(খ) তুর্কি

(গ) আমেরিকা

(ঘ) চিন

উত্তরঃ (ঘ) চিন

                                          

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close