LightBlog
gktoday / 08-04-2022 / gk today current affairs / General Knowledge in Bengali / gk today website / gk in bengali
Type Here to Get Search Results !

gktoday / 08-04-2022 / gk today current affairs / General Knowledge in Bengali / gk today website / gk in bengali

Current gk today / current affairs 2022 / General Knowledge in Bengali / gradeup current affairs 

General Knowledge in Bengali


প্রশ্নঃ গদর শব্দের অর্থ কি? -

(ক) স্বাধীনতা

(খ) বিপ্লব

(গ) মুক্তি

(ঘ) স্বরাজ

উত্তরঃ (খ) বিপ্লব


প্রশ্নঃ কোন সার তৈরি করতে কেঁচোর সাহায্য লাগে? -

(ক) ভারমিকস পোস্ট

(খ) অরগ্যানিক মানিওর

(গ) বায়োফার্টিলাইজার

(ঘ) উপরের কোনোটিই নয়

উত্তরঃ (ক) ভারমিকস পোস্ট


প্রশ্নঃ ভারতে মনসবদারী প্রথা কে চালু করেন? -

(ক) বাবর

(খ) শাহজাহান

(গ) আকবর

(ঘ) হুমায়ুন

উত্তরঃ (গ) আকবর


প্রশ্নঃ নিম্নলিখিত কোন রাসায়নিক উপাদানটি তাজমহলের ক্ষতি করছে? -

(ক) ক্লোরিন

(খ) কার্বন ডাই অক্সাইড

(গ) মিথেন

(ঘ) সালফার ডাই অক্সাইড

উত্তরঃ (ঘ) সালফার ডাই অক্সাইড


প্রশ্নঃ ভারতীয় ২০০০ টাকার নোটে নীচের কোন্‌ ছবিটি আছে? -

(ক) রানী কি ভাভ

(খ) তাজমহল

(গ) মঙ্গলযান

(ঘ) লাল কিলা

উত্তরঃ (গ) মঙ্গলযান


প্রশ্নঃ দাঁতের শক্ত এনামেলটি আসলে - 

(ক) সোডিয়াম হাইড্রোক্সাইড

(খ) ক্যালসিয়াম অক্সাইড

(গ) ক্যালসিয়াম ফসফেট

(ঘ) ক্যালসিয়াম হাইড্রোক্সাইড

উত্তরঃ (গ) ক্যালসিয়াম ফসফেট


প্রশ্নঃ চীনের ঘূর্ণবাত কি নামে পরিচিত? -

(ক) সাইক্লোন

(খ) টর্নেড

(গ) টাইফুন

(ঘ) হেরিকেন

উত্তরঃ (গ) টাইফুন


প্রশ্নঃ কোন্‌ শতাব্দীতে মোঘল সাম্রাজ্যের পতন হয়েছিল? -

(ক) পঞ্চাদশ শতাব্দীতে

(খ) ষোড়শ শতাব্দীতে

(গ) সপ্তদশ শতাব্দেতে

(ঘ) অষ্টাদশ শতাব্দীতে

উত্তরঃ (ঘ) অষ্টাদশ শতাব্দীতে


প্রশ্নঃ রাজ্যের নিয়মতান্ত্রিক প্রধান কে? -

(ক) উপরাষ্ট্রপতি

(খ) হাইকোর্টের বিচারপতি

(গ) রাজ্যপাল

(ঘ) মুখ্যমন্ত্রী

উত্তরঃ (গ) রাজ্যপাল


প্রশ্নঃ শুকতারা বলা হয় কোন গ্রহকে? -

(ক) মঙ্গল গ্রহ

(খ) শনি গ্রহ

(গ) বুধ গ্রহ

(ঘ) শুক্র গ্রহ

উত্তরঃ (ঘ) শুক্র গ্রহ

                                              

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close