মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৪ - সপ্তম অধ্যায় – বিশ শতকে ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন : বৈশিষ্ট্য ও বিশ্লেষণ
Type Here to Get Search Results !

মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৪ - সপ্তম অধ্যায় – বিশ শতকে ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন : বৈশিষ্ট্য ও বিশ্লেষণ

মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৪ -  সপ্তম অধ্যায় – বিশ শতকে ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন : বৈশিষ্ট্য ও বিশ্লেষণ 

Madhyamik History Suggestion 2024 Part 7


সপ্তম অধ্যায়
বিশ শতকের ভারতে নারী ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন : বৈশিষ্ট্য ও বিশ্লেষণ

বিভাগ ক


    (১) সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ : 

    ১.১ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল -

    (ক) ১৯০৪ খ্রিস্টাব্দে

    (খ) ১৯০৫ খ্রিস্টাব্দে

    (গ) ১৯০৬ খ্রিস্টাব্দে

    (ঘ) ১৯১১ খ্রিস্টাব্দে

    উত্তর : (খ) ১৯০৫ খ্রিস্টাব্দে

    ১.২ গান্ধী বুড়ি নামে পরিচিত ছিলেন -

    (ক) মাতঙ্গিনী হাজরা 

    (খ) সরোজিনী নাইডু 

    (গ) বীণা দাস 

    (ঘ) কস্তুরবা গান্ধী

    উত্তরঃ (ক) মাতঙ্গিনী হাজরা

    ১.৩ নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা করেন -

    (ক) উর্মিলা দেবী

    (খ) বাসন্তী দেবী

    (গ) লীলা রায়

    (ঘ) কল্পনা দত্ত

    উত্তর : (খ) বাসন্তী দেবী

    ১.৪ বুড়ি বালামের যুদ্ধে অংশ নেন -  

    (ক) সূর্য সেন 

    (খ) ভগৎ সিং 

    (গ) বাঘা যতীন 

    (ঘ) অরবিন্দ ঘোষ

    উত্তরঃ (গ) বাঘা যতীন

    ১.৫ আইন অমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন -

    (ক) বীণা দাস

    (খ) কমলাদেবী চট্টোপাধ্যায়

    (গ) রোকেয়া সাখাওয়াত হোসেন

    (ঘ) কল্পনা দত্ত

    উত্তর : (খ) কমলাদেবী চট্টোপাধ্যায়

    ১.৬ 'মাস্টারদা' নামে পরিচিত ছিলেন - 

    (ক) বাদল গুপ্ত 

    (খ) অনন্ত সেন 

    (গ) সূর্য সেন 

    (ঘ) রশিদ আলী

    উত্তরঃ (গ) সূর্য সেন

    ১.৭ মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন যে স্থানে -

    (ক) তমলুক

    (খ) সুতাহাটা

    (গ) বরিশাল

    (ঘ) পুরুলিয়া

    উত্তর : (ক) তমলুক

    ১.৮ গদর পার্টি প্রতিষ্ঠা করেন -

    (ক) লালা হরদয়াল 

    (খ) সুফি অন্বা প্রসাদ 

    (গ) অজিত সিং 

    (ঘ) শ্যামজি কৃষ্ণবর্মা

    উত্তরঃ (ক) লালা হরদয়াল

    ১.৯ দিপালী সংঘ প্রতিষ্ঠা করেন -

    (ক) লীলা রায়

    (খ) কল্পনা দত্ত

    (গ) বীণা দাস

    (ঘ) বাসন্তী দেবী

    উত্তর : (ক) লীলা রায়

    ১.১০ দক্ষিণ ভারতের বিদ্যাসাগর নামে পরিচিত ছিলেন -

    (ক) জ্যোতিবা ফুলে 

    (খ) গোপালহরি দেশমুখ 

    (গ) বীরেশলিঙ্গম পান্তুলু 

    (ঘ) গোবিন্দ রানার রাণাডে

    উত্তরঃ (গ) বীরেশলিঙ্গম পান্তুলু

    ১.১১ সূর্যসেন প্রতিষ্ঠিত বিপ্লবী দল -

    (ক) অনুশীলন সমিতি

    (খ) গদর পার্টি

    (গ) ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি

    (ঘ) বেঙ্গল ভলেন্টিয়ার

    উত্তর : (গ) ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি

    ১.১২ ভারতের বিপ্লবী বাদের জননী বলা হয় -

    (ক) সরোজিনী নাইডুকে 

    (খ) মাদাম কামাকে 

    (গ) প্রীতিলতা ওয়াদ্দেদারকে 

    (ঘ) কল্পনা দত্তকে

    উত্তরঃ (খ) মাদাম কামাকে

    ১.১৩ অ্যান্টি সার্কুলার সোসাইটি গঠন করেন -

    (ক) সতীশচন্দ্র বসু

    (খ) শচীন্দ্রপ্রসাদ বসু

    (গ) প্রমথনাথ বসু

    (ঘ) হেমচন্দ্র সরকার

    উত্তর : (খ) শচীন্দ্রপ্রসাদ বসু

    ১.১৪ চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠনের নেতৃত্ব দিয়েছিলেন -

    (ক) ভগৎ সিং

    (খ) বিনয় বসু

    (গ) সূর্যসেন

    (ঘ) রাজবিহারী বসু

    উত্তর : (গ) সূর্যসেন

    ১.১৫ মতুয়া ধর্মের প্রবর্তন করেন -

    (ক) গুরুচাঁদ ঠাকুর 

    (খ) প্রমোদরঞ্জন ঠাকুর 

    (গ) হরিচাঁদ ঠাকুর 

    (ঘ) বীনাপানি ঠাকুর

    উত্তরঃ (গ) হরিচাঁদ ঠাকুর

    ১.১৬ দলিতদের বিকল্প হিসেবে হরিজন শব্দটি ব্যবহার করেছেন -

    (ক) বি আর আম্বেদকর

    (খ) রাজবিহারী বসু

    (গ) মহাত্মা গান্ধী

    (ঘ) যোগেন্দ্রনাথ মণ্ডল

    উত্তর : (গ) মহাত্মা গান্ধী

    বিভাগ 'খ' 

    ২) অতিসংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাওঃ

    (প্রতিটি উপরিভাগ থেকে অন্তত একটি প্রশ্নের উত্তর দিতে হবে)

    উপ বিভাগ: ২.১

    একটি বাক্যে উত্তর দাও :

    ২.১.১ 'ভারতমাতার' চিত্রটি অঙ্কন করেন ?

    উত্তর : অবনীন্দ্রনাথ ঠাকুর 'ভারতমাতা' চিত্র টি অঙ্কন করেন ।

    ২.১.২ 'বীরাষ্টমী ব্রত' কে প্রবর্তন করেন ?

    উত্তর : 'বীরাষ্টমী ব্রত' প্রবর্তন করেন সরলা দেবী চৌধুরানী ।

    ২.১.৩ 'বঙ্গলক্ষ্মীর ব্রতকথা' কে রচনা করেন ?

    উত্তর : 'বঙ্গলক্ষ্মীর ব্রতকথা' রচনা করেন রামেন্দ্রসুন্দর ত্রিবেদী ।

    ২.১.৪ 'ভারতের নাইটিঙ্গেল' বা 'ভারতের বুলবুল' নামে কে পরিচিত ?

    উত্তর : সরোজিনী নাইডু 'ভারতের নাইটিঙ্গেল' নামে পরিচিত ।

    ২.১.৫ 'বি-আম্মা' নামে কে পরিচিত ছিলেন ?

    উত্তর: 'বি-আম্মা'নামে পরিচিত ছিলেন আবাদি বানু বেগম ।

    ২.১.৬ 'ভয়েস অফ ফ্রিডম' কে, কোথায় প্রতিষ্ঠা করেন ?

    উত্তর : ঊষা মেহতা বোম্বাই-এ 'ভয়েস অব ফ্রিডম' প্রতিষ্ঠা করেন।

    ২.১.৭ 'গান্ধীবুড়ি' নামে কে পরিচিত ছিলেন ?

    উত্তর : মাতঙ্গিনী হাজরা 'গান্ধীবুড়ি' নামে পরিচিত ছিলেন ।

    ২.১.৮ লীলা নাগ (রায়) কোন সংঘের সঙ্গে যুক্ত ছিলেন ?

    উত্তর : লীলা নাগ (রায়) দিপালী সংঘের সঙ্গে যুক্ত ছিলেন ।

    ২.১.৯ ঝাঁসির রানী ব্রিগেডের অধ্যক্ষ কে ছিলেন ?

    উত্তর : ঝাঁসির রানী ব্রিগেডের প্রধান কে ছিলেন ক্যাপ্টেন লক্ষ্মী স্বামীনাথন ।

    ২.১.১০ 'অ্যান্টি সার্কুলার সোসাইটি' কে গঠন করেন ?

    উত্তর : 'অ্যান্টি সার্কুলার সোসাইটি' গঠন করেন শচীন্দ্র প্রসাদ বসু ।

    ২.১.১১ কলকাতায় 'রশিদ আলী দিবস' কবে পালিত হয় ?

    উত্তর : কলকাতায় 'রশিদ আলী দিবস' পালিত হয় ১৯৪৬ খ্রিস্টাব্দে ১২ ফেব্রুয়ারি ।

    ২.১.১২ গান্ধীর কাছে 'হরিজন' কথার অর্থ কি ?

    উত্তর : গান্ধীর কাছে 'হরিজন' কথার অর্থ ছিল ঈশ্বরের সন্তান ।

    ২.১.১৩ দলিত আন্দোলনের প্রথম পর্বের দুজন নেতার নাম লেখো ?

    উত্তর : দলিত আন্দোলনের প্রথম পর্বের দুজন নেতা হলেন জ্যোতিবা ফুলে, শ্রী নারায়ণ গুরু ।

    ২.১.১৪ কে তার শিষ্যদের 'মতুয়া' বলে সম্বোধন করেন ?

    উত্তর : শ্রী হরিচাঁদ ঠাকুর তাঁর শিষ্যদের 'মতুয়া' বলে সম্বোধন করেন ।

    ২.১.১৫ গুরুচাঁদ ঠাকুরের মৃত্যুর পর কে নমঃশূদ্র আন্দোলনের নেতৃত্ব দেন ?

    উত্তর : গুরুচাঁদ ঠাকুরের মৃত্যুর পর প্রথমরঞ্জন ঠাকুর নমঃশূদ্র আন্দোলনের নেতৃত্ব দেন ।

    ২.২ সত্য বা মিথ্যা নির্ণয় করো :

    ২.২.১ মাতঙ্গিনী হাজরা ছিলেন বঙ্গভঙ্গ আন্দোলনের নেত্রী ।

    উত্তর : মিথ্যা

    ২.২.২ 'গোলদিঘির গোলামখানা'  বলা হত প্রেসিডেন্সি কলেজকে ।

    উত্তর  : মিথ্যা

    ২.২.৩ ডিনামাইট ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিলেন কল্পনা দত্ত ।

    উত্তর : সত্য

    ২.২.৪ 'অলিন্দ যুদ্ধ' পরিচালনা করে বেঙ্গল ভলান্টিয়ার্স দল।

    উত্তর : সত্য

    ২.২.৫ গান্ধীজি ও ডক্টর আম্বেদকর যতভাবে মোহাম্মদ গান্ধী 'হরিজন আন্দোলন' পরিচালনা করেন ।

    উত্তর : মিথ্যা

    ২.২.৬ ১৯১১খ্রিস্টাব্দের লোক গণনায় নমঃশূদ্ররা চন্ডাল নামে পরিচিতি লাভ করেন ।

    উত্তর : সত্য


    উপবিভাগ - ২.৩


    ক স্তম্ভ                                      খ স্তম্ভ

    ২.৩.১) ১৯২৮ খ্রিস্টাব্দে      (ক) লাহোর ষড়যন্ত্র মামলা

    ২.৩.২) ১৯২৯ খ্রিস্টাব্দে      (খ) পুনা চুক্তি

    ২.৩.৩) ১৯৩২ খ্রিস্টাব্দে     (গ)  সূর্যসেনর ফাঁসি

    ২.৩.৪) ১৯৩৪ খ্রিস্টাব্দে    (ঘ) সন্ডর্স হত্যা


    উত্তরঃ ২.৩.১) ১৯২৮ খ্রিস্টাব্দে - (খ) পুনা চুক্তি

    ২.৩.২) ১৯২৯ খ্রিস্টাব্দে - (গ)  সূর্যসেনর ফাঁসি

    ২.৩.৩) ১৯৩২ খ্রিস্টাব্দে -  (ঘ) সন্ডর্স হত্যা

    ২.৩.৪) ১৯৩৪ খ্রিস্টাব্দে -  (ক) লাহোর ষড়যন্ত্র মামলা


    ক স্তম্ভ                                       খ স্তম্ভ

    ২.৩.১) প্রীতিলতা ওয়াদ্দেদার  (ক) মতুয়া সম্প্রদায়

    ২.৩.২) শচীন্দ্র প্রসাদ বসু      (খ) ঝাঁসির রানী ব্রিগেড

    ২.৩.৩) লক্ষী স্বামীনাথন       (গ)  অ্যান্টি সার্কুলার সোসাইটি

    ২.৩.৪) হরিচাঁদ ঠাকুর         (ঘ) চট্টগ্রামের ইউরোপীয় ক্লাব আক্রমণ

       

    উত্তর :

    ২.৩.১) প্রীতিলতা ওয়াদ্দেদার - (ঘ) চট্টগ্রামের ইউরোপীয় ক্লাব আক্রমণ

    ২.৩.২) শচীন্দ্র প্রসাদ বসু - (গ)  অ্যান্টি সার্কুলার সোসাইটি

    ২.৩.৩) লক্ষী স্বামীনাথন - (খ) ঝাঁসির রানী ব্রিগেড

    ২.৩.৪) হরিচাঁদ ঠাকুর - (ক) মতুয়া সম্প্রদায়


    ক স্তম্ভ                                 খ স্তম্ভ

    ২.৩.১) অ্যান্টি সার্কুলার সোসাইটি  (ক) সূর্যসেন

    ২.৩.২) বেঙ্গল ভলান্টিয়ার্স    (খ) বিনয় বসু

    ২.৩.৩) অলিন্দ যুদ্ধ            (গ)  শচীন্দ্র প্রসাদ বসু

    ২.৩.৪) চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন  (ঘ) হেমচন্দ্র ঘোষ


    উত্তর :

    ২.৩.১) অ্যান্টি সার্কুলার সোসাইটি - (গ) শচীন্দ্র প্রসাদ বসু

    ২.৩.২) বেঙ্গল ভলান্টিয়ার্স - (ঘ) হেমচন্দ্র ঘোষ

    ২.৩.৩) অলিন্দ যুদ্ধ - (খ) বিনয় বসু

    ২.৩.৪) চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন - (ক) সূর্যসেন


    ক স্তম্ভ                          খ স্তম্ভ

    ২.৩.১) বীরাষ্টমী ব্রত   (ক) মুথুলক্ষ্মী রেড্ডি

    ২.৩.২) দেবদাসী প্রথা বিলোপ  (খ) কল্পনা দত্ত

    ২.৩.৩) ভয়েস অফ ফ্রিডম  (গ) সরলা দেবী চৌধুরানী

    ২.৩.৪) ডিনামাইট ষড়যন্ত্র  (ঘ) উষা মেহতা 

    উত্তর :

    ২.৩.১) বীরাষ্টমী ব্রত - (গ) সরলা দেবী চৌধুরানী

    ২.৩.২) দেবদাসী প্রথা বিলোপ - (ক) মুথুলক্ষ্মী রেড্ডি

    ২.৩.৩) ভয়েস অফ ফ্রিডম - (ঘ) উষা মেহতা 

    ২.৩.৪) ডিনামাইট ষড়যন্ত্র - (খ) কল্পনা দত্ত

    উপ বিভাগ: ২.৫

    ** নিম্ন লিখিত বিবৃতি গুলির সঙ্গে সঠিক ব্যাখ্যা টি নির্বাচন করঃ

    ২.৫.১ বিবৃতি : ভারতের নারীরা জাতীয় আন্দোলনে অংশ নিয়েছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়।

    ব্যাখ্যা ১ : কারণ তারা গান্ধীজীর দ্বারা অনুপ্রাণিত হয়েছিল।

    ব্যাখ্যা ২ : কারণ তারা অরবিন্দ ঘোষের বিপ্লবী ভাবধারা অনুপ্রাণিত হয়েছিল।

    ব্যাখ্যা ৩ : কারণ তারা বিদেশি দ্রব্য বর্জন করতে চেয়েছিল।

    উত্তর : ব্যখ্যা ৩ : কারণ তারা বিদেশি দ্রব্য বর্জন করতে চেয়েছিল।

    ২.৫.২ বিবৃতিঃ সরলা দেবী চৌধুরানী লক্ষ্মীর ভান্ডার স্থাপন করেন।

    ব্যাখ্যা ১ তাঁর উদ্দেশ্য ছিল স্বদেশী জিনিসপত্রের ব্যবহার বাড়ানো।

    ব্যাখ্যা ২ তাঁর উদ্দেশ্য ছিল দরিদ্রদের দান করা।

    ব্যাখ্যা ৩ উদ্দেশ্য ছিল লক্ষীদেবীর পূজার আয়োজন করা।

    উত্তরঃ ব্যাখ্যা ১ তাঁর উদ্দেশ্য ছিল স্বদেশী জিনিসপত্রের ব্যবহার বাড়ানো।

    ২.৫.৩ বিবৃতি : সরলা দেবী চৌধুরানী লক্ষীর ভান্ডার প্রতিষ্ঠা করেছিলেন।

    ব্যাখ্যা ১ : শিক্ষা ব্যবস্থা ছিল ব্যয় সাপেক্ষ।

    ব্যাখ্যা ২ : আন্দোলনকারী মহিলাদের সাহায্যের জন্য।

    ব্যাখ্যা ৩ : স্বদেশী পণ্য বিক্রির জন্য।

    উত্তর : ব্যাখ্যা ৩ : স্বদেশী পণ্য বিক্রির জন্য।

    ২.৫.৪ বিবৃতিঃ মাতঙ্গিনী হাজরাকে গান্ধী বুড়ি বলা হয়।

    ব্যাখ্যা ১ মাতঙ্গিনী হাজরা গান্ধীজির মত বৃদ্ধ বয়সেও আন্দোলনে যোগ দিয়েছিলেন।

    ব্যাখ্যা ২ মাতঙ্গিনী হাজরা গান্ধীজির অহিংস উপায় অবলম্বন করে আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন।

    ব্যাখ্যা ৩ মাতঙ্গিনী হাজরা মিছিলে গুলি বিদ্ধ হওয়ার আগে গান্ধীজির জয়ধ্বনি দিচ্ছিলেন।

    উত্তরঃ ব্যাখ্যা ২ মাতঙ্গিনী হাজরা গান্ধীজির অহিংস উপায় অবলম্বন করে আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন।

    ২.৫.৫ বিবৃতি : প্রীতিলতার আত্মত্যাগ তরুণীদের বিপ্লববাদের আদর্শে অনুপ্রাণিত করে।

    ব্যাখ্যা ১ : তিনি দিপালী সংঘের সদস্যা ছিলেন।

    ব্যাখ্যা ২ : চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে সাহায্য করেন।

    ব্যাখ্যা ৩ : পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার আগে বিষ খেয়ে আত্মহত্যা করেন।

    উত্তর : ব্যাখ্যা ৩ : পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার আগে বিষ খেয়ে আত্মহত্যা করেন।

    ২.৫.৬ বিবৃতিঃ বিনয়-বাদল-দীনেশ অলিন্দ যুদ্ধে অংশগ্রহণ করেন।

    ব্যাখ্যা ১ এই যুদ্ধে সন্ডাস সাহেব নিহত হন।

    ব্যাখ্যা ২ এই যুদ্ধে জ্যাকশন সাহেব নিহত হন।

    ব্যাখ্যা ৩ এই যুদ্ধে সিম্পশন সাহেব নিহত হন।

    উত্তরঃ ব্যাখ্যা ৩ এই যুদ্ধে সিম্পশন সাহেব নিহত হন।

    ২.৫.৭ বিবৃতি : সূর্য সেন মাস্টারদা নামে পরিচিত ছিলেন।

    ব্যাখ্যা ১ : সূর্যসেন জাতীয় বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।

    ব্যাখ্যা ২ : সূর্য সেন ছিলেন জনপ্রিয় গৃহশিক্ষক।

    ব্যাখ্যা ৩ : তার ডাকনাম ছিল লিটিল মাস্টার।

    উত্তর : ব্যাখ্যা ১ : সূর্যসেন জাতীয় বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।

    ২.৫.৮ বিবৃতিঃ সূর্যসেন ফাঁসিতে প্রাণ বিসর্জন দেন।

    ব্যাখ্যা ১ তিনি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে নেতৃত্ব দেন।

    ব্যাখ্যা ২ তিনি অলিন্দ যুদ্ধে অংশ নেন।

    ব্যাখ্যা ৩ তিনি আলিপুর বোমা মামলায় অভিযুক্ত ছিলেন।

    উত্তরঃ ব্যাখ্যা ১ তিনি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে নেতৃত্ব দেন।

    ২.৫.৯ বিবৃতি : গান্ধীজী হরিজন আন্দোলনে সামিল হন।

    ব্যাখ্যা ১ : গান্ধীজী বর্ণবৈষম্য প্রথা দূর করতে চেয়ে ছিলেন।

    ব্যাখ্যা ২ : গান্ধীজী স্বাধীনতা আন্দোলনে হরিজনদের টানতে ছিলেন।

    ব্যাখ্যা ৩ : তিনি হরিজনদের বিদ্রোহের পর থেকে দূরে সরিয়ে রাখতে চেয়েছিলেন।

    ব্যাখ্যা ১ : গান্ধীজী বর্ণবৈষম্য প্রথা দূর করতে চেয়ে ছিলেন।


    বিভাগ গ

    (৩) সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও ঃ

    প্রশ্নঃ বঙ্গভঙ্গ আন্দোলনে সরলাদেবী চৌধুরানির ভূমিকা কীরূপ ছিল?

    উত্তরঃ বঙ্গভঙ্গ আন্দোলনে সরলাদেবী চৌধুরানির ভূমিকা ছিল -

    (১) নিজে এই আন্দোলনে অংশগ্রহণের পাশাপাশি ভারতী পত্রিকায় বিভিন্ন প্রবন্ধ প্রকাশের মাধ্যমে নারীশক্তিকে উজ্জীবিত করতে সচেষ্ট হন।

    (২) বীরাষ্টমী ব্রত, প্রতাপাদিত্য ব্রত, উদয়াদিত্য ব্রত, প্রচলনের মাধ্যমে বাঙালি যুবকদের লাঠিখেলা, কুস্তি, তরবারি খেলা, শরীরচর্চায় উৎসাহ দান করেন।

    প্রশ্নঃ সরোজিনী নাইডু বিখ্যাত কেন?

    উত্তরঃ সরোজিনী নাইডু বিখ্যাত, কারণ -

    (১) বিশ শতকে ভারতে জাতীয় আন্দোলনে অংশগ্রহণকারী অগ্রণী নারী ছিলেন সরোজিনী নাইডু।

    (২) জাতীয় চেতনায় উদ্‌বুদ্ধ হয়ে তিনি মুথুলক্ষ্মী রেড্ডির সঙ্গে ভারতীয় মহিলা সমিতি স্থাপন করেন।

    প্রশ্নঃ গান্ধিজির ডান্ডি অভিযানের ফলাফল কী হয়েছিল?

    উত্তরঃ ১৯৩০ খ্রিঃ ১২শে মার্চ গুজরাটের সবরমতী আশ্রম থেকে গান্ধিজির ডান্ডি অভিযানের সময় অসংখ্য মানুষ গান্ধিজির সহযাত্রী হন এবং গান্ধিজি ডান্ডির সমুদ্রতীরে লবণ তৈরি করে লবণ আইন ভঙ্গ করার পর সারা দেশে লবণ আইন ভঙ্গের ধুম পড়ে যায়। যেখানে লবন তৈরির প্রাকৃতিক সুযোগ ছিল না সেখানে ব্রিটিশ সরকারের অন্য আইন ভঙ্গ করা হয়। এভাবে ডান্ডি অভিযান হয়ে ওঠে ভারতীয় জনগণের ইংরেজদের আইন ও শাসনের বিরোধিতার প্রতীক।

    প্রশ্নঃ  মাতঙ্গিনী হাজরা ইতিহাসে স্মরণীয় কেন?

    উত্তরঃ ভারত ছাড়ো আন্দোলনের সময় তমলুক থানা ও কোর্ট চত্বর দখল অভিযানের ইদ্দেশ্যে শহরের বিভিন্ন প্রান্ত থেকে যে চারটি মিছিল এসেছিল, সেই মিছিলের একটির নেতৃত্বে ছিলেন ৭৩ বছরের বৃদ্ধা মাতঙ্গিনী হাজরা। অভিযানের তিনি কোর্ট চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন, পুলিশের গুলিতে জখম হন ও মারা যান।

    প্রশ্নঃ দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়?

    উত্তরঃ নারী শিক্ষার প্রসারসাধন ও সমাজসেবামূলক কাজের প্রসারসাধন করা। বিপ্লবী আন্দোলনের জন্য নারীদের প্রস্তুত করা। নারীদের লাঠিখেলা, শরীরচর্চা ও অস্ত্র চালানো, অস্ত্রশস্ত্র জোগাড় ও বৈপ্লবিক কর্মকান্ড পরিচালনার শিক্ষা দেওয়া।

    প্রশ্নঃ প্রীতিলতা ওয়াদ্দেদার স্মরণীয় কেন?

    উত্তরঃ দীপালি সংঘের অন্যতম সদস্যা ও বাংলার বিপ্লবী নারী ছিলেন প্রীতিলতা ওয়াদ্দেদার। তিনি চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠনের নায়ক মাস্টারদা সূর্য সেনের সহকারিণী ছিলেন। তাঁর নেতৃত্ব একদল বিপ্লবী চট্টগ্রামের পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করে সফল হলেও তিনি বিষ খেয়ে প্রাণোত্যাগ করে শহিদ হন।

    প্রশ্নঃ বীণা দাস বিখ্যাত কেন?

    উত্তরঃ বীনা দাস ছিলেন একজন বিপ্লবী এবং তাঁর দিদি কল্যানী দাসের প্রতিষ্ঠিত ছাত্রী সংঘের একজন সদস্যা। কলেজ ছাত্রী বীণা দাস কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানের সময় সেনেট হলে গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যার জন্যগুলি করেন কিন্তু জ্যাকসন অল্পের জন্য বেঁচে যান। জ্যাকসনকে হত্যা প্রচেষ্টার অভিযোগে বীণা দাসের নয় বছর সশ্রম কারাদন্ড হলে বীণা দাস বিপ্লবীর মর্যাদা লাভ করেন।

    প্রশ্নঃ ঝাঁসির রানি লক্ষ্মীবাই রেজিমেন্ট কী?

    উত্তরঃ সুভাষচন্দ্র বসু কর্তৃক গঠিত আজাদ হিন্দ ফৌজের নারীবাহিনীর নাম ছিল ঝাঁসির রানি লক্ষ্মীবাই ব্রিগেড। ১৯৪৩ খ্রিঃ প্রতিষ্ঠিত এই বাহিনীতে সমাজের বিভিন্ন স্তরের প্রায় ১৫০০ নারী যোগ দেয়। যুদ্ধের কলাকৌশলে প্রশিক্ষিত এই বাহিনীর নেতৃত্ব দেন লক্ষ্মী স্বামীনাথন।

    প্রশ্নঃ অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন স্থাপিত হয়?

    উত্তরঃ বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনকালে কার্লাইল সার্কুলার, পেডলার সার্কুলার-এর বিরুদ্ধে ছাত্রসমাজে ভীষণ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এরই সূত্র ধরে ১৯০৫ খ্রিঃ ৪ নভেম্বর সিটি কলেজের ছাত্র শতীন্দ্রপ্রসাদ বসু অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠা করেন। এর উদ্দেশ্য ছিল - সরকারি আদেশে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বাহিষ্কৃত ও শাস্তিপ্রাপ্ত ছাত্রদের বিকল্প শিক্ষার ব্যবস্থা করা।

    প্রশ্নঃ ভারত ছাড়ো আন্দোলনে ছাত্ররা কীভাবে অংশগ্রহণ করেছিল?

    উত্তরঃ ভারত ছাড়ো আন্দোলনে ছাত্রদের অংশগ্রহণ পর্যাচোলনা করলে দেখা যায় যে -

    (১) এই আন্দোলনে ছাত্রসমাজ ব্যাপকভাবে অংশগ্রহণ করেছিল, কারণ কংগ্রেসের অনুসন্ধান এক কমিটির রিপোর্ট থেকে জানা যায় যে, এই আন্দোলনে সারা দেশে সব বয়সের এবং সমস্ত শ্রেণির ছাত্ররা অংশগ্রহণ করেছিল।

    (২) এক্ষেত্রে বিহার, উত্তরপ্রদেশ, বাংলা, উড়িষ্যা, মহারাষ্ট্র, দক্ষিণ ভারতের ত্রিবাঙ্কুর ও কোচিনের বিভিন্ন অংশে ছাত্র আন্দোলনের তীব্রতা লক্ষ করা যায়।

    (৩) ছাত্ররা এই আন্দোলনপর্বে খাজনা বন্ধ, রেললাইন উপড়ে ফেলা, এবং পোস্ট অফিস ও রেল স্টেশন ধ্বংস করার কাজে অগ্রণী ভূমিকা নিয়েছিল।

    প্রশ্নঃ ভগৎ সিং বিখ্যাত কেন?

    উত্তরঃ ভগৎ সিং ছিলেন বিংশ শতকের প্রথমার্ধের এক মহান বিপ্লবী এবং হিন্দুস্থান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা। স্যান্ডার্স হত্যা এবং কেন্দ্রীয় আইনসভা কক্ষে বোমা নিক্ষেপ প্রভৃতি জাতীয়তাবাদী ঘটনার সঙ্গে তিনি যুক্ত ছিলেন। তিনি শেষ পর্যন্ত লাহোর ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত হন এবং বিচারে প্রাণদন্ডে দন্ডিত হন।

    প্রশ্নঃ অলিন্দ যুদ্ধ বলতে কী বোঝায়?

    উত্তরঃ ১৯৩০ খ্রিঃ ৮ই ডিসেম্বর বিনয় বসু তাঁর দুই বিপ্লবী বন্ধু বাদল গুপ্ত ও দীনেশ গুপ্তের সঙ্গে কলকাতার রাইটার্স বিল্ডিং-এ প্রবেশ করে কারা বিভাগের ইনস্পেকটর জেনারেলকে হত্যা করেন ও এক ইংরেজ কর্মচারীকে আহত করেন। এই ঘটনার সঙ্গে সঙ্গে ব্রিটিশ পুলিশ তিনজনকে ঘিরে ফেললে রাইটার্স বিল্ডিং-এর বারান্দা বা অলিন্দে অসম যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধ অলিন্দ যুদ্ধ নামে পরিচিত।

    প্রশ্নঃ সূর্য সেন বিখ্যাত কেন?

    উত্তরঃ বাংলার বিপ্লবী আন্দোলনের ক্ষেত্রে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি নামক বিপ্লবী সংস্থার প্রতিষ্ঠাতা ও বিখ্যাত ঘটনা চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নায়ক ছিলেন মাস্টারদা নামে পরিচিত সূর্য সেন। ১৯৩০ খ্রিঃ ১৮ই এপ্রিল চট্টাগ্রাম অস্ত্রাগার লুন্ঠনের পর বিপ্লবীরা চট্টাগ্রাম বিপ্লবী সরকার প্রতিষ্ঠা করেন। ১৯৩৩ খ্রিস্টাব্দে সূর্য সেন ধরা পড়েন এবং বিচারে তাঁর ফাঁসি হয়।

    প্রশ্নঃ রশিদ আলি দিবস কেন পালিত হয়?

    উত্তরঃ ১৯৪৬ খ্রিঃ ১০ই ফেব্রুয়ারি ব্রিটিশ সরকার আজাদ হিন্দ ফৌজের এক সেনা অফিসার ক্যাপ্টেন আব্দুল রশিদের বিচারের ব্যবস্থা করে ও সাতবছর সশ্রম কারাদন্ড দেওয়া হয়। এর প্রতিবাদে পরদিন কলকাতায় ব্যাপক ছাত্র বিক্ষোপ ও ধর্মঘট সংঘটিত হয় এবং প্রকাশ্য সংঘর্ষে ৪৮ জন নিহত ও ৩০০-র বেশি ছাত্র আহত হয়। এই ঘটনার প্রতিবাদে ১২ ফেব্রুয়ারি কলকাতায় সর্বাত্মক বনধ পালিত হয়, যা রশিদ আলি দিবস নামে পরিচিত।

    প্রশ্নঃ দলিত নামে কারা পরিচিত?

    উত্তরঃ ভারতে বর্ণব্যবস্থাযুক্ত সমাজব্যবস্থায় উচ্চবর্ণের দ্বারা শোষিত ও অত্যাচারিত নিম্নবর্ণের হিন্দু বা অস্পৃশ্যরা ঔপনিবেশিক শাসনকালে দলিত নামে পরিচিতি লাভ করে। অর্থনৈতিক, সামাজিক ও ধর্মীয় অধিকার থেকে এরা বঞ্চিত ছিল অর্থাৎ মন্দিরে প্রবেশ, পুকুর বা জলাধার ব্যবহার, বিদ্যালয়ে লেখাপড়া, সামাজিক মেলামেশার ক্ষেত্রে বঞ্চিত ছিল।

    প্রশ্নঃ নমঃশূদ্র নামে কারা পরিচিত?

    উত্তরঃ পূর্ব বাংলার খুলনা, যশোহর, ফরিদপুর ও বরিশালের প্রান্তিক কৃষিজীবী সম্প্রদায় নমঃশূদ্র নামে পরিচিত। সামাজিক দিক থেকে এঁরা ছিল হিন্দুসমাজে অস্পৃশ্য ও অন্ত্যজ। এরূপ সামাজিক বৈষম্য থেকে মুক্তি পেতা তারা যে আন্দোলন গড়ে তোলে তা নমঃশূদ্র আন্দোলন নাম পরিচিত।

    বিভাগ - ঘ

    (৪) বিশ্লেষণধর্মী প্রশ্নগুলির উত্তর দাওঃ

    প্রশ্নঃ স্বদেশী আন্দোলনে সরলা দেবী চৌধুরানীর কি ভূমিকা ছিল?

    উত্তরঃ জোড়োসাঁকো ঠাকুরবাড়ির কন্যা স্বর্ণকুমারী দেবীর কন্যা ছিলেন সরলাদেবী চৌধুরানী। ঠাকুর বাড়ির স্বদেশিকতার আবহাওয়া সরলা দেবীকে প্রভাবিত করে এবং স্বদেশী আন্দোলনের মধ্যে দিয়ে তার জাতীয়তাবাদী আন্দোলনের অভিষেক সম্পন্ন হয়।

    (১) জাতীয়তাবাদী উৎসব উদযাপনঃ সুদূর মহীশূরে শিক্ষক তার কাজ করলেও তিনি ১৯০৩ খ্রিস্টাব্দে কলকাতায় আসেন। বাংলায় যুগ সম্প্রদায়ের মধ্যে দেশপ্রেম, সাহস ও শৌর্য-বীর্য জাগ্রত করার জন্য তিনি 'প্রতাপাদিত্য উৎসব' ও শক্তির আরাধনার জন্য 'বীরাষ্টমী' ব্রতউৎসব উদযাপন করেন।

    (২) স্বদেশী গান রচনাঃ তিনি বহু স্বদেশী গান রচনা করে সর্বসাধারণের জাতীয়তা বোধে অনুপ্রাণিত করেন।

    (৩) ভারতী পত্রিকা সম্পাদনঃ সরলা দেবী দীর্ঘকাল 'ভারতী' পত্রিকার সম্পাদনা করেন এবং এই পত্রিকায় বিভিন্ন প্রবন্ধ প্রকাশ করে নারী জাতিকে উজ্জীবিত করার চেষ্টা করেন। মেয়েদের স্বাস্থ্যচর্চার দিকে নজর রেখে তিনি সগৃহে ব্যয়ামাগার স্থাপন করেন।

    (৪) শরীর চর্চায় উৎসাহ দানঃ তিনি নিজে আসি চালনা, কুস্তি ও শরীরচর্চার প্রতি উৎসাহ দিতেন।

    (৫) লক্ষীর ভান্ডার স্থাপনঃ স্বদেশী পণ্য সাধারন এ মধ্যে চালু করার জন্য 'লক্ষ্মীর ভান্ডার' বা 'স্বদেশী স্টোর্স' স্থাপন করেন। 

    প্রশ্নঃ বাংলার বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা লেখ।

    উত্তরঃ সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীরা তাদের সচেতনতার পরিচয় দিয়েছেন, এই কথা অনস্বীকার্য।

    চরিত্রঃ বিপ্লবী আন্দোলনের নারীদের যোগদানের চরিত্র হলো -

    (১) সহযোগী ভূমিকাঃ ১৯২০ খ্রিস্টাব্দের আগে অনুশীলন সমিতি, যুগান্তর দল, বেঙ্গল ভলেন্টিয়ার্স, চট্টগ্রামে বিপ্লবী সমিতি দলগুলিতে কোন মহিলারাই সদস্য পদ ছিল না। এক্ষেত্রে যে কাজগুলি তারা করতেন সেগুলি হল স্বাধীনভাবে সহযোগীর কাজ।

    (২) বিপ্লবীদের সাহায্য দানঃ গোপন চিঠি বা আগ্নেয়াস্ত্র পৌঁছে দেওয়া, সেগুলিকে সুরক্ষিত রাখা, বিপ্লবীদের আশ্রয় দান করা ইত্যাদি বিভিন্ন আপাত নিরীহ অথচ বিপজ্জনক কাজগুলির সঙ্গে তারা নিজেদের যুক্ত রাখতেন।

    (৩) মধ্যবিত্ত পরিবারঃ এরা প্রায় সকলেই ছিলেন মধ্যবিত্ত পরিবার ভুক্ত, দেশের রাজনীতির সঙ্গে যাদের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল।

    (৪) বিপ্লবী কার্যকলাপঃ কুমিল্লার দুই জন কিশোরী ছাত্রীর শান্তি ঘোষ ও সুনীতি চৌধুরী, কলকাতার ডায়োসেশন কলেজের ছাত্রী বীনা দাস, চট্টগ্রাম খাস্তগীর হাইস্কুলের সাথী কল্পনা দত্ত এবং ঢাকার বেঙ্গল ভলেন্টিয়ার্স এর সদস্য উজ্জ্বলা মজুমদারের নাম বিশেষভাবে স্মরণীয়।

    (৫) প্রীতিলতা ওয়াদ্দেদারঃ বাংলার প্রথম মহিলা শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদার চট্টগ্রামের পাহাড় তলী ইউরোপীয় ক্লাব আক্রমণে নেতৃত্ব দিয়ে অসীম সাহসিকতার পরিচয় দেন এবং প্রাণ বিসর্জন দেন।

    (৬) আজাদ হিন্দ বাহিনীঃ আজাদ বাহিনীর নারী ব্রিগেড এর অসীম সাহসী মহিলা সৈনিকরা চরম প্রতিমূলতার মুখেও কৃতিত্বের পরিচয় দিয়েছেন। বাঙালি মেয়েদের মধ্যে শিপ্রা সেন, রানু ভট্টাচার্য, গাঙ্গুলী এবং এদের অধ্যক্ষ লক্ষী স্বামিনাথণ এর অবদান অবিস্মরণীয়। 

    প্রশ্ন: বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা কি ছিল?

    উত্তর: ভূমিকা: উনিশ শতকের শেষে ছাত্রসমাজ বিবেকানন্দের 'জাতীয়তাবাদী আদর্শ'ও বঙ্কিমচন্দ্রের 'বন্দে মাতরম'মন্ত্র দ্বারা উদবুদ্ধ হয়েছিল এবং বিশ শতকের প্রথমে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছিল।

    ছাত্রদের ভূমিকাঃ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্রদের অংশগ্রহণের বিভিন্ন দিক হলো-

    (১) বয়কট আদর্শ প্রচারঃ বিদেশি দ্রব্য সামগ্রী ও স্কুল কলেজ বর্জন করে বাংলার ছাত্ররা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের অন্যতম আদর্শ 'বয়কট'বা বিদেশি দ্রব্য বর্জনের আদর্শ প্রচার ও প্রসারে এবং জনমত গঠনে বিশেষভাবে সাহায্য করেছিল।

    (২) সভা সমিতিঃ বঙ্গভঙ্গ কালে ছাত্ররা বিভিন্ন সভা সমিতিতে যোগদান করে। এ প্রসঙ্গে ১৯০৫ খ্রিস্টাব্দে ১৭ ও ১৮ জুলাই রিপন কলেজের ছাত্র সমাবেশ এবং ৩১ জুলাই কলকাতার সব কলেজগুলির ছাত্র সমাবেশের কথা বলা যায়।

    (৩) স্বদেশী দ্রব্য বিক্রয়ঃ স্বদেশী আদর্শ প্রচারের পাশাপাশি ছাত্ররা বাংলার বিভিন্ন স্থানে ৭৫টি শাখার মাধ্যমে দেশীয় পণ্যসামগ্রী বিক্রয় করতো এবং স্বদেশী দ্রব্যের দোকানের সামনে পিংকেটিং করত।

    (৪) অ্যান্টি সার্কুলার সোসাইটিঃ বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলন থেকে স্কুল-কলেজের ছাত্রদের দূরে রাখতে কার্লাইল সার্কুলার জারি করা হলে তার প্রতিবাদে বিপ্লবী ছাত্র-শচীন্দ্রপ্রসাদ বসু অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠা করেন, যার প্রধান লক্ষ্য ছিল শাস্তিপ্রাপ্ত ও বহিষ্কৃত ছাত্রদের শিক্ষার ব্যবস্থা করা।

    প্রশ্নঃ বিনয়, বাদল ও দীনেশ স্মরণীয় কেন?

    উত্তরঃ বিংশ শতাব্দীর প্রথমে গান্ধিজির অহিংস অসহযোগ আন্দোলনের পাশাপাশি বাংলার বিপ্লবীরা বিভিন্ন সন্ত্রাসবাদী বিপ্লবী আন্দোলন গড়ে তোলেন যার মধ্যে বিনয়-বাদল-দীনেশের রাইটার্স বিল্ডিং অভিযান ও অলিন্দ যুদ্ধ ছিল অন্যতম।

         ১৯৩০ খ্রিঃ ৮ই ডিসেম্বর বেঙ্গল ভলান্টিয়ার্স দলের সক্রিয় সদস্য বিল্পবী বিনয় বসু, বাদল গুপ্ত ও দীনেশ গুপ্ত কলকাতার রাইটার্স বিল্ডিং-এ প্রবেশ করে কারা বিভাগের ইনস্পেকটর জেনারেল সিম্পসনকে গুলি করে হত্যা করেন এবং তাঁদের আক্রমণে একাধিক উচ্চপদস্থ ইংরেজ কর্মচারী আহত হন। এরপর রাইটার্স বিল্ডিং-এর আলিন্দে লালবাজার থেকে আসা সশস্ত্র পুলিশের বিশাল বাহিনীর সঙ্গে বিপ্লবী বিনয়-বাদল-দীনেশের যুদ্ধ শুরু হয়। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এই যুদ্ধ অলিন্দ যুদ্ধ নামে খ্যাত।

         অলিন্দ যুদ্ধকালে পুলিশ এই তিনজন বিপ্লবীকে ঘিরে ফেললে পালানো অসম্ভব বিবেচনা করে বাদল পটাশিয়াম সায়ানাইড নামে সাংঘাতিক বিষ খেয়ে আত্মহত্যা করেন এবং বিনয় ও দীনেশ পিস্তল দিয়ে নিজেদের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করে কয়েকদিন পর হাসপাতালে বিনয় মারা যান।

         চিকিৎসকদের চেষ্টায় দীনেশ বেঁচে যান এবং আলিপুর জর্জ কোর্টের ইংরেজ বিচারক গার্লিকের আদেশে তাঁর ফাঁসি হয়। দীনেশের ফাঁসির এক বছরের মধ্যে বিপ্লবী কানাইলাল ভট্টাচার্যের গুলিতে আলিপুর কোর্টের মধ্যে বিচারপতি গার্লিক নিহত হন।


    বিভাগ - ঙ

    (৫) ব্যাখ্যা মূলক প্রশ্নগুলির উত্তর দাওঃ

    প্রশ্নঃ বাংলায় নমঃশূদ্র আন্দোলনের উদ্ভব ও বিকাশ ব্যাখ্যা করো।

    উত্তরঃ উনিশ শতকে ভারতে দলিত সম্প্রদায় যে, সামাজিক ও অর্থনৈতিক অধিকার অর্জনের চেষ্টা শুরু করেছিলেন, সেগুলির মধ্যে বাংলার নমঃশূদ্র বা চন্ডাল বা মতুয়া আন্দোলন ছিল উল্লেখযোগ্য।

    আন্দোলনের উদ্ভব

         পূর্ববাংলার খুলনা, যশোহর ফরিদপুর ও বরিশালের নমঃশূদ্র কৃষিজীবীদের এই আন্দোলন গড়ে উঠেছিল ১৮৭০-এর দশকে এবং ভারতের স্বাধীনতার পরেও তা চলেছিল। নমঃশূদ্র আন্দোলনের উদ্ভবের কারণগুলি হল -

    অর্থনৈতিক কারণঃ সমাজের নমঃশূদ্ররা ছিল প্রান্তিক কৃষিজীবী, ভূমিহীন কৃষক ও মজুর। এই পরিস্থিতিতেই নমঃশূদ্ররা অর্থনৈতিক উন্নতির জন্য শিক্ষা ও চাকরির প্রয়োজনীয়তা উপলব্ধি করেছিল।

    সামাজিক বৈষম্যঃ তৎকালীন সমাজে নমঃশূদ্র সম্প্রদায়কে সামাজিক দিক থেকে পতিত ও অচ্ছুত বলে মনে করা হত। তাই নমঃশূদ্ররা সামাজিক এই দূরবস্থার জন্য শেষ পর্যন্ত আন্দোলনের সূচনা হয়।

    ধর্মপ্রচারকের ভূমিকাঃ শ্রীহরিচাঁদ ঠাকুর নমঃশূদ্রদের মধ্যে আত্মমর্যাদা সৃষ্টির জন্য তাঁর শিষ্যদের মতুয়া নামে অভিহিত করেন এবং তিনি ব্রাহ্মণ জমিদার ও পুরোহিত শ্রেণির অবিচার ও শোষণের বিরুদ্ধে সোচ্চর হন।

    অন্য সংগঠন প্রতিষ্ঠাঃ নমঃশূদ্ররা ১৯০৮ খ্রিঃ নিজেদের জন্য পৃথক সংগঠন গড়ে তোলে। সংগঠনের মুখপত্র ছিল পতাকা এবং এই পত্রিকায় নমঃশূদ্র নেতা রায়চরণ বিশ্বাস জাতি ব্যবস্থায় নিজেদের ব্রাহ্মণ গোষ্ঠীভুক্ত বলে দাবি করেন।

    আন্দোলনের বিকাশ

         বিশ শতকে নমঃশূদ্র আন্দোলনের বিকাশের ক্ষেত্রে উল্লেখযোগ্য ঘটনাগুলি হল -

    প্রতিনিধি দল প্রেরণঃ ১৯০৭ খ্রিঃ নমঃশূদ্রদের একটি প্রতিনিধি দল গভর্নরের সঙ্গে দেখা করে তাদের সামাজিক বৈষম্যের হাত থেকে মুক্ত করার দাবি জানায়।

    নমঃশূদ্র নামের স্বীকৃতিঃ গুরুচাঁদ ঠাকুর চন্ডালদের নাম পরিবর্তন করে নমঃশূদ্র রাখার দাবি জানালে ১৯১১ খ্রিঃ জনগণনায় এই দাবি স্বীকৃত হয়।

    সংগঠন স্থাপনঃ ১৯১২ খ্রিঃ প্রতিষ্ঠিত হয় বেঙ্গল নমঃশূদ্র অ্যাসোসিয়েশন এবং প্রতিটি জেলায় এই সংগঠনের শাখা প্রতিষ্ঠার মাধ্যমে নমঃশূদ্র আন্দোলন পুরোপুরি সংগঠিত আকার নেয়।

    সাম্প্রদায়িক প্রতিনিধিত্ব দাবিঃ ১৯১৯ খ্রিঃ মন্টেগু-চেমসফোর্ড সংস্কারে বঙ্গীয় প্রাদেশিক আইনসভায় অনুন্নত শ্রেণির একজন প্রতিনিধি মনোনয়নের নীতি নেওয় হয়।

    প্রশ্নঃ ভারতের বাইরে ভারতীয় বিপ্লবীদের কার্যকলাপ সংক্ষেপে আলোচনা করো।

    উত্তরঃ বিশ শতকের প্রথমার্ধে ভারতের বাইরে আমেরিকা, জার্মানি, ব্রিটেন, ফ্রান্স, জাপান প্রভৃতি দেশে এবং দক্ষিণ-পূর্ব এশীয় অঞ্চলেও ভারতীয় বিপ্লবীদের কার্যকলাপের যথেষ্ট প্রসার ঘটে।

    আমেরিকাঃ বিপ্লবী লালা হরদয়াল ও তাঁর ভাই পরমানন্দ আমেরিকায় গিয়ে ভারতীয় স্বাধীনতা সংঘে যোগ দেন। তরুণদের মধ্যে বিপ্লবের ভাবধারা প্রচারের উদ্দেশ্যে তাঁরা সেখানে গদর নামে একটি পত্রিকা প্রকাশ করেন। এই পত্রিকাকে কেন্দ্র করে তাঁরা ১৯১৩ খ্রিঃ আমেরিকার সানফ্রান্সিসকো শহরে গদর পার্টি প্রতিষ্ঠা করন।

    জার্মানিঃ ভারতীয় বিপ্লবীরা ১৯১৪ খ্রিঃ জার্মানিতে বার্লিন কমিটি নামে একটি গুপ্ত বিপ্লবী দল গড়ে তোলেন। এই কমিটির প্রধান লক্ষ্য ছিল অর্থ সংগ্রহ করে ভারতীয় বিপ্লবীদের সাহায্য করা, অস্ত্র সরবরাহ করা, বিপ্লবী পরিকল্পনা প্রদান করে ভারতে বিপ্লবী কার্যকলাপে গতি আনা প্রভৃতি।

    বিটেনঃ শ্যামজি কৃষ্ণবর্মার সহকারী জনৈক পারসি মহিলা ভিকাজি রুস্তমজি কামা ব্রিটেনে ফ্রি ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেন। তিনি ভারতীয় বিপ্লববাদের জননী।

    ফ্রান্সঃ শ্যামজি কৃষ্ণবর্মা, মাদাম কামা-সহ কয়েকজন বিপ্লবী ফ্রান্সে গিয়ে ভারতীয় বিপ্লবীদের সংঘবদ্ধ করতে থাকেন। প্যারিস হয়ে ওঠে প্রবসী ভারতীয় বিপ্লবীদের গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানে বিপ্লবীরা বোমা তৈরির কৌশল শেখে।

    জাপানঃ জাপানের ভারতীয় বিপ্লবীদের কর্ম তৎপরতা যথেষ্ট বৃদ্ধি পায়। বিপ্লবী রাসবিহারী বসু কর্তৃক ভারতে সামরিক অভ্যুথান ঘটানোর পরিকল্পনা ফাঁস হয়ে গেলে তাঁর খোঁজে ভারতে প্রচন্ড তল্লাশি শুরু হয়। ফলে তিনি পি এন ঠাকুর ছদ্মনামে জাপানে পালিয়ে যান। সেখানে টোকিও শহরে তিনি একটি বিপ্লবী দল গঠন করেন। কংগ্রেস নেতা লালা লাজপৎ রায়-ও প্রথম বিশ্বযুদ্ধের সময় জাপানে গিয়ে ব্রিটিশ-বিরোধী প্রচার চালান।

    রাশিয়াঃ রাশিয়ার ১৯১৭ খ্রিঃ বলশেভিক বিপ্লবের জয় হলে ভারতীয় বিপ্লবীরা সেখানকার বিপ্লবী নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ গড়ে তোলেন। বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় এই বিষয়ে প্রথম উদ্যোগ নেন বিপ্লবী মানবেন্দ্রনাথ রায়। তিনি কমিউনিস্ট আন্তর্জাতিক-এর সঙ্গে যুক্ত হয়ে ভারতের বৈপ্লবিক কর্মকান্ডের প্রতি রাশিয়ার সমর্থন আদায় করেন।

         ভারতের অভ্যন্তরে তীব্র দমনপীড়নের ফলে বিপ্লবী কার্যকলাপ বাধাপ্রাপ্ত হলেও ভারতের বাইরে সেই কার্যকলাপ পরিপূরক হিসেবে কাজ করেছিল। ফলে ভারতের ব্রিটিশ-বিরোধী বৈপ্লবিক কর্মকাণ্ডের ধারাবাহিকতা রক্ষা করা এবং আন্দোলনের গতিবৃদ্ধি সম্ভব হয়েছিল।

    Madhyamik history suggestion

         মাধ্যমিক সাজেশন 2024 pdf. মাধ্যমিক ভূগোল সাজেশন 2024 PDF. মাধ্যমিক সাজেশন 2024 বাংলা. 2024 সালের মাধ্যমিক সাজেশন. Class 12 History Suggestion 2024 PDF. মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন 2024. উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন 2024. মাধ্যমিক ইতিহাস সাজেশন 2024.


    দশম শ্রেণির ইতিহাস সপ্তম অধ্যায় প্রশ্ন উত্তর

         দশম শ্রেণির ইতিহাস ষষ্ঠ অধ্যায় বড় প্রশ্ন উত্তর. বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন. দশম শ্রেণির ইতিহাস অষ্টম অধ্যায় প্রশ্ন উত্তর. নবম শ্রেণির ইতিহাস সপ্তম অধ্যায়. মাধ্যমিক ইতিহাস ষষ্ঠ অধ্যায় 2 নম্বরের প্রশ্ন. অষ্টম শ্রেণীর ইতিহাস সপ্তম অধ্যায় প্রশ্ন উত্তর. দশম শ্রেণির ইতিহাস তৃতীয় অধ্যায় mcq. দশম শ্রেণির ইতিহাস কোশ্চেন.


    Madhyamik Suggestion 2024

         মাধ্যমিক সাজেশন 2024 ইতিহাস pdf. মাধ্যমিক জীববিজ্ঞান সাজেশন 2024 chapter 4. মাধ্যমিক ইতিহাস সাজেশন 2024. 2024 সালের মাধ্যমিক সাজেশন. মাধ্যমিক ইতিহাস বড় প্রশ্ন উত্তর 2024. মাধ্যমিক ইতিহাস mcq. দশম শ্রেণির ইতিহাস ষষ্ঠ অধ্যায় বড় প্রশ্ন উত্তর. মাধ্যমিক প্রশ্ন উত্তর. দশম শ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায় বড় প্রশ্ন উত্তর. দশম শ্রেণির ইতিহাস পঞ্চম অধ্যায় প্রশ্ন উত্তর. মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায় 2 নম্বরের প্রশ্ন. মাধ্যমিক প্রশ্ন উত্তর 2024.


    Madhyamik History Suggestion 2024 PDF Download

         মাধ্যমিক ইতিহাস সাজেশন 2024. Madhyamik History Suggestion 2024. Madhyamik history suggestion. মাধ্যমিক ইতিহাস সাজেশন 2024. Madhyamik History Notes PDF. Madhyamik History. Question and answer PDF 2024. Madhyamik history short question and answer. মাধ্যমিক সাজেশন 2024 pdf.


    ইতিহাস class 10 chapter 7

         ক্লাস 10 ইতিহাস অধ্যায় 7 প্রশ্ন এবং উত্তর. ইতিহাস class 10 chapter 2. ইতিহাসের ধারণা mcq. ইতিহাস class 10 chapter 1. দশম শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায় বড় প্রশ্ন. ক্লাস 10 ইতিহাস অধ্যায় 4 প্রশ্ন এবং উত্তর. ইতিহাস class 10 chapter 3. ইতিহাসের ধারণা কাকে বলে. দশম শ্রেণির ইতিহাস চতুর্থ অধ্যায়.


    WB Madhyamik History Suggestion 2024 Download PDF

         মাধ্যমিক ইতিহাস সাজেশন 2024. Madhyamik History Suggestion 2024. Madhyamik history suggestion. Madhyamik History Notes PDF. মাধ্যমিক ইতিহাস সাজেশন 2024. Madhyamik History Question and answer PDF 2024. Madhyamik history short question and answer. History suggestion 2024 madhyamik.


    বিশ শতকে ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন বৈশিষ্ট্য ও বিশ্লেষণ পঞ্চম অধ্যায় মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৪

          বিশ শতকের ভারতে নারী ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন. বিশ শতকের ভারতে নারী আন্দোলন. দশম শ্রেণির ইতিহাস সপ্তম অধ্যায় প্রশ্ন উত্তর. মাধ্যমিক ইতিহাস সাজেশন 2022. মাধ্যমিক ইতিহাস সাজেশন 2024. দশম শ্রেণির ইতিহাস ষষ্ঠ অধ্যায় বড় প্রশ্ন উত্তর. মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর pdf 2024. মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায় 2 নম্বরের প্রশ্ন.


    West Bengal Madhyamik History Suggestion 2024 Download PDF

         মাধ্যমিক ইতিহাস সাজেশন 2024. Madhyamik History Suggestion 2024. Madhyamik history suggestion. মাধ্যমিক ইতিহাস সাজেশন 2024. Madhyamik History Notes PDF. Madhyamik History Question and answer PDF 2024. Madhyamik history short question and answer. History suggestion 2024 madhyamik.


    West Bengal Madhyamik History Suggestion 2024 Download

         West Bengal Madhyamik Histoty Suggestion 2024 Download prepared as per new syllabus. West Bengal Board of Secondary Education madhyamik 2024 History Important questions and Notes download. মাধ্যমিক ২০২৪ ইতিহাস পরীক্ষার সাজেশন. Last Minutes final History Suggestion for Madhyamik 2024 Exam with sure Common in Examination. WBBSE Madhyamik History Suggestion download. Download Madhyamik History Suggestion pdf. Important question for WBBSE New syllabus Madhyamik History Exam 2024.


    Last Minutes final History Suggestion for Madhyamik 2024

         West Bengal Madhyamik History Suggestion 2024 Download. WBBSE Madhyamik History short question suggestion 2024. মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন. Madhyamik History Suggestion 2024 download. পশ্চিমবঙ্গ মাধ্যমিক ইতিহাস পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন উত্তর ও শেষ মুহূর্তের সাজেশন ডাউনলোড. Madhyamik Question Paper  History. WB Madhyamik 2024 History suggestion and important questions. Madhyamik Suggestion 2024 pdf.

    একটি মন্তব্য পোস্ট করুন

    2 মন্তব্যসমূহ
    * Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

    Top Post Ad

    LightBlog

    Below Post Ad

    LightBlog

    AdsG

    close