Higher Secondary Sanskrit Class 12 ABTA Test Papers 2021-2022 Page 313 MCQ
Type Here to Get Search Results !

Higher Secondary Sanskrit Class 12 ABTA Test Papers 2021-2022 Page 313 MCQ

 ABTA HIGHER SECONDARY TEST PAPERS 2021-2022
SANSKRIT
PAGE - AC-313

Higher Secondary Sanskrit Class 12 ABTA Test Papers 2021-2022


PART - B (MCQ)


১। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো ঃ


গদ্যাংশ (যে কোনো চারটি)


(১) এষ রজস্তোমঃ - 'রজস্তোমঃ' মানে কী? -

(ক) ধোঁয়া

(খ) আগুন

(গ) ধূলিরাশি

(ঘ) ছাই

উত্তরঃ (গ) ধূলিরাশি


(২) স্কন্দরাজ কাকে বলা হয়? -

(ক) গনেশ

(খ) কার্তিক

(গ) শিব

(ঘ) বিষ্ণু

উত্তরঃ (খ) কার্তিক


(৩) 'উটজ' মানে কী? -

(ক) প্রাসাদ

(খ) মন্দির

(গ) কুটির

(ঘ) কোঠাবাড়ি

উত্তরঃ (গ) কুটির


(৪) চৌর্যশাস্ত্র লিখেছেন -

(ক) ব্রহ্মা

(খ) স্কন্দ

(গ) গণেশ

(ঘ) চন্দ্র

উত্তরঃ (খ) স্কন্দ


(৫) বস্তা বা থলের সংস্কৃত শব্দ কী? -

(ক) পর্যাণঃ

(খ) পেটিকা

(গ) গোণীঃ

(ঘ) বস্তম্‌

উত্তরঃ (গ) গোণীঃ


(৬) 'পল্লবা ঘণা' কোণ পদের বিশেষণ -

(ক) শাখাঃ

(খ) লতাঃ

(গ) বৃক্ষঃ

(ঘ) অশ্বাঃ

উত্তরঃ (ক) শাখাঃ


২। গদ্যাংশ (যে কোনো চারটি)


(১) পৃথিবীর কল্পলতা কে? -

(ক) গঙ্গা

(খ) কামধেনু

(গ) ভগীরথ

(ঘ) পারিজাত

উত্তরঃ (ক) গঙ্গা


(২) গঙ্গা কোন গিরিবর থেকে নিঃসৃতা -

(ক) ত্রিকূট

(খ) হিমালয়

(গ) বিন্ধ্য

(ঘ) সহ্যাদ্রি

উত্তরঃ (খ) হিমালয়


(৩) 'স্তোত্র' কথার মানে কী? -

(ক) কবি

(খ) ভক্তি

(গ) স্তব

(ঘ) মন্ত্র

উত্তরঃ (গ) স্তব


(৪) 'শ্রীমদ্ভগবদ্গীতা' কোন গ্রন্থের অংশ? -

(ক) রামায়ণ

(খ) মহাভারত

(গ) গীতা

(ঘ) বেদ

উত্তরঃ (খ) মহাভারত


(৫) গীতার শ্লোকসংখ্যা কত -

(ক) ৭০০

(খ) ৮০০

(গ) ৯০০

(ঘ) ১০০০

উত্তরঃ (ক) ৭০০


(৬) নিষ্কাম কর্মের দ্বারা কে মোক্ষলাভ করেছেন? -

(ক) বেদব্যাস

(খ) রামচন্দ্র

(গ) জনক

(ঘ) শুকদেব

উত্তরঃ (গ) জনক


৩। নাট্যাংশ (যে কোনো চারটি)


(১) 'বাসন্তিক স্বপ্নম্‌' এ রাজার নাম কী? -

(ক) ইন্দুশর্মা

(খ) ইন্দ্রবর্মা

(গ) মকরন্দ

(ঘ) প্রমোদ

উত্তরঃ (খ) ইন্দ্রবর্মা


(২) 'কুহূঃ' শব্দের অর্থ কী? -

(ক) অমাবস্যা

(খ) পূর্ণিমা

(গ) রাত্রি

(ঘ) জ্যোৎস্না

উত্তরঃ (ক) অমাবস্যা


(৩) 'বসামি মদনা ক্রান্তিঃ' - মদন কে? -

(ক) কৃষ্ণ

(খ) কামদেব

(গ) মদন দেব

(ঘ) চন্দ্রদেব

উত্তরঃ (খ) কামদেব


(৪) 'প্রণয়বতি' কাকে বলা হয়েছে? -

(ক) কনকলেখা

(খ) সৌদামিনী

(গ) কৌমুদি

(ঘ) পত্রলেখা

উত্তরঃ (ক) কনকলেখা


(৫) 'বল্লভ' কথার অর্থ কী? -

(ক) পাচক

(খ) স্বামী

(গ) বলবান

(ঘ) প্রিয়

উত্তরঃ (ঘ) প্রিয়


৪। সাহিত্যের ইতিহাস (যে কোনো তিনটি)


(১) 'সরস্বতীর বরপুত্র' বলা হয় -

(ক) ভাসকে

(খ) কালিদাসকে

(গ) শুদ্রককে

(ঘ) শ্রীহর্ষকে

উত্তরঃ (খ) কালিদাসকে


(২) চরকসংহিতার লেখক কে? -

(ক) নাগার্জুন

(খ) সুশ্রুত

(গ) চরক

(ঘ) জীবক

উত্তরঃ (গ) চরক


(৩) আর্যভট্ট কে ছিলেন -

(ক) বিজ্ঞানী

(খ) পুরাবিদ

(গ) জ্যোর্তিবিদ

(ঘ) ভৌগোলিক

উত্তরঃ (গ) জ্যোর্তিবিদ


(৪) নাটকের জন্য কোন বেদ থেকে রস গ্রহণ করা হয়েছে -

(ক) ঋক্‌

(খ) সাম

(গ) যজুঃ

(ঘ) অথর্ব

উত্তরঃ (ঘ) অথর্ব


অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close