ABTA HIGHER SECONDARY TEST PAPERS 2021-2022SANSKRITPAGE - AC-302
PART - B (SAQ)
২। পূর্ণবাক্যে উত্তর দাও ঃ
গদ্যাংশ (যে কোনো তিনটি) ঃ
(১) বনগতা গুহা পাঠ্যাংশ থেকে ঘোড়ার দুটি প্রতিশব্দ লেখো।
উত্তরঃ বনগতা গুহা পাঠ্যাংশ থেকে ঘোড়ার দুটি প্রতিশব্দ হল অশ্ব, তুরঙ্গ।
(২) চোরেরা গুহার দ্বার খোলার জন্য কী বলত?
উত্তরঃ চোরেরা গুহার দ্বার খোলার জন্য যে মন্ত্র বলত সেটি হল - "স্কন্দরাজ নমস্তেহস্তু চৌর্যপাটব দেশিক। দস্যুদেব দ্বারমিদ্য বিবৃতং কৃপয়া কুরু।"
(৩) অলিপর্বা চোরেদের কোথা থেকে লক্ষ্য করেছিল?
উত্তরঃ অলিপর্বা একটি ঘনপাতাযুক্ত গাছের ডাল থেকে চোরেদের লক্ষ্য করেছিল।
(৪) 'ইন্ধনম্' পদটির অর্থ কী?
উত্তরঃ 'ইন্ধনম্' পদটির অর্থ হল জ্বালানির সামগ্রী।
পদ্যাংশ (যে কোনো তিনটি) ঃ
(৫) শংকরাচার্য প্রণীত অপর একটি স্তোত্রগ্রন্থের নাম লেখো।
উত্তরঃ শংকরাচার্য প্রণীত অপর একটি স্তোত্রগ্রন্থের নাম হল "আনন্দ লহরী"।
(৬) গঙ্গাপ্রণামের ফল কী?
উত্তরঃ গঙ্গা প্রণামকারী শোখে পতিত হয় না।
(৭) মিথ্যাচারী কে?
উত্তরঃ যারা কর্মেন্দ্রিয়গুলিকে সংযত রেখে জ্ঞানেন্দ্রিয়ের মাধ্যমে মনে মনে বিষয় ভোগে চিন্তা করে তাদেরকেই মিথ্যাচারী বলা হয়।
(৮) কিভাবে কর্ম করলে মোক্ষ লাভ হয়?
উত্তরঃ শ্রদ্ধাবান ও অসূয়াশূন্য হয়ে নিষ্কাম কর্ম করলে মোক্ষ লাভ হয়।
নাট্যাংশ (যে কোনো তিনটি) ঃ
(৯) রাজা চাঁদকে অতিনির্ঘৃণ বলেছেন কেন?
উত্তরঃ রাজা চাঁদকে অতি নিষ্টুর বলেছেন কারণ চাঁদ খুব ধীরে ধীরে ক্ষীণ হচ্ছে, অর্থাৎ তাঁর বিয়েতে দেরী হচ্ছে।
(১০) 'বাসন্তিক' শব্দের ব্যুৎপত্তি লেখো।
উত্তরঃ বসন্ত + ইঞ্
(১১) সম্প্রতি সাধয়ামঃ - উক্তিটি কার?
উত্তরঃ উক্তিটি রাজা ইন্দ্রবর্মার
(১২) মঞ্চে অনুপস্থিত দুটি চরিত্রের নাম লেখো।
উত্তরঃ মঞ্চে অনুপস্থিত দুটি চরিত্রের নাম হল - বসন্ত ও মকরন্দ।
সাহিত্যের ইতিহাস (যে কোনো দুটি) ঃ
(১৩) বরাহমিহির রচিত প্রসিদ্ধ গ্রন্থটির নাম লেখো।
উত্তরঃ বরাহমিহির রচিত প্রসিদ্ধ গ্রন্থটির নাম হল "পঞ্চসিদ্ধান্তিকা"।
(১৪) মূল সুশ্রুতসঙ্ঘিতা গ্রন্থটির রচয়িতা কে?
উত্তরঃ মূল সুশ্রুতসঙ্ঘিতা গ্রন্থটির রচয়িতা হলেন অগ্নিবেশ।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ