ABTA HIGHER SECONDARY TEST PAPERS 2021-2022SANSKRITPAGE - AC-302
PART - B
১। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো ঃ
গদ্যাংশ
(১) অলিপর্বার গাধার সংখ্যা ছিল -
(ক) ২
(খ) ৩
(গ) ৪
(ঘ) ৫
উত্তরঃ (খ) ৩
(২) চৌর্যশাস্ত্রের রচয়িতা কে? -
(ক) গনেশ
(খ) কার্ত্তিক
(গ) ব্রহ্মা
(ঘ) বিষ্ণু
উত্তরঃ (খ) কার্ত্তিক
(৩) 'বিংশতিদ্বয়ম্' পদের অর্থ হল -
(ক) ২০
(খ) ২২
(গ) ৪০
(ঘ) ৪২
উত্তরঃ (গ) ৪০
(৪) অলিপর্বা নগরে ফিরে গিয়েছিল -
(ক) গাধায় চড়ে
(খ) ঘোড়ায় চড়ে
(গ) পায়ে হেঁটে
(ঘ) রথে চড়ে
উত্তরঃ (গ) পায়ে হেঁটে
পদ্যাংশ
(৫) শংকরাচার্য গঙ্গাস্তোত্রম্ রচনা করেন -
(ক) হিমালয়
(খ) কাশীতে
(গ) বদ্রীধামে
(ঘ) কালাডিতে
উত্তরঃ (খ) কাশীতে
(৬) গঙ্গার পুত্রের নাম -
(ক) ভগীরথ
(খ) দশরথ
(গ) অর্জুন
(ঘ) ভীষ্ম
উত্তরঃ (ঘ) ভীষ্ম
(৭) কর্মযোগ - এর কয়টি শ্লোক তোমার পাঠ্য -
(ক) ৯
(খ) ১০
(গ) ১১
(ঘ) ১২
উত্তরঃ (গ) ১১
(৮) জ্ঞানেন্দ্রিয়ের অন্তর্গত হলো -
(ক) হাত ও পা
(খ) পা ও চোখ
(গ) চোখ ও নাক
(ঘ) নাক ও হাত
উত্তরঃ (গ) চোখ ও নাক
নাট্যাংশ
(৯) কৃষ্ণমাচার্যের জন্মস্থল হল -
(ক) পূর্বভারত
(খ) পশ্চিম ভারত
(গ) উত্তর ভারত
(ঘ) দক্ষিন ভারত
উত্তরঃ (ঘ) দক্ষিন ভারত
(১০) বাসন্তিকস্বপ্নম্ নাটকটি প্রথম প্রকাশিত হয় -
(ক) ১৮৯০ খ্রীঃ
(খ) ১৮৯১ খ্রীঃ
(গ) ১৮৯২ খ্রীঃ
(ঘ) ১৮৯৩ খ্রীঃ
উত্তরঃ (গ) ১৮৯২ খ্রীঃ
(১১) মূল নাটকের হেলেনা হল -
(ক) সৌদামিনী
(খ) কণকলেখা
(গ) প্রমোদ
(ঘ) কৌমুদী
উত্তরঃ (ক) সৌদামিনী
(১২) 'দর্শম্' পদটির অর্থ হল -
(ক) সৌদামিনী
(খ) কণকলেখা
(গ) অমাবস্যা
(ঘ) পূর্ণিমা
উত্তরঃ (গ) অমাবস্যা
সাহিত্যের ইতিহাস
(১৩) 'মেঘদূতম' গ্রন্থটি হলো -
(ক) মহাকাব্য
(খ) চম্পূকাব্য
(গ) নাট্যশাস্ত্র
(ঘ) নীতিকাব্য
উত্তরঃ উপরের কোনোটিই নয় (গীতিকাব্য)
(১৪) চরকসংহিতা ভাষ্য রচনা করেন -
(ক) পাণিনি
(খ) কাত্যায়ন
(গ) চক্রপণি
(ঘ) বিশ্বামিত্র
উত্তরঃ (গ) চক্রপণি
(১৫) আর্যভট্ট ছিলেন -
(ক) ভূতত্ববিদ
(খ) জ্যোতির্বিদ
(গ) নৈয়ানিক
(ঘ) ঐতিহাসিক
উত্তরঃ (খ) জ্যোতির্বিদ
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ