Higher Secondary History Class 12 ABTA Test Papers 2021-2022 Page 19 SAQ
Type Here to Get Search Results !

Higher Secondary History Class 12 ABTA Test Papers 2021-2022 Page 19 SAQ

 ABTA HIGHER SECONDARY TEST PAPERS 2021-2022
HISTORY
PAGE - AC-19(SAQ)


PART - B (SAQ) 


২. নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়):


১. এলাহাবাদের প্রথম চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?

উত্তর: এলাহাবাদের প্রথম চুক্তি ১৭৬৫ খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং অযোধ্যার নবাব সুজা উদদৌলার মধ্যে স্বাক্ষরিত হয়।

অথবা, 

ভারতীয় উপনিবেশিক ইতিহাসে ১৭০৭ খ্রিষ্টাব্দে বিপ্লব ঘটনাটি কি ছিল?

উত্তর: ১৭০৭ খ্রিষ্টাব্দে সম্রাট ঔরঙ্গজেবের মৃত্যুর পর থেকে ভারতের মুঘল সাম্রাজ্যের অবক্ষয়ের ঘটতে থাকে এর ফলে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আঞ্চলিক শক্তি মুঘল সম্রাটের নাম মাত্র আনুগত্য  জানিয়ে স্বাধীনভাবে বা প্রায় স্বাধীনভাবে রাজত্ব করতে থাকে।


২. ১৭৮২ সলবাই সন্ধি গুরুত্ব কি?

উত্তর: হেস্টিংসের মারাঠা নীতি ফলপ্রসু হয়নি। বড় ইংরেজদের যথেষ্ট আর্থিক ক্ষতি হয়। সলবাইয়ের সন্ধির ফলে পরবর্তী ২০ বছর ইংরেজ ও মারাঠাদের মধ্যে কোনো সংঘর্ষ হয়নি। এই সুযোগে ইংরেজরা ভারতের অন্যান্য শক্তিকে পরাস্ত করতে পেরেছিল।


৩. কোন আইনের মাধ্যমে ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে?

উত্তর: ১৮৫৮ সালের ভারত শাসন আইন অনুযায়ী ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে।


৪. ভারতবর্ষের কোন গভর্নর জেনারেল আমলাতন্ত্রের প্রবর্তন করেন?

উত্তর: ভারতবর্ষের গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস আমলাতন্ত্রের প্রবর্তন করেন।


৫.রায়তওয়ারি ভূমি বন্দোবস্ত ভারতের কোন অংশে প্রবর্তিত হয়?

উত্তর: ভারতের দক্ষিণের (মাদ্রাজ প্রেসিডেন্সি কিছু অঞ্চল বাদে) ও দক্ষিণ-পশ্চিম অঞ্চলে রায়তওয়ারি বন্দোবস্ত প্রবর্তিত হয়।


৬. ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তারের ক্ষেত্রে পাশ্চাত্যবাদীরদের যুক্তি কি ছিল?

উত্তর: এদেশে কোম্পানির কাজ কর্ম বৃদ্ধি পাওয়ায় প্রচুর পরিমাণে স্বল্প বেতনে ইংরেজি শিক্ষিত কর্মচারীর প্রয়োজন হয়। ওজনের পরাধীন ভারতের বিদেশি প্রশাসকরা ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের আগ্রহী ছিল।


৭. নব্যবঙ্গ গোষ্ঠী তরুণ সদস্যদের যুক্তিবাদী চিন্তাভাবনার দার্শনিক ভিত্তির  উৎস কী?

উত্তর: নব্যবঙ্গ গোষ্ঠীর সদস্যদের যুক্তিবাদী চিন্তাধারার দার্শনিক ভিত্তি হলো পাশ্চাত্য শিক্ষার সংস্পর্শ এবং রুশো, মিল, পেইন, ভলতেয়ার প্রমূখ দার্শনিক রচনা পাঠ করেন।


৮. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নারী শিক্ষার ওপর কেন গুরুত্ব দিয়েছিলেন?

উত্তর: বিদ্যাসাগর উপলব্ধি করেন যে নারী সমাজের মুক্তির জন্য তাদের শিক্ষার অত্যন্ত প্রয়োজন। এজন্য তিনি নারী শিক্ষার প্রসারে সংক্রিয় উদ্যোগ নেয়।


৯. স্বামী দয়ানন্দ শুদ্ধি আন্দোলন বলতে কি বুঝিয়েছেন?

উত্তর: পাশ্চাত্য শিক্ষার প্রভাবে ঊনবিংশ শতক জুড়ে হিন্দু সমাজে ব্যাপক ভাঙ্গন দেখা দেয়। এই অবস্থা থেকে হিন্দু সমাজকে বাঁচাতে স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। এই সংগঠনের মাধ্যমে ও হিন্দু ও ধর্মান্তরিত হিন্দুকে হিন্দু ধর্মে ফিরিয়ে আনার জন্য যে আন্দোলন শুরু করেন তার শুদ্ধি আন্দোলন নামে পরিচিত।


১০. দক্ষিণ ভারতের বিদ্যাসাগর কাকে বলা হয়?

উত্তর: দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয় বিরসালিঙ্গম পান্তুলুকে।

অথবা, 

১৯১২ খ্রিস্টাব্দে চীন রাষ্ট্রপতি সান ইয়াৎ সেন কেন রাষ্ট্রপতির পদ থেকে সরে যান?

উত্তর: চিনে ১৯১১ খ্রিষ্টাব্দে বিপ্লব সংঘটিত হওয়ার পর রাষ্ট্রপতি সান ইয়াৎ সেন দেশে গৃহযুদ্ধ এড়াতে ১৯১২ খ্রিস্টাব্দে (১৪ ফেব্রুয়ারি) সমরনায়ক ইউয়ান-সি-কাই এর সমর্থনে ক্ষেত্রে রাষ্ট্রপতি পদত্যাগ করে।


১১. ঔপনিবেশিক ভারতবর্ষে ১৮৫৮ খ্রিস্টাব্দের পর থেকে পরোক্ষভাবে ভারতের শাসন পরিচালনা করেন কে?

উত্তর: উপনিবেশিক ভারতবর্ষে ১৮৫৮ খ্রিস্টানদের পর থেকে পরোক্ষভাবে ভারতের শাসন পরিচালনা করেন ভাইসরয়।

অথবা, 

উপনিবেশিক ভারতের ভাইসরয় কাকে বলা হয়?

উত্তর: ঐতিহাসিক ভারতবর্ষে যিনি রাজা প্রতিনিধিত্ব করেন তাকে ভাইসরয় বলা হয়। লর্ড ক্যানিং ভারতের প্রথম ভাইসরয় ছিলেন। ১৮৫৮ খ্রিস্টাব্দে ভারত শাসন আইন দ্বারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটায়, ভারতের শাসনভার সরাসরি ব্রিটিশ রাজতন্ত্রের উপর অর্পিত হয়। এইজন্য ভারতের ব্রিটিশ গভর্নর জেনারেল 'ভাইসরয়' অর্থাৎ রাজপ্রতিনিধি রূপে অভিহিত হন।


১২. রাওলাট আইন (১৯১৯ খ্রিষ্টাব্দ) কি?

উত্তর: রাওলাট কমিশন বা সিডিশন কমিশন এর ভিত্তিতে ১৯১৯ খ্রিষ্টাব্দে ফেব্রুয়ারি মাসে ভারতের কেন্দ্রীয় আইনসভায় এক দমনমূলক বিল উত্থাপিত হয় এবং ভারতীয় সদস্যদের প্রতিবাদ সম্পূর্ণ উপেক্ষা করে ১৮ মার্চ বিলটি আইনে পরিণত হয়। রাওলাট আইন নামে পরিচিত।


১৩. ভারতীয় স্বাধীনতা সংগ্রামে মিরাট ষড়যন্ত্র মামলা ১৯২৯ সাদের বিরুদ্ধে আনা হয়েছিল?

উত্তর: ভারতীয় স্বাধীনতা সংগ্রামে মিরাট ষড়যন্ত্র মামলা (১৯২৯ খ্রিস্টাব্দ) ৩৩ জন কমিউনিস্ট নেতার বিরুদ্ধে আনা হয়েছিল।


১৪. সিমলা ডেপুটেশন এর গুরুত্ব কি?

উত্তর: ভারতে মুসলমানদের রাজনৈতিক অগ্রগতির ইতিহাসে সিমলা ডেপুটেশন এর গুরুত্ব অপরিসীম। চেটেপুটে সাপ এর মাধ্যমে মুসলিম সম্প্রদায় তাদের স্বতন্ত্র অধিকার ও স্বার্থের কথা সরকারের কাছে তুলে ধরেন।

অথবা, 

ভাইকম সত্যাগ্রহ আন্দোলন ভুল কেন হয়েছিল?

উত্তর: বিংশ শতকের শুরুতে ও দক্ষিণ ভারতের ভাইকে বর্ণহিন্দুদের একটি মন্দিরের নিকটবর্তী রাস্তা দিয়ে নিম্নবর্গের মানুষের চলাচল নিষিদ্ধ ছিল। নিম্নবর্গের মানুষের জন্য এই রাস্তা খুলে দেওয়ার উদ্দেশ্যে ভাইকম সত্যাগ্রহ হয়েছিল।


১৫. ভিয়েতনামে ইন্দোচায়না কমিউনিস্ট পার্টি (১৯৩০ খ্রিষ্টাব্দ) কে প্রতিষ্ঠা করেন?

উত্তর: ভিয়েতনামে ইন্দোচায়না কমিউনিস্ট পার্টি (১৯৩০ খ্রিষ্টাব্দ) হো-চি-মিন প্রতিষ্ঠা করেন।

অথবা, 

আজাদ হিন্দ ফৌজ গড়ে পলার খেয়েছে নেতাজিকে কোন বিদেশী রাষ্ট্রপতি ও ভাবে সাহায্য করেছিল?

উত্তর: আজাদ হিন্দ ফৌজ গড়ে তোলার ক্ষেত্রে নেতাজিকে জাপান এবং সিঙ্গাপুর, এই দুই বিদেশি রাষ্ট্র সক্রিয় ভাবে সাহায্য করেছিল।


১৬. 'এশিয়াবাসীদের জন্য এশিয়া' এই ঘোষণা কে করেছিলেন?

উত্তর: 'এশিয়াবাসীদের জন্য এশিয়া' এই ঘোষণা জাপান করেছিল।

অথবা, 

সি আর ফর্মূলা বলতে কী বোঝায়?

উত্তর: ১৯৪২ খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলনের সময় ও মুসলিম লিগের অনড় দাবি ছিল পৃথক পাকিস্তান রাষ্ট্রের গঠন। এই লক্ষ্যের বাস্তবায়নেই তাদের যাবতীয় রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়। এই অবস্থায় স্বাধীন ভারত কে দ্বিখণ্ডিত না করে, অথচ জিন্নার দাবির কিছু অংশ বাস্তবায়িত করে গান্ধী অনুগামী মাদ্রাজের চক্রবর্তী রাজা গোপালাচারী সমাধানসূত্র প্রকাশ করে (মার্চ, ১৯৪৪ খ্রিষ্টাব্দ)। তার এই সমাধান সূত্র 'রাজাজি সূত্র' বা সি. আর. ফর্মুলা নামে পরিচিত। 


অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close