ABTA HIGHER SECONDARY TEST PAPERS 2021-2022SANSKRITPAGE - AC-313
PART - B (SAQ)
২। নিম্নলিখিত প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও ঃ
গদ্যাংশ (যে কোনো তিনটি)
(১) 'বনগতাগুহা' পাঠ্যাংশের উৎস কী?
উত্তরঃ বিংশ শতাব্দীর সংস্কৃত পন্ডিত শ্রী গোবিন্দকৃষ্ণ মোদক বিরচিত 'চোরচত্বারিংশী কথা' গ্রন্থের প্রথম ভাগ 'বনগতা গুহা' থেকে নেওয়া হয়েছে।
(২) গুহার দরজা বন্ধ করার মন্ত্রটি কী?
উত্তরঃ গুহার দরজা বন্ধ করার মন্ত্রটি - "স্কন্দরাজ নমস্তেহস্তু চৌর্য পাটবদেশিক। দস্যুদের দ্বারমিদ্যং সংস্কৃতং কৃপয়া কুরু।
(৩) নিঃস্ত্রীক শব্দের অর্থ কী?
উত্তরঃ নিঃস্ত্রীক শব্দের অর্থ হল সৌন্দর্যহীন।
(৪) চোরদের আনা বস্তুগুলি কীসে ভরতি ছিল?
উত্তরঃ চোরেদের আনা বস্তুগুলি সোনা ও রূপোয় ভরতি ছিল/
(৫) রাজপুরুষাঃ পদের সমাস কী?
উত্তরঃ রাজ্ঞঃ পুরুষাঃ (ষষ্ঠী তৎপুরুষ সমাস)
পদ্যাংশ
(১) শঙ্করমৌলি পদে মৌল কথার অর্থ কী?
উত্তরঃ মস্তক
(২) পুরাম মতে গজ্জার উৎপত্তি কথা থেকে?
উত্তরঃ পুরান মতে গজ্জা শ্রীহরির পাদপদ্ম থেকে নির্গত হয়েছিল।
(৩) দেবী গজ্জার চরন কার মুকুটকে রঞ্জিত করে?
উত্তরঃ দেবরাজ ইন্দ্রের
(৪) শ্রীকৃষ্ণ অর্জুনকে কীভাবে কর্ম করতে বলেছিল?
উত্তরঃ নিষ্কাম কর্ম করতে বলেছিলেন।
(৫) গীতা কীসের শিক্ষা দেয়?
উত্তরঃ গীতা নিষ্কাম কর্মের শিক্ষা দেয়।
নাট্যাংশ
(১) বাসন্তিকস্বপ্নম পদটর অর্থ কী?
উত্তরঃ বসন্তকালীন স্বপ্ন
(২) দর্শ শব্দের বিপরীতার্থক শব্দটি লেখো।
উত্তরঃ পূর্ণিমা
(৩) রাজা ইন্দ্রবর্মা চন্দ্রকে অতি নির্ঘৃণঃ বলেছেন কেন?
উত্তরঃ রাজা চাঁদকে অতি নিষ্ঠুর বলেছেন কারণ চাঁদ খুব ধীরে ধীরে ক্ষীণ হচ্ছে, অর্থাৎ তার বিয়েতে দেরি হচ্ছে।
(৪) কন্যার প্রতি ইন্দুশর্মার কী নির্দেশ ছিল?
উত্তরঃ তাঁর পছন্দের পাত্র মকরন্দকেই বিবাহ করতে হবে এটাই ছিল কন্যার প্রতি পিতা ইন্দুওশর্মার নির্দেশ।
(৫) প্রমোদ কে ছিলেন?
উত্তরঃ প্রমোদ ছিলেন রাজা ইন্দ্রবর্মার পরিচারক।
সাহিত্যের ইতিহাস
(১) একটি সংস্কৃত বিয়োগান্তক নাটকের নাম লেখো।
উত্তরঃ ঊরুভঙ্গ
(২) শূদ্রক রচিত প্রকরন জাতীয় দৃশ্যকাব্যটির নাম কী?
উত্তরঃ মৃচ্ছকটিকম্
(৩) সৌর সিদ্ধান্তর রচয়িতা কে?
উত্তরঃ আর্যভট্ট
(৪) আয়ুর্বেদের বৃদ্ধত্রয়ী কারা?
উত্তরঃ আয়ুর্বেদের বৃদ্ধত্রয়ী হলেন - চরক, সুশ্রুত ও বাণভট্ট।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ