ABTA HIGHER SECONDARY TEST PAPERS 2021-2022POLITICAL SCIENCEPAGE - AC-29
PART - B
১। প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে ডানদিকে প্রদত্ত বাক্সে লেখো ঃ
(১) 'জাতীয় স্বার্থ হল পররাষ্ট্র নীতির মূল ধারণা' - এ কথা বলেছেন -
(ক) ই এইচ কার
(খ) ডেভিড হিউম
(গ) মরগেন থাউ
(ঘ) যোসেফ ফ্রাঙ্কেল
উত্তরঃ (ঘ) যোসেফ ফ্রাঙ্কেল
(২) বিশ্ব বাণিজ্য সংস্থা গঠিত হয় -
(ক) ১৯৯১ সালে
(খ) ১৯৯৪ সালে
(গ) ১৯৯৫ সালে
(ঘ) ১৯৯৬ সালে
উত্তরঃ (গ) ১৯৯৫ সালে
(৩) উদারনীতিবাদের মূল কথা -
(ক) ব্যক্তি স্বাধীনতার বিকাশ
(খ) রাষ্ট্রীয় স্বাধাআনতার বিকাশ
(গ) সামাজিক স্বাধীনতার বিকাশ
(ঘ) প্রতিষ্ঠানের স্বাধীনতার বিকাশ
উত্তরঃ (ক) ব্যক্তি স্বাধীনতার বিকাশ
(৪) কমিউনিস্ট ম্যানিফেস্টো রচিত হয় -
(ক) ১৯৪৮ সালে
(খ) ১৮৪৮ সালে
(গ) ১৮৫৮ সালে
(ঘ) ১৮৫৯ সালে
উত্তরঃ (খ) ১৮৪৮ সালে
(৫) ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মুখ্য প্রবক্তা হলেন -
(ক) ব্ল্যাকস্টোন
(খ) মন্তেস্কু
(গ) বার্কার
(ঘ) ডাইসি
উত্তরঃ (খ) মন্তেস্কু
(৬) মার্কিন যুক্তরাষ্ট্রের আইন সভার উচ্চকক্ষের নাম -
(ক) লোকসভা
(খ) রাজ্যসভা
(গ) জন প্রতিনিধি সভা
(ঘ) সিনেট
উত্তরঃ (ঘ) সিনেট
(৭) দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভার সমর্থন হলেন -
(ক) জে এস মিল
(খ) হেগেল
(গ) বার্কার
(ঘ) ফাইনার
উত্তরঃ (ক) জে এস মিল
(৮) পশ্চিমবঙ্গের আইন সভা -
(ক) এক কক্ষবিশিষ্ট
(খ) দ্বি-কক্ষবিশিষ্ট
(গ) বহু কক্ষবিশিষ্ট
(ঘ) কোনটিই নয়
উত্তরঃ (ক) এক কক্ষবিশিষ্ট
(৯) রাজ্য সভায় সভাপতিত্ব করেন -
(ক) রাষ্ট্রপতি
(খ) প্রধানমন্ত্রী
(গ) উপরাষ্ট্রপতি
(ঘ) স্পীকার
উত্তরঃ (গ) উপরাষ্ট্রপতি
(১০) ভারতের শাসন বিভাগের প্রকৃত প্রধান হলেন -
(ক) অ্যাটর্নি জেনারেল
(খ) প্রধানমন্ত্রী
(গ) প্রধান বিচারপতি
(ঘ) রাষ্ট্রপতি
উত্তরঃ (খ) প্রধানমন্ত্রী
(১১) রাজ্য বিধান সভা ভেঙে দিতে পারেন -
(ক) রাষ্ট্রপতি
(খ) প্রধানমন্ত্রী
(গ) রাজ্যপাল
(ঘ) মুখ্যমন্ত্রী
উত্তরঃ (গ) রাজ্যপাল
(১২) ভারতের উপরাষ্ট্রপতিকে নির্বাচন করেন সংসদের -
(ক) উচ্চকক্ষ
(খ) নিম্নকক্ষ
(গ) প্রধানমন্ত্রী
(ঘ) উচ্চকক্ষ ও নিম্নকক্ষের সদস্যরা
উত্তরঃ (ঘ) উচ্চকক্ষ ও নিম্নকক্ষের সদস্যরা
(১৩) 'পার্লামেন্ট হল খেলার বিষয়' - বলেছেন -
(ক) বেনিটো মুসোলিনি
(খ) হিটলার
(গ) রবীন্দ্রনাথ ঠাকুর
(ঘ) স্তালিন
উত্তরঃ (ক) বেনিটো মুসোলিনি
(১৪) রাজ্য আইন সভার উচ্চকক্ষ হল -
(ক) বিধানসভা
(খ) বিধান পরিষদ
(গ) লোকসভা
(ঘ) রাজ্যসভা
উত্তরঃ (খ) বিধান পরিষদ
(১৫) 'জিরো আওয়ার'-এর সময় সীমা হল -
(ক) ৩০ মিনিট
(খ) ৬০ মিনিট
(গ) ৯০ মিনিট
(ঘ) ১০০ মিনিট
উত্তরঃ (খ) ৬০ মিনিট
(১৬) বিধান সভার কার্যকালের মেয়াদ -
(ক) ৩ বছর
(খ) ৪ বছর
(গ) ৫ বছর
(ঘ) ৬ বছর
উত্তরঃ (গ) ৫ বছর
(১৭) লোক আদালত প্রথম গঠিত হয়েছিল -
(ক) দিল্লিতে
(খ) জুনাগড়ে (গুজরাট)
(গ) চেন্নাইতে
(ঘ) মুম্বাইতে
উত্তরঃ (খ) জুনাগড়ে (গুজরাট)
(১৮) ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় -
(ক) ১৯৮৫ খ্রীষ্টাব্দে
(খ) ১৯৮৬ খ্রীষ্টাব্দে
(গ) ১৯৮৭ খ্রীষ্টাব্দে
(ঘ) ১৯৮৮ খ্রীষ্টাব্দে
উত্তরঃ (খ) ১৯৮৬ খ্রীষ্টাব্দে
(১৯) হাই কোর্টের বিচারপতিগণ স্বপদে বহাল থাকেন -
(ক) ৬২ বছর বয়স পর্যন্ত
(খ) ৬৭ বছর বয়স পর্যন্ত
(গ) ৭০ বছর বয়স পর্যন্ত
(ঘ) ৬৫ বছর বয়স পর্যন্ত
উত্তরঃ (ক) ৬২ বছর বয়স পর্যন্ত
(২০) হাই কোর্টে রায়ের আপীল করা যায় -
(ক) সুপ্রীম কোর্টে
(খ) জেলায় সর্বোচ্চ আদালতে
(গ) লোক আদালতে
(ঘ) মুন্সেফের আদালতে
উত্তরঃ (ক) সুপ্রীম কোর্টে
(২১) জেলা পরিষদের সদস্যদের কার্যকাল -
(ক) ৪ বছর
(খ) ৫ বছর
(গ) ৬ বছর
(ঘ) ৭ বছর
উত্তরঃ (খ) ৫ বছর
(২২) পঞ্চায়েত ব্যবস্থার দ্বিতীয় স্তর হল -
(ক) গ্রাম পঞ্চায়েত
(খ) পঞ্চায়েত সমিতি
(গ) ন্যায় পঞ্চায়েত
(ঘ) জেলা পরিষদ
উত্তরঃ (খ) পঞ্চায়েত সমিতি
(২৩) পঞ্চায়েত সমিতির কার্যনির্বাহী আধিকারিক হলেন -
(ক) এস ডি ও
(খ) বি ডি ও
(গ) মেয়র
(ঘ) কেউই নন
উত্তরঃ (খ) বি ডি ও
(২৪) বর্তমান কলকাতা পৌরনিগমের কাউন্সিলারের সংখ্যা হল -
(ক) ১৪৩
(খ) ১৪৪
(গ) ১৪১
(ঘ) ১৪২
উত্তরঃ (খ) ১৪৪
অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ