ABTA HIGHER SECONDARY TEST PAPERS 2021-2022POLITICAL SCIENCEPAGE - AC-43
PART - B
১। প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে ডানদিকে নীচে প্রদত্ত বাক্সে লেখো ঃ
(১) পঞ্চায়েত সমিতি হল পঞ্চায়েত রাজ ব্যবস্থার __________ স্তর -
(ক) প্রথম
(খ) দ্বিতীয়
(গ) তৃতীয়
(ঘ) চতুর্থ
উত্তরঃ (খ) দ্বিতীয়
(২) পশ্চিমবঙ্গে প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয় -
(ক) ১৯৭৫ সালে
(খ) ১৯৭৭ সালে
(গ) ১৯৭৮ সালে
(ঘ) ১৯৮০ সালে
উত্তরঃ (গ) ১৯৭৮ সালে
(৩) কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রশাসনিক প্রধান হলেন -
(ক) সপরিষদ মেয়র
(খ) মেয়র
(গ) ডেপুটি মেয়র
(ঘ) মন্ত্রী
উত্তরঃ (খ) মেয়র
(৪) পঞ্চায়েত সমিতির কার্যনির্বাহী আধিকারিক হলনে -
(ক) SDO
(খ) DM
(গ) BDO
(ঘ) সভাধিপতি
উত্তরঃ (গ) BDO
(৫) NATO গঠিত হয় কার উদ্যোগে -
(ক) মার্কিন যুক্তরাষ্ট্র
(খ) সোভিয়েত ইউনিয়ন
(গ) পোল্যান্ড
(ঘ) পোর্তুগাল
উত্তরঃ (ক) মার্কিন যুক্তরাষ্ট্র
(৬) বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল -
(ক) ১৯৪৫ সালে
(খ) ১৯৫০ সালে
(গ) ১৯৫৫ সালে
(ঘ) ১৯৬০ সালে
উত্তরঃ (গ) ১৯৫৫ সালে
(৭) উদারনীতিবাদের উদ্ভব ঘটে যে দেশে -
(ক) ইটালিতে
(খ) গ্রিসে
(গ) ইংল্যান্ডে
(ঘ) ফ্রান্সে
উত্তরঃ (গ) ইংল্যান্ডে
(৮) গান্ধিজির মতে আধুনিক রাষ্ট্রের ভিত্তি হল -
(ক) বল প্রয়োগ
(খ) সত্য
(গ) অহিংসা
(ঘ) অর্থনীতি
উত্তরঃ (ক) বল প্রয়োগ
(৯) ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষের নাম হল -
(ক) লর্ড সভা
(খ) কমন্স সভা
(গ) সেনেট
(ঘ) লোকসভা
উত্তরঃ (খ) কমন্স সভা
(১০) কেন্দ্রীয় মন্ত্রীসভার নেতা হলেন -
(ক) উপরাষ্ট্রপতি
(খ) প্রধানমন্ত্রী
(গ) রাষ্ট্রপতি
(ঘ) স্পিকার
উত্তরঃ (খ) প্রধানমন্ত্রী
(১১) আইন সভার দ্বিতীয় কক্ষ হল স্বাধীনতার একটি অপরিহার্য নিরাপত্তা - উক্তিটি করেছেন -
(ক) অধ্যাপক স্ট্রং
(খ) জন স্টুয়ার্ট মিল
(গ) লর্ড অ্যাকটন
(ঘ) আবেসিঁইয়ে
উত্তরঃ (গ) লর্ড অ্যাকটন
(১২) তত্ত্বগত ভাবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অস্তিত্ব রয়েছে -
(ক) ব্রিটেনে
(খ) ভারতে
(গ) মার্কিন যুক্তরাষ্ট্রে
(ঘ) জাপানে
উত্তরঃ (গ) মার্কিন যুক্তরাষ্ট্রে
(১৩) ভারতের উপরাষ্ট্রপতিকে নির্বাচন করে সংসদের -
(ক) উচ্চকক্ষ
(খ) নিম্নকক্ষ
(গ) প্রধানমন্ত্রী
(ঘ) উচ্চকক্ষ ও নিম্নকক্ষের সদস্যরা
উত্তরঃ (ঘ) উচ্চকক্ষ ও নিম্নকক্ষের সদস্যরা
(১৪) ভারতের অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করেন -
(ক) রাষ্ট্রপতি
(খ) প্রধানমন্ত্রী
(গ) প্রধান বিচারপতি
(ঘ) উপরাষ্ট্রপতি
উত্তরঃ (ক) রাষ্ট্রপতি
(১৫) সংবিধান অনুসারে মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন -
(ক) হাইকোর্টের প্রধান বিচারপতি
(খ) রাজ্যপাল
(গ) প্রধানমন্ত্রী
(ঘ) রাষ্ট্রপতি
উত্তরঃ (খ) রাজ্যপাল
(১৬) ভারতে অদ্যাবধি জাতীয় জরুরি অবস্থা ঘোষিত হয়েছে -
(ক) ৫ বার
(খ) ৪ বার
(গ) ৩ বার
(ঘ) ২ বার
উত্তরঃ (গ) ৩ বার
(১৭) রাজ্য আইন সভার উচ্চকক্ষ হল -
(ক) বিধান সভা
(খ) বিধানপরিষদ
(গ) লোকসভা
(ঘ) রাজ্যসভা
উত্তরঃ (খ) বিধানপরিষদ
(১৮) পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন -
(ক) প্রধানমন্ত্রী
(খ) উপরাষ্ট্রপতি
(গ) স্পিকার
(ঘ) রাজ্যপাল
উত্তরঃ (গ) স্পিকার
(১৯) পশ্চিমবঙ্গের বিধান সভার বর্তমান সদস্য সংখ্যা -
(ক) ২৯২ জন
(খ) ২৯৩ জন
(গ) ২৯৪ জন
(ঘ) ২৯৮ জন
উত্তরঃ (গ) ২৯৪ জন
(২০) রাষ্ট্রপতি কর্তৃক লোকসভায় কত জন সদস্য মনোনীত হন? -
(ক) ২ জন
(খ) ৩ জন
(গ) ৪ জন
(ঘ) ৬ জন
উত্তরঃ (ক) ২ জন
(২১) সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হল -
(ক) ৬৫ বছর
(খ) ৬২ বছর
(গ) ৬০ বছর
(ঘ) ৭০ বছর
উত্তরঃ (ক) ৬৫ বছর
(২২) লোক আদালত প্রথম গঠিত হয়েছিল -
(ক) দিল্লিতে
(খ) জুনাগড়ে (গুজরাট)
(গ) চেন্নাইতে
(ঘ) মুম্বাইতে
উত্তরঃ (খ) জুনাগড়ে (গুজরাট)
(২৩) হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করেন -
(ক) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
(খ) প্রধানমন্ত্রী
(গ) রাষ্ট্রপতি
(ঘ) রাজ্যপাল
উত্তরঃ (গ) রাষ্ট্রপতি
(২৪) ক্রেতাসুরক্ষা আইন তৈরি হয় -
(ক) ১৯৮৫ সালে
(খ) ১৯৮৭ সালে
(গ) ১৯৮৬ সালে
(ঘ) ১৯৮৮ সালে
উত্তরঃ (গ) ১৯৮৬ সালে
অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ