Higher Secondary Geography Class 12 ABTA Test Papers 2021-2022 Page 197
Type Here to Get Search Results !

Higher Secondary Geography Class 12 ABTA Test Papers 2021-2022 Page 197

 ABTA HIGHER SECONDARY TEST PAPERS 2021-2022
GEOGRAPHY
PAGE - 197


PART - B


১। প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে ডানডিকের নীচের প্রদত্ত বক্সে লেখো ঃ


(১) ভৌমজলের প্রধান উৎস হল -

(ক) বৃষ্টির জল

(খ) নদীর জল

(গ) সমুদ্রের জল

(ঘ) কোনোটাই নয়

উত্তরঃ (ক) বৃষ্টির জল


(২) গিজার সৃষ্টি হয় -

(ক) আগ্নেয়গিরি অধ্যুষিত অঞ্চলে

(খ) চ্যুতিযুক্ত অঞ্চলে

(গ) ভাঁজযুক্ত অঞ্চলে

(ঘ) একনত গঠনযুক্ত অঞ্চলে

উত্তরঃ (ক) আগ্নেয়গিরি অধ্যুষিত অঞ্চলে


(৩) আবহবিকার ক্ষয়ী ভবন এবং পুঞ্জিত ক্ষয় একত্রে কী নামে পরিচিত -

(ক) নগ্নীভবন

(খ) শল্কমোচন

(গ) ক্ষুদ্রকণা বিশরণ

(ঘ) আরোহণ

উত্তরঃ (ক) নগ্নীভবন


(৪) আবহবিকারের ফলে আদিশিলা চূর্ণ বিচূর্ণ হয়ে যে শিথিল স্তর গড়ে ওঠে তাকে বলে -

(ক) A স্তর

(খ) B স্তর

(গ) C স্তর

(ঘ) ভূ-স্তর

উত্তরঃ (ঘ) ভূ-স্তর


(৫) যে প্রক্রিয়ায় মৃত্তিকায় জৈব পদার্থ সংযুক্ত হয় তা হল -

(ক) ক্যালশিফিকেশন

(খ) গ্লেইজেন

(গ) হিউমিফিকেশন

(ঘ) অ্যালুভিয়েশন

উত্তরঃ (গ) হিউমিফিকেশন


(৬) মৃৎ-পরিলেখর বিকাশ সবচেয়ে ভালো হয় -

(ক) মেরু অঞ্চলে

(খ) উপমেরু অঞ্চলে

(গ) আর্দ্র অঞ্চলে

(ঘ) মরু অঞ্চলে

উত্তরঃ (গ) আর্দ্র অঞ্চলে


(৭) প্রশান্ত মহাসাগরে ক্রিসমাসের সময় আগত ব্যতিক্রমী সমুদ্র স্রোত পরিচিত -

(ক) লা নিনো নামে

(খ) এনসো ইভেন্ট নামে

(গ) নন এনসো ইভেন্ট নামে

(ঘ) এল নিনো নামে

উত্তরঃ (ঘ) এল নিনো নামে


(৮) ঘূর্ণবাতের চক্ষুর চারপাশে কিউমুলো নিম্বাস মেঘ দ্বারা যে বলয় সৃষ্টি হয় তাকে বলা হয় -

(ক) অঙ্গুরীয়াকারের বলয়

(খ) সীমান্তবর্তী বলয়

(গ) কুন্ডলীবলয়

(ঘ) চক্ষু প্রাচীর

উত্তরঃ (ঘ) চক্ষু প্রাচীর


(৯) ঘূর্ণবাতের সময়ে উত্তর গোলার্ধে বায়ু -

(ক) ডানবর্তে প্রবাহিত হয়

(খ)  বামাবর্তে প্রবাহিত হয়

(গ) পশ্চিমাবর্তে প্রবাহিত হয়

(ঘ) সোজা পথে প্রবাহিত হয়

উত্তরঃ (খ)  বামাবর্তে প্রবাহিত হয়


(১০) ফেরেলের সঞ্চালন কোশের প্রকৃত অবস্থান হল -

(ক) উপমেরু নিম্নচাপ অঞ্চল

(খ) নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলে

(গ) মেরুদেশীয় উচ্চচাপ অঞ্চল

(ঘ) উপক্রানীয় উচ্চ চাপ ও উপমেরু নিম্নচাপের মধ্যাংশ

উত্তরঃ (ঘ) উপক্রানীয় উচ্চ চাপ ও উপমেরু নিম্নচাপের মধ্যাংশ


(১১) আন্টাকটিকায় ওজন গহ্বরের অস্তিত্ব সর্বপ্রথম উল্লেখ করেন -

(ক) ডঃ সালোমন

(খ) বিজ্ঞানী ফারমেন

(গ) শেরউড রোল্যান্ড

(ঘ) মারিও মেলিনা

উত্তরঃ (খ) বিজ্ঞানী ফারমেন


(১২) বসুন্ধরা সম্মেলনে (১৯৯২) কোন্‌ শহরে অনুষ্ঠিত হয় -

(ক) মন্ট্রিল

(খ) ভিয়েনা

(গ) রিও-ডি-জেনিরো

(ঘ) দিল্লি

উত্তরঃ (গ) রিও-ডি-জেনিরো


(১৩) সারা বছর ফোটে এমন ফুলের চাষকে বলা হয় -

(ক) ইন্টারকালচার

(খ) সেরিকালচার

(গ) ওলেরিকালচার

(ঘ) পোনান কালচার

উত্তরঃ উপরের কোনোটিই নয় (ফ্লোরিকালচার)


(১৪) পৃথিবীতে গমচাষের সর্বপ্রথম সূত্রপাত ঘটে -

(ক) এশিয়া মহাদেশ

(খ) ইউরোপ মহাদেশে

(গ) উত্তর আমেরিকা মহাদেশে

(ঘ) দক্ষিণ আমেরিকা মহাদেশে

উত্তরঃ (ক) এশিয়া মহাদেশ


(১৫) প্রতিকূল পরিবেশে ভ্রাম্যমান উপজাতি গোষ্ঠী অনুসরণ করে -

(ক) মিশ্র কৃষি

(খ) বাণিজ্যিক কৃষি

(গ) স্থানান্তর কৃষি

(ঘ) উদ্যান কৃষি

উত্তরঃ (গ) স্থানান্তর কৃষি


(১৬) পৃথিবীর রাবার রাজধানী বলা হয় -

(ক) উইলসিংটনকে

(খ) টেম্পাসকে

(গ) পেনসিল ভেনিয়া

(ঘ) অ্যাক্সনকে

উত্তরঃ (ঘ) অ্যাক্সনকে


(১৭) ভারতের ডেট্রয়েট নামে পরিচিত -

(ক) কলকাতা

(খ) চেন্নাই

(গ) মুম্বাই

(ঘ) লুধিয়ানা

উত্তরঃ (খ) চেন্নাই


(১৮) পশ্চিমবঙ্গের কোথায় টিস্যু তৈরীর কারখানা -

(ক) টিটাগড়

(খ) বরানগর

(গ) নৈহাটি

(ঘ) ত্রিবেনি

উত্তরঃ (ঘ) ত্রিবেনি


(১৯) বৃদ্ধ ও শিশুদের সংখ্যার সমষ্টি এবং প্রাপ্ত বয়স্কদের সংখ্যার অনুপাত হলো -

(ক) লিঙ্গানুপাত

(খ) নির্ভরশীলতার অনুপাত

(গ) পরিব্রাজন হার

(ঘ) জন্মহার

উত্তরঃ (খ) নির্ভরশীলতার অনুপাত


(২০) নীচের কোনটি জনাকীর্ণতার ফলে সৃষ্টি হয়? -

(ক) দূষণমুক্ত পরিবেশ

(খ) বেকারত্ব

(গ) পরিকাঠামোর চাপ

(ঘ) ঋণের বোঝা হ্রাস

উত্তরঃ (খ) বেকারত্ব


(২১) মেগালোপলিস শব্দটি প্রথম ব্যবহার করেন -

(ক) প্যাট্রিক গেডেস

(খ) জি পেটম্যান

(গ) লুই মামফোর্ড

(ঘ) সি জে গ্যালপিন

উত্তরঃ (খ) জি পেটম্যান


অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close