ABTA HIGHER SECONDARY TEST PAPERS 2021-2022GEOGRAPHYPAGE - 177
PART - B
১। প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে ডানদিকের নীচের প্রদত্ত বক্সে লেখো ঃ
(১) ভূপৃষ্ঠ থেকে ফ্রিয়েটিক স্তর পযর্ন্ত বিস্তৃত অসম্পৃক্ত স্তরকে বলে -
(ক) অ্যাকুইফার
(খ) অ্যাকুইক্লুড
(গ) ভাডোস স্তর
(ঘ) অ্যাকুইটার্ড
উত্তরঃ (গ) ভাডোস স্তর
(২) আমেরিকা যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট বিখ্যাত -
(ক) কার্পাস বয়ন শিল্পের জন্য
(খ) মোটর গাড়ি নির্মাণ শিল্পের জন্য
(গ) পেট্রো-রসায়ণ শিল্পের জন্য
(ঘ) কাগজ শিল্পের জন্য
উত্তরঃ (খ) মোটর গাড়ি নির্মাণ শিল্পের জন্য
(৩) হলদিয়া দুটি নদীর সংযোগস্থলে অবস্থিত -
(ক) ভাগীরথী ও রূপনারায়ণ
(খ) হলদি ও রূপনারায়ণ
(গ) হলদি ও হুগলি
(ঘ) হলদি ও কংসাবতী
উত্তরঃ (গ) হলদি ও হুগলি
(৪) প্রশমিত মাটির pH এর মান হল -
(ক) 6.0
(খ) 6.5
(গ) 7.0
(ঘ) 7.5
উত্তরঃ (গ) 7.0
(৫) জীববৈচিত্রের উষ্মাকেন্দ্রের একটি উদাহরণ হল -
(ক) গির অরণ্য
(খ) শিবপুর বোট্যানিকাল গার্ডেন
(গ) করবেট জাতীয় উদ্যান
(ঘ) সাইলেন্ট ভ্যালি
উত্তরঃ (ঘ) সাইলেন্ট ভ্যালি
(৬) এল নিনো আবির্ভাবের বছরে উষ্ণ সমুদ্রস্রোত দেখা যায় -
(ক) মাদাগাস্কার উপকূলে
(খ) পেরু ইকুয়েডর উপকূলে
(গ) জাপান উপকূলে
(ঘ) অস্ট্রেলিয়া উপকূলে
উত্তরঃ (খ) পেরু ইকুয়েডর উপকূলে
(৭) মৃত্তিকার যে স্তরে উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ আংশিক বা সম্পূর্ণ নিয়োজিত হয়ে হিউমাসে পরিণত হয়, সেই স্তরটি হল -
(ক) A স্তর
(খ) B স্তর
(গ) O স্তর
(ঘ) R স্তর
উত্তরঃ (গ) O স্তর
(৮) মেক্সিকো উপসাগর ও ক্যারিবিয়ান সাগরের ক্রান্তীয় ঘূর্ণবাত যে নামে পরিচিত তা হলো -
(ক) টাইফুন
(খ) টর্নেডো
(গ) হ্যারিকেন
(ঘ) উইলি উইলি
উত্তরঃ (খ) টর্নেডো
(৯) শ্রীলঙ্কায় যে ফসলটি 'লিভিং ফার্মেসী' নামে পরিচিত তা হল -
(ক) কফি বীজ
(খ) ডাব
(গ) সয়াবীন
(ঘ) সূর্যমুখী
উত্তরঃ (খ) ডাব
(১০) যে কৃষি ব্যবস্থায় নিকটবর্তী শহরে বিক্রি করার উদ্দেশ্যে ফুলফল শাকসব্জী চাষ করা হয় তাকে বলে -
(ক) ব্যাপক কৃষি
(খ) মিশ্র কৃষি
(গ) বাগিচা কৃষি
(ঘ) উদ্যান কৃষি
উত্তরঃ (ঘ) উদ্যান কৃষি
(১১) কোন শহরকে মোট জনসংখ্যা ১০ লক্ষের বেশি হলে তাকে বলে -
(ক) পৌরপুঞ্জ
(খ) মহানগর
(গ) মেগাসিটি
(ঘ) মহানগরপুঞ্জ
উত্তরঃ (খ) মহানগর
(১২) ভিলাই লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রটি যে রাজ্যে -
(ক) ছত্তিশগড়
(খ) মধ্যপ্রদেশ
(গ) ঝাড়খণ্ড
(ঘ) উড়িষ্যা
উত্তরঃ (ক) ছত্তিশগড়
(১৩) চুনাপাথর ও বৃষ্টি জল দ্বারা কার্বলিক অ্যাসিডের রাসায়নিক বিক্রিয়াকে বলে -
(ক) আর্দ্র বিশ্লেষণ
(খ) জলযোজন
(গ) অঙ্গার যোজন
(ঘ) জারন
উত্তরঃ (গ) অঙ্গার যোজন
(১৪) একটি আঞ্চলিক মৃত্তিকার উদাহরণ হলো -
(ক) লিথোসল
(খ) রেগোসল
(গ) পলিমৃত্তিকা
(ঘ) পডজল
উত্তরঃ (ঘ) পডজল
(১৫) মিলেট জাতীয় শস্য যে কৃষি পদ্ধতির প্রধান ফসল তা হলো -
(ক) স্থানান্তর কৃষি
(খ) শুষ্ক কৃষি
(গ) প্রথাগত কৃষি
(ঘ) সেচন কৃষি
উত্তরঃ (খ) শুষ্ক কৃষি
(১৬) ওজন হ্রসশীল কাঁচামালের দ্রব্যসূচক হল -
(ক) <1
(খ) >1
(গ) 1
(ঘ) 0
উত্তরঃ (খ) >1
(১৭) শিল্প স্থাপনের ন্যুনতম ব্যয় তত্ত্বটি প্রতিষ্ঠা করেন -
(ক) ওয়েবার
(খ) ল্যাশ
(গ) হুভার
(ঘ) ভনথুনেন
উত্তরঃ (ক) ওয়েবার
(১৮) চারনোজেম মৃত্তিকা দেখা যায় -
(ক) ক্রান্তীয় অঞ্চলে
(খ) উপক্রান্তীয় অঞলে
(গ) নাতিশীতোষ্ণ অঞ্চলে
(ঘ) মরু অঞ্চলে
উত্তরঃ (গ) নাতিশীতোষ্ণ অঞ্চলে
(১৯) ভারতের মিথেন গ্যাসের একটি প্রধান উৎস হল -
(ক) ধান চাষের জমি
(খ) ফলের বাগান
(গ) ফুলের বাগান
(ঘ) মরু অঞ্চলে
উত্তরঃ (ক) ধান চাষের জমি
(২০) সংরক্ষণযোগ্য উদ্ভিদ ও প্রাণীদের সংখ্যা যে পুস্তকের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বলে -
(ক) গ্রীণ ডেটা বুক
(খ) গ্রীণ ডেটা কার্ড
(গ) রেড ডেটা বুক
(ঘ) রেড ডেটা কার্ড
উত্তরঃ (ক) গ্রীণ ডেটা বুক
(২১) যিনি প্রথম শস্য সমন্বয় ধারনাটির অবতারণা করেন, তাঁর নাম হল -
(ক) ওয়েবার
(খ) উইভার
(গ) ভন থুনেন
(ঘ) জিমারম্যান
উত্তরঃ (খ) উইভার
অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ