Higher Secondary Geography Class 12 ABTA Test Papers 2021-2022 Page 160
Type Here to Get Search Results !

Higher Secondary Geography Class 12 ABTA Test Papers 2021-2022 Page 160

ABTA HIGHER SECONDARY TEST PAPERS 2021-2022
GEOGRAPHY
PAGE - AC-160


PART - B


১। সঠিক উত্তরটি বেছে নাও (সকল প্রশ্ন আবশ্যিক) ঃ


(১) ইংরাজী 'গ্রেড' (বাংলায় পর্যায়) কথাটি প্রথম ব্যবহার করেন -

(ক) ডেভিস

(খ) গিলবার্ট

(গ) পেঙ্ক

(ঘ) হ্যাক

উত্তরঃ (খ) গিলবার্ট


(২) ভৌম জলস্তরের নীচে যে জলবাহী স্তর থেকে সব ঋতুতেই জল পাওয়া যায়, তাকে বলে -

(ক) ভাদোস স্তর

(খ) কৈশিক স্তর

(গ) সাময়িক সম্পৃক্ত স্তর

(ঘ) স্থায়ী সম্পৃক্ত স্তর

উত্তরঃ (ঘ) স্থায়ী সম্পৃক্ত স্তর


(৩) কার্স্ট অঞ্চলে লাল রঙের আম্লিক কাদার স্তরকে বলে -

(ক) ল্যাপিস

(খ) টেরা-রোসা

(গ) সোয়ালো হোল

(ঘ) হামস

উত্তরঃ (খ) টেরা-রোসা


(৪) মৃত্তিকা পরিলেখের 'A' স্তর থেকে 'B' স্তরে পদার্থের অপসারণের পদ্ধতিকে বলে -

(ক) হিউমিফিকেশান

(খ) স্যালিনাইজেশান

(গ) ইলুভিয়েশান

(ঘ) এলুভিয়েশান

উত্তরঃ (ঘ) এলুভিয়েশান


(৫) প্রশমিত মাটির pH -এর মান হল -

(ক) 6.0

(খ) 6.5

(গ) 7.0

(ঘ) 7.5

উত্তরঃ (গ) 7.0


(৬) অক্সিসল মৃত্তিকার একটি উদাহরণ হল -

(ক) পডসল

(খ) ল্যাটেরাইট

(গ) পলিমাটি

(ঘ) চারনোজেম

উত্তরঃ (খ) ল্যাটেরাইট


(৭) এল নিনো হল এক ধরণের -

(ক) ঘূর্ণবাত 

(খ) প্রতীপ ঘূর্ণবাত

(গ) শীতল সমুদ্রস্রোত

(ঘ) উষ্ণ সমুদ্রস্রোত

উত্তরঃ (ঘ) উষ্ণ সমুদ্রস্রোত


(৮) দক্ষিণ চীন সাগরে উদ্ভূত ঘূর্ণবাতকে বলা হয় -

(ক) হ্যারিকেন

(খ) টর্নেডো

(গ) উইলি উইলি

(ঘ) টাইফুন

উত্তরঃ (ঘ) টাইফুন


(৯) নিম্নলিখিতগুলির যেটি গ্রীণহাউস গ্যাস নয় -

(ক) CO₂

(খ) O₂

(গ) O₃

(ঘ) CFC

উত্তরঃ (খ) O₂


(১০) আম্লিক মৃত্তিকায় যে ধরণের উদ্ভিদ দেখা যায়, তাকে বলে -

(ক) লিথোফাইট

(খ) অক্সিলোফাইট

(গ) চেরসোফাইট

(ঘ) সাইকোলোফাইট

উত্তরঃ (খ) অক্সিলোফাইট


(১১) ভারতে 'জীববৈচিত্র্যের উষ্মাবিন্দু' বলে পরিগণিত হয় -

(ক) পশ্চিমঘাট পর্বতের ক্রান্তীয় বৃষ্টি অরণ্য

(খ) গাঙ্গেয় সমভূমি

(গ) ছোটনাগপুর মালভূমি

(ঘ) থর মরুভূমি

উত্তরঃ (ক) পশ্চিমঘাট পর্বতের ক্রান্তীয় বৃষ্টি অরণ্য


(১২) সংরক্ষণ যোগ্য উদ্ভিদ ও প্রাণীদের সংখ্যা যে পুস্তকের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বলে -

(ক) গ্রীণ ডেটা বুক

(খ) গ্রীণ ডেটা কার্ড

(গ) রেড ডেটা বুক

(ঘ) রেড ডেটা কার্ড

উত্তরঃ (ক) গ্রীণ ডেটা বুক


(১৩) 'ব্যাঙ্কিং' যে প্রকার অর্থনৈতিক ক্ষেত্রের অন্তর্গত তা হল -

(ক) প্রাথমিক ক্ষেত্র

(খ) দ্বিতীয় ক্ষেত্র

(গ) তৃতীয় ক্ষেত্র

(ঘ) চতুর্থ ক্ষেত্র

উত্তরঃ (গ) তৃতীয় ক্ষেত্র


(১৪) যে কৃষিব্যবস্থা নিকটবর্তী শহরের বিক্রি করার উদ্দেশ্যে ফুল, ফল, শাকসব্জী চাষ করা হয়, তাকে বলে -

(ক) উদ্যান কৃষি

(খ) মিশ্রকৃষি

(গ) বাগিচা কৃষি

(ঘ) ব্যাপক কৃষি

উত্তরঃ (ক) উদ্যান কৃষি


(১৫) যিনি প্রথম শস্য সমন্বয় ধারণাটির অবতারণা করেন, তাঁর নাম হল -

(ক) ওয়েবার

(খ) উইভার

(গ) ভনথুনেন

(ঘ) জিমারম্যান

উত্তরঃ (খ) উইভার


(১৬) পৃথিবীর বৃহত্তম নিউজপ্রিন্ট কারখানা হল -

(ক) টরেন্টো

(খ) মন্ট্রিল

(গ) কর্ণার ব্রুক

(ঘ) সেন্ট জন

উত্তরঃ (গ) কর্ণার ব্রুক


(১৭) 'শিল্পের অবস্থানগত তত্ত্ব' সর্বপ্রথম প্রবর্তন করেন -

(ক) ই ডব্লিউ জিমারম্যান

(খ) ভন থুনেন

(গ) আলফ্রেড ওয়েবার

(ঘ) অগাস্ট লশ

উত্তরঃ (গ) আলফ্রেড ওয়েবার


(১৮) ভারতের 'ডেট্রয়েট' বলা হয় -

(ক) পিথমপুরকে

(খ) হিন্দমোটরকে

(গ) জামশেদপুরকে

(ঘ) চেন্নাইকে

উত্তরঃ (ঘ) চেন্নাইকে


(১৯) ২০১১ সালের জনগণনা অনুযায়ী ভারতের সর্বাধিক লিঙ্গানুপাত বিশিষ্ট রাজ্যটি হল -

(ক) মেঘালয়

(খ) হরিয়ানা

(গ) ছত্তিশগড়

(ঘ) কেরালা

উত্তরঃ (ঘ) কেরালা

 

(২০) জনসংখ্যা বিবর্তন তত্ত্ব এর প্রথম পর্যায় বলতে কী বোঝায় -

(ক) প্রাক্‌ শিল্প বিপ্লবে সময়কালকে

(খ) শিল্পবিপ্লবের সময়কালকে

(গ) শিল্প বিপ্লবের পরবর্তী সময়কালকে

(ঘ) বর্তমান সময়কালকে

উত্তরঃ (ক) প্রাক্‌ শিল্প বিপ্লবে সময়কালকে


(২১) ক্ষুদ্র ও প্রায় বিচ্ছিন্ন গ্রামীন জনবসতিকে বলে -

(ক) মৌজা

(খ) হ্যামলেট

(গ) শুষ্কবিন্দু বসতি

(ঘ) আর্দ্রবিন্দু বসতি

উত্তরঃ (খ) হ্যামলেট


অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close