ABTA HIGHER SECONDARY TEST PAPERS 2021-2022NUTRITIONPAGE - AC-110
PART - B
১। প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে পাশের বক্সে লেখো (সকল প্রশ্ন আবশ্যিক) ঃ
(১) গ্লুকোজ শোষণে সাহায্যকারী খনিজ লবণ হল -
(ক) Ca
(খ) Na
(গ) Al
(ঘ) Fe
উত্তরঃ (খ) Na
(২) HCl ক্ষরিত হয় যে কোষ থেকে সেটি হল -
(ক) আরজেনটাফিন
(খ) গবলেট
(গ) অক্রেনটিক
(ঘ) ভিসেরাল
উত্তরঃ (গ) অক্রেনটিক
(৩) লাইসোজাইম উৎসেচক থাকে -
(ক) অগ্ন্যাশয় রসে
(খ) পিত্তরসে
(গ) অ্যাড্রিক রসে
(ঘ) লালারসে
উত্তরঃ (ঘ) লালারসে
(৪) অ্যান্টিকিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড হল -
(ক) ট্রিপসিন
(খ) ইরেপসিন
(গ) অ্যালানিন
(ঘ) পেপসিন
উত্তরঃ (গ) অ্যালানিন
(৫) হোয়ারষ্টন নালী দেখা যায় -
(ক) কোলন
(খ) পাসস্থলী
(গ) লালাগ্রন্থি
(ঘ) যকৃৎ
উত্তরঃ (গ) লালাগ্রন্থি
(৬) মাইসেলি গঠিত হয় -
(ক) ফ্যাট বিশ্লেষণের সময়
(খ) গ্লুকোজ বিপাকের সময়
(গ) শর্করা পরিপাকের সময়
(ঘ) প্রোটিন বিপাকের সময়
উত্তরঃ (ক) ফ্যাট বিশ্লেষণের সময়
(৭) মাতৃদুগ্ধে সবচেয়ে বেশী থাকা ইমিউনোগ্লোবিউলিন হল -
(ক) IgA
(খ) IgG
(গ) IgM
(ঘ) সবকয়টি
উত্তরঃ (ক) IgA
(৮) মল্টফুড তৈরী করে -
(ক) NIN
(খ) CFTRI
(গ) AND
(ঘ) ICMR
উত্তরঃ (খ) CFTRI
(৯) ছোটো IFA ট্যাবলেটে লোহা থাকে -
(ক) 20mg
(খ) 40mg
(গ) 60mg
(ঘ) 80mg
উত্তরঃ (ক) 20mg
(১০) WHO সদর দফতরের অবস্থান
(ক) রোমে
(খ) জার্মানিতে
(গ) জেনেভাতে
(ঘ) ভারতে
উত্তরঃ (গ) জেনেভাতে
(১১) RQ যখন 1 তখন প্রতি লিটার O₂ থেকে উৎপন্ন শক্তির মান -
(ক) 4.875 kcal
(খ) 5.058 kcal
(গ) 4.974 kcal
(ঘ) 4.932 kcal
উত্তরঃ (খ) 5.058 kcal
(১২) প্রাক বিদ্যালয়গামী শিশুদের দৈনিক প্রোটিন চাহিদা
(ক) 40-50 gm
(খ) 20-30 gm
(গ) 60-70 gm
(ঘ) 80-90 gm
উত্তরঃ (খ) 20-30 gm
(১৩) আমাদের দেহে বাড়তি ভিটামিন সঞ্চিত হয় -
(ক) যকৃতে
(খ) ক্ষুদ্রান্ত্রে
(গ) বৃহদন্ত্রে
(ঘ) অগ্নাশয়ে
উত্তরঃ (ক) যকৃতে
(১৪) কোন খাদ্যটি গয়ট্রোজেনিক নয় -
(ক) মূলো
(খ) ফুলকপি
(গ) গাজর
(ঘ) বাঁধাকপি
উত্তরঃ (গ) গাজর
(১৫) GOBI পরিকল্পনায় যে সংস্থা কাজ করে -
(ক) WHO
(খ) FAO
(গ) UNICEF
(ঘ) CARE
উত্তরঃ (গ) UNICEF
(১৬) FAO ক্ষুধামুক্তি আন্দোলনের শুরু -
(ক) 1960
(খ) 1970
(গ) 1950
(ঘ) 1980
উত্তরঃ (ক) 1960
(১৭) GOR সমস্যা হল -
(ক) খাদ উগরে দেওয়া
(খ) পেলেগ্রা রোগের
(গ) পুষ্টি সমস্যা
(ঘ) ডায়েরিয়া
উত্তরঃ (ক) খাদ উগরে দেওয়া
(১৮) অস্থিমজ্জার সমস্যা বা ত্রুটির ফলে যে অ্যানিমিয়া তা হল -
(ক) মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া
(খ) পার্নিসিয়াম অ্যানিমিয়া
(গ) অ্যাগাষ্টিক অ্যানিমিয়া
(ঘ) মাইক্রোসাইটিক অ্যানিমিয়া
উত্তরঃ (ক) মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া
(১৯) একজন মাঝারি পরিশ্রমী গর্ভবতী মহিলার দৈনিক ক্যালরি চাহিদা -
(ক) 2580 kacl
(খ) 2550 kacl
(গ) 2500 kacl
(ঘ) 2320 kacl
উত্তরঃ (ক) 2580 kacl
(২০) বিশ্বপুষ্টি দিবস পালিত হয় -
(ক) ১৬ জানুয়ারী
(খ) ১৪ সেপ্টেম্বর
(গ) ৯ ফেব্রুয়ারী
(ঘ) ১৬ অক্টোবর
উত্তরঃ (ঘ) ১৬ অক্টোবর
(২১) রাষ্ট্রসংঘের অন্তর্ভুক্ত নয় এমন সংস্থাটি হল -
(ক) WHO
(খ) ICMR
(গ) UNICEF
(ঘ) FAO
উত্তরঃ (খ) ICMR
অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ