ABTA HIGHER SECONDARY TEST PAPERS 2021-2022NUTRITIONPAGE - AC-25
PART - B
১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো (সকল প্রশ্ন আবশ্যিক) ঃ
(১) পেপসিন যে মাধ্যমে কাজ করে সেটি হল -
(ক) ক্ষারীয় মাধ্যম
(খ) অম্ল মাধ্যম
(গ) তৈল মাধ্যম
(ঘ) প্রশমিত মাধ্যম
উত্তরঃ (খ) অম্ল মাধ্যম
(২) লালারসে উপস্থিত জীবানু ধ্বংসকারী উৎসেচকটি হল -
(ক) লাইসোজাইম
(খ) মলটেজ
(গ) লাইপেজ
(ঘ) ল্যাকটেজ
উত্তরঃ (ক) লাইসোজাইম
(৩) মিউসিন নিঃসৃত হয় -
(ক) যকৃৎ থেকে
(খ) মুখগ্বর থেকে
(গ) বৃক্ক থেকে
(ঘ) লালা গ্রন্থি থেকে
উত্তরঃ (ঘ) লালা গ্রন্থি থেকে
(৪) অগ্ন্যাশয়ের যে কোষ থেকে গ্লুকাগন নিঃসৃত হয় সেটি হল -
(ক) α কোষ
(খ) β কোষ
(গ) পলিপেপটিক কোষ
(ঘ) গামা কোষ
উত্তরঃ (ক) α কোষ
(৫) গ্লুকোজ শোষণে সাহায্যকারী খনিজলবণটি হল -
(ক) Ca
(খ) Fe
(গ) Al
(ঘ) Na
উত্তরঃ (ঘ) Na
(৬) গ্লুকোজেনিক নয় এমন একটি পদার্থ হল -
(ক) পাইরুভেট
(খ) সাইট্রেট
(গ) অ্যাসিটাইল CoA
(ঘ) অক্সালোঅ্যাসেটিক অ্যাসিড
উত্তরঃ (খ) সাইট্রেট
(৭) একজন 6-12 মাস বয়সী শিশুর প্রতি কিগ্রা শরীরে ওজনের তুলনায় ক্যালোরির দৈনিক চাহিদা -
(ক) ১৫০ কিলোক্যালোরি
(খ) ২০০ কিলোক্যালোরি
(গ) ৮০ কিলোক্যালোরি
(ঘ) ৫০ কিলোক্যালোরি
উত্তরঃ (গ) ৮০ কিলোক্যালোরি
(৮) ঘুমন্ত অবস্থায় BMR -এর হ্রাসের শতুরা হার -
(ক) 5%
(খ) 6%
(গ) 7%
(ঘ) 10%
উত্তরঃ (ক) 5%
(৯) জন্ম মুহূর্তে গড় ভারতীয় শিশুর দৈহিক আদর্শ ওজন যা হয় সেটি হল -
(ক) 2 - 2.5 কেজি
(খ) 2.5 - 3 কেজি
(গ) 3.5 - 4 কেজি
(ঘ) 4 - 4.5 কেজি
উত্তরঃ (খ) 2.5 - 3 কেজি
(১০) একজন গর্ভবতী মহিলার দৈহিক আয়রনের চাহিদা হল -
(ক) 21 মিগ্রা
(খ) 85 মিগ্রা
(গ) 35 মিগ্রা
(ঘ) 45 মিগ্রা
উত্তরঃ (গ) 35 মিগ্রা
(১১) মাতৃদুগ্ধে উপস্থিত শর্করা হল -
(ক) রাইবোজ
(খ) ল্যাকটোজ
(গ) মলটোজ
(ঘ) ফ্রুক্টজ
উত্তরঃ (খ) ল্যাকটোজ
(১২) শিশুর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠনের জন্য মাতৃদুগ্ধে উপস্থিত যে অ্যামাইনো অ্যাসিডটি প্রয়োজন সেটি হল -
(ক) সিসটেইন
(খ) টরিন
(গ) মেথিওনিন
(ঘ) অর্জিনিন
উত্তরঃ (খ) টরিন
(১৩) বিশ্ব মাতৃদুগ্ধপান সপ্তাহ কবে উদ্যাপিত হয়? -
(ক) 1 - 7 এপ্রিল
(খ) 1 - 7 মার্চ
(গ) 1 - 7 অগাস্ট
(ঘ) 1 - 7 জুন
উত্তরঃ (গ) 1 - 7 অগাস্ট
(১৪) প্রোটিনে N₂ থাকে -
(ক) 20%
(খ) 16%
(গ) 12%
(ঘ) 10%
উত্তরঃ (খ) 16%
(১৫) IFA ট্যাবলেটে ফলিক অ্যাসিডের সাথে থাকে -
(ক) লোহা
(খ) ক্যালশিয়াম
(গ) ফসফরাস
(ঘ) ম্যাগনেসিয়াম
উত্তরঃ (ক) লোহা
(১৬) নিচের কোন্টি রাষ্ট্রসংঘের অন্তর্ভুক্ত নয়? -
(ক) WHO
(খ) FAO
(গ) UNICEF
(ঘ) ICMR
উত্তরঃ (ঘ) ICMR
(১৭) Freedom From Hunger - কাদের প্রচার? -
(ক) WHO
(খ) FAO
(গ) UNICEF
(ঘ) ICMR
উত্তরঃ (খ) FAO
(১৮) মাতৃদুগ্ধে অবস্থিত লোহা আবদ্ধকারী প্রোটিনের নাম -
(ক) পেপটোন
(খ) পেপটাইড
(গ) পলিপেপটাইড
(ঘ) ল্যাক্টোফেরিন
উত্তরঃ (ঘ) ল্যাক্টোফেরিন
(১৯) আয়োডিন যে হরমোনের প্রয়োজনীয় উপাদান সেটি হল -
(ক) ইনসুলিন
(খ) গোনাডোট্রফিন
(গ) থাইরক্সিন
(ঘ) ইস্ট্রোজেন
উত্তরঃ (গ) থাইরক্সিন
(২০) UNICEF -এর সদর দপ্তর অবস্থিত -
(ক) লন্ডনে
(খ) জাপানে
(গ) মেক্সিকোতে
(ঘ) নিউইয়র্কে
উত্তরঃ (ঘ) নিউইয়র্কে
(২১) ইউরিয়া প্রধানতঃ উৎপন্ন হয় ______ থাকে। (শুণ্যস্থান পূরণ করো) -
(ক) যকৃৎ
(খ) বৃহদন্ত
(গ) ক্ষুদান্ত্র
(ঘ) বৃক্ক
উত্তরঃ (ক) যকৃৎ
অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ