ABTA HIGHER SECONDARY TSET PAPERS 2021-2022HISTORYPAGE - AC-135
PART - B
১। প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো ঃ
(১) ট্রয়ের যুদ্ধের ঘটনাটি আছে -
(ক) রামায়ণ ও মহাভারত
(খ) জেন্দ আবেস্তাতে
(গ) গীতার একটি অংশে
(ঘ) ইলিয়াড ও ওডিসিতে
উত্তরঃ (ঘ) ইলিয়াড ও ওডিসিতে
(২) 'ইতিহাস মালা' গ্রন্থের রচনা করেন -
(ক) কে এল পাসকর
(খ) শোভনা দেবী
(গ) উইলিয়াম কেরি
(ঘ) ম্যাককুলেচ
উত্তরঃ (গ) উইলিয়াম কেরি
(৩) লুভর মিউজিয়াম কোথায় অবস্থিত? -
(ক) ফ্লোরেন্স
(খ) প্যারিস
(গ) লন্ডন
(ঘ) ব্রাসেলস
উত্তরঃ (খ) প্যারিস
(৪) গ্রিক শব্দ 'Historia' কথার অর্থ হল -
(ক) পর্যবেক্ষক
(খ) গবেষণা
(গ) অতীত চর্চা
(ঘ) অনুসন্ধান
উত্তরঃ (ঘ) অনুসন্ধান
(৫) ফারুক শিয়ারের ফরমান জারি হয়েছিল -
(ক) ১৭২৭ খ্রিস্টাব্দে
(খ) ১৭১৭ খ্রিস্টাব্দে
(গ) ১৭৩৯ খ্রিস্টাব্দে
(ঘ) ১৭৩৭ খ্রিস্টাব্দে
উত্তরঃ (খ) ১৭১৭ খ্রিস্টাব্দে
(৬) বিদারার যুদ্ধে ক্লাইভ পরাজিত করেন -
(ক) ফরাসিদের
(খ) ওলন্দাজদের
(গ) পর্তুগিজদের
(ঘ) জাপানিদের
উত্তরঃ (খ) ওলন্দাজদের
(৭) নানকিং এর সন্ধি স্বাক্ষরিত হয়েছিল -
(ক) ১৮৪২ খ্রিস্টাব্দে
(খ) ১৮৩৮ খ্রিস্টাব্দে
(গ) ১৮৪০ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৫৮ খ্রিস্টাব্দে
উত্তরঃ (ক) ১৮৪২ খ্রিস্টাব্দে
(৮) কলকাতা এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন -
(ক) উইলিয়াম জোন্স
(খ) জোনাথন ডানকান
(গ) ওয়ারেন হেস্টিংস
(ঘ) লর্ড ওয়েলেসলি
উত্তরঃ (ক) উইলিয়াম জোন্স
(৯) ডেভিড হেয়ার প্রতিষ্ঠিত 'পটলডাঙা অ্যাকাডেমি' -এর বর্তমান নাম হল -
(ক) প্রেসিডেন্সি ইউনিভার্সিটি
(খ) স্কটিশচার্চ কলেজ
(গ) হেয়ার স্কুল
(ঘ) সেন্ট জেভিয়ার কলেজ
উত্তরঃ (গ) হেয়ার স্কুল
(১০) 'চুইয়ে পড়া নীতি'র প্রবর্তক হলেন -
(ক) মেকলে
(খ) লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
(গ) কোলব্রুক
(ঘ) উইলসন
উত্তরঃ (ক) মেকলে
(১১) কেশবচন্দ্র সেনকে 'ব্রহ্মানন্দ' উপাধিতে ভূষিত করেন -
(ক) দ্বারকানাথ ঠাকুর
(খ) রাজা রামমোহন রায়
(গ) দেবেন্দ্রনাথ ঠাকুর
(ঘ) শিবনাথ শাস্ত্রী
উত্তরঃ (গ) দেবেন্দ্রনাথ ঠাকুর
(১২) 'হিন্দু পাইওনিয়ার' পত্রিকাটি প্রকাশ করেন -
(ক) নব্যবঙ্গ
(খ) প্রার্থনা সমাজ
(গ) আর্য সমাজ
(ঘ) ব্রাহ্ম সমাজ
উত্তরঃ (ক) নব্যবঙ্গ
(১৩) ভাইকম এর 'মন্দির প্রবেশ' আন্দোলনের নেতৃত্ব কে দেন? -
(ক) ডঃ আম্বেদকর
(খ) এ কে গোপালন
(গ) জ্যোতিরাও ফুলে
(ঘ) কেশব মেনন
উত্তরঃ (ঘ) কেশব মেনন
(১৪) 'দক্ষিণা বিদ্যাসাগর' কাকে বলা হত -
(ক) বীরসালিঙ্গম পানতলু
(খ) শ্রী নারায়ণ গুরু
(গ) বিজুনাথ ফেডারাম
(ঘ) উন্নতা লক্ষীনারায়ণ
উত্তরঃ (ক) বীরসালিঙ্গম পানতলু
(১৫) 'শতদিবসের সংস্কার' অনুষ্ঠিত হয় -
(ক) ১৮৬৫ খ্রীঃ
(খ) ১৮৮৭ খ্রীঃ
(গ) ১৮৯০ খ্রীঃ
(ঘ) ১৮৯৮ খ্রীঃ
উত্তরঃ (ঘ) ১৮৯৮ খ্রীঃ
(১৬) ভারতের প্রথম ভাইসরয় ছিলেন -
(ক) লর্ড ক্যনিং
(খ) লর্ড রিপন
(গ) লর্ড ডালহৌসি
(ঘ) লর্ড ওয়েলেসলি
উত্তরঃ (ক) লর্ড ক্যনিং
(১৭) মন্ট ফোর্ড শাসন সংস্কার আইনকে 'দাসত্বের পরিকল্পনা' বলে অভিহিত করেন -
(ক) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
(খ) অ্যানি বেসান্ত
(গ) মহাত্মা গান্ধী
(ঘ) মহম্মদ আলি জিন্নাহ
উত্তরঃ (খ) অ্যানি বেসান্ত
(১৮) 'ইন্ডিয়ান মুসলমান' গ্রন্থের রচয়িতা -
(ক) উইলিয়াম হান্টার
(খ) সিএফ অ্যান্ড্রুজ
(গ) লেস্টার হাচিনসন
(ঘ) ল্যান্সট হেয়ার
উত্তরঃ (ক) উইলিয়াম হান্টার
(১৯) বাংলার মন্বন্তরের প্রেক্ষাপটে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাসটি হল -
(ক) অশনি সংকেত
(খ) আরণ্যক
(গ) গোরা
(ঘ) দেবযান
উত্তরঃ (ক) অশনি সংকেত
(২০) জার্মানি পোল্যান্ড আক্রমণ করে -
(ক) ১৯৪০ খ্রীঃ
(খ) ১৯৩৯ খ্রীঃ
(গ) ১৯৪১ খ্রীঃ
(ঘ) ১৯৩৮ খ্রীঃ
উত্তরঃ (খ) ১৯৩৯ খ্রীঃ
(২১) দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন -
(ক) ক্লিমেন্ট অ্যাটলি
(খ) হিটলার
(গ) লর্ড লিটন
(ঘ) চার্চিল
উত্তরঃ (ঘ) চার্চিল
(২২) তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন -
(ক) অজয় মুখোপাধ্যায়
(খ) সুশীল ধাড়া
(গ) সতীশচন্দ্র সামন্ত
(ঘ) যোগেশ চ্যাটার্জী
উত্তরঃ (গ) সতীশচন্দ্র সামন্ত
(২৩) রোম-বার্লিন-টোকিও অক্ষচুক্তি স্বাক্ষরিত হয়েছিল -
(ক) ১৯৩৯ খ্রীঃ
(খ) ১৯৩৭ খ্রীঃ
(গ) ১৯৩১ খ্রীঃ
(ঘ) ১৯৪০ খ্রীঃ
উত্তরঃ (ঘ) ১৯৪০ খ্রীঃ
(২৪) দিয়েন বিয়েন ফুর যুদ্ধে জয়ী হয়েছিল -
(ক) মার্কিন যুক্তরাষ্ট্র
(খ) ফ্রান্স
(গ) ভিয়েতনাম
(ঘ) কম্বোডিয়া
উত্তরঃ (গ) ভিয়েতনাম
অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ