Higher Secondary History Class 12 ABTA Test Papers 2021-2022 Page 71
Type Here to Get Search Results !

Higher Secondary History Class 12 ABTA Test Papers 2021-2022 Page 71

 ABTA HIGHER SECONDARY TEST PAPERS 2021-2022
HISTORY
PAGE - AC-71


PART - B


১। বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো ঃ


(১) ঠাকুমার ঝুলি বইটির রচয়িতা -

(ক) অবনীন্দ্রনাথ ঠাকুর

(খ) দক্ষিণারঞ্জন মিত্র

(গ) সুকুমার রায়

(ঘ) লীলা মজুমদার

উত্তরঃ (ঘ) লীলা মজুমদার


(২) হাজারীদুয়ারী একটি -

(ক) বিশ্বকোষ জাদুঘর

(খ) শিল্প জাদুঘর

(গ) প্রত্নতাত্ত্বিক জাদুঘর

(ঘ) ঐতিহাসিক জাদুঘর

উত্তরঃ (ঘ) ঐতিহাসিক জাদুঘর


(৩) ব্রিটিশ ভারতের কোন প্রতিষ্ঠান সর্বপ্রথম ইতিহাস গবেষণা শুরু করে? -

(ক) এশিয়াটিক সোসাইটি

(খ) কলকাতা বিশ্ববিদ্যালয়

(গ) স্কুল বুক সোসাইটি

(ঘ) কলকাতা মাদ্রাসা

উত্তরঃ (গ) স্কুল বুক সোসাইটি


(৪) বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক হলেন -

(ক) ইবনে খালদুন

(খ) হেরোডোটাস

(গ) উইলিয়াম জোনস

(ঘ) থুকিডিডিস

উত্তরঃ (ঘ) থুকিডিডিস


(৫) অমৃতসরের সন্ধি (১৮০৯ খ্রীঃ) স্বাক্ষরকারী দুটি পক্ষ হল -

(ক) ইংরেজি ও মহীশূর

(খ) ইংরেজি ও শিখ

(গ) ইংরেজ ও মারাঠা

(ঘ) ইংরেজ ও নেপাল

উত্তরঃ (খ) ইংরেজি ও শিখ


(৬) যে ঘটনার ফলে বাংলায় দ্বৈতশাসন শুরু হয়েছিল, তা হল -

(ক) ফারুকশিয়রের ফরমান

(খ) দেওয়ানী লাভ

(গ) রেগুলেটিং অ্যাক্ট

(ঘ) পিটের ভারত শাসন আইন

উত্তরঃ (খ) দেওয়ানী লাভ


(৭) স্তম্ভ-১ এর সাথে স্তম্ভ-২ মেলাও ঃ

স্তম্ভ - ১

(1) কোম্পানীর দেওয়ানী লাভ

(2) ছিয়াত্তরের মন্বন্তর

(3) রেলপথের প্রতিষ্ঠা

(4) মেকলে মিনিট

স্তম্ভ - ২

(a) ১৮৫৩

(b) ১৮৩৫

(c) ১৭৭০

(d) ১৭৬৫

বিকল্প সমূহ ঃ

(ক) 1-b, 2-a, 3-c, 4-d

(খ) 1-a, 2-d, 3-a, 4-b

(গ) 1-c, 2-b, 3-d, 4-a

(ঘ) 1-d, 2-c, 3-a, 4-b

উত্তরঃ (ঘ) 1-d, 2-c, 3-a, 4-b


(৮) আদি ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেন -

(ক) দেবেন্দ্রনাথ ঠাকুর

(খ) কেশবচন্দ্র সেন

(গ) শিবনাথ শাস্ত্রী

(ঘ) রাজা রামমোহন রায়

উত্তরঃ (ঘ) রাজা রামমোহন রায়


(৯) মানুষ তৈরীর ধর্মের কথা কে প্রচার করেন? -

(ক) দয়ানন্দ সরস্বতী

(খ) স্বামী বিবেকানন্দ

(গ) শ্রীরামকৃষ্ণদেব

(ঘ) শ্রীনারায়ণ গুরু

উত্তরঃ (খ) স্বামী বিবেকানন্দ


(১০) 'দক্ষিণের বিদ্যাসাগর' নামে পরিচিত -

(ক) মহাদেব গোবিন্দ রানাডে

(খ) বীরসালিঙ্গম পান্তলু

(গ) শ্রী নারায়ন গুরু

(ঘ) জ্যোতিবা ফুলে

উত্তরঃ (খ) বীরসালিঙ্গম পান্তলু


(১১) অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশনের মুখপাত্র ছিল -

(ক) এথেনিয়াম

(খ) পার্থেনন

(গ) ক্যালাইডোস্কোপ

(ঘ) হেসপেরাস

উত্তরঃ (ক) এথেনিয়াম


(১২) সতীদাহ প্রথাবিরোধী আইন পাশ করেন -

(ক) লর্ড ডালহৌসী

(খ) লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক

(গ) লর্ড ওয়েলসলী

(ঘ) লর্ড কর্ণওয়ালিশ

উত্তরঃ (খ) লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক


(১৩) ভারতের প্রথম ট্রেড উইলিয়ন হল -

(ক) ইন্ডিয়ান ট্রেড উইনিয়ন ফেডারেশন 

(খ) নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস

(গ) গিরনি কামগার ইউনিয়ন

(ঘ) মাদ্রাস লেবার ইউনিয়ন

উত্তরঃ (ঘ) মাদ্রাস লেবার ইউনিয়ন


(১৪) একজন প্রাচ্যবাদী হলেন -

(ক) টমাস ব্যাবিংটন মেলকে

(খ) এইচ টি প্রিন্সেপ

(গ) আলেকজান্ডার

(ঘ) জেমস কোলভিন

উত্তরঃ (খ) এইচ টি প্রিন্সেপ


(১৫) কোন আইনবলে ব্রিটিশশাসিত ভারতবর্ষে প্রথম দ্বি-কক্ষবিশিষ্ট্য কেন্দ্রীয় আইনসভা গঠিত হয়? -

(ক) ১৯০৯ খ্রীষ্টাব্দের মর্লে-মিন্টো সংস্কার আইন

(খ) রাওলাট আইন

(গ) ১৯১৯ খ্রীষ্টাব্দের মন্টেগু-চেমসফোর্ড সংস্কার আইন

(ঘ) ১৯৩৫ খ্রীষ্টাব্দের ভারত শাসন আইন

উত্তরঃ (গ) ১৯১৯ খ্রীষ্টাব্দের মন্টেগু-চেমসফোর্ড সংস্কার আইন


(১৬) সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করেন -

(ক) র‍্যামসে ম্যাকডোনাল্ড

(খ) উইনস্টন চার্চিল

(গ) নেভিল চেম্বারলেম

(ঘ) ক্লিমেন্ট এটলী

উত্তরঃ (ক) র‍্যামসে ম্যাকডোনাল্ড


(১৭) বড়লাট ওয়েলেসলী প্রবর্তন করেন -

(ক) স্বত্ববিলোপ নীতি

(খ) চিরস্থায়ী বন্দোবস্ত

(গ) অধিনতামূলক মিত্রতা নীতি

(ঘ) সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি

উত্তরঃ (গ) অধিনতামূলক মিত্রতা নীতি


(১৮) ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষে সবচেয়ে বড় দেশীয় রাজ্য ছিল -

(ক) কাশ্মীর

(খ) মহীশূর

(গ) বরোদা

(ঘ) হায়দ্রাবাদ

উত্তরঃ (ঘ) হায়দ্রাবাদ


(১৯) মুসলীম লীগ (১৯০৬ খ্রীঃ) প্রতিষ্ঠা করেন -

(ক) চৌধুরী রহমত আলী

(খ) সৈয়দ আহমেদ

(গ) মহম্মদ আলী জিন্নাহ

(ঘ) নবাব সলিমুল্লাহ

উত্তরঃ (গ) মহম্মদ আলী জিন্নাহ


(২০) স্তম্ভ-১ এর সাথে স্তম্ভ-২ মেলাও ঃ

স্তম্ভ-১

(1) আগস্ট প্রস্তাব

(2) হরিজন

(3) ভারত রক্ষা আইনে গ্রেপ্তার

(4) নৌবিদ্রোহ

স্তম্ভ-২

(a) নেতাজী

(b) লিনলিথগো প্রস্তাব

(c) তলোয়ার জাহাজ

(d) গান্ধীজী

বিকল্প সমূহ ঃ

(ক) 1-b, 2-d, 3-a, 4-c

(খ) 1-c, 2-b, 3-d, 4-a

(গ) 1-a, 2-c, 3-b, 4-d

(ঘ) 1-d, 2-a, 3-c, 4-b

উত্তরঃ (ক) 1-b, 2-d, 3-a, 4-c


(২১) রোম-বার্লিন-টোকিও অক্ষচুক্তি স্বাক্ষরিত হয় -

(ক) ১৯৩৭ খ্রীঃ

(খ) ১৯৩৯ খ্রীঃ

(গ) ১৯৪০ খ্রীঃ

(ঘ) ১৯৪১ খ্রীঃ

উত্তরঃ (গ) ১৯৪০ খ্রীঃ


(২২) জাতীয়তাবাদী নেতা মহম্মদ হাত্তা কোন দেশের মানুষ ছিলেন? -

(ক) ভিয়েতনাম

(খ) জাপান

(গ) চীন

(ঘ) ইন্দোনেশিয়া

উত্তরঃ (ঘ) ইন্দোনেশিয়া


(২৩) তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন -

(ক) সতীশচন্দ্র সামন্ত

(খ) সুশীল ধাড়া

(গ) মাতঙ্গিনী হাজরা

(ঘ) অজয় মুখোপাধ্যায়

উত্তরঃ (ক) সতীশচন্দ্র সামন্ত


(২৪) আজাদ হিন্দুস্থান বেতার কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছিল -

(ক) জাপানে

(খ) সিঙ্গাপুরে

(গ) জার্মানিতে

(ঘ) ভারতবর্ষে

উত্তরঃ (গ) জার্মানিতে


অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close