ABTA HIGHER SECONDARY TEST PAPERS 202-2022HISTORYPAGE - AC-66
PART - B
১।বিকল্প উৎস গুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখ :
(১) ইতিহাস হল বিজ্ঞান এর বেশিও না কমও নয় -
(ক) রেঙ্কে
(খ) ই এইচ কার
(গ) জেমস মিল
(ঘ) বিউরি
উত্তর : (ঘ) বিউরি
(২) দক্ষিণারঞ্জন বসু ছেড়ে আসা গ্রাম হল একটি -
(ক) লোককথা
(খ) কিংবদন্তি
(গ) পৌরাণিক কাহিনী
(ঘ) স্মৃতিকথা
উত্তর : (ঘ) স্মৃতিকথা
(৩) ভারতের প্রাচীনতম জাদুঘর টি আছে -
(ক) মুম্বাই
(খ) দিল্লিতে
(গ) চেন্নাই
(ঘ) কলকাতায়
উত্তর : (ঘ) কলকাতায়
(৪) হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটি রচনা -
(ক) সুমিত সরকার
(খ) জেমস মিল
(গ) জন স্টুয়ার্ট মিল
(ঘ) মেকলে
উত্তর : (খ) জেমস মিল
(৫) ভারতের কোন রাজ্যে ইংরেজরা প্রথম রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে -
(ক) মুম্বাই
(খ) মাদ্রাজ
(গ) বাংলা
(ঘ) গুজরাট
উত্তর : (গ) বাংলা
(৬) নানকিং এর চুক্তি স্বাক্ষরিত হয়েছিল -
(ক) 1839 খ্রিস্টাব্দে
(খ) 1840 খ্রিস্টাব্দে
(গ) 1841 খ্রিস্টাব্দে
(ঘ) 1842 খ্রিস্টাব্দে
উত্তর : (ঘ) 1842 খ্রিস্টাব্দে
(৭) ভারতের প্রথম পাটকল স্থাপিত হয় -
(ক) রিষড়ায়
(খ) গুজরাট
(গ) ডুয়ার্স
(ঘ) কেরালায়
উত্তর : (ক) রিষড়ায়
(৮) ভারতে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন -
(ক) ওয়ারেন হেস্টিং
(খ) জোনাথন ডানকান
(গ) উইলিয়াম জোন্স
(ঘ) লর্ড কর্নওয়ালিস
উত্তর : (গ) উইলিয়াম জোন্স
(৯) হিস্ট্রি অফ বেঙ্গল গ্রন্থের রচয়িতা -
(ক) যদুনাথ সরকার
(খ) সুশোভন সরকার
(গ) রমেশচন্দ্র মজুমদার
(ঘ) দাদাভাই নওরোজি
উত্তর : (ক) যদুনাথ সরকার
(১০) কুয়েমিন্টন এর প্রতিষ্ঠাতা কে?
(ক) চৌ এন লাই
(খ) সান ইয়াৎ সেন
(গ) চিয়াং কাইশেক
(ঘ) মাও জে দং
উত্তর : (খ) সান ইয়াৎ সেন
(১১) শুদ্ধি আন্দোলনের প্রবর্তক ছিলেন -
(ক) দয়া নন্দ সরস্বতী
(খ) লালা হংসরাজ
(গ) কেশব চন্দ্র সেন
(ঘ) বালগঙ্গাধর তিলক
উত্তর : (ক) দয়া নন্দ সরস্বতী
(১২) সত্যশোধক সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন -
(ক) দয়া নন্দ সরস্বতী
(খ) কেশব চন্দ্র সেন
(গ) জ্যোতিরাও ফুলে
(ঘ) আত্মারাম পান্ডু রঙ্গ
উত্তর : (গ) জ্যোতিরাও ফুলে
(১৩) বিধবা পুনর্বিবাহ আইন পাশ হয় -
(ক) ১৮২৯ খ্রীঃ
(খ) ১৮৩৫ খ্রীঃ
(গ) ১৮৫৫ খ্রীঃ
(ঘ) ১৮৬১ খ্রীঃ
উত্তর : ১৮৫৬ খ্রীঃ
(১৪) ১৯১৫ খ্রিস্টাব্দে চীনের উপর 21 দফা দাবি পেশ করে -
(ক) জাপান
(খ) জার্মানি
(গ) ফ্রান্স
(ঘ) ইংল্যান্ড
উত্তর : (ক) জাপান
(১৫) AITUC এর প্রথম সভাপতি ছিলেন -
(ক) ভি কে মুদালিয়ার
(খ) এস এ ডাঙ্গে
(গ) বি পি ওয়াদিয়া
(ঘ) লালা লাজপত রায়
উত্তর : (ঘ) লালা লাজপত রায়
(১৬) ভারতে প্রথম মে দিবস পালিত হয় -
(ক) ১৯০৫ খ্রীঃ
(খ) ১৯২০ খ্রীঃ
(গ) ১৯২৩ খ্রীঃ
(ঘ) ১৯২৭ খ্রীঃ
উত্তর : (গ) ১৯২৩ খ্রীঃ
(১৭) ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও
ক স্তম্ভ
(1) আইন অমান্য আন্দোলন
(2) মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন
(3) প্রথম গোল টেবিল বৈঠক
(4) মিরাট ষড়যন্ত্র
খ স্তম্ভ
(a) ১৯১৯
(b) ১৯৩০
(c) ১৯২৯
(d) ১৯৩০
বিকল্পসমূহ
(ক) 1-b, 2-a, 3-d, 4-c
(খ) 1-d, 2-b, 3-a, 4-c
(গ) 1-d, 2-a, 3-c, 4-b
(ঘ) 1-c, 2-a, 3-d, 4-b
উত্তরঃ (ক) 1-b, 2-a, 3-d, 4-c
(১৮) পঞ্চাশের মন্বন্তরের উপর লেখা উল্লেখযোগ্য গ্রন্থ হল -
(a) আরণ্যক
(b) অশনি সংকেত
(c) ক্ষুধার্ত বাংলা
(d) অকালের সন্ধানে
বিকল্পসমূহ ঃ
(ক) ab ঠিক cd ভুল
(খ) bcd ঠিক a ভুল
(গ)abd ঠিক c ভুল
(ঘ) bd ঠিক ac ভুল
উত্তরঃ (খ) bcd ঠিক a ভুল
(১৯) ১৯৪০ খ্রিস্টাব্দে মুসলিম লীগের লাহোর অধিবেশন অনুষ্ঠিত হয়েছে -
(ক) কলকাতায়
(খ) লাহোর
(গ) দিল্লি
(ঘ) বোম্বাই
উত্তর: (খ) লাহোর
(২০) দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন -
(ক) উড্রো উইলসন
(খ) হুভার
(গ) রুজভেল্ট
(ঘ) ট্রুম্যান
উত্তর : (গ) রুজভেল্ট
(২১) এশিয়া বাসীদের জন্য এশিয়া এই শ্লোগানটি হলো -
(ক) জাপানের
(খ) চীনের
(গ) ভারতের
(ঘ) বাংলাদেশের
উত্তর : (ক) জাপানের
(২২) মোহাম্মদ হান্ডা ছিলেন ইন্দোনেশিয়ার প্রথম -
(ক) রাষ্ট্রপতি
(খ) প্রধানমন্ত্রী
(গ) পররাষ্ট্রমন্ত্রী
(ঘ) শহীদ
উত্তর : (খ) প্রধানমন্ত্রী
(২৩) ১৯৪৬ খ্রিস্টাব্দে রশিদ আলী দিবস পালিত হয় -
(ক) ১২ জানুয়ারি
(খ) ১২ জুন
(গ) ১২ ফেব্রুয়ারি
(ঘ) ২২ মার্চ
উত্তর : (গ) ১২ ফেব্রুয়ারি
(২৪) ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও
ক স্তম্ভ
(1) জেনারেল তেজো
(2) ক্লিমেন্ট এটলি
(3) চৌ এন লাই
(4) সুকর্ণ
খ স্তম্ভ
(a) ইন্দোনেশিয়া
(b) চীন
(c) জাপান
(d) ইংল্যান্ড
বিকল্পসমূহ ঃ
(ক) 1-b, 2-a, 3-d, 4-c
(খ) 1-c, 2-a, 3-a, 4-d
(গ) 1-a, 2-c, 3-b, 4-d
(ঘ) 1-c, 2-d, 3-b, 4-a
উত্তরঃ (ঘ) 1-c, 2-d, 3-b, 4-a
অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ