Higher Secondary History Class 12 ABTA Test Papers 2021-2022 Page 57 SAQ
Type Here to Get Search Results !

Higher Secondary History Class 12 ABTA Test Papers 2021-2022 Page 57 SAQ

 ABTA HIGHER SECONDARY TEST PAPERS 2021-2022 

HISTORY
PAGE - AC-57

Higher Secondary History Class 12 ABTA Test Papers 2021-2022


PART - B


২. নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়)


১."ইন্ডিয়া টুডে" গ্রন্থটি কে রচনা করেন?

উত্তর: "ইন্ডিয়া টুডে" গ্রন্থটি রচনা করেন রজনীপাম দত্ত।


২."পৌরাণিক কাহিনী" বা "মিথস" কাকে বলে?

উত্তর: সৃষ্টির আদিমকালে অপরিণত বুদ্ধির মানুষ যে সমস্ত ধর্মীয় অলৌকিক কল্পকাহিনী রচনা ও প্রচার করে তাকে পৌরাণিক কাহিনী বা মিথস বলে।


অথবা, 

কিংবদন্তি বা লেজেন্ড কি?

উত্তর: ইতিহাস ও কল্পনার মিশ্রণে লৌকিকতা সাহিত্যের রূপ বিশিষ্ট লোককাহিনী হলো কিংবদন্তি।


৩. 'ভারতীয় সিভিল সার্ভিসের জনক' কাকে বলা হয়?

উত্তর: ভারতীয় সিভিল সার্ভিসের জনক বলা হয় লর্ড কর্নওয়ালিস।


৪. আইনের শাসন বলতে কি বোঝো?

উত্তর: ব্রিটিশ শাসকরা ঔপনিবেশিক ভারতে আইনের শাসন এর ধারণার প্রবর্তন করেন। এর অর্থ ছিল যে ব্রিটিশ প্রশাসন আইন মেনে শাসন পরিচালনা করবে।


অথবা, 

বক্সার প্রটোকল কি?

উত্তর: চীনে বক্সার বিদ্রোহের পরিপ্রেক্ষিতে ১১ টি বিদেশী শক্তির মধ্যে বক্সারের প্রটোকল স্বাক্ষরিত হয় ১৯০১ খ্রিস্টাব্দে।


৫. বন্দিবাসের যুদ্ধ কারা পরাজিত হন?

উত্তর: বন্দিবাসের যুদ্ধে ফরাসিরা পরাজিত হন।


৬. শ্রীরামপুর কলেজ কে কবে প্রতিষ্ঠা করে?

উত্তর: ১৮১৮ সালে উইলিয়াম কেরি, জোশুয়া মার্শম্যান ও উয়িলিয়াম ওয়ার্ড শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠা করেন।


৭. থিওডের বেক কে ছিলেন?

উত্তর: থিওডোর বেক ছিলেন আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের অধ্যক্ষ।


অথবা,

"তিন আইন" কবে পাস হয়?

উত্তর: তিন আইন ১৮৭২ পাস হয়


৮.৪ঠা মে আন্দোলনের ডাক কে দেন?

উত্তর: ৪ঠা মে আন্দোলনের ডাক  চেন-তু-শিউ দেন।


৯. কোন সংস্কার আইনের মুসলিমদের পৃথক নির্বাচনের অধিকার দেওয়া হয়?

উত্তর: মর্লে মিন্টো সংস্কার আইন সংস্কার আইনে মুসলিমদের পৃথক নির্বাচনের অধিকার দেওয়া হয়।


১০.রাওলাট আইনকে কেন "কালাকানুন" বলা হয়?

উত্তর: রাওলাট আইনে সরকারবিরোধী যেকোনো প্রচারকার্য কে দণ্ডনীয় অপরাধ বলে চিহ্নিত করা হয় এবং এই আইনে কোনো রকম সাক্ষ্য প্রমাণ ছাড়াই যেকোনো সন্দেহভাজন ব্যক্তিকে বিনা পরোয়ানায় ও বিনাবিচারে গ্রেপ্তার ও আটক ও ঘরবাড়ি তল্লাশির অধিকার সরকারকে দেওয়া হয়। এক কথায় বলা হয় এই আইনের মাধ্যমে ভারতীয়দের ন্যায় বিচার লাভের অধিকার সম্পূর্ণভাবে কেড়ে নেওয়া হয়েছিল। তাই রাওলাট আইন কে কালাকানুন বলা হয়।


অথবা, 

রাওলাট আইন কবে পাস হয়?

উত্তর: ১৯১৯ সালে রাওলাট আইন পাস হয়।


১১. গান্ধীজী কবে সত্যাগ্রহ সভা প্রতিষ্ঠা করেন?

উত্তর: গান্ধীজী ১৯১৯ সালে সত্যাগ্রহ সভা প্রতিষ্ঠা করেন।


১২."সত্যার্থ প্রকাশ" কে রচনা করেন?

উত্তর: সত্যার্থ প্রকাশ রচনা করেন স্বামী দয়ানন্দ সরস্বতী।


১৩. কবে আজাদ হিন্দ সরকার গঠিত হয়?

উত্তর: ১৯৪৩ খ্রিস্টাব্দে আজাদ হিন্দ সরকার গঠিত হয়।


১৪. ওয়াভেল পরিকল্পনা কি?

উত্তর: বড়লাট ওয়াভেল ১৯৪৫ খ্রিস্টাব্দের ১৪ই জুন কংগ্রেস ও মুসলিম লিগের কাছের একটি সূত্র উত্থাপন করেন সেটি ওয়াভেল পরিকল্পনা নামে খ্যাত।


১৫. জাপান কবে আত্মসমর্পণ করে?

উত্তর: জাপান ১৯৪৫ খ্রিস্টাব্দে আত্মসমর্পণ করে।


১৬. স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে?

উত্তর: স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী।


অথবা, 

গণপরিষদের সর্বশেষ অধিবেশন কবে হয়?

উত্তর: গণপরিষদের সর্বশেষ অধিবেশন হয় ১৯৫০ খ্রিস্টাব্দের ২৪ জানুয়ারি।


অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close