2022
LIFE SCIENCE
বিভাগ - 'ক'
(সমস্ত প্রশ্নের উত্তর করা আবশ্যিক)
১। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো।
১.১ সঠিক জোড়টি নির্বাচন করো -
(ক) স্ক্লেরা - অক্ষিগোলকের ভেতরে অতিরিক্ত আলো শোষণ করে
(খ) কোরয়েড - অক্ষিগোলককে নির্দিষ্ট আকার দেয়
(গ) লেন্স - আলোকের প্রতিসরণ ঘটায় ও উপযোজন সম্পন্ন করে
(ঘ) রেটিনা - লেন্সকে সাসপেনসরি লিগমেন্টের সাহায্যে ধরে রাখে
উত্তরঃ (গ) লেন্স - আলোকের প্রতিসরণ ঘটায় ও উপযোজন সম্পন্ন করে
১.২ অ্যাড্রিনালিন সম্পর্কিত নীচের কোন্ বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো -
(ক) হৃদস্পন্দনের হার বৃদ্ধি করে
(খ) বয়ঃসন্ধিকালে শুক্রাণু উৎপাদনে সাহায্য করে
(গ) হার্দ উৎপাদ বৃদ্ধি করে
(ঘ) সিস্টোলিক রক্তচাপ বৃদ্ধি করে
উত্তরঃ (খ) বয়ঃসন্ধিকালে শুক্রাণু উৎপাদনে সাহায্য করে
১.৩ নিম্নলিখিত কোনটি ট্রপিক চলনের বৈশিষ্ট্য তা নির্বাচন করো -
(ক) উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত উদ্ভিদ অংগের আবিষ্ট বক্রচলন
(খ) এটি একরধরণের রসস্ফীতজনিত চলন
(গ) উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত অংগের আবিষ্ট বক্রচলন
(ঘ অক্সিনের প্রভাব ঘটে না
উত্তরঃ (ক) উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত উদ্ভিদ অংগের আবিষ্ট বক্রচলন
১.৪ 'ক' স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে 'খ' স্তম্ভ দেওয়া শব্দের মধ্যে সমতা বিধান করে নীচের উত্তরগুলোর মধ্যে কোন্টি সঠিক তা নির্বাচন করো -
'ক' স্তম্ভ
A CSF
B মেনিনজেস
C নিউরোগ্লিয়া
'খ' স্তম্ভ
(i) কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করে
(ii) মায়েলিন আবরণী গঠনে সাহায্য করে
(iii) অভিঘাত শোষকরূপে কাজ করে
(ক) A - (ii), B -(iii), C- (i)
(খ) A - (iii), B -(i), C - (ii)
(গ) A - (i), B - (ii), C - (iii)
(ঘ) A - (i), B - (iii), C - (ii)
উত্তরঃ (খ) A - (iii), B -(i), C - (ii)
১.৫ নীচের সঠিক ক্রমটি স্থির করো -
(ক) গ্রাহক - কারক - সংজ্ঞাবহ স্নায়ু - আজ্ঞাবহ স্নায়ু - স্নায়ুকেন্দ্র
(খ) গ্রাহক - স্নায়ুকেন্দ্র - আজ্ঞাবহ স্নায়ু - কারক
(গ) গ্রাহক - সংজ্ঞাবহ স্নায়ু - স্নায়ুকেন্দ্র - আজ্ঞাবহ স্নায়ু - কারক
(ঘ) গ্রাহক - আজ্ঞাবহ স্নায়ু - কারক - সংজ্ঞাবহ স্নায়ু - স্নায়ুকেন্দ্র
উত্তরঃ (গ) গ্রাহক - সংজ্ঞাবহ স্নায়ু - স্নায়ুকেন্দ্র - আজ্ঞাবহ স্নায়ু - কারক
১.৬ সঠিক জোড়টি নির্বাচন করো -
(ক) টেলোফেজ - অপত্য ক্রোমোজোমের মেরু-অভিমুখে গমন
(খ) টেলোফেজ - নিউক্লিয়পর্দার ও নিউক্লিওলাসের অবলুপ্তি
(গ) টেলোফেজ - বেমতন্তু গঠন
(ঘ) টেলোফেজ - নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের পুনরাবির্ভাব
উত্তরঃ (ঘ) টেলোফেজ - নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের পুনরাবির্ভাব
১.৭ ক্রোমোজোমের প্রান্তদ্বয়ের নাম হলো -
(ক) সেন্ট্রোমিয়ার
(খ) টেলোমিয়ার
(গ) নিউক্লিওলার আর্গাইজার
(ঘ) স্যাটেলাইট
উত্তরঃ (খ) টেলোমিয়ার
১.৮ ইতর পরাগযোগ সম্পর্কিত নীচের কোন্ বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো -
(ক) বাহকের প্রয়োজন হয়
(খ) বংশধারায় নতুন বৈশিষ্ট্যের উদ্ভব হয়
(গ) প্রজাতির বিশুদ্ধতা বজায় থাকে
(ঘ) বীজের অঙ্কুরণ হার বেশি হয়
উত্তরঃ (গ) প্রজাতির বিশুদ্ধতা বজায় থাকে
১.৯ অযৌন ও যৌন জননের মধ্যে নীচের পার্থক্যগুলো বিবেচনা করো কোন কোনগুলো সঠিক তা বেছে নাও -
অযৌন জনন
i. একই প্রজাতির বিপরীত লিঙ্গের দুটি জনিতৃ জীবের প্রয়োজন।
ii. কোশবিভাজন বা রেণু উৎপাদনের মাধ্যমে এই ধরণের জনন সম্পন্ন হয়।
iii. অ্যামাইটোসিস,মাইটোসিস ও মিয়োসিস নির্ভর।
iv. অপত্য জীবের মধ্যে প্রকরণ দেখা যায়।
যৌন জনন
a একটি জনিতৃ জীব থেকেই অপত্য জীব সৃষ্টি হতে পারে।
b গ্যামেট উৎপাদন ও মিলনের মাধ্যমে এই ধরণের জনন সম্পন্ন হয়।
c মিয়োসিস নির্ভর
d অপত্য জীব হুবহু জনিতৃ জীবের মতো দেখতে হয়।
(ক) I. IV
(খ) II, III
(গ) III, IV
(ঘ) I, II
উত্তরঃ (খ) II, III
১.১০ মানুষের ক্ষেত্রে সঠিক জোড়টি নির্বাচন করো -
(ক) ডিম্বাণুর স্বাভাবিক ক্রোমোজোম বিন্যাস - 22A + XX
(খ) ডিম্বাণুর স্বাভাবিক ক্রোমোজোম বিন্যাস - 22A + Y
(গ) ডিম্বাণুর স্বাভাবিক ক্রোমোজোম বিন্যাস - 22A + X
(ঘ) ডিম্বাণুর স্বাভাবিক ক্রোমোজোম বিন্যস - 22A + XY
উত্তরঃ (গ) ডিম্বাণুর স্বাভাবিক ক্রোমোজোম বিন্যাস - 22A + X
১.১১ নীচের কোন্ জেনোটাইপটি উভয় লোকাসের জন্য হোমোজাইগাস তা স্থির করো -
(ক) BbRr
(খ) BBRr
(গ) BbRR
(ঘ) bbrr
উত্তরঃ (ঘ) bbrr
১.১২ সাদা বর্ণ ও অসমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ শনাক্ত করো -
(ক) bbRR, bbrr
(খ) BBRR, bbrr
(গ) bbRR, bbRr
(ঘ) BbRr, BbRR
উত্তরঃ (গ) bbRR, bbRr
১.১৩ নীচের কোন্ দুটিকে মেন্ডেল প্রকট বৈশিষ্ট্য হিসেবে নির্বাচন করেছিলেন তা স্থির করো -
(ক) কাণ্ডের দৈর্ঘ্য - লম্বা, বীজের আকার - গোল
(খ) ফুলের বর্ণ - শীর্ষ, ফুলের বর্ণ - সাদা
(গ) বীজপত্রের বর্ন - সবুজ, বীজের আকার - কুঞ্চিত
(ঘ) কান্ডের দৈর্ঘ্য - খর্ব, বীজের আকার - কুঞ্চিত
উত্তরঃ (ক) কাণ্ডের দৈর্ঘ্য - লম্বা, বীজের আকার - গোল
১.১৪ একটি সংকর দীর্ঘ (Tt) এবং একটি বিশুদ্ধ খর্ব (tt) মটরগাছের পরাগমিলনে যে বীজ পাওয়া যায়, তার থেকে উৎপন্ন মটরগাছগুলোর প্রকৃতি নির্ণয় করো -
(ক) ১০০% দীর্ঘ
(খ) ৫০% দীর্ঘ, ৫০% খর্ব
(গ) ১০০% খর্ব
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (খ) ৫০% দীর্ঘ, ৫০% খর্ব
১.১৫ বিবাহের পূর্বে জিনগত পরাপর্শ গ্রহণ করে নীচের কোন্ রোগটি প্রতিরোধ করা যেতে পারে তা স্থির করো -
(ক) গয়টার
(খ) ম্যালেরিয়া
(গ) থ্যালাসেমিয়া
(ঘ) যক্ষ্মা
উত্তরঃ (গ) থ্যালাসেমিয়া
বিভাগ খ
২. নিচের ২৬ টি প্রশ্ন থেকে ২১ টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখ।
নিচের বাক্যগুলোর শূন্যস্থান গুলোতে উপযুক্ত শব্দ বসাও (যেকোনো পাঁচটি)
২.১______ হরমোন উদ্ভিদের পরিপক্ক বীজের খুব বেশি পরিমাণে পাওয়া যায়।
উত্তর: জিব্বেরেলিন
২.২ প্রতিবর্ত ক্রিয়া দ্রুত, স্বতঃস্ফূর্ত এবং _____।
উত্তর: তাৎক্ষণিক
২.৩_____ কোশ বিভাজনে বেমতন্তু গঠিত হয় না।
উত্তর: অ্যামাইটোসিস
২.৪ _____ একটি বঙ্গ পরাগী পুষ্প।
উত্তর: সূর্যমুখী
২.৫ রোলার জিভ ক্ষমতাসম্পন্ন জিনিসটি____।
উত্তর: প্রকটজিন
২.৬ হিমোফিলিয়ার জন্য দায়ী জিনিসটি প্রচ্ছন্ন হওয়ায় একমাত্র_____ অবস্থায় এই রোগের লক্ষণগুলো প্রকাশ পায়।
উত্তর: হোমোজাইগাস
বাক্যগুলো সত্য বা মিথ্যা নিরূপণ করো (যেকোনো পাঁচটি)
২.৭ দূরের বস্তু দেখার ক্ষেত্রে লেন্সের ফোকাস দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটে।
উত্তর: সত্য
২.৮ প্রতিটি নিউক্লিওসাইডে নাইট্রোজেন যুক্ত ক্ষারক ও ফসফরিক অ্যাসিড থাকে।
উত্তর: সত্য
২.৯ মানুষের লিঙ্গ নির্ধারণের স্ত্রী কোন ভূমিকাই নেই।
উত্তর: সত্য
২.১০ যদি কোন মটর গাছে TT বা tt বৈশিষ্ট্য থাকে, তবে এই এলিন'এর সাপেক্ষে মোটর গাছটি হেটেরোজাইগাস হয়।
উত্তর: মিথ্যা
২.১১ মোটর ফুল একলিঙ্গ হাওয়াই মোটর গাছে স্বপরাগযোগ এবং প্রয়োজনে ইতর পরাগযোগ ঘটানো যায়।
উত্তর: মিথ্যা
২.১২ কোশীয় বিভেদন দশায় অপত্য কোষগুলো নানাভাবে পরিবর্তিত ও রূপান্তরিত হয় কলা, অঙ্গতন্ত্র গঠন করে।
উত্তর: সত্য
A স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে B স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটি সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখ সহ সঠিক জোড়টি পুনরায় লেখ (যেকোনো পাঁচটি)
A স্তম্ভ
২.১৩ বহুমূত্র
২.১৪ সোয়ান কোশ
২.১৫ মিয়োসিস
২.১৬ বার্ধক্য দশা
২.১৭ জিনগত রোগ
২.১৮ মেন্ডেলের দ্বিতীয় সূত্র
B স্তম্ভ
ক) স্বাধীন বন্টন সূত্র
(খ) অস্থির ভঙ্গুরতা
(গ) অ্যাক্সনের নিউরোলেম্মা ও মায়োলিন আবরণীর মাঝে থাকে
(ঘ) ADH এর কম ক্ষরণ
(ঙ) রেণুমাতৃকোশ ও জননমাতৃকোশ
(চ) বর্ণান্ধতা
(ছ) পৃথকভবনের সূত্র
উত্তরঃ ২.১৩ বহুমূত্র - (ঘ) ADH এর কম ক্ষরণ
২.১৪ সোয়ান কোশ - (গ) অ্যাক্সনের নিউরোলেম্মা ও মায়োলিন আবরণীর মাঝে থাকে
২.১৫ মিয়োসিস - (ঙ) রেণুমাতৃকোশ ও জননমাতৃকোশ
২.১৬ বার্ধক্য দশা - (খ) অস্থির ভঙ্গুরতা
২.১৭ জিনগত রোগ - (চ) বর্ণান্ধতা
২.১৮ মেন্ডেলের দ্বিতীয় সূত্র - ক) স্বাধীন বন্টন সূত্র
একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও (যে কোনো ছয়টি) ঃ
২.১৯ বিসদৃশ শব্দটি বেছে লেখো ঃ
অলফ্যাক্টরি, স্নায়ু, ভেগাস স্নায়ু, অপটিক স্নায়ু, অডিটরি স্নায়ু
উত্তরঃ ভেগাস স্নায়ু
২.২০ প্রাণীদেহে কাজ শেষ হওয়ার পর হরমোনের পরিণতি কী?
উত্তরঃ ধ্বংস
২.২১ নীচে সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও ঃ
পিউরিন ঃ অ্যাঁডেনিন ঃঃ পিরিমিডিন ঃ __________।
উত্তরঃ থাইমিন
২.২২ কোশ্চক্রে চেকপয়েন্টের কাজ বিঘ্নিত হলে কী ঘটবে?
উত্তরঃ টিউমার
২.২৩ সংকরায়ণ কী?
উত্তরঃ জীববিজ্ঞানের ভাষায়, দুটি ভিন্ন প্রজাতির মধ্যে আন্তঃপ্রজননের ফলে উদ্ভূত নতুন প্রজন্মকে ওই দুই প্রজাতির সংকর (হাইব্রিড বা ক্রসব্রিড) বলে। সংকর করার প্রক্রিয়াটিকে সংকরায়ন বলে।
২.২৪ প্রকট বৈশিষ্ট্য কী?
উত্তরঃ একজোড়া বিপরীত বৈশিষ্ট্যসম্পন্ন হোমোজাইগাস জীবে (TT এবং Tt) সংকরায়ণ ঘটালে F₁ বংশে সৃষ্ট হেটারোজাইগাস জীবে যে বৈশিষ্ট্য প্রকাশ পায়, তাকে প্রকট বৈশিষ্ট্য বলে
২.২৫ নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো -
মৌল বিপাকীয় হার বৃদ্ধি, থাইরক্সিন, লোহিত রক্তকণিকার ক্রমপরিণতি এক্সঅপ্থ্যালমিক গয়টার।
উত্তরঃ থাইরক্সিন
২.২৬ ইন্টারফেজের কোন্ দশায় বেমতন্তু গঠনের জন্য প্রয়োজনীয় প্রোটিন সংশ্লেষিত হয়?
উত্তরঃ G₂
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ