ABTA HIGHER SECONDARY TEST PAPERS 2021-2022BENGALIPAGE - AC-179
PART - B
১। সঠিক বিকল্পটি নির্বাচন করো ঃ
১.১ 'থানায় খবর দিয়ে কী হবে?' - থানা কত দূরে? -
(ক) চার কোশ
(খ পাঁচ কোশ
(গ) ছয় কোশ
(ঘ) দশ কোশ
উত্তরঃ (খ পাঁচ কোশ
১.২ 'একদা সে ছিল পেশাদার লাঠিয়াল' - কে? -
(ক) নিবারণ বাগদি
(খ) ভট্টাচার্যি
(গ) করিম ফরাজি
(ঘ) ফজলু শেখ
উত্তরঃ (গ) করিম ফরাজি
১.৩ 'উচ্ছবের দেশঘরে যেতে হয় কোথা হয়ে?
(ক) মগরাহাট
(খ) মথুরাপুর
(গ) কালং
(ঘ) ক্যানিং
উত্তরঃ (ঘ) ক্যানিং
১.৪ উচ্ছব কাঠ কেটেছিল -
(ক) দুমন
(খ) আড়াই মন
(গ) আড়াই কুইন্টাল
(ঘ) দুই কুইন্টাল
উত্তরঃ (খ) আড়াই মন
১.৫ বুড়ির এ অভিজ্ঞতা প্রচুর আছে। অর্থাৎ সে -
(ক) কল্পবিলাসী
(খ) বৃক্ষবিলাসী
(গ) বৃক্ষবাসিনী
(ঘ) বৃক্ষপ্রেমিকা
উত্তরঃ (গ) বৃক্ষবাসিনী
১.৬ 'গুরু নানক শান্ত স্বরে - ধ্বনি দিতে বলেন'।
(ক) জয় গুরু
(খ) জয় নিরহঙ্কার
(গ) জয় বলী কান্ধারী
(ঘ) জয় নিরঙ্কার
উত্তরঃ (ঘ) জয় নিরঙ্কার
অথবা,
'পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন' - কবিতাটির অনুবাদক -
(ক) জয় গোস্বামী
(খ) শঙ্ঘ ঘোষ
(গ) বিষ্ণু দে
(ঘ) সুভাষ মুখোপাধ্যায়
উত্তরঃ (খ) শঙ্ঘ ঘোষ
১.৭ কবি ভালোবেসেছেন -
(ক) কঠিনেরে
(খ) জটিলেরে
(গ) কাঠিন্যকে
(ঘ) মৃত্যুকে
উত্তরঃ (ক) কঠিনেরে
১.৮ উজ্জ্বল আলোর স্তম্ভ এঁকে দেয় -
(ক) অলস শিল্পী
(খ) অলস সূর্য
(গ) সূর্য কিরণ
(ঘ) চাঁদের কিরণ
উত্তরঃ (খ) অলস সূর্য
১.৯ 'দেহ চায়' -
(ক) সবুজ
(খ) সবুজ গাছ
(গ) সবুজ বাগান
(ঘ) সবুজ অরন্য
উত্তরঃ (গ) সবুজ বাগান
১.১০ 'আমি তো চললাম - আবার দেখা হয় কিনা কে জানে' -
(ক) পথিক
(খ) শাজাহান
(গ) নবান্ন
(ঘ) রাজা
উত্তরঃ (ক) পথিক
অথবা,
'রজনীকান্ত মঞ্চে প্রবেশ করেন কোন পোশাকে -
(ক) সাহেবি
(খ) দিলদার
(গ) ঔরঙ্গজেব
(ঘ) বৃদ্ধের
উত্তরঃ (খ) দিলদার
১.১১ 'নানা রঙের দিন' নাটকে প্রম্পটার হল -
(ক) কালীনাথ চট্টোপাধ্যায়
(খ) কালীদাস রায়
(গ) কালীনাথ সেন
(ঘ) রামব্রীজ
উত্তরঃ (গ) কালীনাথ সেন
অথবা,
'Box Office বলেও তো একটা কথা আছে' - বক্তা -
(ক) হারমোনিয়াম বাদক
(খ) শম্ভু
(গ) বৌদি
(ঘ) অমর
উত্তরঃ (ক) হারমোনিয়াম বাদক
১.১২ The night is calling me-me-me - সংলাপটির রচয়িতা -
(ক) বার্নাড শ
(খ) শম্ভু মিত্র
(গ) শেলি
(ঘ) রাসেল
উত্তরঃ (ক) বার্নাড শ
অথবা,
লুকিয়ে গ্রিনরুমে ঘুমান -
(ক) কালীনাথ
(খ) কাশীনাথ
(গ) রজনী
(ঘ) রামব্রিজ
উত্তরঃ (খ) কাশীনাথ
১.১৩ তবে তাঁকে প্রাসাদে রুদ্ধ করে রাখা হয়েছে কেন? - কার কথা বলা হয়েছে? -
(ক) মোরাদ
(খ) ঔরঙ্গজেব
(গ) সুজা
(ঘ) সাজাহান
উত্তরঃ (ঘ) সাজাহান
অথবা,
সংস্কৃতে তেরো পেয়েছিলেন -
(ক) শম্ভু
(খ) বৌদি
(গ) অমর
(ঘ) শম্ভু ও অমর
উত্তরঃ (গ) অমর
১.১৪ থমাস এলিয়েটের ল্যাটিন-ইংরাজি অভিধান প্রকাশিত হয় -
(ক) ১৫৩৬ সালে
(খ) ১৫৩৭ সালে
(গ) ১৫৩৮ সালে
(ঘ) ১৫৩৯ সালে
উত্তরঃ (গ) ১৫৩৮ সালে
১.১৫ রমা আস্তে কথা বল। - 'আস্তে কথা' কোন জোটের উদাহরণ?
(ক) বিশেষ্য জোট
(খ) অনুসর্গ জোট
(গ) ক্রিয়া জোট
(ঘ) ক্রিয়া বিশেষণ জোট
উত্তরঃ (ঘ) ক্রিয়া বিশেষণ জোট
১.১৬ 'বিশ্বপরিচয়' বিজ্ঞানমনস্ক বিষয়ক গ্রন্থটির রচয়িতা -
(ক) সত্যেন্দ্রনাথ ঠাকুর
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) অক্ষয়কুমার দত্ত
(ঘ) দেবেন্দ্রনাথ
উত্তরঃ (খ) রবীন্দ্রনাথ ঠাকুর
১.১৭ কোন্টি সত্যজিৎ রায়ের শ্রেষ্ঠ তথ্যচিত্র?
(ক) Abanindranath
(খ) Scientist of Tomorrow
(গ) Konark
(ঘ) The Inner Eye
উত্তরঃ (ঘ) The Inner Eye
১.১৮ নব্য বঙ্গীয় চিত্ররীতির জনক যাকে ধরা হয় -
(ক) গুণেন্দ্রনাথ
(খ) রবীন্দ্রনাথ
(গ) যামিনী রায়
(ঘ) অবনীন্দ্রনাথ
উত্তরঃ (ঘ) অবনীন্দ্রনাথ
অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ