LightBlog
Higher Secondary Bengali Class 12 ABTA Test Papers 2021-2022 Page 192
Type Here to Get Search Results !

Higher Secondary Bengali Class 12 ABTA Test Papers 2021-2022 Page 192

  ABTA HIGHER SECONDARY TEST PAPERS 2021-2022
BENGALI
PAGE - AC-192


PART - B


১। সঠিক বিকল্পটি নির্বাচন করো ঃ


১.১ মন্দিরের চাতালে বসে তিনটি ছেলে -

(ক) দাবা খেলছিল

(খ) তাস পেটাচ্ছিল

(গ) লুডো খেলছিল

(ঘ) ছক কাটছিল

উত্তরঃ (খ) তাস পেটাচ্ছিল


১.২ 'বাসিনীর মনিব বাড়ির বুড়ো কর্তার বয়স হয়েছিল -

(ক) বিরাশি বছর

(খ) আশি বছর

(গ) চুরাশি বছর

(ঘ) তিরাশি বছর

উত্তরঃ (ক) বিরাশি বছর


১.৩ করিম ফরাজি একদা ছিল -

(ক) পেশাদার কুস্তিগির

(খ) পেশাদার লাঠিয়াল

(গ) পেশাদার বন্দুকবাজ

(ঘ) পেশদার ডাকাত

উত্তরঃ (খ) পেশাদার লাঠিয়াল


১.৪ বেঢারা চৌকিদার যে রঙের উর্দি পরেছিল -

(ক) লাল

(খ) সাদা

(গ) গেরুয়া

(ঘ) নীল

উত্তরঃ (ঘ) নীল


১.৫ 'বাসিনী লুকিয়ে উচ্ছবকে খেতে দিয়েছিল' - 

(ক) চিঁড়ে

(খ) মুড়ি

(গ) ছাতু

(ঘ) বাতাসা

উত্তরঃ (গ) ছাতু


১.৬ 'ধোঁয়ার বঙ্কিম নিশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে' -

(ক) নির্জন নিঃসঙ্গতার মতো

(খ) উজ্জ্বল স্তব্ধতার মতো

(গ) সমুদ্রের দীরঘশ্বাসের মতো

(ঘ) শীতের দুঃস্বপ্নের মতো

উত্তরঃ (ঘ) শীতের দুঃস্বপ্নের মতো


১.৭ 'চোখ তো সবুজ চায়/দেহচায়' -

(ক) সবুজ বাগান

(খ) সবুজ গাছ

(গ) সুখ

(ঘ) আরাম

উত্তরঃ (ক) সবুজ বাগান


১.৮ 'রক্তের অক্ষরে দেখিলাম।' - 

(ক) মৃত্যুর রূপ

(খ) প্রকৃতির রূপ

(গ) আপনার রূপ

(ঘ) রূপনারানের রূপ

উত্তরঃ (গ) আপনার রূপ


১.৯ "আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত" -

(ক) স্বভাব নাটক

(খ) বিভাব নাটক

(গ) অভাব নাটক

(ঘ) একাঙ্ক নাটক

উত্তরঃ (গ) অভাব নাটক


অথবা, 

রজনীকান্তবাবু রামব্রীজকে বকশিস দিয়েছিলেন -

(ক) চার টাকা

(খ) তিন টাকা

(গ) এক টাকা

(ঘ) দুই টাকা

উত্তরঃ (খ) তিন টাকা


১.১০ 'বহুরূপী তখন লাঠে উঠবে' - 'বহুরূপী' - একটি 

(ক) প্রতিষ্ঠান

(খ) নাট্যগোষ্ঠী

(গ) পাঠশালা

(ঘ) সংস্থা

উত্তরঃ (খ) নাট্যগোষ্ঠী


অথবা, 

শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার নেই -

(ক) মৃত্যু

(খ) জরা

(গ) বার্ধক্য

(ঘ) আত্মচেতনতা

উত্তরঃ (গ) বার্ধক্য


১.১১ 'বাঙালিরা কাঁদুনে জাত' - কথাটি বলেন -

(ক) গান্ধিজি

(খ) বল্লভভাই

(গ) কেদারনাথ

(ঘ) রাধাকৃষ্ণান

উত্তরঃ (খ) বল্লভভাই


অথবা, 

গ্রীণরূমে ঘুমান -

(ক) রজনী

(খ) রামব্রীজ

(গ) কালীনাথ

(ঘ) কাশীনাথ

উত্তরঃ (গ) কালীনাথ


১.১২ 'রাজনীতি বড়ো কূট' - বলেছিলেন -

(ক) রজনী

(খ) মোহম্মদ

(গ) কালীনাথ

(ঘ) কিংলিয়ার

উত্তরঃ (ক) রজনী


অথবা, 

'The night is calling me me me' সংলাপটি কার লেখা? -

(ক) শেলি

(খ) শেকসপিয়র

(গ) বার্নার্ড-শ

(ঘ) বায়রন

উত্তরঃ (গ) বার্নার্ড-শ


১.১৩ 'সেখানে কি সবাই প্রাসাদেই থাকত?' কোথায়?

(ক) ব্যাবিলন

(খ) রোম

(গ) বাইজেনটিয়াম

(ঘ) আটলান্টিক

উত্তরঃ (গ) বাইজেনটিয়াম


অথবা, 

'মর্দানা' শব্দের অর্থ হল -

(ক) ঈশ্বরের সেবিকা

(খ) ক্ষমতাশালী মহিলা

(গ) পৌরুষ

(ঘ) নরম মনের মহিলা

উত্তরঃ (গ) পৌরুষ


১.১৪ 'রবীন্দ্রনাথ ঠাকুরের 'সহজপাঠ' গ্রন্থের অলংকরণ করেছেন -

(ক) অবনীন্দ্রনাথ ঠাকুর

(খ) যামিনী রায়

(গ) নন্দলাল বসু

(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ (গ) নন্দলাল বসু


১.১৫ সত্যজিৎ রায়ের প্রথম চলচ্চিত্র হল -

(ক) অপুর সংসার

(খ) পথের পাঁচালী

(গ) অপরাজিত

(ঘ) শাখা প্রশাখা

উত্তরঃ (খ) পথের পাঁচালী


১.১৬ ন্যাশনাল ইন্সটিটিউট অফ সায়েন্স' -এর প্রতিষ্ঠাতা হলেন -

(ক) জগদীশচন্দ্র বসু

(খ) সত্যেন্দ্রনাথ বসু

(গ) মেঘনাদ সাহা

(ঘ) প্রফুল্লচন্দ্র রায়

উত্তরঃ (গ) মেঘনাদ সাহা


১.১৭ 'রূপমূল' হল -

(ক) ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক

(খ) শব্দার্থের উপাদান

(গ) ভাষার ক্ষুদ্রতম উচ্চারণগত একক

(ঘ) পদের গঠন বৈচিত্র্য

উত্তরঃ (ক) ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক


১.১৮ ছোটোকাকা>ছোটকা - উদাহরণ হল -

(ক) বিকল্পন

(খ) বর্গান্তর

(গ) ক্লিপিংস

(ঘ) ক্র্যানবেরি রূপমূল

উত্তরঃ (গ) ক্লিপিংস


অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close