ABTA HIGHER SECONDARY TEST PAPERS 2021-2022BENGALIPAGE - 209
PART - B
১। সঠিক বিকল্পটি নির্বাচন করো ঃ
১.১ বড়ো বাড়ির দেবত্র বাড়ি
(ক) ছ'টি
(খ) বারোটি
(গ) আঠারোটি
(ঘ) চব্বিশটি
উত্তরঃ (গ) আঠারোটি
১.২ বুড়ো কর্তার বাঁচার কথা ছিল -
(ক) ৮৫
(খ) ৯৮
(গ) ১০০
(ঘ) ৮০ বছর
উত্তরঃ (খ) ৯৮
১.৩ বাসিনী লুকিয়ে উচ্ছবকে খেতে দেয় -
(ক) মুড়ি
(খ) চিঁড়ে
(গ) ছাতু
(ঘ) ভাত
উত্তরঃ (গ) ছাতু
১.৪ একদা করিম ফরাজি ছিলেন -
(ক) ডাকাতে
(খ) লাঠিয়াল
(গ) কুস্তিগির
(ঘ) পালোয়ান
উত্তরঃ (খ) লাঠিয়াল
১.৫ 'ভারতবর্ষ' গল্পে বাদলা লাগে -
(ক) শনিতে
(খ) মঙ্গলে
(গ) বুধে
(ঘ) রবিতে
উত্তরঃ (খ) মঙ্গলে
১.৬ 'সে কখনো করে না বঞ্চনা' 'সে' হল
(ক) কঠিন
(খ) সত্য
(গ) মৃত্যু
(ঘ) জীবন
উত্তরঃ (খ) সত্য
১.৭ 'আমার ক্লান্তির উপরে ঝরুক'
(ক) বকুল
(খ) শিউলি
(গ) মহুয়া
(ঘ) মচকা ফুল
উত্তরঃ (গ) মহুয়া
১.৮ বহুদিন কবির দিন কাটেনি
(ক) শহরে
(খ) জঙ্গলে
(গ) মাঠে
(ঘ) বাগানে
উত্তরঃ (খ) জঙ্গলে
১.৯ 'পথিক' নাটকটি লেখেন -
(ক) তুলসী লাহিড়ি
(খ) শম্ভু মিত্র
(গ) বিজন ভট্টাচার্য
(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ (ক) তুলসী লাহিড়ি
অথবা,
'রাজনীতি বড়ো কূট' - বলেছেন -
(ক) রজনী চট্টোপাধ্যায়
(খ) মহম্মদ
(গ) কালীনাথ সেন
(ঘ) কিংলিয়ার
উত্তরঃ (ক) রজনী চট্টোপাধ্যায়
১.১০ 'রাজা রথারোহনম নাটয়তি' - কোথায় লেখা ছিল?
(ক) হিন্দি নাটকে
(খ) ওড়িয়া নাটকে
(গ) মারাঠি তামাশায়
(ঘ) পুরোনো বাংলা নাটক
উত্তরঃ (ঘ) পুরোনো বাংলা নাটক
অথবা,
রজনীকান্তের বয়স -
(ক) ৫০ বছর
(খ) ৬০ বছর
(গ) ৬৮ বছর
(ঘ) ৭৮ বছর
উত্তরঃ (গ) ৬৮ বছর
১.১১ 'বিভাব' - হল একটি -
(ক একাঙ্ক নাটক
(খ) গীতিনাট্য
(গ) পূর্ণাঙ্গ নাটক
(ঘ) অ্যাবসার্ড নাটক
উত্তরঃ (ক একাঙ্ক নাটক
অথবা,
'আমি তো চললাম' - তুলসী লাহিড়ীর কোন্ নাটকের অংশ? -
(ক) ছেঁড়া তার
(খ) পথিক
(গ) ধূর্ত
(ঘ) চাটুকার
উত্তরঃ (খ) পথিক
১.১২ 'যারা বলে' - নাট্যাভিনয় একটি পবিত্র শিল' - তারা সব
(ক) বোকা
(খ) গাধা
(গ) ধূর্ত
(ঘ) চাটুকার
উত্তরঃ (খ) গাধা
অথবা,
'শাহজাদি! সম্রাটনন্দিনী! মৃত্যুভয় দেখাও কাহারে?' - কোন নাটকের সংলাপ?
(ক) পথিক
(খ) রিজিয়া
(গ) সাজাহান
(ঘ) জনা
উত্তরঃ (খ) রিজিয়া
১.১৩ থিবসের দরজার সংখ্যা হল -
(ক) পাঁচ
(খ) সাত
(গ) দশ
(গ) একশো
উত্তরঃ (খ) সাত
অথবা,
বলী কান্ধারী মর্দানাকে কতবার ফেরত পাঠিয়েছিলেন? -
(ক) দুবার
(খ) তিনবার
(গ) চারবার
(ঘ) একবার
উত্তরঃ (খ) তিনবার
১.১৪ সাঁওতাল দম্পতি নামক ভাস্কর্যটির স্রষ্টা হলেন -
(ক) বিনোদবিহারী মুখোপাধ্যায়
(খ) যামিনী রায়
(গ) রামকিঙ্কর বেইজ
(ঘ) যোগেন চৌধুরী
উত্তরঃ (গ) রামকিঙ্কর বেইজ
১.১৫ মৃণাল সেন পরিচালিত প্রথম চলচ্চিত্র -
(ক) খারিজ
(খ) ভুবন সোম
(গ) আতঙ্ক
(ঘ) রাতভোর
উত্তরঃ (ঘ) রাতভোর
১.১৬ বেঙ্গল কেমিক্যালস -এর প্রতিষ্ঠাতা হলেন -
(ক) জগদীশচন্দ্র বসু
(খ) মেঘনাদ সাহা
(গ) সত্যেন্দ্রনাথ বসু
(ঘ) প্রফুল্লচন্দ্র রায়
উত্তরঃ (ঘ) প্রফুল্লচন্দ্র রায়
১.১৭ 'Syntax' শব্দের অর্থ হল -
(ক) বাক্যতত্ত্ব
(খ) শব্দার্থবিজ্ঞান
(গ) শৈলিবিজ্ঞান
(ঘ) ধ্বনিতত্ত্ব
উত্তরঃ (ক) বাক্যতত্ত্ব
১.১৮ "তাড়িত ব্যঞ্জন ধ্বনি হল" -
(ক) ঝ্
(খ) ম্
(গ) ঞ্
(ঘ) ড়্
উত্তরঃ (ঘ) ড়্
অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ