Madhyamik Life Science ABTA Test Papres 2021-2022 Page 418 Part 2
Type Here to Get Search Results !

Madhyamik Life Science ABTA Test Papres 2021-2022 Page 418 Part 2

 ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022

LIFE SCIENCE

PAGE - 418


বিভাগ - খ


২। নীচের ২৬টি প্রশ্ন থেকে ২১টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো ঃ


Life Science Suggestion App : Madhyamik Life Science 2022


নীচের বাক্যগুলোর শূন্যস্থানগুলোতে উপযুক্ত শব্দ বসাও (যে কোনো পাঁচটি) ঃ


২.১ আচার্য জগদীশচন্দ্র বসু লজ্জাবতী এবং বনচাঁড়াল উদ্ভিদে বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদের __________ ধর্মটি প্রমাণ করেন।

উত্তরঃ সংবেদনশীলতা


২.২ পার্থেনোকার্পিতে সাহায্যকারী একটি হরমোনের নাম __________।

উত্তরঃ IBA


২.৩ জীবনের ২ মাস থেকে ১০ বছর অবধি সময়কালকে __________ বলে।

উত্তরঃ শৈশব


২.৪ __________ প্রকার কোশবিভাজনে নিউক্লিওপর্দা অবলুপ্ত হয় না।

উত্তরঃ অ্যামাইটোসিস


২.৫ ইউরাসিল একটি __________ জাতীয় নাইট্রোজেনযুক্ত ক্ষারক।

উত্তরঃ পিরিমিডিন


২.৬ মানুষের পপুলেশনে 'X' ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিনঘটিত একটি রোগ হলো _________।

উত্তরঃ হিমোফিলিয়া


নীচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো (যে কোনো পাঁচটি) ঃ


২.৭ বহুমূত্র রোগে আক্রান্ত কোনো ব্যক্তির অত্যাধিক পরিমাণ লঘুমূত্র নির্গত হয়।

উত্তরঃ সত্য


২.৮ 2,4-D আগাছা দমনে সাহায্য করে।

উত্তরঃ সত্য


২.৯ সপুষ্পক উদ্ভিদের ডিম্বকের মধ্যে ভ্রূণস্থলী থাকে।

উত্তরঃ মিথ্যা


২.১০ Y-ক্রোমোকোমের অপর নাম হলো অ্যান্ড্রোজাম।

উত্তরঃ সত্য


২.১১ হিমোফিলিয়া একটি অটোজোমঘটিত রোগ।

উত্তরঃ মিথ্যা


২.১২ মেন্ডেল তার বংশগতি সংক্রান্ত পরীক্ষাগুলোর বর্ণনায় জিন ব্যবহার করেছিলেন।

উত্তরঃ মিথ্যা


A স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে B - স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষ উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখসহ সঠিক জোড়টি পুনরায় লেখো (যে কোনো পাঁচটি) ঃ

A স্তম্ভ

B স্তম্ভ

২.১৩ জিব্বেরেলিন

(১) rrYY

২.১৪ হিমোফিলিয়া

(২) কোশ বিভাজনের সময় বেমতন্তু গঠন করে

২.১৫ কুঞ্চিত ও হলুদ বর্ণের বীজযুক্ত মটরগাছের জিনোটাইপ

(৩) মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে

২.১৬ গ্রাফটিং

(৪) RRyy

২.১৭ অন্ধবিন্দু

(৫) মানুষের X ক্রোমোজোমে অবস্থিত প্রচ্ছন্ন জিনগত রোগ

২.১৮ আম

(৬) রেটিনা ও অপটিক স্নায়ুর সংযোগস্থল


(৭) স্টক ও সিয়ন

উত্তরঃ

A স্তম্ভ

B স্তম্ভ

২.১৩ জিব্বেরেলিন

(৩) মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে

২.১৪ হিমোফিলিয়া

(৫) মানুষের X ক্রোমোজোমে অবস্থিত প্রচ্ছন্ন জিনগত রোগ

২.১৫ কুঞ্চিত ও হলুদ বর্ণের বীজযুক্ত মটরগাছের জিনোটাইপ

(১) rrYY

২.১৬ গ্রাফটিং

(৭) স্টক ও সিয়ন

২.১৭ অন্ধবিন্দু

(৬) রেটিনা ও অপটিক স্নায়ুর সংযোগস্থল

২.১৮ আম

(২) কোশ বিভাজনের সময় বেমতন্তু গঠন করে




একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও (যে কোন দুটি) ঃ


২.১৯ বিসদৃশটি বেছে লেখো ঃ মুক্ত কানের লতি, রোলার জিভ, থ্যালাসেমিয়া, কোঁকড়ানো চুল।

উত্তরঃ থ্যালাসেমিয়া


২.২০ মায়োপিয়ার ক্ষেত্রে কোন ধরনের লেন্সের ব্যবহার ত্রুটি দূর হয়?

উত্তরঃ অবতল


২.২১ নীচের সম্পর্কেযুক্ত একটি শব্দ জোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্কে বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানের উপযুক্ত শব্দ বসাও ঃ মাইটোসিস ঃ ভ্রূণমূল ঃ _________ ঃ রেণুমাতৃকোশ।

উত্তরঃ মিয়োসিস


২.২২ মেন্ডেল তাঁর দ্বি-সংকরজনন পরীক্ষা থেকে কোন সূত্রে উপনীত হয়েছিলেন?

উত্তরঃ স্বাধীন সঞ্চালনের সূত্র


২.২৩ শিশুর মাতৃস্তন পান কী ধরনের প্রতিবর্তক্রিয়া?

উত্তরঃ জন্মগত


২.২৪ নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত, সে বিষয়টি খুঁজে বার করে লেখো ঃ কোশপাত গঠন, ফ্র্যাগমোপ্লাস্ট, উদ্ভিদের সাইটোকাইনোসিস, গলগি বস্তু।

উত্তরঃ উদ্ভিদের সাইটোকাইনোসিস


২.২৫ একটি অ্যাবডাকটার পেশির উদাহরণ দাও।

উত্তরঃ ডেলটয়েড


২.২৬ স্ত্রীলোককে হোমোগ্যামেটিক লিঙ্গ বলা হয় কেন?

উত্তরঃ স্ত্রীদের ক্ষেত্রে যে যৌন ক্রোমোজোম রয়েছে সেগুলি একই প্রকৃতির গ্যামেট উৎপন্ন করে অর্থাৎ প্রত্যেকটি 'X' ক্রোমোজোম বিশিষ্ট গ্যামেট উৎপন্ন করে। তাই স্ত্রীলোককে হোমোগ্যামেটিক লিঙ্গ বলা হয়।


অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close